আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 10 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 10 (MCQ)

******************************


1. নিম্নের কোন সম্রাট অঙ্গ রাজ্য জয় করেন ?
Ⓐ কনিষ্ক
Ⓑ অশোক
Ⓒ বিম্বিসার 
Ⓓ অজাতশত্রু 

Ans : (C)
● তিনি ছিলেন হর্শঙ্ক বংশের প্রতিষ্ঠাতা
● তাঁর কার্যকাল - 544 - 413 খ্রিষ্টপূর্ব
তিনি গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন

2. অবন্তী মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ রাজপুর
Ⓑ তক্ষশীলা
Ⓒ বৈশালী
Ⓓ উজ্জয়িনী 

Ans : (D)

● কম্বোজের রাজধানী - রাজপুর
● গান্ধারের রাজধানী - তক্ষশীলা
● বৃজির রাজধানী - বৈশালী


3. মেগাস্থিনিস কার রাজসভা অলংকৃত করেছিলেন ?
Ⓐ বিম্বিসার
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ অশোক
Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য 

Ans : (D)

● তিনি ছিলেন গ্রিক রাষ্ট্রদূত 
● তার লেখা বিখ্যাত বই - ইন্ডিকা, যা থেকে আমরা মৌর্য শাসনব্যবস্থা, সামরিক বাহিনী, রাজধানী পাটলিপুত্র সম্পর্কে জানতে পারি

4. নিম্নের সম্রাট তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেন ?
Ⓐ বাবর
Ⓑ শাহজাহান
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ আকবর 

Ans : (D)

● তাঁর রাজত্বকাল - 1556 - 1605 খ্রিস্টাব্দ
● অভিভাবক ছিলেন - বৈরাম খাঁ
● কীর্তি - গুজরাট জয়, রনথম্বর ও চিতোর দুর্গ অধিকার, আসিরগড় দুর্গ দখল, বুলন্দ দরওয়াজা নির্মাণ 

5. জিন্নার চৌদ্দ দফা দাবি কোন সালে পেশ করা হয় ?
Ⓐ 1929 *
Ⓑ 1931
Ⓒ 1930
Ⓓ 1940

Ans : (A)

● 1928 এর নেহেরু রিপোর্টের প্রেক্ষিতে মুসলিম লীগ জিন্নার রিপোর্টে তিনটে সংশোধনের প্রস্তাব দেয় 
● পরে উক্ত সালের মার্চ মাসে চৌদ্দ দফা দাবি পেশ করা হয়

6. অল হিলাল - পত্রিকাটির সূচনা কে করেন ? 
Ⓐ জিন্না
Ⓑ মৌলানা আবুল কালাম আজাদ 
Ⓒ দাদাভাই নৌরজি
Ⓓ কাজী নজরুল ইসলাম 

Ans : (B)

● এছাড়াও তিনি অল বলাগা পত্রিকাও শুরু করেন 
● ওনার লেখা গুরুত্বপূর্ণ বই - ইন্ডিয়া উইন্স ফ্রিডম

7. নিম্নের কাকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন অরবিন্দ ঘোষ ? 
Ⓐ দীনবন্ধু মিত্র
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ কেশবচন্দ্র সেন
Ⓓ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

Ans : (D)

● সন্ন্যাসী বিদ্রোহের প্রভাবে লেখেন আনন্দমঠ (1882)
● বন্দেমাতরম এর উৎস - আনন্দমঠ 
প্রথম উপন্যাস - দুর্গেশনন্দিনী (1865)



8. নিম্নের কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় ?
Ⓐ রেগুলেটিং এক্ট, 1773 
Ⓑ পিটের ভারত আইন, 1784
Ⓒ সনদ আইন, 1793
Ⓓ সনদ আইন, 1813

Ans : (A)

● এটি স্থাপিত হয় - 1774 
● ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের উদ্যোগে এই আইন পাশ হয়
● এই আইনের মাধ্যমে দ্বৈত শাসনের অবসান ঘটে 


