আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 24 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 24 (MCQ)

******************************

1. গুজরাটের লোথাল কত সালে আবিষ্কৃত হয় ?
Ⓐ 1921
Ⓑ 1922
Ⓒ 1929
Ⓓ 1954 

Ans : (D)

■ এটি আবিষ্কার করেন আর রাও
1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন
■ 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জদারো আবিষ্কার করেন
■ 1929 সালে স্যার অরেলস্টাইন সুটকাজেন্ডার আবিষ্কার করেন

2. জৈনগ্রন্থ কল্পসূত্র - কার লেখা ?
Ⓐ ভবাভূতি
Ⓑ বররুচি
Ⓒ ভদ্রবাহু 
Ⓓ আচার্য ভাস্কর

Ans : (C)

■ ভবাভূতি - উত্তর রামচরিত
■ বররুচি - উভয়াভিসারিকা
■ আচার্য ভাস্কর - করণকুতুহল

3. নিম্নের কাকে 'বাঙালি রাজগণের মধ্যে প্রথম সার্বভৌম রাজা' বলা হয় ?
Ⓐ গোপাল
Ⓑ শশাঙ্ক 
Ⓒ বল্লাল সেন
Ⓓ এদের কেউ নয়

Ans : (B)

■ তার কার্যকাল - 606 - 629 খ্রিস্টাব্দ
■ উপাধি ছিল নরেন্দ্রাদিত্য, অপর নাম ছিল নরেন্দ্রহুপ্ত
■ রাজধানী - কর্ণসুবর্ণ, বর্তমানে মুর্শিদাবাদ জেলায়

4. নিম্নের কোন ব্যক্তির ঘোড়ার নাম ছিল চেতক ?
Ⓐ গৌতম বুদ্ধ
Ⓑ আলেকজান্ডার
Ⓒ রানা প্রতাপ 
Ⓓ নেপোলিয়ান

Ans : (C)

■ গৌতম বুদ্ধ এর ঘোড়ার নাম - কণ্ঠক
■ আলেকজান্ডার এর ঘোড়ার নাম - বুকিফেলাস
■ নেপোলিয়ান এর ঘোড়ার নাম - মারেঙ্গ

5. গুপ্ত বংশের সরকারি ভাষা কি ছিল ?
Ⓐ প্রাকৃত
Ⓑ সংস্কৃত 
Ⓒ কন্নড়
Ⓓ ফার্সি

Ans : (B)

6. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সময় নিম্নের কে ভাইসরয় ছিলেন ?
Ⓐ লর্ড রবার্ট ক্লাইভ
Ⓑ লর্ড কার্তিয়ার
Ⓒ লর্ড ওয়ারেন হেস্টিংস 
Ⓓ লর্ড ওয়েলেসলি

Ans : (C)

■ এটি প্রতিষ্ঠা হয় 1784 সালে
■ উক্ত ভাইসরয়ের আমলে পাঁচসালা বন্দবস্ত, দ্বৈত শাসনব্যবস্থা রদ, পিটের ভারত শাসন আইন, রোহিলা যুদ্ধ প্রভৃতি ঘটে

7. শিক্ষা বিষয়ক কমিশন চার্লস উডের ডেস্প্যাচ কত সালে গঠিত হয় ?
Ⓐ 1854 
Ⓑ 1902
Ⓒ 1929
Ⓓ 1882

Ans : (A)

■ 1902 সালে গঠিত হয় - র‍্যালে কমিশন
■ 1929 সালে গঠিত হয় - হার্ডগ কমিশন
■ 1882 সালে গঠিত হয় - হান্টার কমিশন

8. ডান্ডি পদযাত্রা বা লবন সত্যাগ্রহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1927
Ⓑ 1928
Ⓒ 1931
Ⓓ 1930 

Ans : (D)

9. ভবানী পাঠক, দেবী চৌধুরাণী - এরা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ?
Ⓐ সন্দীপ বিদ্রোহ
Ⓑ মালবার বিদ্রোহ
Ⓒ সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ 
Ⓓ চাকমা বিদ্রোহ

Ans : (C)

■ এই বিদ্রোহ 1763 - 1800 পর্যন্ত স্থায়ী হয়
■ ঢাকা, বিহার ও উত্তরবঙ্গ জুড়ে এই বিদ্রোহ ঘটে
■ মজনু শাহ, চিরাগ আলিও যুক্ত ছিল এই বিদ্রোহে
■ বিদ্রোহের কারণ - রাজস্ব ও খাজনা বৃদ্ধি, রেশম বস্ত্র বিরোধী নীতি, তীর্থকর ও জন্মকর প্রভৃতি

10. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দেমাতরম' গানটি গীত হয় ?
Ⓐ 1885, মুম্বাই অধিবেশন
Ⓑ 1896, কলকাতা অধিবেশন 
Ⓒ 1902, আহমেদাবাদ অধিবেশন
Ⓓ 1886, কলকাতা অধিবেশন

Ans : (B)

■ বন্দে মাতরম' ভারতের জাতীয় গান
■ 1875 সালে বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি লিখেছিলেন, এটি একটি বাংলা উপন্যাস 'আনন্দমঠ'- এ প্রকাশিত হয়েছিল।
■ 1896 সালে রহিমতুল্লাহ এম সাহানির সভাপতিত্বে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে এটি প্রথমবার গাওয়া হয়


11. রাজমহল পর্বত কোন প্রকৃতির পর্বত ?
Ⓐ ক্ষয়জাত পর্বত 
Ⓑ স্তুপ পর্বত
Ⓒ ভঙ্গিল পর্বত
Ⓓ আগ্নেয় পর্বত

Ans : (A)

