আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 29 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 29 (MCQ)

******************************



1. নিম্নের কোন স্থানটি বালুচিস্তানে অবস্থিত ছিল ? 
Ⓐ কালিবঙ্গন
Ⓑ হরপ্পা
Ⓒ মহেঞ্জোদারো
Ⓓ সুটকাজেন্ডার 

Ans : (D)

■ এখানে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের অস্তিত্ব পাওয়া গেছে 
■ এটি সর্বপশ্চিমে অবস্থিত সিন্ধু সভ্যতার পুরাতাত্ত্বিক প্রমাণ  

2. নিম্নের কোন নদী প্রাচীনকালে রেবা নামে পরিচিত ছিল ? 
Ⓐ কাবেরী 
Ⓑ রবি
Ⓒ সুতলেজ
Ⓓ ঝিলাম

Ans : (A)

■ রবি এর পূর্বে নাম ছিল  - পারুষণী
■ সুতলেজ এর পূর্বে নাম ছিল  - শতদ্রু
■ ঝিলাম এর পূর্বে নাম ছিল - বিতস্তা


3. আলাউদ্দিন আলম শাহ - নিম্নের কোন বংশের শেষ রাজা ছিলেন ? 
Ⓐ দাস বংশ
Ⓑ খলজি বংশ
Ⓒ তুঘলক বংশ
Ⓓ সৈয়দ বংশ 

Ans : (D)

■ দাস বংশ এর শেষ রাজা - কায়কোবাদ
■ খলজি বংশ এর শেষ রাজা - কুতুবউদ্দিন মুবারক
■ তুঘলক বংশ এর শেষ রাজা - নাসিরউদ্দিন নুসরত শা


4. পাদশাহনামা - কার লেখা ? 
Ⓐ বিষ্ণুশর্মা
Ⓑ আব্দুল হামিদ লাহরি 
Ⓒ জিয়াউদ্দিন বরউনী
Ⓓ মহ: ইকবাল 

Ans : (B)

5. দিল্লীতে অবস্থিত লাল কেল্লা কার আমলে নির্মিত হয় ? 
Ⓐ আলাউদ্দিন খলজি
Ⓑ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓒ শাহজাহান 
Ⓓ পরশুরাম 

Ans : (C)

■ তার আমলে জামা মসজিদ, তাজমহল, মোতি মসজিদ, নাগিনা মসজিদ, দেওয়ানি খাস, শিসমহল, নিশাত বাগ, দেওয়ানি আম নির্মিত হয় 
■ আলাউদ্দিন খলজি - সিরি ফোর্ট, আলাই দরওয়াজা নির্মাণ করেন
■ গিয়াসউদ্দিন তুঘলক - তুঘলকাবাদ
■ পরশুরাম - রাজারাজেশ্বর মন্দির

6. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয় ? 
Ⓐ 1526 সালে
Ⓑ 1191 সালে 
Ⓒ 1195 সালে
Ⓓ 1206 সালে 

Ans : (B)

■ এটি পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরীর মধ্যে এই যুদ্ধ ঘটে 
■ বিজয়ী হন - পৃথ্বীরাজ চৌহান

7. উইলিয়াম হকিন্স কার রাজসভায় ভারতে এসেছিলেন ? 
Ⓐ দ্বিতীয় দেবরায়
Ⓑ জাহাঙ্গীর 
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ মহম্মদ গজনী

Ans : (B)

■ দ্বিতীয় দেবরায় এর রাজসভায় এসেছিলেন - আব্দুর রজ্জাক
■ ঔরঙ্গজেব এর রাজসভায় আসেন - নিকোলান্টি মানুচি
■ মহম্মদ গজনীর রাজসভায় আসেন - আল-বিরুনি

