আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 09 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 09 (MCQ)

******************************


1.সিন্ধু সভ্যতা সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সত্য নয় ?
Ⓐ এই সভ্যতা ছিল নগরকেন্দ্রিক
Ⓑ তামা এবং ব্রোঞ্জের ব্যবহার হতো
Ⓒ পোড়া ইটের ব্যবহার তারা জানতো
Ⓓ যাতায়াতের জন্য ঘোড়ার ব্যবহার করতো 

Ans : (D)

2. অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ রয়েছে নিম্নের কোন ধর্মে ?
Ⓐ বৈষ্ণব ধর্ম
Ⓑ ইসলাম ধর্ম
Ⓒ জৈন ধর্ম
Ⓓ বৌদ্ধ ধর্ম 

Ans : (D)

★ এটি ছিল আসক্তি বিনাশের পথ
★ এগুলি হলো - সৎ বাক্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ কার্য, সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ দৃষ্টি এবং সৎ চেতনা

3. ভিতারি লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানতে পারি ?
Ⓐ কনিষ্ক
Ⓑ যশোবর্মন
Ⓒ শশাঙ্ক
Ⓓ স্কন্দগুপ্ত 

Ans : (D)

★ কনিষ্ক - সম্পত লিপি
★ যশোবর্মন - মান্দাশোর লিপি
★ শশাঙ্ক - গঞ্জাম লিপি

4. 'প্রিয়দর্শিকা' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ আর্যভট্ট
Ⓑ হর্ষবর্ধন 
Ⓒ অশ্বঘোষ
Ⓓ জয়দেব

Ans : (B)

★ এছাড়া তিনি লিখেছেন রত্নাবলি, নাগানন্দ
★ আর্যভট্ট - আর্যসিদ্ধান্ত
★ অশ্বঘোষ - বুদ্ধচরিত
★ জয়দেব - গীতগোবিন্দ

5. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1760
Ⓑ 1756
Ⓒ 1764 
Ⓓ 1767

Ans : (C)

★ ইংরেজি সেনাপতি মেজর হেক্টর মনরো ও অযোধ্যার নবাব সুজা-উদদৌলা, মোঘল সম্রাট দ্বিতীয় শাহআলম, মিরকাশিম এর মধ্যে ঘটে
★ বিজয়ী - ইংরেজ সেনাপতি

6. অল ইন্ডিয়া মুসলিম লীগ নিম্নের কে স্থাপন করেছিলেন ?
Ⓐ মৌলানা আহমেদ আলী
Ⓑ মোহাম্মদ আলী জিন্নাহ
Ⓒ আগা খান 
Ⓓ হাকিম আজমল খান

Ans : (C)

★ 1906 এর ডিসেম্বরে সেলিম উল্লাহ খান এবং আগা খান এটি স্থাপন করেন

7. নিম্নের কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির (HSRA) নেতা ছিলেন ?
Ⓐ ক্ষুদিরাম বসু
Ⓑ ভগৎ সিং
Ⓒ চন্দ্রশেখর আজাদ 
Ⓓ সুভাষচন্দ্র বসু

Ans : (C)

★ 1928 সালে স্থাপিত হয়
দিল্লির ফিরোজ শাহ কোটলা তে HSRA গঠিত হয়
★ নেতৃত্ব - চন্দ্রশেখর আজাদ

8. নিম্নের কে খলজী বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ আলাউদ্দিন খলজী
Ⓑ জালালউদ্দিন খলজী 
Ⓒ মুবারক খান
Ⓓ খসরু খান

Ans : (B)

★ সময়কাল 1290 - 1296
★ খলজীরা ছিল তুর্কী
★ খলজীর অর্থ - যোদ্ধা

9. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ এস কে বোলে
Ⓑ ভি বি প্যাটেল
Ⓒ রাজেন্দ্র প্রসাদ
Ⓓ এন এম যোশী 

Ans : (D)

★ এটি 1929 সালে স্থাপন হয়


10. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন কে করেন ?
Ⓐ লর্ড ওয়েলেসলি 
Ⓑ লর্ড হেস্টিংস
Ⓒ লর্ড অকল্যান্ড
Ⓓ লর্ড ক্যানিং

Ans : (A)

★ তাঁর কার্যকাল - 1798 - 1805

11. পুলিকট হ্রদ নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ লাদাখ
Ⓑ অন্ধ্রপ্রদেশ 
Ⓒ রাজস্থান
Ⓓ জম্মু-কাশ্মীর

Ans : (B)

12. নাগার্জুনসাগর বাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ মহানদী
Ⓑ কৃষ্ণা নদী 
Ⓒ গোদাবরী
Ⓓ কাবেরী

Ans : (B)

★ 1955 - 1967 সালের মধ্যে এটা গড়ে ওঠে
★ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে এই নদী সীমানা তৈরি করেছে

13. ছত্তিশগড়ের দণ্ডকারণ্য থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ গোদাবরী
Ⓑ কৃষ্ণা
Ⓒ কাবেরী
Ⓓ মহানদী 

Ans : (D)

★ দৈর্ঘ্য প্রায় 857 কিমি
★ উপনদী - জং, টেল, শিওনাথ, অং, হাঁসদো প্রভৃতি

14. ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ 
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ কর্ণাটক

Ans : (A)

15. তুলা,জোয়ার এই ফসল গুলি কোন মাটিতে ফলে ?
Ⓐ রেগুর মৃত্তিকা
Ⓑ লাল মৃত্তিকা
Ⓒ অ্যালোভিয়াল মৃত্তিকা
Ⓓ ল্যাটেরাইট মৃত্তিকা

