আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 41
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 41
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. E, F এবং G একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে । E ও F একত্রে একই কাজ 50 দিনে করতে পারে । G একা একই কাজ কতদিনে শেষ করতে পারবে ?
[A] 35 দিন
[B] 100/3 দিন
[C] 32 দিন
[D] 110/3 দিন
2. একটি শহরের বর্তমান জনসংখ্যা 91260 । প্রতি বছর এটি 30% হারে বৃদ্ধি পায় । 2 বছর আগে শহরের জনসংখ্যা কত ছিল ?
[A] 65000
[B] 60000
[C] 54000
[D] 70200
3. A হলো B এর তিনগুন দ্রুত এবং B হলো C এর দ্বিগুন দ্রুত । যদি যাত্রাপথটি C 66 মিনিটে অতিক্রম করে তবে A -এর কত সময় লাগবে ?
[A] 15 মিনিট
[B] 14 মিনিট
[C] 11 মিনিট
[D] 10 মিনিট
4. দুটি সংখ্যার মধ্যে অনুপাত 8 : 9 । যদি দুটি সংখ্যার সমষ্টি 102 হয় তবে দুটি সংখ্যার মধ্যে অন্তর কত ?
[A] 9
[B] 17
[C] 8
[D] 6
5. মান নির্ণয় :
81/13 ÷ (176/16 – 98/49) × 2197/169 ?
[A] 117
[B] 9
[C] 13
[D] 81
6. মান নির্ণয় :
14 × 8 + 42 × 9 – 111 ÷ 3
[A] 463
[B] 443
[C] 433
[D] 453
7. X একা একটি কাজ 20 দিনে এবং Y একা একই কাজ 50 দিনে করতে পারে । তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 5 দিন পর, X কাজ ছেড়ে চলে যায় । বাকি কাজ শেষ করতে Y এর কত সময় লাগবে ?
[A] 37 দিন
[B] 36 দিন
[C] 32.5 দিন
[D] 35 দিন
8. অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি সুদের হারে 24000 টাকা 2 বছরে সুদ হয় 25766.4 টাকা । বার্ষিক সুদের হার কত ?
[A] 60%
[B] 20%
[C] 40%
[D] 55%
9. 17 টি ক্রমিক অযুগ্ম সংখ্যা আছে । প্রথম 11 টি সংখ্যার গড় হলো X তবে শেষ 6 টি সংখ্যার গড় কত হবে ?
[A] X + 15
[B] X + 13
[C] X + 12
[D] X + 17
10. যদি L, M এর থেকে 3 গুন বেশি হয় তবে M, L -এর থেকে কত শতাংশ কম ?
[A] 81%
[B] 75%
[C] 78%
[D] 72%
11. মান নির্ণয় :
15 – (2 × 4) + 7
[A] –10
[B] –6
[C] 17
[D] 14
12. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ক্রয়মূল্যের 160% । যদি 35% ছাড় দেওয়া হয় তবে লাভের হার কত হবে ?
[A] 5%
[B] 4%
[C] 6%
[D] 4.5%
13. একটি দ্রব্যের ধার্য্যমূল্য হলো 1960 টাকা । যদি 30% ছাড় দেওয়া হয় তবে দ্রব্যের বিক্রয়মূল্য কত হবে ?
[A] 1522 টাকা
[B] 1372 টাকা
[C] 1342 টাকা
[D] 1442 টাকা
14. একটি মোবাইলের উপর লাভ হয় ক্রয়মূল্যের 250% । যদি ক্রয়মূল্য 50% বাড়ানো হয় কিন্তু বিক্রয়মূল্য একই থাকে তবে নতুন লাভের শতাংশ কত হবে ?
[A] 120%
[B] 100%
[C] 133.33%
[D] 150%
15. রেন্সনের কাছে 91 m, 112 m এবং 49 m এর তিনটি কাঠের টুকরো আছে । যদি যদি সমসংখ্যক টুকরো করতে চায় তবে প্রতিটি টুকরোর সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য হবে (m) ?
[A] 19
[B] 7
[C] 21
[D] 3
16. বার্ষিক 8% হারে সরল সুদে একটি মুলধনকে বিনিয়োগ করা হয় । 2 বছর পর, সুদ পাওয়া যায় $320 । মুলধনটি নির্ণয় করো -
[A] $1800
[B] $2150
[C] $2100
[D] $2000
17. যদি P : Q = 5 : 3 এবং Q : R = 2 : 5 হয় তবে Q : (P + R) এর অনুপাত কত ?
[A] 5 : 21
[B] 6 : 25
[C] 4 : 17
[D] 2 : 13
18. যদি একটি শার্টের বিক্রয়মূল্য এটির ক্রয়মূল্যের 35% হয়, তবে ক্ষতির শতাংশ কত ?
[A] 55%
[B] 60%
[C] 65%
[D] 70%
19. একটি আয়তাকার টেবিলের উপরের ভাগের পরিসীমা 70 মিটার এবং এটির ক্ষেত্রফল 300 বর্গমিটার । তবে এটির কর্ণের দৈর্ঘ্য কত ?
[A] 15 মিটার
[B] 35 মিটার
[C] 20 মিটার
[D] 25 মিটার
20. সীতা ও গীতার গড় বয়স হলো 40 বছর । যদি ঋতু সীতাকে রিপ্লেস করে তবে গড় বয়স হবে 38 বছর এবং যদি ঋতু গীতাকে রিপ্লেস করে, তবে গড় বয়স হবে 42 বছর । সীতা, গীতা এবং ঋতু -এর বয়স কত যথাক্রমে ?
[A] 36 বছর, 42 বছর এবং 38 বছর
[B] 42 বছর, 36 বছর এবং 38 বছর
[C] 44 বছর, 36 বছর এবং 40 বছর
[D] 39 বছর, 42 বছর এবং 45 বছর
এ জিকে সেকশন Add করা হয়েছে তাই অনুগ্রহ করে App টি আপডেট করে নিন
Answers & Solutions ::



















