আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 22 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 22 (MCQ)

******************************



1. নিম্নের কোন বেদটি চিকিৎসাবিদ্যার সাথে সম্পর্কিত ?
Ⓐ ঋগবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুরবেদ
Ⓓ অথর্ব বেদ 

Ans : (D)

★ সৃষ্টিরহস্য সমেত বশীকরন মন্ত্রাদি নিয়ে এই বেদ গঠিত 

2. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ বৈশালি
Ⓑ কৌশাম্বি
Ⓒ বারাণসী
Ⓓ তক্ষশীলা 

Ans : (D)

★ বৃজির রাজধানী - বৈশালি
★ বৎস এর রাজধানী - কৌশাম্বি
★ কাশীর রাজধানী - বারাণসী

3. গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন ?
Ⓐ 25 বছর
Ⓑ 30 বছর
Ⓒ 35 বছর 
Ⓓ 40 বছর

Ans : (C)

★ এরপর থেকেই তাঁর নাম হয় বুদ্ধ বা জ্ঞানী
★ যে অশ্বথ্থ গাছের নিচে বসে সিদ্ধিলাভ করেন সেটি বোধি বৃক্ষ ও স্থানটি বুদ্ধগয়া নামে পরিচিত

4. নিম্নের সম্রাট তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেন ?
Ⓐ বাবর
Ⓑ শাহজাহান
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ আকবর 

Ans : (D)

● তাঁর রাজত্বকাল - 1556 - 1605 খ্রিস্টাব্দ
● অভিভাবক ছিলেন - বৈরাম খাঁ
● কীর্তি - গুজরাট জয়, রনথম্বর ও চিতোর দুর্গ অধিকার, আসিরগড় দুর্গ দখল, বুলন্দ দরওয়াজা নির্মাণ

5. পৃথ্বীরাজচরিত - কার লেখা ?
Ⓐ অশ্বঘোষ
Ⓑ বাকপতিরাজ
Ⓒ বানভট্ট
Ⓓ চাঁদ বরদৈ 

Ans : (D)

★ অশ্বঘোষ এর লেখা - বুদ্ধচরিত
★ বাকপতিরাজ - গৌড়বাহ
★ বানভট্ট - হর্ষচরিত

6. চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1526
Ⓑ 1539 
Ⓒ 1658
Ⓓ 1565

Ans : (B)

★ উক্ত সালের 27 জুন এটি সংঘটিত হয়
★ শেরশাহ ও হুমায়ুন এর মধ্যে এটি ঘটে
বিজয়ী - শেরশাহ

7. প্রার্থনা সমাজ - কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ স্যার উইলিয়াম জোন্স
Ⓒ আত্মারাম পাণ্ডুরঙ্গ 
Ⓓ আনন্দমোহন বসু

Ans : (C)

★ 1867 সালে মুম্বাই তে এটি স্থাপির হয়
রাজা রামমোহন রায় - আত্মীয় সভা, ব্রাহ্মসমাজ
★ উইলিয়াম জোন্স - এশিয়াটিক সোসাইটি
★ আনন্দমোহন বসু - ভারত সমাজ

8. কুকা বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ⓐ পাঞ্জাব 
Ⓑ বিহার
Ⓒ বাংলা
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

★ 1840 সালে এই বিদ্রোহ ঘটে
★ নেতৃত্ব দিয়েছেন - ভগৎ জওহর মাল

9. নিম্নের কোন শাসক হাসান গাঙ্গু নামে পরিচিত ছিলেন ?
Ⓐ ইব্রাহিম আদিল শাহ
Ⓑ আলাউদ্দিন হোসেন বাহমন শাহ 
Ⓒ প্রথম আহম্মদ শাহ
Ⓓ প্রথম মামুদ শাহ

Ans : (B)

★ তাঁর কার্যকাল - 1347 - 1358
★ গুলবর্গায় তিনি রাজধানী স্থাপন করেন
★ আলাউদ্দিন হোসেন বাহমনি শাহ এই উপাধি তিনি নেন
★ 1347 সালে বাহমনি রাজ্যের সিংহাসনে বসেন

10. গীতগোবিন্দ - কার লেখা ?
Ⓐ কলহন
Ⓑ জয়দেব 
Ⓒ সোমদেব
Ⓓ বিলহন

Ans : (B)

★ এটি সংস্কৃতে লেখা
★ বিক্রমদেবচরিত - কলহন
★ রাজতরঙ্গিনী - কলহন
★ কথাসরিতসাগর - সোমদেব

11. ন্যাশনাল কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কলকাতা
Ⓑ নিউ দিল্লী  
Ⓒ পুনে
Ⓓ বেঙ্গালুরু

Ans : (B)

12. মুথা ক্যানাল কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ মহারাষ্ট্র 
Ⓒ তামিলনাডু
Ⓓ বিহার

Ans : (B)

● এটি মুলা-মুথা নদীর উপর অবস্থিত

13. বোকারো ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সাহায্যে গড়ে উঠেছে ?
Ⓐ জার্মানি
Ⓑ রাশিয়া
Ⓒ ব্রিটেন
Ⓓ সোভিয়েত ইউনিয়ন 

Ans : (D)

