আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 26 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 26 (MCQ)
******************************
1. নিম্মের কোন মহাজনপদটি বর্তমানে মধ্যপ্রদেশের জব্বলপুর ও সন্নিহিত অঞ্চলে অবস্থিত ?
Ⓐ চেদী
Ⓑ কুরু
Ⓒ কম্বোজ
Ⓓ অবন্তী
Ans : (A)
● এটির রাজধানী ছিল সুক্তিমতী
● কুরু - এটি বর্তমানে দিল্লী ও সন্নিহিত অঞ্চলে অবস্থিত
● কম্বোজ - এটি পাকিস্তানের হাজরা জেলায় অবস্থিত
● অবন্তী - বর্তমানে মধ্যপ্রদেশের পশ্চিমাংশে অবস্থিত
2. কুতুবউদ্দিন আইবক নিম্নের কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ খলজি বংশ
Ⓑ সঙ্গম বংশ
Ⓒ মোঘল বংশ
Ⓓ দাস বংশ
Ans : (D)
● এটির রাজধানী ছিল দিল্লীতে
● বংশের রাজত্বকাল - 1206 - 1290 সাল
● শেষ রাজা - মুইজউদ্দিন কায়কোবাদ
3. নিম্নের কোন রাজার রাজধানী কর্ণসুবর্ণ তে অবস্থিত ছিল ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ পল্লব
Ⓒ প্রথম নাগভট্ট
Ⓓ শশাঙ্ক
Ans : (D)
● হর্ষবর্ধন - কনৌজ
● পল্লব - কাঞ্চীপুরম
● প্রথম নাগভট্ট - উজ্জয়িনী
4. নিম্নের কাকে ভারতের প্রথম সার্বভৌম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করা হয় ?
Ⓐ অশোক
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓓ বিম্বিসার
Ans : (C)
5. মহাভাষ্য - কে রচনা করেন ?
Ⓐ কালিদাস
Ⓑ বরাহমিহির
Ⓒ পতঞ্জলি
Ⓓ পানিনি
Ans : (C)
● এছাড়াও তিনি যোগসূত্র রচনা করেন
● তিনি ছিলেন শুঙ্গ বংশের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক
● এই বংশের প্রতিষ্ঠাতা - পুষ্যমিত্র শুঙ্গ
6. কোন বংশের রাজারা নিজেদেরকে সূর্য বংশীয় বলে দাবী করতেন ?
Ⓐ রাষ্ট্রকূট বংশ
Ⓑ চোল বংশ
Ⓒ গুর্জর-প্রতিহার বংশ
Ⓓ পাল বংশ
Ans : (D)
● এই বংশের কার্যকাল - 750 - 1120 খ্রিস্টাব্দ
● রাজধানী - কনৌজ
● প্রতিষ্ঠাতা - গোপাল
● শ্রেষ্ঠ রাজা - ধর্মপাল
7. নিম্নের কোন শাসক দিল্লীতে সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান ?
Ⓐ আকবর
Ⓑ বাবর
Ⓒ হুমায়ুন
Ⓓ জাহাঙ্গীর
Ans : (C)
● দিল্লির দিনপানাহাতে তে তিনি দ্বিতীয় রাজধানী নির্মাণ করেন
● তার বোন গুলবদন বেগম 'হুমায়ুননামা' রচনা করেন
● তার কার্যকাল - 1508 - 1556 সাল
8. আমেদাবাদ মিল স্ট্রাইক কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1917
Ⓑ 1918
Ⓒ 1920
Ⓓ 1916
Ans : (B)
● বস্ত্র শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গান্ধীজির প্রতিবাদ
● 1917 সালে বিহারে চম্পারণ সত্যাগ্রহ ঘটে
9. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ⓐ 1851
Ⓑ 1867
Ⓒ 1855
Ⓓ 1879
Ans : (A)
● কলকাতায় এটি প্রতিষ্ঠা করা হয়
● প্রতিষ্ঠাতা - রাধকান্ত দেব, কালিকৃষ্ণ দেব, দিগন্তর মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ
10. কোন সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ?
Ⓐ 1918
Ⓑ 1924
Ⓒ 1922
Ⓓ 1925
Ans : (C)
● এটি শুরু হয় 1920 সালে
● 1922 সালে চৌরিচৌরা ঘটনায় মর্মাহত হয়ে এটি প্রত্যাহার করে নেন
● রাজদ্রোহের অপরাধে ছয় বছরের কারাদণ্ড হয়
11. হুসেন সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ গুজরাট
Ans : (A)
12. বিকানীর খালটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ উত্তরপ্রদেশে
Ⓒ পাঞ্জাব
Ⓓ মধ্যপ্রদেশ
Ans : (C)
● এছাড়া এই রাজ্যে বিখ্যাত কিছু খাল হল দোয়াব অঞ্চলের কান, শিরহিন্দ খাল, পশ্চিম যমুনা খাল
13. গুজরাটের গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ যমুনা
Ⓑ পিন্নার
Ⓒ মন্দাকিনি
Ⓓ সবরমতী
Ans : (D)
14. জাফরান উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে কোন রাজ্য ?
