আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 43

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 43


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 60% বেশি । যদি দ্রব্যটিকে 20 টাকা ছাড় দেওয়ার পর 300 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের হার কত হবে ?
[A] 45%
[B] 60%
[C] 40%
[D] 50% 

2. পাঁচটি সংখ্যার গড় হলো 75 । প্রথম দুটি সংখ্যার গড়, শেষ তিনটি সংখ্যার গড়ের 6 গুণ । প্রথম দুটি সংখ্যার যোগফল কত ?
[A] 260
[B] 340
[C] 315
[D] 300 

3. যদি কোনো নিৰ্দিষ্ট টাকা সরল সুদের হারে 7 বছর 3 মাসে এটির তিনগুন হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে ?
[A] 30.23%
[B] 25.68%
[C] 29.27%
[D] 27.58% 

4. 10 cm বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো -
[A] 28√3 বর্গসেমি
[B] 18√3 বর্গসেমি
[C] 22√3 বর্গসেমি
[D] 25√3 বর্গসেমি 

5. এক জোড়া জুতো 25% ছাড় দিয়ে 960 টাকায় বিক্রি করা হয় । ধার্য্যমূল্য নির্ণয় করো -
[A] 1280 টাকা 
[B] 1240 টাকা
[C] 1200 টাকা
[D] 1220 টাকা

6. তিনটি সংখ্যার মধ্যে অনুপাত 3 : 5 : 8 । যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 8800 হয়, তবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তর কত ?
[A] 2400
[B] 1600
[C] 4000 
[D] 800

7. মান নির্ণয় : 
9 এর 21 × (3 + 4)
[A] 1763
[B] 1533
[C] 1323 
[D] 1423

8. একটি শার্টকে $40 দামে বিক্রি করা হয়, এরফলে তার ক্ষতি হয় 20% । ক্রয়মূল্যটি নির্ণয় করো -
[A] $55
[B] $50 
[C] $35
[D] $30

9. যদি দাম 24% হ্রাস পায় তবে ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে যাতে খরচটা একই থাকে ?
[A] 25.5%
[B] 26.5%
[C] 28.5%
[D] 31.5% 

10. একটি বাইকের দাম প্রথমে 25% হ্রাস পায় এবং তারপর 50% বৃদ্ধি পায় । বাইকের দাম কত শতাংশ বৃদ্ধি পেলো ?
[A] 20%
[B] 25%
[C] 12.5% 
[D] 10%

11. একটি বাইক 4 ঘন্টায় 45 km/hr বেগে একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করে । যদি এটির বেগ 20 km/hr হ্রাস পায় তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?
[A] 460 মিনিট
[B] 432 মিনিট 
[C] 478 মিনিট
[D] 446 মিনিট

12. এক ব্যক্তির 2860 টাকায় একটি বই বিক্রি করে 35% ক্ষতি হয় । কত দামে তার বইটি বিক্রি করা উচিত যাতে তার 20% লাভ হয় ? 
[A] 5460 টাকা
[B] 6460 টাকা
[C] 5280 টাকা 
[D] 5540 টাকা

13. M এবং N একত্রে একটি কাজ 40 দিনে করতে পারে । M, N এর থেকে 50% বেশি দক্ষ । M একা একই কাজ কত দিনে করতে পারবে ?
[A] 100/9 দিন
[B] 210/11 দিন
[C] 100/7 দিন
[D] 200/3 দিন 

14. প্রিন্স রমনের তিনগুন দক্ষ এবং যার ফলে রমনের থেকে 28 দিন কম সময়ে সে একটি কাজ শেষ করতে পারে । তারা একত্রে একই কাজ কতদিনে করতে পারে ? 
[A] 35 দিন
[B] 30 দিন
[C] 10.5 দিন 
[D] 42 দিন

15. 1.2, 1.8, 2, 2.5 এর লসাগু নির্ণয় করো -
[A] 120
[B] 30
[C] 90 
[D] 25

16. তিনটি সংখ্যা A, B এবং C এর মধ্যে অনুপাত 5 : 4 : 3 যথাক্রমে । যদি C, A এবং B এর সমষ্টি অপেক্ষা 18 কম হয়, তবে B এর মান কত ?     
[A] 18
[B] 12 
[C] 15
[D] 9

17. মান নির্ণয় : 
444 ÷ 2 + 41 × 8 – 26 × 3
[A] 472 
[B] 452
[C] 462
[D] 482

18. 36 টি সংখ্যার গড় হলো 50 । যদি আমরা একটি সংখ্যা T কে প্রতিটি সংখ্যা থেকে বাদ দিই, তবে গড় হয় 27 । T এর মান কত ?
[A] 23 
[B] 27
[C] 24
[D] 22

19. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত শতাংশ বার্ষিক সুদের হারে 33,000 টাকার চক্রবৃদ্ধি সুদ হবে 31,680 টাকা ?
[A] 30%
[B] 50%
[C] 55%
[D] 40% 

20. যদি 34564A সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে A -এর মান কত ? 
[A] 2 
[B] 3
[C] 7
[D] 6



App টিতে নতুন জিকে সেকশন Add করা হয়েছে তাই অনুগ্রহ করে App টি আপডেট করে নিন
Answers & Solutions ::