আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 15 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 15 (MCQ)
******************************
1. কোন সাম্রাজ্যের পরাজয় মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল ?
Ⓐ হর্শঙ্ক বংশ
Ⓑ চান্দেলা বংশ
Ⓒ রাষ্ট্রকূট বংশ
Ⓓ নন্দ বংশ
Ans : (D)
● 322 খ্রিষ্টপূর্বে চন্দ্রগুপ্ত মৌর্য এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
● পরের দিকে মধ্য ভারত ও পশ্চিম ভারতে এই সাম্রাজ্য বিস্তৃত হয়
● ভারতের ইতিহাসে বৃহৎ সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম এটি
2. কোন পল্লব শাসকের আমলে মহাবলিপুরমের রথ মন্দির স্থাপিত হয় ?
Ⓐ প্রথম মহেন্দ্রবর্মন
Ⓑ প্রথম নরসিংহবর্মন
Ⓒ প্রথম পরমেশ্বরবর্মন
Ⓓ প্রথম নন্দীবর্মন
Ans : (B)
● তিনি ছিলেন একজন তামিল রাজা যিনি 630 - 648 AD পর্যন্ত দক্ষিণ ভারত শাসন করেছিলেন
● মহাবলিপুরমে মহেন্দ্রবর্মনের শুরু করা কাজ তিনি সম্পন্ন করেন
3. নিম্নের কোন গুপ্ত সম্রাট 'মহারাজাধিরাজ' নামে পরিচিত ছিলেন ?
Ⓐ ঘটৎকচ
Ⓑ মহারাজা শ্রী গুপ্ত
Ⓒ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓓ সমুদ্রগুপ্ত
Ans : (C)
● গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রী গুপ্তর উপাধি ছিল আদিরাজা, মহারাজা
● ঘটৎকচ উপাধি - মহারাজা
● সমুদ্রগুপ্ত - অপ্রতিরহ, সর্বরাজ, পরাক্রমাঙ্ক
4. সিন্ধু সভ্যতার নিম্নের কোন স্থানটি ভারতে অবস্থিত নয় ?
Ⓐ হরপ্পা
Ⓑ লোথাল
Ⓒ বনওয়ালি
Ⓓ ধোলাভিরা
Ans : (A)
● এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত
● লোথাল, ধোলাভিরা - গুজরাট
● বনওয়ালি - হরিয়ানা
5. কোন বৌদ্ধ অধিবেশনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান ও মহাযানে বিভক্ত হয়ে যান ?
Ⓐ তৃতীয়
Ⓑ প্রথম
Ⓒ চতুর্থ
Ⓓ দ্বিতীয়
Ans : (C)
● এটি 72 AD তে অনুষ্ঠিত হয়
● কাশ্মীরের কুন্দলবনে এটি আয়োজিত হয়
6. মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল ?
Ⓐ উলুঘ খান
Ⓑ মুবারক খান
Ⓒ কাশিম খান
Ⓓ আসরাফ খান
Ans : (A)
● তার শাসনকাল - 1325 - 1351
● তিনি তামার মুদ্রার প্রচলন করেন
● রাজধানী দিল্লি থেকে দেবগিরি তে স্থানান্তর করেন
● 1327 সালে ওয়ারাঙ্গল দখল করেন
7. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ আলাউদ্দিন খলজী
Ⓑ জালালউদ্দিন খলজী
Ⓒ মোবারক খান
Ⓓ খুসরাও খান
Ans : (B)
● তাঁর শাসনকাল - 1290 - 1296
● তাঁকে পরে আলাউদ্দিন খলজী হত্যা করে সিংহাসনে বসেন
8. মহাত্মা গান্ধী কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?
Ⓐ একবার
Ⓑ দুইবার
Ⓒ তিনবার
Ⓓ চারের অধিক
Ans : (A)
● 1924 সালে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে তিনি সভাপতি হন
● ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা - 1885
9. কোন ব্রিটিশ জেনারেল 1857 -র মহাবিদ্রোহে রানী লক্ষীবাঈ এবং তাঁতিয়া টোপিকে দমন করেন ?
Ⓐ জন লরেন্স
Ⓑ আলেকজান্ডার ডাফ
Ⓒ হিউজ রোজ
Ⓓ লর্ড ক্যানিং
Ans : (C)
● হিউজ রোজের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী তাদেরকে পরাজিত করে
● রানী লক্ষীবাঈ এর বাল্যনাম - মনিকর্নিকা
● তাঁতিয়া টোপি আসল নাম - রামচন্দ্র পাণ্ডুরঙ্গ
10. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
Ⓐ লর্ড মাউন্টব্যাটেন
Ⓑ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓒ ওয়ারেন হেস্টিংস
Ⓓ লর্ড কার্জন
Ans : (D)
● তাঁর কার্যকাল - 1899 - 1905
● তাঁর আমলে বঙ্গভঙ্গ হয় 16 ই অক্টোবর, 1905
● বঙ্গভঙ্গ রদ হয় - 1911
11. পান্না ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ চম্বল
Ⓑ গোদাবরী
Ⓒ কেন
Ⓓ শোন
Ans : (C)
● এটি মধ্যপ্রদেশে অবস্থিত
12. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Ⓐ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ
Ⓑ দাদরা এবং নগর হাভেলি
Ⓒ পুদুচেরি
Ⓓ লাদাখ
Ans : (D)
13. ভূমিকম্প নিয়ে পড়াশোনাকে কি বলা হয় ?
