আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 16 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 16 (MCQ)
******************************
1. নিম্নের কোন বেদে হোম যজ্ঞের সামগান বা স্তুতি রয়েছে ?
Ⓐ ঋগবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুরবেদ
Ⓓ অথর্ব বেদ
Ans : (B)
◆ ঋগবেদ - দেবদেবীর মন্ত্র
◆ যজুরবেদ - গদ্যে লিখিত, যজ্ঞের উপাচার, জীবিকা
◆ অথর্ব বেদ - যাদুবিদ্যা, বৈদিক উপাচারের উল্লেখ আছে
2. চেনাব নদীকে ঋগবেদে কি নামে উল্লেখ করা আছে ?
Ⓐ গোমাল
Ⓑ বিপাস
Ⓒ অক্ষিণী *
Ⓓ বিতস্তা
Ans : (C)
◆ গোমাল - বর্তমান নাম হলো গোমতী
◆ বিপাস - বিয়াস
◆ বিতস্তা - ঝিলাম
3. নিম্নের কার বাল্যকালে নাম ছিল সিদ্ধার্থ ?
Ⓐ মহাবীর
Ⓑ অজিতনাথ
Ⓒ অশ্বজিৎ
Ⓓ গৌতম বুদ্ধ
Ans : (D)
◆ 563 খ্রিষ্টপূর্বে নেপালের কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেন
◆ মহাবোধি - বোধিবৃক্ষ, বুদ্ধগয়া
◆ ধর্মচক্র প্রবর্তন - সারনাথ
◆ দেহত্যাগ বা মহাপরিনির্বান - কুশীনগর, মল্ল
4. নাগদশক কোন রাজবংশের শেষ রাজা ?
Ⓐ হর্শঙ্ক বংশ
Ⓑ দাস বংশ
Ⓒ শিশুনাগ বংশ
Ⓓ নন্দ বংশ
Ans : (A)
◆ এই বংশের প্রতিষ্ঠাতা - বিম্বিসার
◆ শ্রেষ্ঠ রাজা - অজাতশত্রু
5. নিম্নের কে গো-ব্রাহ্মণ প্রজাপালক উপাধি গ্রহণ করেছিলেন ?
Ⓐ দ্বিতীয় পুলকেশী
Ⓑ প্রথম নরসিংহ বর্মন
Ⓒ অজাতশ্রত্রু
Ⓓ শিবাজি
Ans : (D)
◆ এছাড়া তার উপাধি ছিল - ছত্রপতি
◆ দ্বিতীয় পুলকেশী - উপাধি ছিল পরমেশ্বর, পৃথিবী বল্লভ
◆ প্রথম নরসিংহ বর্মন - বাতাপিকোন্ড
অজাতশ্রত্রু - কুনিক
6. পাদশাহনামা - কার লেখা ?
Ⓐ ইবন বতুতা
Ⓑ আব্দুল হামিদ লাহোরি
Ⓒ ফা হিয়েন
Ⓓ হিউয়েন সাং
Ans : (B)
◆ ইবন বতুতা এর লেখা গ্রন্থ - কিতাব-উল-রেহেলা
◆ ফা হিয়েন - ফো-কুয়ো-কিং
◆ হিউয়েন সাং - সি-ইউ-কি
7. সমুগড়ের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1576
Ⓑ 1739
Ⓒ 1528
Ⓓ 1658
Ans : (D)
◆ ঔরঙ্গজেব এবং দারা শিকোহ ও শাহজাহানের সম্মিলিত বাহিনী
◆ জয়ী হন - ঔরঙ্গজেব
8. গদর পার্টি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ নবাব সলিমউল্লাহ
Ⓒ পুলিন বিহারী দাস
Ⓓ লালা হরদয়াল
Ans : (D)
◆ 1913 সালে সান ফ্রান্সিসকো তে তিনি এটি প্রতিষ্ঠা করেন
◆ মহাত্মা গান্ধী - সবরমতী আশ্রম
◆ নবাব সলিমউল্লাহ - অল ইন্ডিয়া মুসলিম লীগ
◆ পুলিন বিহারী দাস - ঢাকা অনুশীলন সমিতি
9. নিম্নের কোন গভর্ণর জেনারেলের আমলে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলওয়ে চালু হয় ?
Ⓐ লর্ড ক্যানিং
Ⓑ লর্ড ডালহৌসি
Ⓒ লর্ড হার্ডিঞ্জ
Ⓓ লর্ড লিটন
Ans : (B)
◆ 1853 সালে প্রথম রেলওয়ে চালু হয়
◆ এছাড়া তার আমলে স্বত্ববিলোপ নীতি প্রণয়ন, কলকাতা ও আগ্রার মধ্যে টেলিগ্রাফ লাইন, পূর্ত দফতর চালু হয়
◆ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা করা হয়
10. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজির সাথে মতভেদের জন্য সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেন ?
Ⓐ কানপুর অধিবেশন
Ⓑ মাদ্রাজ অধিবেশন
Ⓒ লাহোর অধিবেশন
Ⓓ ত্রিপুরা অধিবেশন
Ans : (D)
◆ 1939 সালে এটি সংঘটিত হয়
◆ 1938 সালের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন
11. চুনাপাথর হলো ______ প্রকৃতির শিলা
Ⓐ পাললিক
Ⓑ আগ্নেয়
Ⓒ রূপান্তরিত
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (A)
◆ এছাড়া পাললিক শিলা হলো বেলেপাথর, শেল ও কাদাপাথর
◆ আগ্নেয় শিলা - গ্রানাইট, ব্যাসল্ট
র
◆ রূপান্তরিত শিলা - স্লেট
12. বদ্রিনাথ শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ যমুনা
Ⓑ গঙ্গা
Ⓒ অলকানন্দা
Ⓓ তাওয়াই
Ans : (C)
13. ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ শতদ্রু নদী
Ⓑ চম্বল নদী
Ⓒ দামোদর নদ
Ⓓ মহানদী
Ans : (A)
14. নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ত্রিপুরা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ অরুণাচল প্রদেশ
Ⓓ সিকিম
Ans : (C)
15. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
Ⓐ কাবেরী
Ⓑ নর্মদা
Ⓒ ইন্দ্রাবতী
Ⓓ সুবর্ণরেখা
Ans : (A)
16. টেলিভিশন, রেডিওতে তড়িৎশক্তি কিসে রূপান্তরিত হয় ?
Ⓐ আলোকশক্তি
Ⓑ শব্দশক্তি *
Ⓒ চৌম্বকশক্তি
Ⓓ তাপশক্তি
17. সিনাবার - নিম্নের কোন মৌলের আকরিক ?
Ⓐ পারদ
Ⓑ সোনা
Ⓒ টিন
Ⓓ ক্যালশিয়াম
Ans : (A)
◆ ক্যালশিয়ামের আকরিক - ক্যালসাইট, জিপসাম, ফ্লুয়স্পার
◆ সোনার আকরিক - ক্যালভেরাইট, সিলভানাইট, ক্রেনেরাইট
◆ টিনের আকরিক - টিন পাইরাইটিস, ক্যাসিটেরাইট
18. সিরাপ ও ওষুধ তৈরি করতে নিম্নের কোন এসিড ব্যবহৃত হয় ?
Ⓐ সালফিউরিক এসিড
Ⓑ নাইট্রিক এসিড
Ⓒ কার্বনিক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড
Ans : (D)
19. নিম্নের কোনটিতে মিথোজীবী পুষ্টি দেখা যায় ?
Ⓐ ছত্রাক
Ⓑ সবুজ উদ্ভিদ
Ⓒ রাইজোবিয়াম
Ⓓ শ্বেতচন্দন
Ans : (C)
20. নিম্নের কোনটির গমনাঙ্গের নাম সিটি ?
Ⓐ টিকটিকি
Ⓑ কেঁচো
Ⓒ অ্যামিবা
Ⓓ তারামাছ
Ans : (B)
◆ টিকটিকি - পা
◆ অ্যামিবা - ক্ষণপদ
◆ তারামাছ - নালিপদ
21. মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি ?
Ⓐ প্লীহা
Ⓑ যকৃৎ
Ⓒ প্যারোটিড গ্রন্থি
Ⓓ থাইরয়েড
Ans : (B)
◆ প্লীহা - বৃহত্তম গ্রন্থি
◆ প্যারোটিড গ্রন্থি - বৃহত্তম লালাগ্রন্থি
◆ থাইরয়েড - বৃহত্তম অন্তক্ষরা গ্রন্থি
22. সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দগুলি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় ?
Ⓐ 44 তম
Ⓑ 42 তম
Ⓒ 40 তম
Ⓓ 37 তম
Ans : (B)
◆ 1976 সালে এটি কার্যকর হয়
23. সংবিধানের প্রস্তাবনার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ জার্মানি
Ⓑ দক্ষিণ আফ্রিকা
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ ফ্রান্স
Ans : (D)
◆ এছাড়া উক্ত দেশের সংবিধান থেকে সাধারণতন্ত্রের ধারণা, সমতা প্রতিষ্ঠা, ভাতৃত্ববোধের ধারণা নেওয়া হয়েছে
24. বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই কার অনুমোদন প্রয়োজন ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ রাজ্যপাল
Ⓒ মুখ্যমন্ত্রী
Ⓓ স্পিকার
Ans : (B)
25. জালিকাত্তু উৎসব নিম্নের কোন রাজ্যে খুবই জনপ্রিয় ?
Ⓐ অসম
Ⓑ কেরল
Ⓒ তামিলনাড়ু
Ⓓ হিমাচল প্রদেশ
Ans : (C)
26. কাঠি, গৌড়ীয় নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ ওড়িশা
Ⓑ বিহার
Ⓒ ঝাড়খন্ড
Ⓓ পশ্চিমবঙ্গ
Ans : (D)
27. এম এস শুভলক্ষী কোন ধরনের সংগীতের সাথে যুক্ত আছেন ?
Ⓐ কর্ণাটক ধারা
Ⓑ হিন্দুস্তানী ধারা
Ⓒ গজল
Ⓓ গণসংগীত
Ans : (A)
28. লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LICI) কত সালে স্থাপিত হয় ?
Ⓐ 1949
Ⓑ 1960
Ⓒ 1956
Ⓓ 1948
Ans : (C)
29. জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় ?
Ⓐ 11 ই নভেম্বর
Ⓑ 12 ই অক্টোবর
Ⓒ 16 ই আগস্ট
Ⓓ 14 ই এপ্রিল
Ans : (A)
30. নিম্নের কোথায় 108 মিটার উচ্চতা বিশিষ্ট 'Statue of Prosperity' এর উদ্বোধন করা হলো ?
Ⓐ আহমেদাবাদ
Ⓑ বেঙ্গালুরু
Ⓒ শিলং
Ⓓ নতুন দিল্লী
Ans : (A)