আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 38
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 38
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে লসাগু হলো 120 । তবে নিম্নের কোনটি তাদের গসাগু হতে পারে না ?
[A] 15
[B] 40
[C] 20
[D] 16
2. 15% এবং 10% এর ক্রমিক ডিসকাউন্ট কোন একক ডিস্কাউন্টের সাথে সমান ?
[A] 21.8%
[B] 23.5%
[C] 22.5%
[D] 24.5%
3. একটি দ্রব্যের ধার্য্যমূল্য এবং বিক্রয়মূল্য হলো 2450 টাকা এবং 1960 টাকা যথাক্রমে । ছাড়ের শতাংশ কত ?
[A] 20%
[B] 25%
[C] 15%
[D] 24%
4. সংখ্যা দুটি নির্ণয় করো যাদের গসাগু 47 এবং তাদের যোগফল 188
[A] 141 এবং 138
[B] 47 এবং 141
[C] 215 এবং 211
[D] 47 এবং 51
5. মোহন এবং রোহান 3300 টাকার বিনিময়ে একটি কাজ নেয় । মোহন একা কাজটি 10 দিনে এবং রোহান একা একই কাজ 12 দিনে করতে পারে । যদি তারা একসাথে কাজ করে তাদের প্রাপ্ত অর্থের মধ্যে অন্তর কত হবে ?
[A] 300 টাকা
[B] 370 টাকা
[C] 350 টাকা
[D] 400 টাকা
6. L এর আয় M এর থেকে 30% বেশি এবং M এর আয় N এর আয় অপেক্ষা 20% বেশি । তবে N এর আয়, L এর আয় অপেক্ষা কত শতাংশ কম ?
[A] 36%
[B] 39%
[C] 32%
[D] 44%
7. কোনো মূলধন সরল সুদে 2 বছরে হয় 1320 টাকা এবং 3 বছরে হয় 1380 টাকা । বার্ষিক সুদের হার কত ?
[A] 4%
[B] 5%
[C] 10%
[D] 8%
8. মান নির্ণয় :
750 – 350 ÷ 7 + 43 × 5 ?
[A] 812
[B] 915
[C] 935
[D] 795
9. এক ব্যক্তি একটি নিৰ্দিষ্ট দূরত্বের অর্ধেক 45 km/hr বেগে অতিক্রম করে । সে বাকি দূরত্বের 40% অতিক্রম করে 8 km/hr বেগে এবং বাকি দূরত্ব 24 km/hr বেগে অতিক্রম করে । সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত ছিল ?
[A] 164/7 km/hr
[B] 144/7 km/hr
[C] 156/7 km/hr
[D] 128/7 km/hr
10. 25 টি সংখ্যার গড় হলো 150 । আরো একটি সংখ্যাকে যুক্ত করা হলে, নতুন গড় হয় 160 । নতুন সংখ্যাটি কত ?
[A] 400
[B] 410
[C] 415
[D] 420
11. একটি মুলধনকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয় । 1 বছরের শেষে টাকাটা হয় 1150 টাকা এবং 2 বছরের শেষে এটি হয় 1322.5 টাকা । মুলধনটি কত ?
[A] 1450 টাকা
[B] 1600 টাকা
[C] 1750 টাকা
[D] 1000 টাকা
12. 18, 24 এবং 36 এর লসাগু কত ?
[A] 24
[B] 36
[C] 64
[D] 72
13. যদি A1, A2 অপেক্ষা 19 গুন বেশি হয় তবে A2, A1 অপেক্ষা কত শতাংশ কম ?
[A] 85%
[B] 105%
[C] 100%
[D] 95%
14. যদি একটি দ্রব্যের ক্রয়মূল্য এটির বিক্রয়মূল্যের 5/8 অংশ হয় তবে লাভের হার কত ?
[A] 45%
[B] 75%
[C] 30%
[D] 60%
15. C একা একটি কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে এবং D একা একই কাজ C এর অর্ধেক সময়ে করতে পারে । তারা একত্রে মোট কাজের 3/10 অংশ করতে কত সময় নেবে ?
[A] 6.5 দিন
[B] 5 দিন
[C] 6 দিন
[D] 4 দিন
16. একজন ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 40% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে । সে এটির উপর কিছু ছাড় দেয় এবং 10% লাভ করে । ছাড়ের শতাংশ কত ?
[A] 14.28%
[B] 26%
[C] 21.42%
[D] 20%
17. একটি শঙ্কুর উচ্চতা হলো 24 cm এবং এটির ভূমির ব্যাসার্ধ 10.5 cm । শঙ্কুটির আয়তন কত ?
[A] 2772 ঘনসেমি
[B] 2546 ঘনসেমি
[C] 2398 ঘনসেমি
[D] 2984 ঘনসেমি
18. 7400 টাকাকে A, B এবং C এর মধ্যে যথাক্রমে 9 : 12 : 16 অনুপাতে ভাগ করা হয় । B এর ভাগ কত ?
[A] 2400 টাকা
[B] 1800 টাকা
[C] 9200 টাকা
[D] 2600 টাকা
19. 28 টি পর্যবেক্ষণের গড় হলো 53 । প্রথম 11 টি পর্যবেক্ষণের গড় 54 । শেষ 18 টি পর্যবেক্ষণের গড় 52.5 । 11তম পর্যবেক্ষণের মান কত ?
[A] 59
[B] 63
[C] 57
[D] 55
20. দুটি সংখ্যার মধ্যে অনুপাত 3 : 5 । যদি তাদের গুনফল 3375 হয় তবে তাদের যোগফল কত ?
[A] 75
[B] 120
[C] 90
[D] 135



















