দৈনিক কারেন্ট আফফায়ার্স 13/12/2024

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 13/12/2024


*********************


★ 1. মধ্যপ্রদেশের Rataapni অভয়ারণ্য ভারতের 57 তম টাইগার রিজার্ভের তকমা পেলো 

★ 2. মহিলাদের মাসিক অর্থ সহায়তা করতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলেন 

★ 3. TransUnion CIBIL -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে ভবেশ জৈন কে নিযুক্ত করা হলো 

★ 4. 2035 সালের মধ্যে Bharat Antariksha Station লঞ্চ করতে চলেছে ভারত 

★ 5. নতুন দিল্লীর ইন্ডিয়া গেটে দিব্য কলা মেলার 22 তম সংস্করণের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার

★ 6. STEM এডুকেশনের সাথে রুরাল ভারতকে শক্তিশালী করে তুলতে BMW Group এবং UNICEF জোটবদ্ধ হলো 

★ 7. ভারতে গ্রীন ইনফ্রাস্ট্রাকচার এবং সোলার রুফটপ -এর জন্য $500 মিলিয়ন অর্থের মান্যতা দিলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 

★ 8. টাইম ম্যাগাজিনের পার্সন অফ দি ইয়ার ফর 2024 হলেন ডোনাল্ড ট্রাম্প

★ 9. 10 ম ওয়ার্ল্ড আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো দেরাদুনে উদ্বোধন করা হলো 

★ 10. নেপালের আর্মি প্রধান জেনারেল Ashok Raj Sigdel কে সম্মানীয় 'General of the Indian Army' সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু