List of Important River Dam Project in Bengali | ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ প্রকল্পের তালিকা
List of Important River Dam Project in Bengali | ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ প্রকল্পের তালিকা
বাঁধ প্রকল্প/স্থাপন সাল | কোন নদীর উপর গঠিত |
আপার কৃষ্ণা প্রকল্প ( ২০০৫ সালে ) | কৃষ্ণা নদী |
ইন্দিরা গান্ধী খাল প্রকল্প | শতদ্রু নদী |
ইদ্দুকি বাঁধ প্রকল্প | ইদ্দুকি নদী |
উকাই বহুমুখী বাঁধ প্রকল্প (১৯৭২ সালে ) | তাপ্তী নদী |
উলার বাঁধ প্রকল্প | বিতস্তা নদী |
কাকড়াপারা প্রকল্প (১৯৫৪ সালে ) | তাপ্তী নদী |
কোশি প্রকল্প | কোশি নদী |
কংসাবতী প্রকল্প ( ১৯৫৬ সালে ) | কংসা-কুমারী নদী |
কালেশ্বরম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট (২০১৯ সালে ) | গোদাবরী নদী |
গণ্ডক প্রকল্প (১৯৬৯ সালে ) | গণ্ডক নদী |
ঘটপ্রভা উপত্যকা উন্নয়ন বাঁধ প্রকল্প ( ১৯৫৯ সালে ) | ঘটপ্রভা নদী |
চম্বল উপত্যকা প্রকল্প ( ১৯৭০ সালে ) | চম্বল নদী |
জয়াকাওয়াদি প্রকল্প ( ১৯৭৬ সালে ) | গোদাবরী নদী |
জওহর সাগর প্রকল্প | চম্বল নদী |
টিপাইমুখী প্রকল্প ( ১৯৮৩ সালে ) | বরাক নদী |
তিস্তা প্রকল্প ( ১৯৯৮ সালে ) | তিস্তা নদী |
তুঙ্গভদ্রা প্রকল্প ( ১৯৫৩ সালে ) | তুঙ্গভদ্রা নদী |
তেহরি প্রকল্প ( ২০০৬ সালে ) | ভাগীরথী নদী |
তাওয়া প্রকল্প ( ১৯৭৮ সালে ) | তাওয়া নদী |
থেন বাঁধ | রাভী নদী |
দামোদর উপত্যকা প্রকল্প ( ১৯৪৮ সালে ) | দামোদর নদ |
নাগার্জুন সাগর প্রকল্প ( ১৯৬৯ সালে ) | কৃষ্ণা নদী |
নাথপা ঝাকরি প্রকল্প | শতদ্রু নদী |
পুছমপাড় প্রকল্প | গোদাবরী নদী |
পোলাভরম প্রকল্প ( ১৯৪১ সালে ) | গোদাবরী নদী |
পং বাঁধ প্রকল্প ( মোহরানা প্রতাপ সাগর বাঁধ ) | বিপাশা নদী |
পাঞ্চেত বাঁধ | দামোদর নদ |
ফারাক্কা প্রকল্প | গঙ্গা |
বিপাশা প্রকল্প | বিপাশা |
বাগলিহর জলবিদ্যুত প্রকল্প ( ২০০৪ সালে ) | চন্দ্রভাগা নদী |
ভাকরা নাঙ্গল প্রকল্প ( ১৯৬৩ সালে ) | শতদ্রু নদী |
ভীম প্রকল্প | পেদ্দাভাগু নদী |
মাহী প্রকল্প | মাহী |
মালপ্রভা প্রকল্প | মালপ্রভা নদী |
ময়ুরাক্ষী প্রকল্প ( ১৯৫৫ সালে ) | ময়ুরাক্ষী প্রকল্প |
মেত্তুর বাঁধ | কেব্রী নদী |
রঞ্জিত সাগর বাঁধ প্রকল্প ( থিয়েন বাঁধ ) ( ২০০১ সালে ) | রবি নদী |
রাজস্থান খাল প্রকল্প ( ইন্দিরা গান্ধী খাল ) ( ১৯৮৫ সালে ) | বীয়াস ও সুল্তেজ |
রিহান্দ বাঁধ প্রকল্প ( গোবিন্দ বল্লভ পন্থ সাগর ) (১৯৬২ সালে) | শোন নদী |
রানা প্রতাপ সাগর | ঘর্ঘরা |
শিবসমুদ্রম প্রকল্প | কাবেরী নদী |
সর্দার সরোবর প্রকল্প (নর্মদা বাঁধ) ( ২০১৭ সালে ) | নর্মদা নদী |
সরাবতী প্রকল্প | সরাবতী নদী |
হিরাকুদ প্রকল্প বা মহানদী ব-দ্বীপ সেচ প্রকল্প | মহানদী |