9. দা ডিসকভারি অফ ইন্ডিয়া - গ্রন্থের লেখক কে ?
Ⓐ মৌলানা আবুল কালাম আজাদ
Ⓑ জওহরলাল নেহেরু 
Ⓒ রাজেন্দ্র প্রসাদ
Ⓓ মহাত্মা গান্ধী 

Ans : (B)

● 1947 - 1964 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন
● তিনি পঞ্চশীল নীতির প্রবক্তা ছিলেন
● তাঁর আরো কিছু বই - এ ব্রাঞ্চ অফ ওল্ড লেটারস, দি ইউনিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া এন্ড দা ওয়ার্ল্ড
● তাঁর আত্মজীবনী - অ্যান অটোবায়োগ্রাফি

10. খোদাই খিদমদগার দলটি কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ বি আর আম্বেদকর
Ⓑ সুভাষচন্দ্র বসু
Ⓒ জিন্না
Ⓓ খান আব্দুল গফ্ফর খান 

Ans : (D) 

● এটি ছিল একটি অহিংস আন্দোলনকারী সংগঠন , রেড শার্টস নামেও পরিচিত ছিল
● ভারতরত্ন সম্মান - 1987 সালে
● তিনি সীমান্ত গান্ধী, বাদশাহ খান নামেও পরিচিত ছিলেন 

11. মারিয়ানা খাত নিম্নের কোন মহাসাগরে অবস্থিত ? 
Ⓐ ভারত মহাসাগর 
Ⓑ প্রশান্ত মহাসাগর 
Ⓒ আটলান্টিক মহাসাগর
Ⓓ সুমেরু মহাসাগর

Ans : (B)

12. ন্যাশনাল কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ নিম্নের কোথায় অবস্থিত ? 
Ⓐ কলকাতা
Ⓑ নিউ দিল্লী  
Ⓒ পুনে 
Ⓓ বেঙ্গালুরু

Ans : (B)

13. মুথা ক্যানাল কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ মহারাষ্ট্র 
Ⓒ তামিলনাডু
Ⓓ বিহার 

Ans : (B)

● এটি মুলা-মুথা নদীর উপর অবস্থিত

14. আন্নামালাই জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু 
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ ওড়িশা
Ⓓ অসম 

Ans : (A)

● এখানে শজারু প্রজাতি বিখ্যাত

15. কর্ণাটকের চিকমাগালুর স্থানটি নিম্নের কোন আকরিকের জন্য বিখ্যাত ?
Ⓐ অভ্র
Ⓑ কয়লা
Ⓒ ম্যাঙ্গানিজ
Ⓓ লোহ আকরিক 

Ans : (D)

● এছাড়া এই রাজ্যের বেল্লারি স্থানটিতেও লৌহ-আকরিক পাওয়া যায় 

16. বৃক্কের কার্যগত ও গঠনগত একক হলো -
Ⓐ জরায়ু
Ⓑ বৃক্ক থলি
Ⓒ বৃক্কনালি
Ⓓ নেফ্রন 

Ans : (D)

● এটির অংশ হলো বোওম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, রেনাল টিউবিউল প্রভৃতি 

17. সেরিবেলাম, পন্স মস্তিষ্কের কোন অংশের মধ্যে অবস্থান করে ? 
Ⓐ অগ্রমস্তিস্ক
Ⓑ মধ্যমস্তিস্ক
Ⓒ পশ্চাদমস্তিস্ক 
Ⓓ উপরের কোনটি নয় 

Ans : (C)

18. রক্তে ক্যালশিয়ামের পরিমান কমায় নিম্নের কোন হরমোন ? 
Ⓐ প্রোল্যাকটিন
Ⓑ অক্সিটোসিন
Ⓒ ক্যালসিটোনিন 
Ⓓ গ্লুকাগন

Ans : (C)

