আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 27 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 27 (MCQ)
******************************
1. চরক নিম্নের কার আমলের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন ?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ অশোক
Ⓒ কনিষ্ক
Ⓓ মহাবেঘবর্মন
Ans : (C)
◆ চরককে বলা হতো আয়ুর্বেদ ওষুধের স্রষ্টা
◆ এই যুগেই আরো একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন সুশ্রুত
◆ কুষান বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক
◆ এই বংশের রাজত্বকাল 45 খ্রিষ্টপূর্ব - 144 খ্রিস্টাব্দ
2. হাতিগুম্ফা লেখ থেকে নিম্নের কোন রাজার কথা জানা যায় ?
Ⓐ কুজুল কদফিসিস
Ⓑ বৃহদ্রথ
Ⓒ হর্ষবর্ধন
Ⓓ খারবেল
Ans : (D)
◆ এই লেখ ছিল প্রাকৃত ভাষায় লেখা
তিনি ছিলেন চেদি বংশের শেষ শাসক
◆ তিনি জৈনধর্মের অনুরাগী ছিলেন
◆ তার আমলেই ওড়িশার উদয়গিরি, খন্ডগিরি পাহাড় মন্দিরগুলি নির্মিত হয়
3. গুর্জর-প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
Ⓐ হরিহর
Ⓑ দ্বিতীয় ভোজ
Ⓒ প্রথম নাগভট্ট
Ⓓ প্রথম ভোজ
Ans : (D)
◆ এই বংশের রাজত্বকাল 650 - 1018 খ্রিস্টাব্দ
◆ রাজধানী - প্রথমে উজ্জয়িনী পরে কনৌজ
4. নিম্নের কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?
Ⓐ কৌটিল্য
Ⓑ অশ্বঘোষ
Ⓒ শশাঙ্ক
Ⓓ বানভট্ট
Ans : (A)
◆ তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা
◆ তার বুদ্ধিতেই চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করেন
◆ তার বিখ্যাত রচনা অর্থশাস্ত্র
5. নিম্নের কোন সম্রাট সিজদা এবং পাইবস নিয়ম প্রবর্তন করেন ?
Ⓐ আলাউদ্দিন খলজি
Ⓑ গিয়াসউদ্দিন বলবন
Ⓒ ইলতুতমিস
Ⓓ কুতুবউদ্দিন আইবক
Ans : (B)
◆ সিজদা হল নতজানু হয়ে প্রণাম এবং পাইবস হল সিংহাসনের পদচুম্বন করার নিয়ম
◆ তিনি সুলতানা রাজিয়ার সময়ে চল্লিশচক্র বন্ধ করে দেন
◆ তার বাল্যনাম ছিল বাহাউদ্দিন
কার্যকাল - 1266 - 1287 খ্রিস্টাব্দ
6. নিম্নের কোন মোঘল শাসক সুল-ই-কুল নীতির প্রবর্তন করেছিলেন ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ হুমায়ুন
Ans: (A)
◆ এছাড়া তিনি দীন-ই-ইলাহির প্রবর্তন করেন
◆ সুল-ই-কুল কথার অর্থ সকলের জন্য শান্তি, সকল ধর্মের প্রতি সহিষ্ণুতার জন্য, সুসম্পর্কের ও সৌভাতৃত্বের উদ্দেশ্যে এই নীতি প্রবর্তন করেন
◆ তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, কার্যকাল 1542 - 1605 খ্রিস্টাব্দ
7. তেলেগু ভাষায় রচিত আমুক্তমাল্যদা গ্রন্থটি কার লেখা ?
Ⓐ হেমচন্দ্র
Ⓑ জীনসেন
Ⓒ রাজা কৃষ্ণদেব রায়
Ⓓ কালিদাস
Ans : (C)
8. তত্ত্ববোধিনী সভা - নিম্নের কে প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ আত্মারাম পাণ্ডুরঙ্গ
Ⓑ রাজা রামমোহন রায়
Ⓒ রাধকান্ত দেব
Ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ans : (D)
◆ 1839 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠা করা হয়
◆ ব্রাহ্মধর্ম প্রচার, বাঙালিদের আধুনিক শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে জ্ঞানদানের উদ্দেশ্যে গঠিত হয়
9. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন কত সালে সংগঠিত হয় ?
