আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 37

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 37


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একটি কোম্পানির 8 জন কর্মচারীর প্রতি বছরের গড় বেতন $6000 । যদি প্রথম 4 জন কর্মচারীর গড় বেতন $5500 এবং পরবর্তী 2 জন কর্মচারীর গড় বেতন $7000 হয়, তবে কোম্পানির গড় বেতন বজায় রাখতে বাকি 2 জন কর্মচারীর গড় বেতন কত হবে ?
[A] $5500
[B] $6000 
[C] $4200
[D] $7300

2. শ্যাম একটি কাজের 3/5 অংশ করে 10 দিনে । রাখি শ্যামের থেকে 1.5 গুন দক্ষ । রাখি একা একই কাজ করতে কত সময় নেবে ?
[A] 18 দিন
[B] 22 দিন
[C] 100/9 দিন 
[D] 20 দিন

3. একটি জামার ধার্য্যমূল্য এটির ক্রয়মূল্যের দ্বিগুন । 20% লাভ করতে হলে কত শতাংশ ছাড় দিতে হবে ?
[A] 40% 
[B] 37%
[C] 47%
[D] 45%

4. যদি রমন তার প্রকৃত বেগের 30% বেগে গমন করে, তবে সে 15 মিনিট দেরিতে পৌঁছায় । প্রকৃতপক্ষে তার কত সময় লাগে ?
[A] 28 মিনিট
[B] 42 মিনিট
[C] 21 মিনিট
[D] 35 মিনিট 

5. মান নির্ণয় :
625/125 এর 45/225 + 256/64 ÷ 56/196?
[A] 15 
[B] 14
[C] 16
[D] 17

6. একটি সংখ্যাকে 28% বৃদ্ধি করলে 320 পাওয়া যায় । সংখ্যাটি নির্ণয় করো -
[A] 250 
[B] 240
[C] 220
[D] 280

7. পাঁচটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় হলো 21 । এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] 27
[B] 21
[C] 25 
[D] 29

8. কোনো নিৰ্দিষ্ট টাকার উপর বার্ষিক 12% হারে 3/2 বছর এবং 7/2 বছরে সরল সুদের পার্থক্য হলো 1920 টাকা । মুলধনটি কত ?
[A] 6000 টাকা
[B] 14000 টাকা
[C] 8000 টাকা 
[D] 12000 টাকা

9. অনিল তার আয়ের 30% একটি স্কুলকে দান করে এবং বাকি টাকার 70% সে ব্যাংকে জমা রাখে। যদি তার কাছে এখন 9765 টাকা থেকে থাকে তবে অনিলের আয় কত ?
[A] 45600 টাকা
[B] 45500 টাকা
[C] 46000 টাকা
[D] 46500 টাকা

10. একটি ঘনকাকার ঘরে দীর্ঘতম যে রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হলো 8√3 cm । ঘনকের আয়তন কত ?
[A] 1728 ঘনসেমি
[B] 216 ঘনসেমি
[C] 512 ঘনসেমি 
[D] 64 ঘনসেমি

11. টম এবং জেরি একসাথে একটি বাড়ি 9 দিনে রঙ করতে পারে । যদি টম একা একা বাড়ি 15 দিনে রঙ করতে পারে তবে একই বাড়ি জেরি একা রঙ করতে কত সময় নেবে ?
[A] 45/2 দিন 
[B] 45/7 দিন
[C] 41/3 দিন
[D] 41/5 দিন

12. একটি টেবিল 8500 টাকায় কেনা হয় এবং 8000 টাকায় বিক্রি করা হয় । ক্ষতির হার কত ?
[A] 5.88% 
[B] 10%
[C] 5%
[D] 7.5%

13. 17000 টাকা চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 22% হারে 1 বছরের জন্য ধার দেওয়া হয় । যদি সুদের পর্বটি অর্ধবার্ষিক হতো তবে আরো কত বেশি সুদ পাওয়া যেতো ?
[A] 210.8 টাকা
[B] 205.7 টাকা 
[C] 204.4 টাকা
[D] 208.8 টাকা

14. সরল করো :
30 ÷ (2 × 3) + 2
[A] 6
[B] 4
[C] 8
[D] 7 

15. যদি p : q = 6 : 5 হয় তবে (6p + 5q) : (6p – 5q) এর মান কত ?
[A] 45 : 16
[B] 35 : 7
[C] 81 : 7
[D] 61 : 11 

16. 60 মিটার দীর্ঘ একটি ইলেকট্রিক তারকে প্রতিটি 5 মিটার মাপের বেশ কিছু টুকরো সমান সমান টুকরো করা হলো । এমন কতগুলি টুকরো হবে তা নির্ণয় করো -
[A] 8
[B] 10
[C] 12 
[D] 6

17. গত বছরে, নীল দুটি ঘড়ি কিনেছিলো । এবছর সে প্রতিটিকে 15000 টাকা দামে বিক্রি করে । একটি তে তার 25% লাভ হয় এবং অন্যটিতে তার x% ক্ষতি হয় । যদি তার মোট ক্ষতি 2000 টাকা হয় তবে x এর মান কত ?
[A] 50
[B] 40
[C] 25 
[D] 80

18. একটি দ্রব্যের ধার্য্যমূল্য যদি 2500 টাকা হয় এবং বিক্রয়মূল্য হয় 2000 টাকা । তবে ছাড়ের শতাংশ কত ?
[A] 10
[B] 25
[C] 15
[D] 20 

19. মান নির্ণয় :
25 × 4 – 22 ÷ 11 × 7 + 4 × 3
[A] 98 
[B] 88
[C] 92
[D] 96

20. যদি x = (3/8)y এবং y = (3/4)z হয় তবে x : y : z এর মান কত ?
[A] 9 : 25 : 31
[B] 9 : 24 : 34
[C] 9 : 24 : 32 
[D] 9 : 8 : 31



Answers & Solutions ::