Important Lakes of India , name , type and location | ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সমূহের নাম, ধরন এবং অবস্থান
Important Lakes of India , name , type and location | ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সমূহের নাম, ধরন এবং অবস্থান
****************************
ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সমূহের নাম, ধরন এবং অবস্থান :
হ্রদের নাম | ধরন | অবস্থান |
অষ্টমুদী হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | কেরলের কোলাম জেলা |
চিল্কা হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | ওড়িশা |
পুলিকট হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুর সীমান্তে অবস্থিত |
সম্বর হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | জয়পুর শহরের পশ্চিমে অবস্থিত |
ভেম্বানাদ হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | কেরল |
পংগং হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | জম্মু-কাশ্মীরের লাদাখ |
কালিভেলি হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | তামিলনাডু |
ভীমতাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | উত্তরাখন্ড |
ডাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | শ্রীনগর |
চন্দ্রতাল | স্বাদুজলের হ্রদ | হিমাচলপ্রদেশ |
কল্লেরু হ্রদ | স্বাদুজলের হ্রদ | অন্ধ্রপ্রদেশ |
লোকটাক হ্রদ | স্বাদুজলের হ্রদ | মণিপুর |
রেণুকা হ্রদ | স্বাদুজলের হ্রদ | হিমাচলপ্রদেশ |
সুরাজ্তাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | হিমাচলপ্রদেশ |
উলার হ্রদ | স্বাদুজলের হ্রদ | জম্মু – কাশ্মীর |
সাতা/সাততাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | উত্তরাখণ্ড |
হিমায়ুত সাগর হ্রদ | কৃত্তিম হ্রদ | হায়দ্রাবাদ শহর |
ওসমান সাগর হ্রদ | কৃত্তিম হ্রদ | হায়দ্রাবাদ শহর |
পুস্কর হ্রদ | কৃত্তিম হ্রদ | রাজস্থান |
তাওয়া জলাশয় | কৃত্তিম হ্রদ | মধ্যপ্রদেশ |
সুখনা হ্রদ | কৃত্তিম হ্রদ | চন্ডিগড় |