দৈনিক কারেন্ট আফফায়ার্স 24/12/2024

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 24/12/2024


*********************


◆ 1. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল 90 বছর বয়সে প্রয়াত হলেন

◆ 2. 2025 প্রজাতন্ত্র দিবসের জন্য নতুন থিমের ঘোষণা করলো প্রতিরক্ষা মন্ত্রক, এটি হলো - 'Swarnim Bharat: Virasat aur Vikas'

◆ 3. হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি GS Sandhawalia কে নিযুক্ত করা হলো

◆ 4. Forbes প্রকাশিত World’s 100 Most Powerful Women তালিকায় ভারতের Nirmala Sitharaman, Roshni Nadar Malhotra এবং Kiran Mazumdar-Shaw স্থান পেলেন

◆ 5. ভারত সরকার সম্প্রতি এয়ারপোর্ট গুলিতে 'Udaan Yatri Cafe' ইনিশিয়েটিভ লঞ্চ করলো

◆ 6. ডোপিং -এর জন্য রাশিয়ান টেনিস খেলোয়াড় Deniil Savelev কে 2 বছরের জন্য ব্যান করা হলো

◆ 7. প্রতি বছর 24 শে ডিসেম্বর জাতীয় গ্রাহক দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Virtual Hearings & Digital Access to Consumer Justice'

◆ 8. অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগ এবং ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম Youth Co:Lab National Innovation Challenge for 2024-2025 -এর 7ম সংস্করণ -এর সূচনা করলো

◆ 8. ডিপার্টমেন্ট অফ কনজিউমার আফফায়ার্স Jago Grahak Jago, Jagriti এবং Jagriti Dashboard নামক তিনটি অ্যাপ লঞ্চ করলো

◆ 9. 400 কোটি টাকার বিনিময়ে Air Works এর 85.8% মালিকানা কিনে নিলো আদানি গ্রুপ

◆ 10. ঐতিহাসিক 1973 কেশবানন্দ ভারতীয় কেসের সাথে যুক্ত বিচারপতি Grover -এর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম 'The Unyielding Judge: The Life and Legacy of Justice A.N. Grover'