আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 20 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 20 (MCQ)

******************************


1. গুরু রাম দাস 1577 সালে নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেন ?
Ⓐ জলন্ধর
Ⓑ অমৃত্সর 
Ⓒ চন্ডীগড়
Ⓓ লুধিয়ানা

Ans : (B)

● তিনি ছিলেন চতুর্থ শিখগুরু

2. মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
Ⓐ পাটলিপুত্র 
Ⓑ বৈশালী
Ⓒ ইন্দ্রপ্রস্থ
Ⓓ কুশীনগর

Ans : (A)

● মৌর্য সাম্রাজ্যের কার্যকাল 321 - 185 BCE
● পাটলিপুত্র ছাড়াও এই সাম্রাজ্যের আরো 4 টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল (তক্ষশীলা, উজ্জয়িনী, তশালী এবং সুবর্ণগিরি)

3. দাদাভাই নৌরজি লন্ডনে নিম্নের কোন সংস্থা প্রতিষ্ঠা করেন ?
Ⓐ ল্যান্ডহোল্ডার্স সোসাইটি
Ⓑ দি ইন্ডিয়ান লীগ
Ⓒ দি ইন্ডিয়ান এসিসিয়েশন অফ ক্যালকাটা
Ⓓ দি ইস্ট ইন্ডিয়া এসিসিয়েশন 

Ans : (D)

● 1866 সালে এটি স্থাপিত হয়
● উদ্দেশ্য - ইংল্যান্ডে মানুষের মনে ভারতীয়দের প্রভাব বিস্তার, ভারতীয়দের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা

4. তুঘলক সাম্রাজ্যের কোন সুলতান সিলভার রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা চালু করেছিলেন ?
Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ মোহাম্মদ বিন তুঘলক 
Ⓒ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓓ উপরের কেউ না

Ans : (B)

● তিনি ছিলেন তুঘলক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান
● তাঁর আমলে তামার মুদ্রা, পিতলের মুদ্রা টোকেন কারেন্সি হিসেবে চালু হয়

5. সিন্ধু সভ্যতার আমলে নিম্নের কোনটি একটি বিখ্যাত বন্দর শহর ছিল ?
Ⓐ লোথাল 
Ⓑ মহেঞ্জদারো
Ⓒ হরপ্পা
Ⓓ ধোলাভিরা

Ans : (A)

● এটি বর্তমানে গুজরাটে অবস্থিত
● এটি আবিষ্কার করেন এস আর রাও

6. কোন মুঘল সম্রাটের জন্য বিখ্যাত ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল ?
Ⓐ বাবর
Ⓑ শাহজাহান 
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ আকবর

Ans : (B)

● 1739 সালে নাদির শাহ ভারত আক্রমন করে এটি লুঠ করেন
● সিংহাসনে কোহিনুর হীরে থাকার জন্য এটি এত বিখ্যাত

7. ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ⓐ উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ ওয়ারেন হেস্টিংস
Ⓒ মার্গারেট থ্যাচার
Ⓓ ক্লিমেন্ট এটলি 

Ans : (D)

● তাঁর কার্যকাল - 1945 - 1951

8. দ্বিতীয় অ্যাঙলো-মাইশোর যুদ্ধ সমাপ্তির জন্য ব্রিটিশ এবং মাইশোরের টিপু সুলতানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ⓐ মাদ্রাস সন্ধি
Ⓑ শ্রীরঙ্গপত্তম সন্ধি
Ⓒ ম্যাঙ্গালোর সন্ধি 
Ⓓ রাওয়ালপিন্ডি সন্ধি

Ans : (C)

● 1784 সালে এই সন্ধি স্বাক্ষরিত হয়
● দ্বিতীয় অ্যাঙলো-মাইশোর যুদ্ধ 1780-1784 পর্যন্ত চলছিল
● যুদ্ধ শেষে হায়দার আলী প্রয়াত হলেন

9. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ মাইশোর
Ⓑ তাঞ্জর
Ⓒ হামপি 
Ⓓ বেলুর

Ans : (C)

● তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এটি হিন্দু এবং জৈনদের জন্য তীর্থ কেন্দ্র
● এই স্থানটি ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে স্থান পায় 1986
● 1600 র অধিক মনুমেন্ট রয়েছে এই স্থানে

10. মঙ্গল পান্ডেকে বলা হয় 1857 র মহাবিদ্রোহের প্রথম শহীদ, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন ?
Ⓐ ওড়িশা
Ⓑ উত্তর প্রদেশ 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ রাজস্থান

Ans : (B)

● ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34 তম বেঙ্গল নেটিভ ইনফান্ট্রি রেজিমেন্টের একজন সিপাই ছিলেন
● ফাঁসি - 8 ই এপ্রিল, 1857


11. নিম্নের কোনটি ভারতের প্রাচীন পর্বতমালা ?
Ⓐ হিমালয়
Ⓑ আরাবল্লি পর্বত 
Ⓒ পূর্বঘাট
Ⓓ পশ্চিমঘাট

Ans : (B)

12. সুতলেজ নদী কোন গিরিপথের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ?
Ⓐ যোজি লা
Ⓑ নাথুলা
Ⓒ লিপুলেখ
Ⓓ শিপকি লা 

Ans : (D)

● ভারত-তিব্বত সীমান্তে এটি একটি গিরিপথ

13. ভারতের দীর্ঘতম ইরিগেশন ক্যানেল কোনটি ?
Ⓐ ইন্দিরা-গান্ধী ক্যানেল 
Ⓑ সারদা ক্যানেল
Ⓒ বাকিংহাম ক্যানেল
Ⓓ কাকাটিয়া ক্যানেল

