দৈনিক কারেন্ট আফফায়ার্স 18/12/2024

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 18/12/2024


*********************

■ 1. প্রতি বছর 18 ই ডিসেম্বর International Migrants Day পালিত হয়, এবছরের থিম - 'Honouring the contributions of migrants and respecting their rights'

■ 2. ব্যাঙ্গালুরু তে মহিলাদের জন্য বাইক ট্যাক্সি 'Moto Women' -এর উন্মোচন করলো Uber

■ 3. ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্র অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন 

■ 4. দ্রুততম টেস্ট সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মহিলা ক্রিকেটার Nat Sciver-Brunt

■ 5. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত 'Encyclopedia of Forests' নামে পরিচিত Tulsi Gowda সম্প্রতি প্রয়াত হলেন 

■ 6. আন্তর্জাতিক সোলার এলায়েন্স -এ সম্প্রতি Moldova যোগদান করলো 

■ 7. হিন্দি লেখিকা  Suryabala -এর লেখা উপন্যাস Kaun Des Ko Vasi: Venu Ki Diary সম্প্রতি 34 তম Vyas Samman 2024 জিতলো 

■ 8. অযোধ্যার রাম মন্দির প্রজেক্টকে গ্লোবাল সেফটি এক্সেলেন্স আওয়ার্ড 'Sword of Honour' সম্মানে সম্মানিত করা হলো

■ 9. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি অ্যান্টি-পেস্টিসাইড বডি-সুট Kisan Kavach -এর উন্মোচন করলেন  

■ 10. প্রখ্যাত গায়ক এবং মিউজিশিয়ান পন্ডিত Sanjay Marathe 68 বছর বয়সে প্রয়াত হলেন