আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 19 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 19 (MCQ)
******************************
1. উদয়গিরি, খন্ডগিরি কোন ধর্মের নিদর্শন বহন করে ?
[A] বৌদ্ধ ধর্ম
[B] জৈন ধর্ম
[C] সনাতন ধর্ম
[D] ইসলাম ধর্ম
Ans : (B)
◆ এটি ওড়িশা তে অবস্থিত
◆ এছাড়া গুজরাটের গিরনার মন্দির, কর্ণাটকের গোমতেশ্বর, মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির জৈন স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন
2. টোডরমল কোন সম্রাটের অর্থমন্ত্রী ছিলেন ?
[A] আকবর
[B] বাবর
[C] শাহজাহান
[D] ফিরোজ তুঘলক
Ans : (A)
◆ এছাড়া তার সেনাপতি ছিলেন মানসিংহ
◆ ফৈজি, তানসেন, বাসোয়াম প্রমুখরা তার রাজসভার সভাসদ ছিলেন
3. নিম্নের কে সিকান্দার-ই-সানি উপাধি গ্রহণ করেছিলেন ?
[A] হুসেন শাহ
[B] হর্ষবর্ধন
[C] চন্দ্রগুপ্ত মৌর্য
[D] আলাউদ্দিন খিলজী
Ans : (D)
◆ এছাড়া তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো
◆ হুসেন শাহ - বাংলাদেশের আকবর (উপাধি)
◆ হর্ষবর্ধন - শিলাদিত্য, সকলউত্তরপথনাথ
◆ চন্দ্রগুপ্ত মৌর্য - মহারাজাধিরাজ
4. জয়পুর স্থানটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
[A] রাজা ভোজ
[B] সিকান্দার লোদী
[C] উদয়ভদ্র
[D] সোয়াই জয়সিংহ
Ans : (D)
◆ রাজা ভোজ - ভোপাল
◆ সিকান্দার লোদী - আগ্রা
◆ উদয়ভদ্র - পাটলিপুত্র
5. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয় ?
[A] 1759
[B] 1763
[C] 1761
[D] 1769
Ans : (C)
◆ এটি উক্ত সালের 14 ই জুন সংঘটিত হয়
◆ আফগান প্রধান আহম্মদ শাহ আবদালি ও মারাঠার মধ্যে ঘটে
◆ জয়ী হন - আহম্মদ শাহ আবদালি
6. স্যার টমাস রো কার আমলে ভারতে এসেছিলেন ?
[A] জাহাঙ্গীর
[B] শাহজাহান
[C] আকবর
[D] ঔরঙ্গজেব
Ans : (A)
◆ এছাড়া তার আমলে ক্যাপ্টেন হকিন্স, এডওয়ার্ডস, পেলমার্ট ভারতে আসেন
◆ তাভার্নিয়ে - শাহজাহান
◆ রালফ ফিচ আকবরের সময়ে আসেন
◆ মানুচি - ঔরঙ্গজেব
7. আফগান ও ইংরেজদের মধ্যে রাওয়ালপিন্ডির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
[A]1890
[B] 1909
[C] 1919
[D] 1922
Ans : (C)
আফগানদের পক্ষ থেকে আমীর আমান উল্লাহ ও ইংরেজ এই চুক্তিতে অংশগ্রহণ করে
8. মিত্র মেলা কবে প্রতিষ্ঠা করা হয় ?
[A] 1875
[B] 1930
[C] 1901
[D] 1899
Ans : (C)
◆ সাভারকর ভাতৃদ্বর উক্ত সালে এটি প্রতিষ্ঠা করেন
◆ এটি প্রথমে নাসিকে, পরে পুনেতে অনুষ্ঠিত হয়
9. কিংসফোর্ড হত্যার চেষ্টায় নিম্নের কোন ব্যক্তিত্ব জড়িত ছিলেন ?
[A] ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি
[B] অরবিন্দ ঘোষ
[C] মদনলাল ধিঙড়া
[D] রাসবিহারী বসু ও বসন্ত কুমার
Ans : (A)
◆ অরবিন্দ ঘোষ - আলিপুর বোমা ষড়যন্ত্র
◆ মদনলাল ধিঙড়া - কার্জন উইলি হত্যা
◆ রাসবিহারী বসু ও বসন্ত কুমার - দিল্লি বোমা ষড়যন্ত্র
10. সতীদাহ নিবারণ হয় নিম্নের কার আমলে ?
[A] লর্ড মিন্টো
[B] লর্ড কার্জন
[C] ওয়ারেন হেস্টিংস
[D] উইলিয়াম বেন্টিঙ্ক
Ans : (D)
◆ 1829 সালে এটি নিবারণ হয় তখন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
◆ এছাড়া তার আমলে ঠগী দমন, চার্টার এক্ট পাশ হয়
11. 2011 জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো -
[A] দিল্লি
[B] জম্মু-কাশ্মীর
[C] লাদাখ
[D] আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
Ans : (A)
12. নিম্নের কোন স্থানকে হ্রদের নগরী বলা হয় ?
[A] পুনে
[B] মুসৌরি
[C] শ্রীনগর
[D] উদয়পুর
Ans : (C)
13. অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] ব্রহ্মপুত্র
[B] সরযূ
[C] মহানদী
[D] কোপাই
Ans : (B)
14. বিন্ধ্যাচল থার্মাল পাওয়ার স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] উত্তরপ্রদেশ
[D] ছত্তিশগড়
Ans : (A)
15. পালামৌ অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে রয়েছে ?
