আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 30 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 30 (MCQ)

******************************

1. কলকাতায় 'ভারত সভা' (Indian Association) কত সালে স্থাপিত হয় ?
Ⓐ 1870
Ⓑ 1879
Ⓒ 1873
Ⓓ 1876 

Ans : (D)

● সুরেন্দ্রনাথ ব্যানার্জী ও আনন্দমোহন বসু এটি প্রতিষ্ঠা করেন
● ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন ও ইন্ডিয়ান লীগের পরিবর্তে এই সভা স্থাপিত হয়

2. কত সালে রামসে ম্যাকডোনাল্ড 'কমিউন্যাল আওয়ার্ড' এর ঘোষণা করেন ?
Ⓐ 1932 
Ⓑ 1931
Ⓒ 1930
Ⓓ 1935

Ans : (A)

● উক্ত সালের 4 ই আগস্ট এটি ঘোষণা করেন
● ব্রিটিশ ভারতে বিভিন্ন জনজাতির ভিন্ন ভিন্ন ভোটদানের নিয়মকে কমিউনাল আওয়ার্ড বলা হয়
● দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পরে এটি ঘোষিত হয়, গান্ধীজি এর বিপক্ষে গেলেও আম্বেদকর এই নীতির সমর্থক ছিলেন

3. পুরানের মোট সংখ্যা কত ?
Ⓐ 11 টি
Ⓑ 18 টি
Ⓒ 43 টি
Ⓓ 10 টি

Ans : (B)

● মোট বেদ - 4 টি, মোট উপনিষদ - 108 টি
● মোট বেদাঙ্গ - 6 টি, মোট দর্শন - 6 টি
মোট উপবেদ - 4 টি

4. বাহমনি রাজবংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ গুলবর্গা 
Ⓑ বিজয়নগর
Ⓒ রায়গড়
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

● এই বংশের রাজত্বকাল - 1347 - 1481 সাল
● প্রতিষ্ঠাতা - আলাউদ্দিন বাহমান শাহ
● শেষ রাজা - কুলিমুল্লাহ শাহ

5. রাজা প্রথম নাগভট্টের আমলে নিম্নের কোথায় তার রাজধানী ছিল ?
Ⓐ পৈঠান
Ⓑ পুরিক
Ⓒ বাদামি
Ⓓ উজ্জয়িনী 

Ans : (D)

● পৈঠান ছিল - প্রথম সাতকর্নীর রাজধানী
● পুরিক ছিল - প্রথম প্রবরসেনের রাজধানী
● বাদামি ছিল - দ্বিতীয় পুলকেশীর রাজধানী

6. নিম্নের কোন পল্লব রাজার আমলে পল্লব শক্তি ও সভ্যতা শীর্ষবিন্দুতে স্পর্শ করে ?
Ⓐ প্রথম নরসিংহ বর্মন 
Ⓑ সিংহবিষ্ণু
Ⓒ অপরাজিত পল্লব বর্মন
Ⓓ দ্বিতীয় নরসিংহ বর্মন

Ans : (A)

● তিনি ছিলেন প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র, ● তার উপাধি ছিল 'মহামল্ল'
● মহাবলিপুরমের মন্দির গুলি তার আমলেই নির্মিত হয়
● এই বংশের প্রতিষ্ঠাতা - সিংহবিষ্ণু

7. নিম্নের কোন শাসককে 'সার্বভৌমত্ব দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা' বলা হয় ?
Ⓐ ইলতুতমিস
Ⓑ গিয়াসউদ্দিন বলবন
Ⓒ কুতুবউদ্দিন আইবক 
Ⓓ আলাউদ্দিন খলজি

Ans : (C)

● তার শাসনকাল -1206 - 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত
● দানশীলতার জন্য লাখবক্স বলা হতো
● দিল্লীতে 'কিউয়াদ আল ইসলাম' ও আজমিরে 'আড়াই দিন কা ঝোপড়া' মসজিদ নির্মাণ করেন