Ans : (A)

● এটির দৈর্ঘ্য প্রায় 650 কিমি, পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃতি

14. মায়ানমার এর সাথে নিম্নের কোন রাজ্যের সীমানা নেই ?
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ মিজোরাম
Ⓒ মণিপুর
Ⓓ সিকিম  

Ans : (D)

● মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানায় রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম

15. নিম্নের কোন পাহাড়ে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত ?
Ⓐ নীলগিরি হিল *
Ⓑ পালানি হিল
Ⓒ ইয়েলা মালা
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (A)

16. রানী-কি-ভাব (Queen's Stepwell) কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ হুগলি নদী
Ⓑ যমুনা নদী
Ⓒ মহানদী
Ⓓ সরস্বতী নদী 

Ans : (D)

● এটি গুজরাটে অবস্থিত

17. ইলেকট্রিক তারে সাধারণত কিসের আস্তরণ থাকে ?
Ⓐ পলিপ্রোপিলিন
Ⓑ পলিভিনাইল ক্লোরাইড *
Ⓒ পলিইউরেথেন
Ⓓ পলিইথিলিন

Ans : (B)

18. প্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ?
Ⓐ ওয়াটসন এন্ড ক্রিক
Ⓑ জি জে মেন্ডেল 
Ⓒ উইলিয়াম হার্ভে
Ⓓ জোনাস সলক

Ans : (B)

19. পিটুইটারি গ্রন্থি থেকে নিম্নের কোন হরমোন ক্ষরিত হয় ?
Ⓐ এড্রিনালিন
Ⓑ গ্রোথ হরমোন 
Ⓒ ইনসুলিন
Ⓓ থাইরক্সিন

Ans : (B)

● পিটুইটারি গ্রন্থি কে বলা হয় মাস্টার গ্ল্যান্ড

20. নিম্নের কোন সংকর ধাতুতে নিকেল, কপার এবং জিঙ্ক আছে ?
Ⓐ সোল্ডার ধাতু
Ⓑ জার্মান সিলভার 
Ⓒ বেল/ঘন্টা ধাতু
Ⓓ রোজ মেটাল

Ans : (B)

● বাসনপত্র তৈরিতে এটি ব্যবহৃত হয়
● সোল্ডার ধাতু - লেড + টিন
● বেল/ঘন্টা ধাতু - কপার + টিন
● রোজ মেটাল - বিসমাথ + লেড + টিন

21. স্মলপক্সের ভ্যাকসিন নিম্নের কে আবিষ্কার করেন ?
Ⓐ রোনাল্ড রস
Ⓑ রবার্ট কচ
Ⓒ এডওয়ার্ড জেনার 
Ⓓ আলেকজান্ডার ফ্লেমিং

Ans : (C)

22. নিম্নের কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন ?
Ⓐ জে জে থমসন *
Ⓑ জন ডাল্টন
Ⓒ জেমস চ্যাডউইক
Ⓓ রাদারফোর্ড

Ans : (A)

● জন ডাল্টন - পারমানবিক তত্ত্ব
● জেমস চ্যাডউইক - নিউট্রন আবিষ্কার করেন
● রাদারফোর্ড - পরমানু মডেল

23. নিম্নের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক লোকসভা আসন আছে ?
Ⓐ উত্তরপ্রদেশ 
Ⓑ তামিলনাড়ু
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ রাজস্থান

Ans : (A)

● উক্ত রাজ্যের আসন সংখ্যা - 80
● লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 (রাজ্য থেকে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 এবং 2 জন মনোনীত)

24. রাজ্যসভার এক্স-অফিসিও চেয়ারম্যান কে হন ?
Ⓐ রাজ্যসভার বিরোধী নেতা
Ⓑ স্পিকার
Ⓒ ভারতের উপরাষ্ট্রপতি 
Ⓓ প্রধানমন্ত্রী

Ans : (C)

● সংবিধানের 63 তম ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে
● বর্তমান উপরাষ্ট্রপতি - জগদ্বীপ ধনকর

25. SAARC এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কলম্বো
Ⓑ কাঠমান্ডু 
Ⓒ ঢাকা
Ⓓ নতুন দিল্লী

Ans : (B)

● ফুল ফর্ম - South Asian Association of Regional Cooperation
● স্থাপিত - 1985, ঢাকা
● বর্তমানে 8 টি সদস্য দেশ (বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান)

26. প্রতিবছর কোন তারিখে সংবিধান দিবস পালিত হয় ?
Ⓐ 2 রা অক্টোবর
Ⓑ 30 শে নভেম্বর
Ⓒ 15 ই অক্টোবর
Ⓓ 26 শে নভেম্বর 

Ans : (D)

27. ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (ICRC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ ভিয়েনা, অস্ট্রিয়া
Ⓑ প্যারিস, ফ্রান্স
Ⓒ জেনেভা, সুইজারল্যান্ড 
Ⓓ লন্ডন, ইউকে

Ans : (C)

28. অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ গোদাবরী
Ⓑ তুঙ্গভদ্রা
Ⓒ কৃষ্ণা 
Ⓓ ব্রহ্মপুত্র

Ans : (C)

29. ভারতের সভাপতিত্বে তৃতীয় জি-20 ফাইন্যান্স মিনিস্টার্স এন্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস 2023 মিটিং কোথায় অনুষ্ঠিত হলো ?
Ⓐ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓑ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓒ নয়ডা, উত্তর প্রদেশ
Ⓓ গান্ধীনগর, গুজরাট 

Ans : (D)