Ⓐ টোপোলজি
Ⓑ হাউড্রোলজি
Ⓒ লিমনোলজি
Ⓓ সিসমোলজি
Ans : (D)
14. জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ মণিপুর
Ⓓ আসাম
Ans : (B)
15. সহস্রধারা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ হিমাচল প্রদেশ
Ⓑ জম্মু-কাশ্মীর
Ⓒ সিকিম
Ⓓ উত্তরাখন্ড
Ans : (D)
16. ভারতের শীতলতম স্থানটি হলো -
Ⓐ লেহ
Ⓑ কিলঙ
Ⓒ তাওয়াং
Ⓓ দ্রাস
Ans : (D)
● এটি পশ্চিম লাদাখে অবস্থিত, সাইবেরিয়ার পর এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম স্থান
17. রামসার সম্মেলন কোন সালে সংঘটিত হয় ?
Ⓐ 1969
Ⓑ 1970
Ⓒ 1971
Ⓓ 1972
Ans : (C)
● ইরানের রামসার শহরে জলাভূমি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের চুক্তি স্বাক্ষরিত হয়
18. আপেক্ষিকতা তত্ত্বের প্রবক্তা কে ?
Ⓐ আইজ্যাক নিউটন
Ⓑ চার্লস ডারউইন
Ⓒ মেরি কুরী
Ⓓ অ্যালবার্ট আইনস্টাইন
Ans : (D)
19. তেজস্ক্রিয়তা নিম্নের কোনটির বৈশিষ্ট্য ?
Ⓐ নিউক্লিয়াস
Ⓑ ইলেকট্রন
Ⓒ প্রোটন
Ⓓ নিউট্রন
Ans : (A)
● একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়
● তেজষ্ক্রিয় পদার্থ সাধারনতঃ আলফা, বিটা ও গামা এই তিন ধরনের তেজষ্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে
● অনেক ক্ষেত্রে পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো নির্গত হতে পারে
20. বাদুর কোন ধরনের শব্দ তৈরি করতে সক্ষম ?
Ⓐ সাবসনিক
Ⓑ আল্ট্রাসনিক
Ⓒ সুপারসনিক
Ⓓ ইনফ্রাসনিক
Ans : (B)
● 20 kHZ এর উপরে এই ধরনের শব্দের কম্পাঙ্ক হওয়ায় মানুষ এই শব্দ শুনতে পায় না
21. বার্নউলির নীতির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত ?
Ⓐ নিউটনের প্রথম গতিসূত্র
Ⓑ নিউটনের দ্বিতীয় গতিসূত্র
Ⓒ ওহমের সূত্র
Ⓓ শক্তি সংরক্ষণ নীতি
Ans : (D)
22. নিম্নের কোন মাধ্যমে আলো দ্রুততম বেগে যায় ?
Ⓐ জল
Ⓑ বায়ু
Ⓒ শূন্যস্থান
Ⓓ স্টিল
Ans : (C)
● শূন্যস্থানে আলোর বেগ 299,792 কিমি/সেকেন্ড
23. রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
Ⓐ জি ভি মাভালঙ্কার
Ⓑ বলরাম মহাজন
Ⓒ সুমিত্রা মহাজন
Ⓓ এস রাধাকৃষ্ণন
Ans : (D)
24. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ?
Ⓐ 36 তম
Ⓑ 38 তম
Ⓒ 26 তম
Ⓓ 35 তম
Ans : (A)
● 1975 সালে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়
25. ভারতে কাউন্সিল অফ স্টেটস কি নামে পরিচিত ?
Ⓐ লোকসভা
Ⓑ রাজ্যসভা
Ⓒ পার্লামেন্ট
Ⓓ অ্যাডহক কমিটি
Ans : (B)
● সর্বোচ্চ আসন সংখ্যা - 250 জন (বর্তমানে 245 জন)
● সদস্য হওয়ার নূন্যতম বয়স - 30 বছর
● সদস্যদের কার্যকাল - 6 বছর
● প্রতি দুই বছরে রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্যের মেয়াদ শেষ হয়
26. নিম্নের কোন সংস্থা ভারতে ইন্সুরেন্স সেক্টরকে নিয়ন্ত্রণ করে ?
Ⓐ RBI
Ⓑ IRDA
Ⓒ PFRDIA
Ⓓ SEBI
Ans : (B)
● ফুল ফর্ম - ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি
● HQ - হায়দ্রাবাদ
27. ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড (IMF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ জেনেভা
Ⓑ ওয়াশিংটন ডিসি
Ⓒ নাইরোবি
Ⓓ ভিয়েনা
Ans : (B)
● এটি 1945 সালে প্রতিষ্ঠা হয়
28. বাড়ো ছাম (Bardo Chham) নৃত্য ভারতের কোন রাজ্যের একটি প্রসিদ্ধ আঞ্চলিক নৃত্য ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ অরুণাচলপ্রদেশ
Ans : (D)
29. ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানটি হলো -
Ⓐ ভারতরত্ন
Ⓑ পদ্মবিভূষন
Ⓒ সরস্বতী সম্মান
Ⓓ পরমবীর চক্র
Ans : (D)
30. কুয়েতকে ফাইনালে হারিয়ে সাফ কাপ 2023 চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ ?
Ⓐ বাংলাদেশ
Ⓑ লেবানন
Ⓒ ভারত
Ⓓ নেপাল
Ans : (C)