আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 17 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 17 (MCQ)
******************************
1. নিম্নের কোন মুঘল সম্রাট মোতি মসজিদ নির্মাণ করেন ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব
Ans : (D)
■ এটি দিল্লীতে অবস্থিত
■ এছাড়া তিনি পিঞ্জর গার্ডেন নির্মাণ করেন, এটি হরিয়ানায় অবস্থিত
■ তিনি জিজিয়া কর ও তীর্থকর পুনরায় চালু করেন
2. মামল্লপুরম মন্দিরটি কে নির্মাণ করেন ?
Ⓐ প্রথম কৃষ্ণ
Ⓑ প্রথম নরসিংহ বর্মন
Ⓒ দ্বিতীয় নরসিংহ বর্মন
Ⓓ বিমলা
Ans : (C)
■ প্রথম কৃষ্ণ - ইলোরার কৈলাস মন্দির
■ প্রথম নরসিংহ বর্মন - হস্তি গুমফা মন্দির
■ বিমলা - দিলওয়ারা জৈন মন্দির
3. রোমক সিদ্ধান্ত - গ্রন্থটি কার লেখা ?
Ⓐ ভাস্কর
Ⓑ বরাহ মিহির
Ⓒ আর্যভট্ট
Ⓓ বিষ্ণু শর্মা
Ans : (B)
■ ভাস্কর এর লেখা বই - মহাভাস্কর্য এবং লঘু ভাস্কর্য
■ আর্যভট্ট - সূর্যসিদ্ধান্ত
■ বিষ্ণু শর্মা - পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ
4. নিম্নের কোন মহাজনপদটি মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে অবস্থিত ?
Ⓐ অষ্মক
Ⓑ গান্ধার
Ⓒ কুরু
Ⓓ কাশী
Ans : (A)
■ গান্ধার - কাবুল ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী স্থানে অবস্থিত
■ কুরু - বর্তমানে হরিয়ানা ও দিল্লী
■ কাশী - বারাণসীতে অবস্থিত
5. প্রথম ইংরেজ প্রেসিডেন্ট হিসেবে জর্জ ইয়ুল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন ?
Ⓐ এলাহাবাদ অধিবেশন
Ⓑ বোম্বে অধিবেশন
Ⓒ কলকাতা অধিবেশন
Ⓓ নাগপুর অধিবেশন
Ans : (A)
■ 1888 সালে এটি সংঘটিত হয়
■ এটি ছিল জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন
■ প্রথম মুসলিম প্রেসিডেন্ট - বদরুদ্দিন তৈয়াবজি (মাদ্রাজ অধিবেশন, 1887)
6. লর্ড ওয়েলেসলি কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ?
Ⓐ 1798 সালে
Ⓑ 1806 সালে
Ⓒ 1788 সালে
Ⓓ 1790 সালে
Ans : (A)
■ তার কার্যকাল ছিল 1798 - 1805
■ তিনি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন
■ 1799 সালে সেন্সরশিপ অফ প্রেস এক্ট চালু করেন
7. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট কোন সালে পাশ হয় ?
Ⓐ 1870
Ⓑ 1867
Ⓒ 1861
Ⓓ 1865
Ans : (C)
■ এই সালেই ইন্ডিয়ান হাইকোর্ট এক্ট পাশ হয়
■ হাইকোর্ট আইন অনুসারে কলকাতা, বোম্বেও মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়
8. নিম্নের কার সময়কালে প্রথম বেসরকারী সেনসাস হয় ?
Ⓐ লর্ড এলগিন - I
Ⓑ লর্ড জন লরেন্স
Ⓒ লর্ড মেয়ো
Ⓓ লর্ড নর্থব্রুক
Ans : (C)
■ 1872 সালে প্রথম সেনসাস হয়
■ তার আমলে স্টেট রেলওয়ের সূচনা হয়, স্টাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়
9. রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা গঠন করেন ?
Ⓐ 1814
Ⓑ 1823
Ⓒ 1820
Ⓓ 1818
Ans : (A)
■ তিনি 1828 সালে ব্রাহ্মসভা এবং 1830 সালে ব্রাহ্মসমাজ গঠন করেন
তিনি ছিলেন আধুনিক ভারতের প্রথম পথপ্রদর্শক
10. দ্য ইন্ডিয়ান উইমেন্স এসোসিয়েশন কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1926
Ⓑ 1917
Ⓒ 1912
Ⓓ 1914
Ans : (B)
■ অ্যানি বেসান্ত এটি প্রতিষ্ঠা করেন
■ উদ্দেশ্য - ভারতীয় নারীদের উন্নতির স্বার্থে জাতীয় সম্মেলনের আয়োজন করা
11. পশ্চিমবঙ্গের সাথে নিম্নের কোন রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে ?
Ⓐ ওড়িশা
Ⓑ ঝাড়খন্ড
Ⓒ বিহার
Ⓓ আসাম
Ans : (B)
■ এই সীমানার দৈর্ঘ্য প্রায় 500 কিমি
12. বিহারীনাথ পাহাড়টি রাজ্যের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ বীরভূম
Ⓑ বাঁকুড়া
Ⓒ পুরুলিয়া
Ⓓ পশ্চিম মেদিনীপুর
Ans : (B)
13. কংসাবতী ও কোন নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত ?
Ⓐ ময়ূরাক্ষী
Ⓑ অজয়
Ⓒ সূবর্ণরেখা
Ⓓ কেলেঘাই
Ans : (D)
■ এটি ভাগীরথী নদীতে পতিত হয়েছে
14. ভারতের কোন লৌহ-ইস্পাত কারখানাটি 'ভারতের রুঢ়' নামে পরিচিত ?
