দৈনিক কারেন্ট আফফায়ার্স 23/12/2024

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 23/12/2024


*********************


★ 1. NH - 44 -এর উপর ভারতের প্রথম Bio-Bitumen Stretch -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাদকারী


★ 2. ফাইনালে বাংলাদেশকে হারিয়ে মহিলা অনুর্দ্ধ-19 টি-20 এশিয়া কাপ জিতলো ভারত


★ 3. ISSF জুনিয়র বিশ্বকাপ
 Rifle/Pistol/Shotgun 2025 হোস্ট করতে চলেছে ভারত 

★ 4. Epigamia সহ-প্রতিষ্ঠাতা Rohan Mirchandan সম্প্রতি 42 বছর বয়সে প্রয়াত হলেন


★ 5. প্রতি বছর 23 শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস পালিত হয়, এবছরের থিম - 'Empowering ‘Annadatas’ for a Prosperous Nation'


★ 6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে কুয়েতের সর্বোচ্চ নাগরিক সম্মান Order of Mubarak Al Kabeer সম্মানে সম্মানিত করা হলো


★ 7. হিউম্যান স্পেসফ্লাইট এডভান্সমেন্ট -এর জন্য ISRO এবং ESA জোটবদ্ধ হলো


★ 8. UN ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপার্সন পদে বিচারপতি  Madan B Lokur কে নিযুক্ত করা হলো


★ 9. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO খুব শীঘ্রই Space Docking Experiment (SpaDeX) মিশন লঞ্চ করতে চলেছে


★ 10. দলিত স্টুডেন্টদের বিদেশে গিয়ে পড়াশোনার সাহায্যার্থে অরবিন্দ কেজরিওয়াল Dr. Ambedkar Samman Scholarship লঞ্চ করলেন