8. ব্রিটিশ ভারতে নিম্নের কোন আইন/সংস্কারের মাধ্যমে ক্ষমতাকে তিনটে ভাগে ভাগ করা হয় ?
Ⓐ 1932, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি
Ⓑ 1919, রাওলাট আইন
Ⓒ 1909, ইন্ডিয়ান কাউন্সিল এক্ট 
Ⓓ 1935, ভারত শাসন আইন 

Ans : (D)

■ লর্ড ওয়েলিংটনের আমলে এই আইন চালু হয় 
■ স্বাধীন ভারতের সংবিধানের অন্যতম ভিত্তি প্রতিষ্ঠিত হয় 
■ সাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় প্রাদেশিক শাসনব্যবস্থার প্রচলন করা হয় 
■ ক্ষমতাকে তিনটি ভাগে (1) ফেডারেল লিস্ট (2) প্রাদেশিক তালিকা ও (3) যুগ্ম তালিকায় ভাগ করা হয় 

9. দাদাভাই নৌরজি নিম্নের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতিত্ব করেন ? 
Ⓐ বোম্বাই অধিবেশন
Ⓑ কলকাতা অধিবেশন
Ⓒ নাগপুর অধিবেশন
Ⓓ লাহোর অধিবেশন 

Ans : (D)

 ■ 1893 সালে পাকিস্তানের লাহোরে এটি অনুষ্ঠিত হয় 
■ এটি ছিল কংগ্রেসের নবম অধিবেশন 

10. কোন সালে নেতাজী সিঙ্গাপুরে 'আজাদ হিন্দ সরকার' প্রতিষ্ঠা করেন ? 
Ⓐ 1941
Ⓑ 1945
Ⓒ 1943 
Ⓓ 1942

Ans : (C)


■ এই বছরের 30 শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন 
■ এই বছরের 31 শে ডিসেম্বর তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটির নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ 


11. কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চতম পর্বতশৃঙ্গ হল - 
Ⓐ আনাইমুদি
Ⓑ নন্দাদেবী
Ⓒ গডুইন অস্টিন 
Ⓓ ধবলগিরি 

Ans : (C)

12. ভেম্বনাদ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ কর্ণাটক 
Ⓓ কেরল 

Ans : (D)

13. নিম্নের কোনটি ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র ? 
Ⓐ ঝরিয়া *
Ⓑ রানীগঞ্জ
Ⓒ কোরবা
Ⓓ সিংড়াউলি

Ans : (A)

■ এটিতে প্রায় 19.4 বিলিয়ন কয়লা রিজার্ভ আছে 

14. নিম্নের কোন রাজ্যের একশৃঙ্গ গন্ডার ভারত বিখ্যাত ? 
Ⓐ পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ
Ⓑ পশ্চিমবঙ্গ ও আসাম 
Ⓒ মধ্যপ্রদেশ ও আসাম
Ⓓ পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ 

Ans : (B)

15. ওয়েনগঙ্গা নিম্নের কোন নদীর শাখানদী ?
Ⓐ কাবেরী
Ⓑ গোদাবরী 
Ⓒ মহানদী
Ⓓ গোমতী 

Ans : (B)

16. গরমপানি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ আসাম 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ কর্ণাটক 

Ans : (B)

17. নিম্নের কোন ভিটামিনের রাসায়নিক নাম বায়োটিন ? 
Ⓐ ভিটামিন - A
Ⓑ ভিটামিন - D
Ⓒ ভিটামিন - B6
Ⓓ ভিটামিন - B7 

Ans : (D)


■ ভিটামিন - A - রেটিনল
■ ভিটামিন - D - ক্যালসিফেরল
■ ভিটামিন - B6 - পাইরিডক্সিন

18. নিম্নের কোন হরমোন শর্করার বিপাক নিয়ন্ত্রণ করে ? 
Ⓐ এড্রিনালিন
Ⓑ ইনসুলিন 
Ⓒ ইস্ট্রোজেন
Ⓓ থাইরক্সিন 

Ans : (B)