● প্রোল্যাকটিন - দুগ্ধ নিঃসরণ শুরু করায়
● অক্সিটোসিন - প্রসব যন্ত্রনা শুরু করায়
● গ্লুকাগন - রক্তে শর্করার মাত্রা বাড়ায় 

19. গানপাউডারের মধ্যে নিম্নের কোন উপকরণ থাকে ? 
Ⓐ পটাশিয়াম নাইট্রেট
Ⓑ সালফার
Ⓒ চারকোল 
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

20. ইউরিয়াতে নিম্নের কোন মৌলটি 46% উপস্থিত থেকে ? 
Ⓐ নাইট্রোজেন 
Ⓑ কার্বন
Ⓒ হাইড্রোজেন
Ⓓ সালফার 

Ans : (A)

21. ট্রাফিক সিগনালে লাল রঙ ব্যবহার করা হয় কেন ? 
Ⓐ এটির প্রতিফলন ভালো হয়
Ⓑ এটির প্রতিসরণ ভালো হয়
Ⓒ এটির বিক্ষেপণ কম হয় 
Ⓓ এটি মৌলিক রঙ হওয়ায় সবার চোখে লাগে 

Ans  : (C)

● তরঙ্গদৈর্ঘ্য বড় হলে বিক্ষেপণ কম হয় তাই এটি ব্যবহার করা হয় 

22. পণ্য ও পরিষেবা কর (GST) বিল কবে পাশ হয় ?
Ⓐ 3 আগস্ট, 2015
Ⓑ 3 আগস্ট, 2016 
Ⓒ 17 জুলাই, 2014
Ⓓ 23 আগস্ট, 2017

Ans : (B)

● পণ্য ও পরিষেবা বিল 2014 পাশ হয় - 2015 সালে 

23. নিম্নের কোনটি অপ্রত্যক্ষ কর ? 
Ⓐ কর্পোরেট কর
Ⓑ গিফট ট্যাক্স
Ⓒ সম্পদ কর
Ⓓ ভ্যাট 

Ans : (D)

● বাকি গুলি প্রত্যক্ষ কর 
● আরো কিছু অপ্রত্যক্ষকর - এক্সসাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এস্টেট ডিউটি প্রভৃতি

24. সংবিধানের কার্যাবলী নিরীক্ষণের জন্য জাতীয় কমিশন (NCRWC) কোন সালে গঠিত হয় ? 
Ⓐ 2002 সালে
Ⓑ 2005 সালে
Ⓒ 2008 সালে
Ⓓ 2000 সালে 

Ans : (D)

25. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি কতৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ার কথা উল্লেখ আছে ? 
Ⓐ আর্টিকেল - 76 
Ⓑ আর্টিকেল - 80
Ⓒ আর্টিকেল - 110
Ⓓ আর্টিকেল - 142

Ans : (A)

26. ইরানের রাজধানী নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ হ্যানয়
Ⓑ বাগদাদ 
Ⓒ তেহরান
Ⓓ আবু ধাবি 

Ans: (B)

● ভিয়েতনামের রাজধানী - হ্যানয়
● ইরানের রাজধানী - তেহরান
সংযুক্ত আরব আমিরশাহী - আবু ধাবি

27. ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদের দেশ বলা হয় ? 
Ⓐ পাঞ্জাব *
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ হরিয়ানা
Ⓓ অন্ধ্রপ্রদেশ 

Ans : (A)

● এশিয়ার ডিমের ঝুড়ি - অন্ধ্রপ্রদেশ 

28. ভারতের বৃহত্তম গুহামন্দির ইলোরা নিম্নের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ কর্ণাটক
Ⓑ তামিলনাড়ু 
Ⓒ বিহার
Ⓓ মহারাষ্ট্র 

Ans : (D)

29. বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ? 
Ⓐ 11 ই জানুয়ারি
Ⓑ 25 শে ফেব্রুয়ারি
Ⓒ 2 রা ফেব্রুয়ারি 
Ⓓ 13 ই মার্চ 

Ans : (C)