Ⓐ 1930
Ⓑ 1926
Ⓒ 1934
Ⓓ 1932
Ans : (A)
◆ মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে এটি সংঘটিত হয়
◆ তার পরিকল্পনা ছিল চট্টগ্রাম শহরের অস্ত্রাগার দুটো দখল করা, এরপর টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস করা এবং এরপর সরকারি ও সামরিক বাহিনীর অফিসারদের ক্লাব ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানো
10. ঢাকা মামলা বা ডেক্কা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন ?
Ⓐ বাঘাযতীন
Ⓑ পুলিন দাস
Ⓒ শচীন সান্যাল
Ⓓ রাসবিহারী বসু
Ans : (B)
◆ 1910 সালে এই মামলা রুজু হয়
◆ 1907 সালে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট বাসিল কপলেস্টন অ্যালেনকে হত্যা করার ছক
◆ 1908 সালে ঢাকার নবাবগঞ্জের জমিদার বাড়িতে ডাকাতি করে পুলিন দাস ও তার সহকর্মীরা
◆ 1910 সালে ধরা পড়েন এবং সেলুলার জেলে দীপান্তর হন
11. সৌরমন্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহটি হল -
Ⓐ বুধ
Ⓑ শুক্র
Ⓒ বৃহস্পতি
Ⓓ পৃথিবী
Ans : (D)
12. নৈনিতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ জম্মু-কাশ্মীর
Ⓑ রাজস্থান
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ ওড়িশা
Ans : (C)
◆ এছাড়া এই রাজ্যে সাটটাল, দেওতাল, মালতাল, খুরপাটাল, দেবতাল হ্রদ অবস্থিত
13. বারেপানি জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ ওড়িশা
Ⓒ তামিলনাড়ু
Ⓓ কর্ণাটক
Ans : (B)
14. টোবাকো রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ রাজমুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ
Ⓑ কার্নাল, হরিয়ানা
Ⓒ সিমলা, হিমাচল প্রদেশ
Ⓓ পুনে, মহারাষ্ট্র
Ans : (A)
15. নুব্রা উপত্যকা নিম্নের কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ?
Ⓐ লাদাখ
Ⓑ অসম
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ হিমাচল প্রদেশ
Ans : (A)
◆ এছাড়া গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি হল জাস্কার উপত্যকা, কার্গিল, স্পিটুক গুমফা, হেমিস জাতীয় উদ্যান, খারদুংলা পাস প্রভৃতি
16. বরাকর নদীটি কোন নদীর শাখানদী/উপনদী ?
Ⓐ গঙ্গা
Ⓑ দামোদর
Ⓒ সুবর্ণরেখা
Ⓓ তিস্তা
Ans : (B)
17. হ্যালোজেন মৌলগুলির সর্ববহিঃস্থ কক্ষে কটি করে ইলেকট্রন আছে ?
Ⓐ 7 টি
Ⓑ 6 টি
Ⓒ 5 টি
Ⓓ 4 টি
Ans : (A)
◆ পর্যায়সারণীর শ্রেণি - 17 এ হ্যালোজেন মৌল অবস্থিত
◆ এগুলি হল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন
18. নিম্মের কোন অ্যাসিডকে বলা হয় অয়েল অব ভিট্রিয়ল ?
Ⓐ হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ⓑ ক্যালসিয়াম সালফেট
Ⓒ সালফিউরিক অ্যাসিড
Ⓓ পটাশিয়াম হাইড্রোক্সাইড
Ans : (C)
19. ব্রোঞ্জে অবস্থিত প্রধান উপাদানটি হল -
Ⓐ টিন
Ⓑ দস্তা
Ⓒ ম্যাঙ্গানিজ
Ⓓ তামা
Ans : (D)
◆ ব্রোঞ্জে তামা আছে 75 - 90% এবং টিন আছে 25 - 10%
20. গুলঞ্চ, অর্কিড জাতীয় উদ্ভিদের শরীরের কোন অংশে সালোকসংশ্লেষ ঘটে ?