19. নিম্নের কোন উৎসেচক পেপটোন কে পেপটাইডে পরিণত করে ? 
Ⓐ টায়ালিন
Ⓑ পেপসিন
Ⓒ ট্রিপসিন 
Ⓓ সুক্রেজ 

Ans : (C)

■ টায়ালিন - শ্বেতসার হতে শর্করাতে পরিবর্তন করে
■ পেপসিন - প্রোটিন হতে পেপটোন
■ সুক্রেজ - সুক্রোজ হতে গ্লুকোজ 


20. নিম্নের কোন প্রাণীর গমনাঙ্গের নাম হল সাইফন ? 
Ⓐ ইউগ্লিনা
Ⓑ তারামাছ
Ⓒ অক্টোপাস 
Ⓓ অ্যামিবা 

Ans : (C)

21. নিম্নের কোনটি পঞ্চযোজী মৌল ? 
Ⓐ আর্সেনিক 
Ⓑ কার্বন
Ⓒ সিলিকন
Ⓓ আর্গন 

Ans : (A)

■ কার্বন - এর যোজ্যতা - 4
■ সিলিকন এর যোজ্যতা - 4
■ আর্গন এর যোজ্যতা - 0

22. ওয়েল্ডিং ও কাটিং শিল্পে নিম্নের কোন গ্যাস ব্যবহৃত হয় ? 
Ⓐ ইথার
Ⓑ অ্যাসিটিলিন 
Ⓒ হিলিয়াম
Ⓓ লাফিং গ্যাস

Ans : (B)

■ ইথার - অজ্ঞানকারক বস্তু 
■ হিলিয়াম - লেসার, বেলুন, ফ্লুরোসেন্ট টিউব লাইটে ব্যবহৃত হয়
■ লাফিং গ্যাস - স্বল্প ক্ষমতার চেতনানাশক
 

23. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন ? 
Ⓐ 10 জন
Ⓑ 14 জন
Ⓒ 15 জন
Ⓓ 12 জন 

Ans : (D)

■ রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা - 250 
■ বাকি 238 জন সদস্য সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং কেন্দ্রশাসিত অঞ্চলেগুলিতে একটি নির্বাচনী সংস্থা প্রতিনিধিদের নির্বাচিত করে

24. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ? 
Ⓐ 42 তম
Ⓑ 44 তম 
Ⓒ 46 তম
Ⓓ 48 তম

Ans : (B)

■ 1978 সালে এই সংশোধন কার্যকর হয় 
■ এছাড়া এই সংশোধনেই লোকসভা ও বিধানসভার কার্যকাল পুনরায় কমিয়ে 5 বছর করা হয়

25. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে চালু করা হয় ? 
Ⓐ 2000 
Ⓑ 1995
Ⓒ 2005
Ⓓ 2003

Ans : (A)

26. কেলুচরণ মহাপাত্র নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ?
Ⓐ ভারতনাট্যম
Ⓑ মণিপুরি
Ⓒ ওড়িশি 
Ⓓ কুচিপুরি

Ans : (C)

27. সোয়াই মানসিংহ স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত ? 
Ⓐ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓑ জয়পুর, রাজস্থান 
Ⓒ আহমেদাবাদ, গুজরাট
Ⓓ চেন্নাই, তামিলনাড়ু 

Ans : (B)

28. 'চারুলতা' চরিত্রটির স্রষ্টা কে ? 
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর 
Ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ প্রেমেন্দ্র মিত্র

Ans : (A)

29. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ? 
Ⓐ 4 ই জুন 
Ⓑ 5 ই জুন 
Ⓒ 5 ই মার্চ
Ⓓ 7 ই জুলাই 

Ans : (B)

30. নিম্নের কোন ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ? 
Ⓐ জেমস অ্যান্ডারসন
Ⓑ বিরাট কোহলি
Ⓒ কেন উইলিয়ামসন
Ⓓ আর অশ্বিন

Ans : (D)