Ans : (A)

16. কস্টিক সোডার রাসায়নিক নাম কি ?
Ⓐ সোডিয়াম হাইড্রোক্সাইড 
Ⓑ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
Ⓒ এমোনিয়াম হাইড্রোক্সাইড
Ⓓ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

Ans : (A)

★ সঙ্কেত - NaOH

17. পারমানবিক শক্তি উৎপাদনে প্রধানত ইউরেনিয়ামের যে আইসোটোপ টি ব্যবহৃত হয় তা হলো -
Ⓐ U-239
Ⓑ U-235 
Ⓒ U-237
Ⓓ U-238

Ans : (B)

18. পেরেক তোলার যন্ত্র কোন লিভারের মধ্যে পড়ে ?
Ⓐ প্রথম শ্রেণীর লিভার 
Ⓑ দ্বিতীয় শ্রেণীর লিভার
Ⓒ তৃতীয় শ্রেণীর লিভার
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (A)

★ আলম্ব বিন্দু প্রযুক্ত বলবিন্দু এবং রোধবিন্দুর মাঝে অবস্থান করে, যেমন- কাঁচি,শাবল,সাঁড়াশি

19. খাদ্য সংরক্ষণ করতে নিম্নের কোন এসিড ব্যবহৃত হয় ?
Ⓐ সাইট্রিক এসিড
Ⓑ অক্সালিক এসিড
Ⓒ বেঞ্জয়িক এসিড 
Ⓓ কার্বনিক এসিড

Ans : (C)

20. জিপসামের রাসায়নিক সঙ্কেত কি ?
Ⓐ CaSO4. 2H2O 
Ⓑ CaSO4. 1/2 H2O
Ⓒ CaSO4
Ⓓ CaSO4. 5H2O

Ans : (A)

★ প্লাস্টার অফ প্যারিস - CaSO4. 1/2 H2O

21. নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার কৌশলের ভিত্তিতে তৈরি ?
Ⓐ প্রথম পরিকল্পনা 
Ⓑ দ্বিতীয় পরিকল্পনা
Ⓒ তৃতীয় পরিকল্পনা
Ⓓ চতুর্থ পরিকল্পনা

Ans : (A)

★ সময়কাল - 1951 - 56 পর্যন্ত
★ লক্ষ্যমাত্রা ছিল 2.1%
★ রূপায়িত বৃদ্ধি 3.6%

22. সংবিধানের 370 নং ধারা কিসের সাথে সম্পর্কিত ?
Ⓐ রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা
Ⓑ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা
Ⓒ সংখ্যালঘুদের জন্য বিশেষ ব্যবস্থা করা
Ⓓ সংবিধানের সংশোধন পদ্ধতি

Ans : (B)

★ Art 35A এবং Art 370 বাতিল করা হয় August, 2019
★ Art 368 দ্বারা সংবিধান সংশোধন করা হয়

23. কিয়োটো প্রোটোকল কোন বছর গৃহীত হয় ?
Ⓐ 1995
Ⓑ 1999
Ⓒ 1996
Ⓓ 1997 

Ans : (D)

★ 1997 সালের 11 ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে প্রথম গৃহীত হয়েছিল
★ 2005 সালের 16 ই ফেব্রুয়ারি এর কার্যকলাপ শুরু হয়

24. ভারতীয় সংবিধানে কতগুলি ভাষার কথা উল্লেখ আছে ?
Ⓐ 20 টি
Ⓑ 22 টি 
Ⓒ 24 টি
Ⓓ 26 টি

Ans : (B)

★ সংবিধানের সপ্তদশ অধ্যায়ে 343 - 351 ধারায় উল্লেখ আছে
★ প্রথমে অষ্টম তফসিলে 14 টি ভাষা ছিল, পরবর্তী কালে 8 টি সংযোজিত হয়

25. স্টেট লেজিসলেটিভ এসেম্বলির সদস্যরা কত সময়ের জন্য নির্বাচিত হন ?
Ⓐ 2 বছর
Ⓑ 6 বছর
Ⓒ 5 বছর 
Ⓓ 3 বছর

Ans : (C)

★ সংবিধানের আর্টিকেল - 168 এ এটির উল্লেখ আছে

26. নিচের কোনটি 86 তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকারের স্বীকৃতি পেয়েছে ?
Ⓐ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
Ⓑ 6-14 বছর বয়সের শিশুদের জন্য শিক্ষার অধিকার
Ⓒ সাম্যের অধিকার
Ⓓ ধর্মীয় স্বাধীনতার অধিকার

Ans : (B)

27. ভারত রত্ন' পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয় ?
Ⓐ 1954 সালে
Ⓑ 1953 সালে
Ⓒ 1948 সালে
Ⓓ 1952 সালে

Ans : (A)

★ প্রথম প্রাপক - সি রাজগোপালাচারী, এস রাধাকৃষ্ণন, সি ভি রমন

28. 'বর্ণপরিচয়' কার রচনা ?
Ⓐ মাইকেল মধুসূদন দত্ত
Ⓑ দীনবন্ধু মিত্র
Ⓒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

Ans : (C)

29. আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপ 2023 কোথায় অনুষ্ঠিত হলো ?
Ⓐ ভারত
Ⓑ ইংল্যান্ড
Ⓒ দক্ষিণ আফ্রিকা 
Ⓓ অস্ট্রেলিয়া

Ans : (C)