Ⓐ পাতা
Ⓑ বৃতি
Ⓒ কান্ড
Ⓓ মূল
Ans : (D)
21. ক্রেনিয়াম অস্থিটি মানব শরীরের কোন অঙ্গে অবস্থিত ?
Ⓐ করোটি
Ⓑ মেরুদন্ড
Ⓒ বক্ষ
Ⓓ পায়ের অস্থি
Ans : (A)
◆ মানুষের করোটি তে ক্রেনিয়াম অস্থি থাকে 8 টি এবং মুখমন্ডলের অস্থি থাকে 14 টি
◆ মোট 22 টি অস্থি করোটিতে অবস্থিত
22. নিম্নের কোন প্রকৃতির শ্বেত রক্তকণিকা রক্ততঞ্চন প্রতিরোধ করে ?
Ⓐ নিউট্রোফিল
Ⓑ লিম্ফোসাইট
Ⓒ মনোসাইট
Ⓓ বেসোফিল
Ans : (D)
◆ নিউট্রোফিল - জীবাণু ধ্বংস করে
◆ লিম্ফোসাইট - অ্যান্টিবডি সৃষ্টি করে
◆ মনোসাইট - জীবাণু ধ্বংস করে
23. আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি এটি কোন তালিকার অন্তর্ভুক্ত ?
Ⓐ যুগ্ম তালিকা
Ⓑ রাজ্য তালিকা
Ⓒ কেন্দ্রীয় তালিকা
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (C)
◆ কেন্দ্রীয় তালিকায় বর্তমানে 96 টি বিষয়, রাজ্য তালিকায় বর্তমানে 61 টি বিষয় এবং যুগ্ম তালিকায় বর্তমানে 47 টি বিষয় আছে
24. সংবিধানের কততম ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 324
Ⓑ আর্টিকেল - 153
Ⓒ আর্টিকেল - 214
Ⓓ আর্টিকেল - 97
Ans : (A)
25. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ দেরাদুন
Ⓑ শিলং
Ⓒ নতুন দিল্লী
Ⓓ মুম্বাই
Ans : (C)
26. নিম্নের কোনটি রাজ্যের রাজস্বের উৎস নয় ?
Ⓐ জমিবাড়ির উপর কর
Ⓑ প্রফেশনাল ট্যাক্স
Ⓒ টোল ট্যাক্স
Ⓓ ফরেন এক্সচেঞ্জ
Ans : (D)
◆ এছাড়া রাজ্যের রাজস্বের উৎস হল - জমি রাজস্ব, কৃষি আয়কর, ক্রয়-বিক্রয়ের উপর কর, ক্যাপিটেশন ট্যাক্স, বিদ্যুতের উপর কর, যানবাহনের উপর কর প্রভৃতি
27. স্বচ্ছ দেশ অভিযান কোন সালে লঞ্চ করা হয় ?
Ⓐ 2016
Ⓑ 2014
Ⓒ 2017
Ⓓ 2013
Ans : (B)
28. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ বেজিং
Ⓑ জাকার্তা
Ⓒ সিঙ্গাপুর
Ⓓ জেনেভা
Ans : (C)
29. নিম্নের কোন রাজ্যে পাইকা নামে আঞ্চলিক নৃত্য দেখতে পাওয়া যায় ?
Ⓐ বিহার
Ⓑ আসাম
Ⓒ কর্ণাটক
Ⓓ অরুণাচল প্রদেশ
Ans : (A)
30. সম্প্রতি নিম্নের কাকে গ্লোবাল এডুকেশন মেন্টর আওয়ার্ড 2023 - লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড এ সম্মানিত করা হল ?
Ⓐ অপরাজিতা গুপ্ত
Ⓑ সঞ্জীব প্রকাশ
Ⓒ তানিয়া শর্মা
Ⓓ প্রেম প্রকাশ *