14. মারিয়ানা খাত নিম্নের কোন মহাসাগরে অবস্থিত ?
Ⓐ ভারত মহাসাগর
Ⓑ প্রশান্ত মহাসাগর 
Ⓒ আটলান্টিক মহাসাগর
Ⓓ সুমেরু মহাসাগর

Ans : (B)

15. নাসিক শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ নর্মদা
Ⓑ গোদাবরী 
Ⓒ মান্ডভী
Ⓓ সিন্ধু

Ans : (B)

16. আন্নামালাই জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু 
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ ওড়িশা
Ⓓ অসম

Ans : (A)


17. মেটা কারপাল অস্থি মানব শরীরের কোন অঙ্গে উপস্থিত ?
Ⓐ হাতের তালু 
Ⓑ পায়ের পাতা
Ⓒ কানের হাড়
Ⓓ কব্জি

Ans : (A)

★ পায়ের পাতা - মেটা ট্রাসাল
★ কানের হাড় - মেলিয়াস, ইনকাস, স্টেপিস
★ কব্জি - কারপালস

18. পারমানবিক চুল্লিতে নিম্নের কোনটি নিয়ামক হিসেবে ব্যবহৃত হয় ?
Ⓐ সোডিয়াম
Ⓑ গ্রাফাইট 
Ⓒ জিঙ্ক
Ⓓ পারদ

Ans : (B)

19. বিভবপ্রভেদ পরিমাপের যন্ত্র হলো -
Ⓐ সিসমোগ্রাফ
Ⓑ ভোল্টমিটার 
Ⓒ অডিওমিটার
Ⓓ অল্টিমিটার

Ans : (B)

★ সিসমোগ্রাফ - ভূমিকম্পনের তীব্রতা
★ অডিওমিটার - শব্দের প্রাবল্য
★ অল্টিমিটার - উচ্চতা পরিমাপ

20. নিম্নের কোন গ্যাস 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?
Ⓐ কার্বন ডাইঅক্সাইড
Ⓑ কার্বন মনোঅক্সাইড
Ⓒ নাইট্রাস অক্সাইড 
Ⓓ সালফার ডাইঅক্সাইড

Ans : (C)

21. বার্লোচক্রে তড়িৎশক্তি কিসে রূপান্তর ঘটে ?
Ⓐ শব্দশক্তি
Ⓑ যান্ত্রিক শক্তি 
Ⓒ স্থিতিশক্তি
Ⓓ রাসায়নিক শক্তি

Ans : (B)

24. সুপ্রিমকোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ?
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাষ্ট্রপতি 
Ⓒ উপরাষ্ট্রপতি
Ⓓ স্পিকার

Ans : (B)

25. ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ চালুর প্রস্তাব করে -
Ⓐ সাচার কমিটি
Ⓑ বলবন্ত মেহেতা কমিটি 
Ⓒ কোঠারি কমিটি
Ⓓ কেলকার কমিটি

Ans : (B)

24. লোকসভার মেয়াদ সাধারণত কত বছরের হয় ?
Ⓐ 4 বছর
Ⓑ 6 বছর
Ⓒ 5 বছর 
Ⓓ 8 বছর

Ans : (C)

1952 সালে গঠিত হয় লোকসভার কক্ষ, এটিকে নিম্নকক্ষ বলে
552 জন সদস্য নিয়ে তৈরি হয় যার মধ্যে 550 জন নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন ইঙ্গ-ভারতীয় প্রতিনিধি
এটি কোনো স্থায়ী কক্ষ নয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন

25. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
Ⓐ নতুন দিল্লী
Ⓑ বেঙ্গালুরু
Ⓒ চেন্নাই
Ⓓ মুম্বাই 

Ans : (D)

এটি গঠিত হয়েছিল 1992 সালে
NSE এর সূচক হল NIFTY, যা 50 টি কোম্পানির ইক্যুইটির শেয়ারের মানের উপর ভিত্তি করে হয়

26. কুচিপুড়ি কি প্রকৃতির ধ্রুপদী নৃত্য ?
Ⓐ মণিপুরি
Ⓑ তেলেগু 
Ⓒ তামিল
Ⓓ অসমীয়া

Ans : (B)

27. ওস্তাদ আল্লারাখা নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ তবলা 
Ⓑ বেহালা
Ⓒ সেতার
Ⓓ সানাই

Ans : (A)

28. যন্তরমন্তর নিম্নের কোন স্থানে অবস্থিত ?
Ⓐ জয়পুর
Ⓑ শ্রীনগর
Ⓒ মহীশুর
Ⓓ দিল্লী 

Ans : (D)

29. ধন্বন্তরি পুরস্কারটি নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
Ⓐ সাহিত্য
Ⓑ চলচিত্র
Ⓒ চিকিৎসাবিজ্ঞান 
Ⓓ খেলাধুলা

Ans : (C)

1971 থেকে এটির পুরস্কার প্রদান শুরু হয়

30. সম্প্রতি হাঙ্গেরিয়ান গ্রান্ড প্রিক্স 2023 খেতাব কে জিতলেন ?
Ⓐ লিউস হ্যামিল্টন
Ⓑ চার্লস ল্যাকরেক
Ⓒ সার্জিও পেরেজ
Ⓓ ম্যাক্স ভার্সটাপ্পন 

Ans : (D)