8. নিম্নের কোন শাসক দাগ ও হুলিয়া প্রথা রদ করেন ?
Ⓐ ইব্রাহিম লোদী
Ⓑ ফিরোজ শাহ তুঘলক 
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ ঔরঙ্গজেব

Ans : (B)

● তার শাসনকাল 1351 - 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত
● তাকে সুলতানি যুগের আকবর বলা হতো
● মহম্মদ বিন তুঘলকের 24 প্রকার কর বাতিল করে, খারাজ, খামস, জিজিয়া ও জাকাত এই চার রকমের কর তিনি ধার্য করেন

9. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1764 
Ⓑ 1759
Ⓒ 1763
Ⓓ 1756

Ans : (A)

● এটি বিহারে সংঘটিত হয়
● মীরকাশিমের নেতৃত্বে  মুসলিমদের যৌথবাহিনী ও ইংরেজ বাহিনীর মধ্যে এই যুদ্ধ বাঁধে
● জয়ী হয় - ইংরেজ বাহিনী

10. কংগ্রেসের অধিবেশন ছিল তিনদিনের তামাশা - উক্তিটি কে করেছেন ?
Ⓐ ড. অনিল শীল
Ⓑ মহম্মদ আলি জিন্নাহ
Ⓒ স্যার সৈয়দ আহমেদ খান
Ⓓ অশ্বিনী কুমার দত্ত 

Ans : (D)

11. নিম্নের কোন রাজ্যের উপকূল রেখা করমন্ডল উপকূল নামে পরিচিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ কেরল
Ⓒ ওড়িশা
Ⓓ তামিলনাড়ু 

Ans : (D)

12. নিম্নের কোন পর্বতশ্রেণী ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত ?
Ⓐ লুসাই 
Ⓑ নামচা বারওয়া
Ⓒ খাসি
Ⓓ হিমালয়

Ans : (A)

13. ধুঁয়াধর জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত ?
Ⓐ কৃষ্ণা
Ⓑ নর্মদা 
Ⓒ কাবেরী
Ⓓ গোদাবরী

Ans : (B)

14. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ দেরাদুন
Ⓑ কলকাতা
Ⓒ চেন্নাই
Ⓓ হায়দ্রাবাদ 

Ans : (D)

15. নিম্নের কোন রাজ্যের সর্বোচ্চ সংখ্যক রাজ্যের সাথে সীমানা রয়েছে ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ বিহার
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরপ্রদেশ 

Ans : (D)

● উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড এবং বিহারের সাথে এই সীমানা রয়েছে

16. কুরনুল শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ শিপ্রা
Ⓑ ঝিলাম
Ⓒ মহানদী
Ⓓ তুঙ্গভদ্রা 

Ans : (D)

17. শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ?
Ⓐ জেমস প্রেসকর্ট জুল 
Ⓑ উইলিয়াম টমাস কেলভিন
Ⓒ মেঘনাথ সাহা
Ⓓ ম্যাক্স প্লাঙ্ক

Ans : (A)

18. একটি বস্তুর বেগ দ্বিগুন করলে বস্তুটির গতিশক্তির কি পরিবর্তন হবে ?
Ⓐ তিনগুন
Ⓑ পাঁচগুন
Ⓒ চারগুন 
Ⓓ ছয়গুন

Ans : (C)

● গতিশক্তি রাশিমালা = 1/2 ×m×v²
● এখন v যদি 2v হয় তবে রাশিমালা হয় = 1/2×m×4v² যা পূর্বের চারগুন

19. মোটরগাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
Ⓐ অবতল
Ⓑ উত্তল 
Ⓒ সমতল
Ⓓ অধিবৃত্তাকার

Ans : (B)

● দাড়ি কমানোর দর্পণ - অবতল দর্পণ
● মুখ দেখার দর্পণ - সমতল দর্পণ
● গাড়ির হেডলাইটের পিছনের দর্পণ - অধিবৃত্তাকার দর্পণ

20. নিম্নের কোন ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে ?
Ⓐ ট্রাইকোডার্মা কোনিগি
Ⓑ এসচেরিয়া ই কোলাই 
Ⓒ ক্লসট্রিডিয়াম
Ⓓ রাইজোবিয়াম

