আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 31 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 31 (MCQ)

******************************



1. সিন্ধুসভ্যতার কেন্দ্রগুলির মধ্যে নিম্নের কোনটি প্রথম আবিষ্কৃত হয় ? 
Ⓐ হরপ্পা 
Ⓑ মহেঞ্জোদারো
Ⓒ চানহুদারো
Ⓓ রোপার 

Ans : (A)

■ মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় - 1922 
■ চানহুদারো আবিষ্কৃত হয় - 1931 
■ রোপার আবিষ্কৃত হয় - 1953


2. অন্যতম মহাজনপদ শূরসেনের রাজধানী কোথায় অবস্থিত ছিল ? 
Ⓐ বৈশালি
Ⓑ কুশীনারা
Ⓒ বিরাটনগর
Ⓓ মথুরা 

Ans : (D)

■ বৃজি এর রাজধানী ছিল - বৈশালি
■ মল্ল এর রাজধানী ছিল - কুশীনারা
■ মৎস্য এর রাজধানী ছিল - বিরাটনগর



3. কীর্তিকৌমুদী - কার লেখা ? 
Ⓐ সোমেশ্বর 
Ⓑ অরিসিংহ
Ⓒ মেরুতুঙ্গ
Ⓓ রাজশেখর 

Ans : (A)

■ অরিসিংহ এর লেখা - সুকৃতি-সংকীর্তন 
■ মেরুতুঙ্গ এর লেখা - প্রবন্ধ চিন্তামণি 
■ রাজশেখর এর লেখা - প্রবন্ধকোষ

4. দ্বিতীয় জৈন সংগীতি কত সালে অনুষ্ঠিত হয় ? 
Ⓐ 500 খ্রিস্টাব্দ
Ⓑ 700 খ্রিস্টাব্দ
Ⓒ 650 খ্রিস্টাব্দ 
Ⓓ 512 খ্রিস্টাব্দ 

Ans : (D)

■ বলভী তে এটি আয়োজিত হয় 
■ সভাপতি - ক্ষমাশ্রবণ 
■ দ্বাদশ অঙ্গের সাথে আরও 12 টি অনুশাসন যোগ করা হয় যার নাম 'দ্বাদশ উপাঙ্গ'


5. সংস্কৃত কবি ভারবি নিম্নের কোন রাজার সভাসদ ছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ লক্ষণ সেন
Ⓒ দ্বিতীয় নরসিংহবর্মন 
Ⓓ সিংহবিষ্ণু 

Ans : (D)

■ হর্ষবর্ধন এর সভাসদ ছিলেন - বাণভট্ট
■ লক্ষণ সেন এর সভাসদ ছিলেন - শরণ, ধোয়ী, গোবর্ধন, উমাপতি ধর, জয়দেব, হলায়ুধ
■ দ্বিতীয় নরসিংহবর্মন এর সভাসদ ছিলেন - দন্ডিণ

6. নিম্নের কোন শাসক যুদ্ধের সময় ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করেন ? 
Ⓐ আকবর
Ⓑ বল্লাল সেন
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ বাবর 

Ans : (D)

■ 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লীতে মোঘল শাসনের সূচনা করেন 
■ তিনি 5 বারের চেষ্টায় দিল্লি দখল করেন 
■ তিনি তুর্কি ভাষায় তুজুক-ই-বাবরি এবং মসনভি রচনা করেন 

7. অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ? 
Ⓐ 1809 
Ⓑ 1757
Ⓒ 1775
Ⓓ 1784 

Ans : (A)

■ রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে এই সন্ধি হয় 
■ 1757 সালে - আলিনগরের সন্ধি
■ 1775 সালে - সুরাটের সন্ধি 
■ 1784 সালে - ম্যাঙ্গালোরের সন্ধি 

8. দেশাই লিয়াকত চুক্তি কত সালে সংঘটিত হয় ? 
Ⓐ 1944 
Ⓑ 1947
Ⓒ 1940
Ⓓ 1929

Ans: (A)

