আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 40
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 40
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. দুটি ট্রেন 40 km/hr এবং 90 km/hr বেগে একই দিকে এগোচ্ছে, তাদের দৈর্ঘ্য হলো 275 মিটার এবং 350 মিটার যথাক্রমে । দ্রুততম ট্রেনটি মন্থর ট্রেনটিকে কত সময়ে অতিক্রম করবে ?
[A] 45 সেকেন্ড
[B] 36 সেকেন্ড
[C] 60 সেকেন্ড
[D] 54 সেকেন্ড
2. A একা একটি কাজ 40 দিনে এবং B একা একই কাজ 60 দিনে করতে পারে । তারা একসাথে কাজ করলে তারা কতদিনে কাজটি শেষ করতে পারবে ?
[A] 24 দিন
[B] 32 দিন
[C] 25 দিন
[D] 29 দিন
3. যদি 4P = 5Q এবং 3Q = 4R হয় তবে P : Q : R এর মান কত ?
[A] 7 : 6 : 2
[B] 25 : 16 : 10
[C] 10 : 8 : 3
[D] 5 : 4 : 3
4. স্নেহা একা একটি কাজ 30 দিনে এবং আঞ্জু একই কাজ একা 45 দিনে সম্পন্ন করতে পারে । আঞ্জু একা প্রথম 15 দিন ধরে কাজ করে এবং তারপর কাজ ছেড়ে চলে যায় । স্নেহা বাকি কাজ কতদিনে সম্পন্ন করবে ?
[A] 28 দিন
[B] 21 দিন
[C] 27 দিন
[D] 20 দিন
5. মান নির্ণয় :
810 ÷ 5 – 25 × 13 + 2 × 12
[A] –139
[B] –47
[C] –39
[D] –147
6. যদি 5 টি আপেল এবং 8 টি আমের দাম 9 টি আপেল এবং 4 টি আমের দামের সাথে সমান হয়, তবে একটি আম এবং একটি আপেলের দামের অনুপাত কত ?
[A] 1 : 2
[B] 4 : 1
[C] 1 : 3
[D] 1 : 1
7. একটি বাই-সাইকেল $120 দিয়ে কেনা হয় এবং 15% লাভে বিক্রি করা হয় । বিক্রয়মূল্য নির্ণয় করো -
[A] $138
[B] $111
[C] $142
[D] $127
8. 300 টাকা প্রতি ডজন দামে দীনেশ 12 ডজন আপেল কেনে । প্রতিটি আপেল সে 30 টাকায় বিক্রি করে । দীনেশের লাভের হার কত ?
[A] 25%
[B] 15%
[C] 10%
[D] 20%
9. 15% এবং 12% এর ক্রমিক দুটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান ?
[A] 20%
[B] 27%
[C] 18.5%
[D] 25.2%
10. যদি X1 এর 70% = X2 এর 6/7 হয় তবে X1 : X2 কত ?
[A] 60 : 49
[B] 30 : 7
[C] 30 : 49
[D] 7 : 30
11. একটি পরীক্ষায়, সন্দীপ পাশ নম্বর থেকে 55% কম নম্বর পায় । সে 223.2 নম্বর পায় । যদি পাশ নম্বর 62% হয় তবে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ?
[A] 200
[B] 600
[C] 400
[D] 800
12. ঋতু একটি ক্যামেরা 24,000 টাকায় বিক্রি করে, এতে তার 20% লাভ হয় । যদি সে 25% লাভ করতে চাইতো তবে কত টাকায় ক্যামেরাটা বিক্রি করতে হতো ?
[A] 27000 টাকা
[B] 22000 টাকা
[C] 24000 টাকা
[D] 25000 টাকা
13. তিনটি সংখ্যার অনুপাত হলো 3 : 9 : 11 এবং তাদের গসাগু হলো 29 । সংখ্যাগুলি নির্ণয় করো -
[A] 84, 240 এবং 300
[B] 58, 88 এবং 319
[C] 144, 261 এবং 320
[D] 87, 261 এবং 319
14. বার্ষিক 18% হারে চক্রবৃদ্ধি সুদে 1 বছরের জন্য 20000 টাকা ধার দেওয়া হয় । যদি সুদের পর্ব অর্ধবার্ষিক হতো তবে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে ?
[A] 190 টাকা
[B] 142 টাকা
[C] 162 টাকা
[D] 150 টাকা
15. 7000 টাকা সরল সুদের হারে একটি স্কীমে বিনিয়োগ করা হয় । এই স্কিমের বার্ষিক সুদের হার 20% । যদি 1750 টাকা সুদ পাওয়া যায়, তবে কত মাসের জন্য টাকাটা বিনিয়োগ করা হয়েছিল ?
[A] 21 মাস
[B] 24 মাস
[C] 15 মাস
[D] 18 মাস
16. মান নির্ণয় :
1573 ÷ 13 {(12 – 6) + (48 – 53)}
[A] 155
[B] 130
[C] 121
[D] 153
17. 47 কেজি ওজনের একটি নতুন স্টুডেন্ট 41 জন স্টুডেন্টের একটি ক্লাসে যোগদান করে এবং ক্লাসের গড় ওজন 1.5 কেজি হ্রাস পায় । ক্লাসের নতুন গড় ওজন কত ?
[A] 107.4 kg
[B] 109 kg
[C] 108.5 kg
[D] 110 kg
18. 27 জন বালকের একটি গ্রুপে গড় বয়স 21 বছর । যদি একজন বালক গ্রুপ ছেড়ে চলে যায়, তবে গড় বয়স হয় 21.7 বছর । যে গ্রুপ ছেড়ে চলে গেল তার বয়স কত ?
[A] 2.5 বছর
[B] 2.8 বছর
[C] 3.4 বছর
[D] 2 বছর
19. মান নির্ণয় :
143 × 13 ÷ 11 + 156 ÷ 13 × 12 – 210 × 15 ÷ 14
[A] 78
[B] 178
[C] 88
[D] 168
20. 4.2 cm ভূমি ব্যাসার্ধ এবং 8 cm উচ্চতা বিশিষ্ট একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত ?
[A] 346.04 বর্গসেমি
[B] 246.58 বর্গসেমি
[C] 284.92 বর্গসেমি
[D] 322.08 বর্গসেমি
আমাদের App টি নতুন জিকে সেকশন যুক্ত করা হয়েছে, অনুগ্রহ করে App টিকে Update করে নিন
Answers & Solutions ::



