■ এছাড়া আরাবল্লী, পূর্বঘাট, পশ্চিমঘাট, নীলগিরি, পরেশনাথ এগুলো সবই ক্ষয়জাত পর্বত

12. নিম্নের কোন প্রণালীটি আরব সাগরে অবস্থিত ?
Ⓐ 8° চ্যানেল
Ⓑ 9° চ্যানেল 
Ⓒ 10° চ্যানেল
Ⓓ বাংলা চ্যানেল

Ans : (B)

13. নিম্নের কোনটি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ ?
Ⓐ ভারত
Ⓑ ব্রাজিল
Ⓒ চীন
Ⓓ রাশিয়া 

Ans : (D)

14. ভারতের মির্জাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ⓐ লৌহ-ইস্পাত শিল্প
Ⓑ কার্পেট শিল্প 
Ⓒ পাটশিল্প
Ⓓ বস্ত্রবয়ন শিল্প

Ans : (B)

15. ভারতের পূর্ব উপকূলে অবস্থিত কৃত্রিম বন্দরটি হল -
Ⓐ ভাবনগর
Ⓑ হলদিয়া
Ⓒ পারাদ্বীপ 
Ⓓ ভারুচ

Ans : (C)

16. বেতোয়া খালটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ 
Ⓑ পাঞ্জাব
Ⓒ বিহার
Ⓓ ওড়িশা

Ans : (A)

17. লবঙ্গ হলো উদ্ভিদের _____ অংশ
Ⓐ ফল
Ⓑ কন্দ
Ⓒ পাতা
Ⓓ ফুলের মুকুল 

Ans : (D)

18. জিপসামের রাসায়নিক নাম কি ?
Ⓐ ক্যালসিয়াম কার্বনেট
Ⓑ ক্যালসিয়াম সালফেট 
Ⓒ জিঙ্ক অক্সাইড
Ⓓ সিলিকন অক্সাইড

Ans : (B)

19. নিম্নের কোনটি অ্যাসেটিকে অ্যাসিডের উৎস ?
Ⓐ পাকরস
Ⓑ অপক্ক আপেল
Ⓒ প্রোটিন
Ⓓ ভিনিগার 

Ans : (D)

■ পাকরসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড
■ অপক্ক আপেলে থাকে ম্যালিক অ্যাসিড
■ প্রোটিনে থাকে অ্যামিনো অ্যাসিডের

20. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ?
Ⓐ 97.4° ফারেনহাইট
Ⓑ 98.4° ফারেনহাইট 
Ⓒ 100.4° ফারেনহাইট
Ⓓ 96.4° ফারেনহাইট

Ans : (B)

21. নিম্নের কোন মৌলের যোজ্যতা হল তিন ?
Ⓐ কার্বন
Ⓑ আর্সেনিক
Ⓒ হিলিয়াম
Ⓓ নাইট্রোজেন 

Ans : (D)

■ কার্বন এর যোজ্যতা - 4
■ আর্সেনিক এর যোজ্যতা - 5
■ হিলিয়াম এর যোজ্যতা - 0

22. ধানের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ⓐ 24 টি 
Ⓑ 15 টি
Ⓒ 21 টি
Ⓓ 19 টি

Ans : (A)

23. নিম্নের কোনটি মানুষের শরীরে উপস্থিত নিষ্ক্রিয় অঙ্গ ?
Ⓐ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স
Ⓑ কক্সিস
Ⓒ উপপল্লব
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

■ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স - সিকামের নিষ্ক্রিয় রূপ
■ কক্সিস - লেজের নিষ্ক্রিয় রূপ
■ উপপল্লব - নিকটেটিং পর্দার নিষ্ক্রিয় রূপ

24. নিম্নের কোনটি পশ্চিমবাংলার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ?
Ⓐ সাহিত্য একাডেমি পুরস্কার
Ⓑ বিদ্যাসাগর পুরস্কার
Ⓒ নজরুল পুরস্কার
Ⓓ রবীন্দ্র স্মৃতি পুরস্কার 

Ans : (D)

■ এই পুরস্কারটি প্রদান করে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমী
■ 1950 সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়
■ সাহিত্য একাডেমি পুরস্কার এটি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদান করা হয়

25. লোকসভার স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ ব্রিটেন 
Ⓑ রাশিয়া
Ⓒ আয়ারল্যান্ড
Ⓓ আমেরিকা

Ans : (A)

■ এছাড়া এই দেশের সংবিধান থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, একক নাগরিকত্ব, সংসদীয় সরকার, দ্বিকক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা প্রভৃতির ধারণা নেওয়া হয়েছে

26. বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো, বেগার খাটানো নিষিদ্ধকরণ - কোন ধারায় এটি উল্লেখ আছে ?
Ⓐ ধারা - 23 
Ⓑ ধারা - 25
Ⓒ ধারা - 20
Ⓓ ধারা - 27

Ans : (A)

27. ভারতীয় স্থলবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদাটি হল -
Ⓐ জেনারেল
Ⓑ মেজর জেনারেল
Ⓒ বিগ্রেডিয়ার
Ⓓ ফিল্ড মার্শাল 

Ans : (D)

■ নৌবাহিনীর সর্বোচ্চ - চিফ অ্যাডমিরাল
■ বায়ুসেনার সর্বোচ্চ - এয়ার চিফ মার্শাল

28. স্টকহোম সম্মেলন কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1971
Ⓑ 1972 
Ⓒ 1976
Ⓓ 1982

Ans : (B)

29. এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ⓐ বক্সিং
Ⓑ বাস্কেটবল
Ⓒ পোলো 
Ⓓ লন টেনিস

Ans : (C)

30. কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় ?
Ⓐ 25 জুন
Ⓑ 26 জুলাই 
Ⓒ 21 আগস্ট
Ⓓ 20 জুন

Ans : (B)