Ans : (B)

● ট্রাইকোডার্মা কোনিগি - তৃণভোজী প্রাণীদের সেলুলোজ পরিপাকে সাহায্য করে
● ক্লসট্রিডিয়াম, রাইজোবিয়াম -বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দিয়ে মাটির নাইট্রোজেনের পরিমান বাড়ায়, ফলে মাটি উর্বর হয়

21. সালোকসংশ্লেষের মূল উপাদান কোনটি ?
Ⓐ কার্বন-ডাই-অক্সাইড
Ⓑ সূর্যালোক
Ⓒ ক্লোরোফিল
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

● এছাড়া এর সাথে মূল উপাদান হিসেবে লাগে জল

22. যকৃৎকৃমির রেচন অঙ্গের নাম কি ?
Ⓐ দেহগাত্র
Ⓑ নেফ্রিডিয়া
Ⓒ ম্যালপিজিয়ন নালিকা
Ⓓ ফ্লেমকোষ 

Ans : (D)

● অ্যামিবার রেচনঅঙ্গ - দেহগাত্র
● কেঁচো/জোঁকের রেচনঅঙ্গ - নেফ্রিডিয়া
● আরশোলা/গঙ্গাফড়িং এর রেচনঅঙ্গ - ম্যালপিজিয়ন নালিকা

23. 'সমাজতান্ত্রিক' শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন সালে সংযোজিত হয় ?
Ⓐ 1976 
Ⓑ 1978
Ⓒ 1980
Ⓓ 1973

Ans : (A)

● সমাজতন্ত্র বলতে বোঝায় অর্থনৈতিক ক্ষেত্রে কোনোরকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না, সরকারি উদ্যোগে অর্থনৈতিক নীতি পরিচালিত হবে
উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকাধীন এবং উৎপন্ন দ্রব্যসামগ্রীর বন্টন ব্যবস্থার পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র

24. সংবিধানের কততম ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে ?
Ⓐ ধারা - 17
Ⓑ ধারা - 25
Ⓒ ধারা - 23
Ⓓ ধারা - 19 

Ans : (D)

● 6 টি ভাগে ভাগ এই অধিকার (1) বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার (2) শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার (3) সংগঠন অথবা সংঘ গঠনের অধিকার (4) অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেরার অধিকার (5) ভারতীয় ভূখণ্ডের যেকোনো অংশে বসবাস করার অধিকার (6) যেকোনো বৃত্তিজ উপজীবিকা, ব্যবসা বাণিজ্যের অধিকার

25. অর্থনীতির বিশ্বায়ন শুরু হয় কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ?
Ⓐ দশম
Ⓑ নবম
Ⓒ অষ্টম 
Ⓓ সপ্তম

Ans : (C)

● এই পরিকল্পনার সময়কাল ছিল - 1992 - 1997
● অর্থনীতির বিশ্বায়ন শুরু হয় 1991 সালের শেষে
● এই পরিকল্পনার সময়ে NSE প্রতিষ্ঠা হয়, MPLADS, প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয় 

26. বিশ্ব বিখ্যাত সূর্য মন্দির নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কোনারক 
Ⓑ মহাবলিপুরম
Ⓒ পাটনা
Ⓓ তিরূপতি

Ans : (A)

27. 'সারে যাঁহা সে আচ্ছা' গানটির রচয়িতা কে ?
Ⓐ জয়দেব
Ⓑ মহম্মদ ইকবাল 
Ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

Ans : (B)

28. সাহিত্য একাডেমির সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ মুম্বাই
Ⓑ চেন্নাই
Ⓒ নিউ দিল্লী 
Ⓓ কলকাতা

Ans : (C)

29. SWIFT এর পুরো কথা কি ?
Ⓐ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড টেলিকমিউনিকেশন্স
Ⓑ সোসাইটি ফর দি ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন্স *
Ⓒ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ট্রান্সফার
Ⓓ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্রেন ফিসকাল ট্রান্সজাকশন্স

Ans : (B)