■ কংগ্রেস নেতা ভুলাভাই দেশাই এবং মুসলিম লীগের নেতা লিয়াকত আলি খান প্রস্তাবের খসড়া তৈরি করেন 
■ কংগ্রেস ও লীগ থেকে সমসংখ্যক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আইন সভায় 
সংখ্যালঘুদের জন্য 20% আসন সংরক্ষিত 

9. ফরওয়ার্ড ব্লক কোন সালে প্রতিষ্ঠা হয় ? 
Ⓐ 1934
Ⓑ 1928
Ⓒ 1946
Ⓓ 1939 

Ans : (D)

■ দিল্লীতে এটি প্রতিষ্ঠা হয় 
■ প্রতিষ্ঠাতা - সুভাষচন্দ্র বসু 

10. গান্ধীজিকে হাফ নেকেড সেন্ট নামে কে অভিহিত করেন ? 
Ⓐ সুভাষচন্দ্র বসু
Ⓑ কাবালিরা
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓓ উইনস্টন চার্চিল 

Ans : (D)

■ 1931 সালে তিনি এই নামটি দেন 
■ সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপিতা নাম দেন 1944 সালে
■ কাবালিরা মালঙ্গ বাবা নাম দেয় 1930 সালে
■ রবীন্দ্রনাথ ঠাকুর 1917 সালে তাকে মহাত্মা নাম দেন 

11. তিস্তা এবং ডিহাঙ নদীর মধ্যবর্তী স্থানে নিম্নের কোন হিমালয় অবস্থিত ? 
Ⓐ পাঞ্জাব হিমালয়
Ⓑ কুমায়ুন হিমালয়
Ⓒ নেপাল হিমালয়
Ⓓ আসাম হিমালয় 

Ans: (D)

12. নিম্নের কোন গিরিপথ ভারত-নেপাল-চীন কে সংযুক্ত করেছে ? 
Ⓐ কারাকোরাম
Ⓑ লিপুলেখলা 
Ⓒ নাথুলা
Ⓓ রোটাং 

Ans : (B)

13. সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ রাজস্থান 
Ⓑ লাদাখ
Ⓒ চন্ডীগড়
Ⓓ কেরালা

Ans: (A)

14. নিম্নের কোন রাজ্যে তেহরি বহুমুখী নদী পরিকল্পনা অবস্থিত ? 
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ উত্তরাখন্ড 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ বিহার 

Ans : (B) 

15. হরিদ্বার শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ গঙ্গা 
Ⓑ শতদ্রু
Ⓒ ব্রহ্মপুত্র
Ⓓ যমুনা 

Ans : (A)

16. 'আঁধি' নামক ঝড় নিম্নের কোন রাজ্যে ঘটে ? 
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ অসম
Ⓓ পাঞ্জাব 

Ans : (D)

17. প্রাসের গতির সর্বাধিক সীমার জন্য প্রক্ষেপ কোণ কত হতে হবে ? 
Ⓐ 40°
Ⓑ 90°
Ⓒ 60°
Ⓓ 45° 

Ans : (D)

■ সর্বাধিক উচ্চতা আরোহনের জন্য প্রক্ষেপ কোণ 90° হতে হবে 
■ প্রাসের গতির সঞ্চারপথ সর্বদা অধিবৃত্তাকার 

18. ভ্যারিওলা ভাইরাসটি নিম্নের কোন রোগের জন্য দায়ী ? 
Ⓐ জল বসন্ত
Ⓑ গুটি বসন্ত 
Ⓒ মাম্পস
Ⓓ পোলিও

Ans: (B)

■ জল বসন্ত - ভ্যারিসেলা ভাইরাস
■ মাম্পস - মাম্পস ভাইরাস
■ পোলিও - পোলিও মাইলিটিস


19. অ্যালজাইমার রোগে শরীরের কোন অংশ রোগাক্রান্ত হয় ? 
Ⓐ গলা
Ⓑ থাইরয়েড গ্রন্থি
Ⓒ অস্থি
Ⓓ স্নায়ুতন্ত্র 

Ans : (D)

20. আমের বিজ্ঞানসম্মত নামটি হল -
Ⓐ কিউকারবিটা ম্যাক্সিমা
Ⓑ নিকোটিনা টাবাকাম
Ⓒ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা 
Ⓓ ফাইকাস বেঙ্গলেনসিস

Ans : (C)

■ কিউকারবিটা ম্যাক্সিমা - কুমড়ো
■ নিকোটিনা টাবাকাম - তামাক
■ ফাইকাস বেঙ্গলেনসিস - বট

21. নিম্নের কোন ঘটনার জন্য আকাশের তারাগুলি ঝিকমিক করে ? 
Ⓐ আলোর প্রতিফলন
Ⓑ আলোর প্রতিসরণ  
Ⓒ আলোর বিচ্ছুরণ
Ⓓ আলোর ব্যাতিচার 

Ans : (B)

22. নিম্নের কোনটি ভেক্টর রাশি নয় ? 
Ⓐ মন্দন
Ⓑ বেগ
Ⓒ ওজন
Ⓓ ঘনত্ব 

Ans : (D)

23. সংবিধানের কোন ধারায় তপশিলি উপজাতির সংজ্ঞা উল্লেখিত আছে ? 
Ⓐ আর্টিকেল - 340
Ⓑ আর্টিকেল - 341
Ⓒ আর্টিকেল - 342 
Ⓓ আর্টিকেল - 343 

Ans: (C)

■ আর্টিকেল - 340 - পশ্চাৎপদ শ্রেণীগুলির অবস্থা পর্যালোচনার জন্য বিশেষ কমিশন নিয়োগ 
■ আর্টিকেল - 341 - তপশিলি জাতির সংজ্ঞা 
■ আর্টিকেল - 343 - কেন্দ্রের সরকারি ভাষা 


24. স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ? 
Ⓐ ড. রাজেন্দ্র প্রসাদ
Ⓑ পন্ডিত জওহরলাল নেহেরু
Ⓒ সর্দার বল্লভভাই প্যাটেল 
Ⓓ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 

Ans : (C)

■ ড. রাজেন্দ্র প্রসাদ - রাষ্ট্রপতি
■ পন্ডিত জওহরলাল নেহেরু - প্রধানমন্ত্রী
■ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - শিল্পমন্ত্রী


25. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'Make in India' প্রকল্পটি কবে চালু করেন ? 
Ⓐ 2014 
Ⓑ 2015
Ⓒ 2018
Ⓓ 2016

Ans: (A)

■ উদ্দেশ্য - বিশ্বের দরবারে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে তুলে ধরা, তার সাথে বিদেশি কোম্পানিগুলোকে ভারতে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা একইসঙ্গে দেশের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা 

26. থাংতা নৃত্যটি কোন রাজ্যের একটি প্রসিদ্ধ আঞ্চলিক নৃত্য ? 
Ⓐ মেঘালয়
Ⓑ কেরল
Ⓒ মণিপুর 
Ⓓ রাজস্থান 

Ans : (C)

27. ইউক্রেনের রাজধানী নিম্নের কোথায় অবস্থিত ? 
Ⓐ কিয়েভ 
Ⓑ হেলসিঙ্কি
Ⓒ ব্রাসেলস
Ⓓ ভিয়েনা 

Ans : (A)

28. 24 তম প্যারালাল সীমারেখা নিম্নের কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? 
Ⓐ ভারত ও মায়ানমার
Ⓑ ইংল্যান্ড ও ফ্রান্স
Ⓒ মালয়েশিয়া ও সুমাত্রা
Ⓓ ভারত ও পাকিস্তান 

Ans : (D)

29. সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি নিম্নের কোথায় অবস্থিত ? 
Ⓐ কার্নাল, হরিয়ানা
Ⓑ রুরকি, উত্তরাখন্ড
Ⓒ পানাজি, গোয়া
Ⓓ এরণাকুলাম, কেরল 

Ans : (D)

30. নিম্নের কাকে লোকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হয় ? 
Ⓐ দ্রৌপদী মুর্মু
Ⓑ নরেন্দ্র মোদী 
Ⓒ অমিত শাহ
Ⓓ ধর্মেন্দ্র প্রধান 

Ans : (B)