আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 42

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 42


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. D একা একটি কাজের অর্ধেক 100 দিনে করতে পারে । 47 দিনে D কাজটির কত শতাংশ সম্পূর্ণ করবে ?
[A] 23.5% 
[B] 20.5%
[C] 21%
[D] 26.5%

2. 10,00,000 টাকা মূলধনের উপর 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর হলো 2401 টাকা । বার্ষিক সুদের হার নির্ণয় করো -
[A] 4.9% 
[B] 6.1%
[C] 5.0%
[D] 5.2%

3. 1792 টাকায় একটি কাপ বিক্রি করে এক ব্যক্তি 12% লাভ করেন । যদি সে এটি 1472 টাকায় বিক্রি করতো তবে ক্ষতির হার হবে -
[A] 8% 
[B] 12%
[C] 15%
[D] 6%

4. মান নির্ণয় : 
8500 ÷ 5 + 24 × 6 – 122 × 3 
[A] 1214
[B] 1178
[C] 1532
[D] 1478 

5. দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11 : 13 এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4 : 5 । 5 বছর পর, তাদের বয়সের অনুপাত কত হবে ?
[A] 22 : 29
[B] 31 : 34
[C] 27 : 31 
[D] 17 : 19

6. 17 জন স্টুডেন্টের গড় নম্বর 180 । কিন্তু পরে দেখা গেল যে, একজন স্টুডেন্টের নম্বর 27 এর জায়গায় ভুল করে 72 নেওয়া হয়েছে । তাদের সঠিক গড় কত হবে ?
[A] 183.36
[B] 178.98
[C] 177.35 
[D] 180.25

7. যদি p এর p% হয় 729, তবে p এর মান কত ? 
[A] 270 
[B] 170
[C] 330
[D] 230

8. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য হলো 15 cm ও 16 cm এবং এটির ক্ষেত্রফল 961 বর্গসেমি । সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত ? 
[A] 15.5 cm
[B] 93 cm
[C] 31 cm
[D] 62 cm 

9. 5 টি ক্রমিক সংখ্যার গড় হলো 19 । এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো -
[A] 23
[B] 29
[C] 21 
[D] 17

10. এক ব্যক্তি এক টাকায় 15 টি আম কেনে । এক টাকায় তাকে কতগুলি আম বিক্রি করতে হয়েছিল যার ফলে তার 25% ক্ষতি হয় ?
[A] 17
[B] 20 
[C] 38
[D] 28

11. যদি G : H = 3 : 7 হয় তবে G : (G + H) এর মান কত ?
[A] 10 : 3
[B] 6 : 7
[C] 3 : 10 
[D] 3 : 7

12. কোনো মূলধনের উপর সরল সুদ মূলধনের 81/100 অংশ হয় । যদি সুদের হার এবং বছর সমান হয় তবে বার্ষিক সুদের হার কত ?
[A] 12.5%
[B] 10.5%
[C] 9% 
[D] 11%

13. অমিত, বিনীতের তিনগুন দক্ষ এবং সেই কারণে বিনীতের থেকে 32 দিন কমে একটি কাজ শেষ করতে পারে । তারা একত্রে একই কাজটি কতদিনে করতে পারবে ?
[A] 24 দিন
[B] 48 দিন
[C] 12 দিন 
[D] 36 দিন

14. মানব স্থান A থেকে স্থান B তে পৌঁছায় 29 ঘন্টায় । সে 2/9 দূরত্ব 9 km/hr বেগে এবং বাকি দূরত্ব 12 km/hr বেগে অতিক্রম করে । A এবং B এর মধ্যে দূরত্ব কত ?
[A] 264 km
[B] 324 km 
[C] 376 km
[D] 208 km

15. একটি শার্টের ধার্য্যমূল্য 1200 টাকা এবং 15% ছাড় অফার দেওয়া হয় । এই শার্টের বিক্রয়মূল্য নির্ণয় করো -
[A] 1290 টাকা
[B] 1200 টাকা
[C] 1020 টাকা 
[D] 1270 টাকা

16. মান নির্ণয় : 
22 ÷ (9 – 1 + 7 × 2) + 24 এর 9
[A] 215
[B] 216
[C] 217 
[D] 218

17. মান নির্ণয় : 
897 ÷ 13 + 15 × 15 – 27
[A] 275
[B] 272
[C] 271
[D] 267 

18. একটি সংখ্যাকে 40% এবং 60% ক্রমিক বাড়ানোর পরিবর্তে, এটিকে 44% কমানো হয় । লদ্ধ মান টি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ ?
[A] 20%
[B] 50%
[C] 25% 
[D] 28%

19. একটি ঘড়িকে ধার্য্যমূল্য -এর 3/10 দামে বিক্রি করে 16% ক্ষতি হয় । ঘড়িটির ধার্য্যমূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে অনুপাত কত ? 
[A] 7 : 4
[B] 8 : 5
[C] 14 : 5 
[D] 19 : 8

20. মান নির্ণয় : 
100 × 10 – 100 + 3000 ÷ (100 × 10)
[A] 970
[B] 1003
[C] 903 
[D] 1030



আমাদের App টিতে জিকে সেকশন Add করা হয়েছে, অনুগ্রহ করে আপডেট করে নিন App টা
Answers & Solutions ::