Ⓐ কেরল
Ⓑ কর্ণাটক
Ⓒ জম্মু-কাশ্মীর
Ⓓ রাজস্থান
Ans : (C)
15. হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ চিকমাগালুর,কর্ণাটক
Ⓑ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓒ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓓ সিমলা, হিমাচল প্রদেশ
Ans : (B)
16. নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে আম্রবৃষ্টি নামক বায়ুপ্রবাহ দেখা যায় ?
Ⓐ ওড়িশা
Ⓑ ঝাড়খন্ড
Ⓒ রাজস্থান
Ⓓ তামিলনাড়ু
Ans : (D)
17. রক্তের Rh ফ্যাক্টর নিম্নের কে আবিষ্কার করেন ?
Ⓐ উইলিয়াম হার্ভে
Ⓑ লিউয়েন হক
Ⓒ কার্ল ল্যান্ডস্টেইনার
Ⓓ ওয়ালটন লিলেহেন
Ans : (C)
18. তুলির রোমগুলো জলের বাইরে আনলে একসঙ্গে জুড়ে যায় কারণ হল -
Ⓐ পৃষ্ঠটান
Ⓑ প্লবতা
Ⓒ সান্দ্রতা
Ⓓ জলের অনুর মধ্যে আকর্ষণ
Ans : (A)
19. নিম্নের কোনটির পরিমাপের একক হল লাক্স ?
Ⓐ দীপ্তি প্রবাহ
Ⓑ কম্পাঙ্ক
Ⓒ ক্ষমতা
Ⓓ আলোর পরিমান
Ans : (D)
● দীপ্তি প্রবাহ - লুমেন
● কম্পাঙ্ক - হার্জ
● ক্ষমতা - ওয়াট
20. 0° উষ্ণতা ও স্বাভাবিক চাপে নিম্নের কোনটির মধ্যে দিয়ে শব্দের বেগ সর্বোচ্চ ?
Ⓐ শুষ্ক বায়ু
Ⓑ কাঠ
Ⓒ বরফ শীতল জল
Ⓓ ইস্পাত
Ans : (D)
● শুষ্ক বায়ু - শব্দের বেগ 332 m/s
● কাঠ - 3847 m/s
● বরফ শীতল জল - 1505 m/s
● ইস্পাতে বেগ - 5000 m/s
21. কুষ্ঠ হল একটি ______ ঘটিত রোগ
Ⓐ ছত্রাক
Ⓑ ভাইরাস
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ প্রোটোজোয়া
Ans : (C)
● মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে নামক ব্যাকটেরিয়া এর জন্য দায়ী
22. নিম্নের কোনটির অভাবে রক্তাল্পতা দেখা যায় ?
Ⓐ ভিটামিন E
Ⓑ আয়োডিন
Ⓒ লৌহ
Ⓓ ভিটামিন B1
Ans : (C)
● ভিটামিন E - এর অভাবে বন্ধ্যাত্ব দেখা যায়
● আয়োডিন - এর অভাবে গয়টার
● ভিটামিন B1 - এর অভা
বে বেরিবেরি হয়
23. সংবিধানের কততম ধারায় রাজ্য বিধানসভা গঠনের কথা বলা হয়েছে ?
Ⓐ ধারা - 170
Ⓑ ধারা - 199
Ⓒ ধারা - 208
Ⓓ ধারা - 152
Ans : (A)
● ধারা - 199 - রাজ্যের অর্থবিলের সংজ্ঞা
● ধারা - 208 - রাজ্য আইনসভার কার্যপদ্ধতি
● ধারা - 152 - রাজ্যের সংজ্ঞা
24. সংবিধানের আর্টিকেল - 74 এ নিম্নের কোন পদ সম্পর্কে উল্লেখ আছে ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ উপরাষ্ট্রপতি
Ⓒ CAG
Ⓓ প্রধানমন্ত্রী
Ans : (D)
● রাষ্ট্রপতি - আর্টিকেল 52 - 62
● উপরাষ্ট্রপতি - আর্টিকেল 63 - 71
● CAG -আর্টিকেল 148 - 151
25. অগ্নি - II নিম্নের কোন প্রকৃতির মিসাইল ?
Ⓐ সুপারসনিক ক্রুজ মিসাইল
Ⓑ অ্যান্টি-ট্যাংক মিসাইল
Ⓒ ব্যালিস্টিক মিসাইল
Ⓓ জাহাজ-জাহাজ মিসাইল
Ans : (C)
26. 'বউ ঠাকুরানীর হাট' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ প্যারিচাঁদ মিত্র
Ⓒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ জীবনানন্দ দাস
Ans : (A)
27. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে 5 টি ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজি (IITs) চালু হয় কারিগরি প্রতিষ্ঠান হিসেবে ?
Ⓐ প্রথম
Ⓑ দ্বিতীয়
Ⓒ তৃতীয়
Ⓓ চতুর্থ
Ans : (A)
● এগুলি গড়ে ওঠে প্রথম পরিকল্পনার শেষার্ধে অর্থাৎ 1956 সালে
● প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল - 1951 - 1956
28. নিম্নের কোন দেশের কারেন্সি হল ইউরো ?
Ⓐ অস্ট্রেলিয়া
Ⓑ অস্ট্রিয়া
Ⓒ বার্বাডোজ
Ⓓ বেলারুশ
Ans : (B)
29. ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডের (UNFPA) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ নিউইয়র্ক
Ⓑ রোম
Ⓒ প্যারিস
Ⓓ ওয়াশিংটন ডিসি
Ans : (A)