Ⓐ ভিলাই
Ⓑ দুর্গাপুর
Ⓒ রাউরকেল্লা
Ⓓ জামসেদপুর
Ans : (B)
15. রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি নিম্নের কোন রাজ্যে ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ আসাম
Ⓓ গুজরাট
Ans : (A)
16. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি হলো -
Ⓐ কোচি
Ⓑ বিশাখাপত্তনম
Ⓒ গার্ডেনরিচ
Ⓓ মুম্বাই
Ans : (A)
17. মানুষের সুসুন্না স্নায়ুর সংখ্যা কত ?
Ⓐ 31 টি
Ⓑ 62 টি
Ⓒ 66 টি
Ⓓ 36 টি
Ans : (B)
18. স্পষ্ট দৃষ্টির জন্য নুন্যতম দূরত্ব হলো -
Ⓐ 25 cm
Ⓑ 16 cm
Ⓒ 30 cm
Ⓓ 21 cm
Ans : (A)
19. মানুষের লালাগ্রন্থিতে নিম্নের কোন উৎসেচক বর্তমান ?
Ⓐ পেপসিন
Ⓑ ট্রিপসিন
Ⓒ ইরেপসিন
Ⓓ টায়ালিন
Ans : (D)
■ পেপসিন - গ্যাস্ট্রিক রসে উপস্থিত
■ ট্রিপসিন - অগ্ন্যাশয় রস
■ ইরেপসিন - অন্ত্ররস
20. নিম্নের কোনটি কার্বনের অ্যালোট্রোপ ?
Ⓐ ডায়মন্ড
Ⓑ গ্রাফাইট
Ⓒ বাকমিনিস্টার ফুলারিন
Ⓓ উপরের সবগুলি
Ans : (D)
21. নিম্নের কোনটি প্রাকৃতিক তন্তু ?
Ⓐ রেশম
Ⓑ নাইলন
Ⓒ পলিস্টার
Ⓓ রেয়ন
Ans : (A)
■ অর্ধ কৃত্রিম তন্তু - রেয়ন
■ কৃত্রিম তন্তু - নাইলন, পলিস্টার
22. নীল বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?
Ⓐ পেট্রোলিয়াম
Ⓑ সামুদ্রিক সম্পদ ও মাছ
Ⓒ পাট
Ⓓ চামড়া, কোকো
Ans : (B)
■ পেট্রোলিয়াম - কালো বিপ্লব
■ পাট - সোনালী তন্তু বিপ্লব
■ চামড়া, কোকো - বাদামী বিপ্লব
23. দেওয়ানী ও ফৌজদারী আইন নিম্নের কোন তালিকার অন্তর্ভুক্ত ?
Ⓐ কেন্দ্রীয় তালিকা
Ⓑ রাজ্য তালিকা
Ⓒ যুগ্ম তালিকা
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (C)
■ এছাড়া যুগ্ম তালিকায় আছে বিবাহ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, ভেজাল নিয়ন্ত্রণ, শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ, প্রভিডেন্ট ফান্ড, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, স্ট্যাম্প ডিউটি প্রভৃতি
24. নিম্নের কোনটি কে Watchdog of Merit সিস্টেম বলা হয় ?
Ⓐ নির্বাচন কমিশন
Ⓑ CAG
Ⓒ ইউপিএসসি
Ⓓ নীতি আয়োগ
Ans : (C)
25. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোঙ্কনি, মণিপুরী এবং নেপালি ভাষার সংযোজন ঘটে ?
Ⓐ 72 তম সংশোধনী
Ⓑ 71 তম সংশোধনী
Ⓒ 74 তম সংশোধনী
Ⓓ 76 তম সংশোধনী
Ans : (B)
■ অষ্টম সিডিউলে এই ভাষাগুলির সংযোজন ঘটে
26. ইউনাইটেড নেশন্স হাই-কমিশনার ফর রিফিউজিস (UNHCR) এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ ভিয়েনা
Ⓑ জেনেভা
Ⓒ রোম
Ⓓ নিউইয়র্ক
Ans : (B)
27. নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল বীরভূমিতে অবস্থিত ?
Ⓐ ইন্দিরা গান্ধী
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ লাল বাহাদুর শাস্ত্রী
Ⓓ রাজীব গান্ধী
Ans : (D)
■ ইন্দিরা গান্ধী - শক্তিস্থল
■ মহাত্মা গান্ধী - রাজঘাট
■ লাল বাহাদুর শাস্ত্রী - বিজয়ঘাট
28. মার্ক জুকারবার্গ নিম্নের কোন সংস্থার প্রতিষ্ঠাতা ?
Ⓐ গুগল
Ⓑ উইকিপিডিয়া
Ⓒ স্কাইপ
Ⓓ ফেসবুক
Ans : (D)
29. নিম্নের কোন দেশের রাজধানী হারারে তে অবস্থিত ?
Ⓐ জিম্বাবুয়ে
Ⓑ ওয়েস্ট ইন্ডিজ
Ⓒ নিউজিল্যান্ড
Ⓓ জাম্বিয়া
Ans : (A)
30. বাংলাদেশে আছড়ে পড়া সিতরাং, ঝড়টির নামকরণ করেছে কোন দেশ ?
Ⓐ ভারত
Ⓑ আফগানিস্তান
Ⓒ থাইল্যান্ড
Ⓓ মায়ানমার
Ans : (C)