[A] সিকিম
[B] ওড়িশা
[C] ঝাড়খন্ড
[D] হরিয়ানা
Ans : (C)
এই রাজ্যে আরো একটি বিখ্যাত অভয়ারণ্য হলো হাজারিবাগ অভয়ারণ্য
16. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্লান্টেশন ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত ?
[A] কটক, ওড়িশা
[B] পুনে, মহারাষ্ট্র
[C] মহীশুর, কর্ণাটক
[D] বেঙ্গালুরু, কর্ণাটক
Ans : (D)
17. কোয়াশিওরকর রোগটি নিম্নের কোনটির অভাবে ঘটে ?
[A] ভিটামিন
[B] খনিজ মৌল
[C] কার্বোহাইড্রেট
[D] প্রোটিন
Ans : (D)
18. দাদ, ছুলি এগুলি কি ঘটিত রোগ ?
[A] প্রটোজোয়া
[B] ভাইরাস
[C] ছত্রাক
[D] ব্যাকটেরিয়া
Ans : (C)
19. উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো -
[A] স্ফিগমোম্যানোমিটার
[B] অক্সানোমিটার
[C] অপথ্যালমোস্কোপ
[D] হিমোসাইটোমিটার
Ans : (B)
◆ স্ফিগমোম্যানোমিটার - রক্তচাপ পরিমাপ করা হয়
◆ অপথ্যালমোস্কোপ - চক্ষু পরিমাপ করা হয়
◆ হিমোসাইটোমিটার - রক্তকোশের সংখ্যা গণনা করা
20. ফিউজতারের বৈশিষ্ট্য হলো -
[A] রোধ উচ্চ এবং উপাদান দৃঢ়
[B] গলনাঙ্ক কম ও রোধ কম
[C] রোধ বেশি ও গলনাঙ্ক বেশি
[D] গলনাঙ্ক কম ও রোধ বেশি
Ans : (D)
21. নিম্নের কোনটি সবচেয়ে হালকা গ্যাস ?
[A] লিথিয়াম
[B] হাইড্রোজেন
[C] রেডন
[D] অক্সিজেন
Ans : (B)
◆ সবচেয়ে হালকা ধাতু - লিথিয়াম
◆ সবচেয়ে ভারী গ্যাস - রেডন
22. দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল ?
[A] 1992 - 1997
[B] 2010 - 2015
[C] 2012 - 2017
[D] 2005 - 2010
Ans : (C)
◆ উদ্দেশ্য - স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যাপারে গুরুত্ব দেওয়া, দ্রুত ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ
◆ 1992 - 1997 - অষ্টম পরিকল্পনার সময়কাল
23. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে তা কে ঠিক করেন ?
[A] প্রধানমন্ত্রী
[B] অর্থমন্ত্রী
[C] ইউপিএসসি চেয়ারম্যান
[D] রাষ্ট্রপতি
Ans : (D)
◆ এই কমিশনের সদস্যরা 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত পদে থাকেন
◆ এটির চেয়ারম্যান নিয়োগ করেন রাষ্ট্রপতি
◆ আর্টিকেল 315 - 323 এ এটির সম্পর্কে উল্লেখ আছে
24. নিম্নের কোন প্রতিবিধানে বন্দী ব্যক্তিকে সশরীরে কোর্টের সামনে হাজির করাতে হয় ?
[A] ম্যান্ডামাস
[B] হেবিয়াস করপাস
[C] প্রোহিবিশন
[D] সার্টিওয়ারি
Ans : (B)
25. বোরলাগ পুরস্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
[A] সাহিত্য
[B] বিজ্ঞান
[C] সংগীত
[D] কৃষিবিজ্ঞান
Ans : (D)
26. কিরীটি - চরিত্রটি কে সৃষ্টি করেছেন ?
[A] গৌরকিশোর ঘোষ
[B] নারায়ণ গঙ্গোপাধ্যায়
[C] সুকুমার রায়
[D] নীহাররঞ্জন গুপ্ত
Ans : (D)
◆ গৌরকিশোর ঘোষ - ব্রজদা চরিত্র সৃষ্টি করেছেন
◆ নারায়ণ গঙ্গোপাধ্যায় - টেনিদা, প্যালা, হাবুল, ক্যাবলা
◆ সুকুমার রায় - পাগলা দাশু, রামগরুড়ের ছানা, কুমড়োপটাশ, ন্যাড়া, কাকেশ্বর কুচকুচ প্রভৃতি
27. ঘন্টা মারদালা নৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] বিহার
[C] উত্তরপ্রদেশ
[D] ঝাড়খন্ড
Ana : (A)
28. গ্রীন পার্ক স্টেডিয়ামটি ভারতের কোথায় অবস্থিত ?
[A] মুম্বাই,মহারাষ্ট্র
[B] জয়পুর, রাজস্থান
[C] আহমেদাবাদ, গুজরাট
[D] কানপুর, উত্তরপ্রদেশ
Ans : (D)
29. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের গ্লাসগো বলা হয় ?
[A] বর্ধমান
[B] হাওড়া
[C] বীরভূম
[D] উত্তর দিনাজপুর
Ans : (B)
30. নিম্নের কোন ব্যক্তিত্ব কে PEN Pinter প্রাইজ 2023 সম্মানে সম্মানিত করা হলো ?
[A] Michael Rosen
[B] Salman Rushdie
[C] Malorie Blackman
[D] Hanif Kureishi
Ans : (A)