আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 07 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 07 (MCQ)

******************************



1. নিম্নের কোন সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন ?
Ⓐ কনিষ্ক
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ অশোক 

Ans : (D)

★ কান্ধার শিলালিপি থেকে এই উপাধির কথা জানা যায়
★ এছাড়া তাঁর উপাধি ছিল দেবনামপ্রিয়, প্রিয়াদাসীরাজা প্রভৃতি
★ তাঁর রাজত্বকাল 268 - 322 খ্রিস্টাব্দ

2. দেবভূতি - কোন বংশের শেষ শাসক ছিলেন ?
Ⓐ বকাটক বংশ
Ⓑ কান্ব বংশ
Ⓒ শুঙ্গ বংশ 
Ⓓ সাতবাহন বংশ

Ans : (C)

★ এই বংশের প্রতিষ্ঠাতা - পুষ্যমিত্র (মৌর্যদের সেনাপতি)
★ দেবভূতি কে তার মন্ত্রী বাসুদেব কান্ব হত্যা করে, কান্ব রাজবংশ প্রতিষ্ঠা করেন
★ এই বংশের সময়কাল - 185 - 75 খ্রিষ্টপূর্ব

3. নিম্নের কোন শাসক 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন ?
Ⓐ বাসুদেব
Ⓑ সিমুক
Ⓒ কনিষ্ক 
Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য

Ans : (C)

★ তিনি ছিলেন বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক
★ তাঁর শাসনকাল - 78 - 120 খ্রিস্টাব্দ
★ তাঁর সময়ে চতুর্থ বৌদ্ধ সমাবেশ কাশ্মীরে অনুষ্ঠিত হয়

4. বৃহদসংহিতা - কার লেখা ?
Ⓐ অমরসিংহ
Ⓑ হরিসেন
Ⓒ বেতালভট্ট
Ⓓ বরাহমিহির 

Ans : (D)

★ অমরসিংহ - অমরকোশ
★ হরিসেন - এলাহাবাদ প্রশস্তি
★ বেতালভট্ট - মন্ত্রশাস্ত্র

5. প্রতিহারদের পরাজিত করে মালব দখল কে করেন ?
Ⓐ প্রথম কৃষ্ণ
Ⓑ দন্তিদুর্গ 
Ⓒ প্রথম অমোঘবর্ষ
Ⓓ তৃতীয় কৃষ্ণ

Ans : (B)

★ তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা
★ তিনি চালুক্যদের পরাজিত কিরেন

6. নিম্নের কোন সুলতানি শাসক দরবেশী সুলতান নামে খ্যাত ছিলেন ?
Ⓐ আলাউদ্দিন মাসুদ শাহ
Ⓑ কুতুবউদ্দিন আইবক
Ⓒ গিয়াসউদ্দিন বলবন
Ⓓনাসুরুদ্দিন মামুদ শাহ 

Ans : (D)

★ তাঁর শাসনকাল 1246 - 1266 সাল পর্যন্ত
★ তিনি ছিলেন ধর্মপরায়ণ তাই এই নামে ডাকা হতো

7. সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
Ⓐ দ্বিতীয় হরিহর
Ⓑ প্রথম দেবরায়
Ⓒ দ্বিতীয় দেবরায় 
Ⓓ প্রথম বুক্কা

Ans : (C)

★ তাঁর সভাকবি ছিলেন শ্রীনাথ যিনি 'হরিবিলাস' রচনা করেছেন
★ এই বংশের প্রতিষ্ঠাতা - প্রথম হরিহর ও প্রথম বুক্কা

8. চম্পারণে কৃষকদের সত্যাগ্রহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1917 
Ⓑ 1912
Ⓒ 1905
Ⓓ 1925

Ans : (A)

★ বিহারে এটি সংঘটিত হয়
★ মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ
★ তিনকাঠিয়া প্রথা, নীলকর প্রভৃতির বিরুদ্ধে ছিল এই বিদ্রোহ

9. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'জনগনমন' গাওয়া হয় ?
Ⓐ 1909, লাহোর
Ⓑ 1907, সুরাট
Ⓒ 1919, অমৃত্সর
Ⓓ 1911, কলকাতা 

Ans : (D)

★ সভাপতি ছিলেন - বিষন নারায়ণ ধর
★ প্রথমবার বন্দেমাতরম গাওয়া হয় - 1896, কলকাতা অধিবেশনে

10. অসহযোগ আন্দোলন কত তারিখে শুরু হয় ?
Ⓐ 1 লা আগস্ট, 1920 
Ⓑ 1 লা আগস্ট, 1922
Ⓒ 2 রা জুলাই, 1923
Ⓓ 17 ই আগস্ট, 1919

Ans : (A)

★ পটভূমি - রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড, খিলাফত আন্দোলনের পরিণাম
★ 1920 জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে এটি অনুমোদিত হয়
★ মহাত্মা গান্ধী এটির সূচনা করেন
★ এই সময় স্বদেশী দ্রব্য এবং খাদি জনপ্রিয়তা লাভ করে

11. রৌরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে ?
Ⓐ ব্রিটেন
Ⓑ রাশিয়া
Ⓒ জার্মানি 
Ⓓ সোভিয়েত ইউনিয়ন

Ans : (C)

★ ভিলাই ইস্পাত কেন্দ্র - রাশিয়ার সাহায্যে
★ বোকারো ইস্পাত কেন্দ্র - সোভিয়েত ইউনিয়নের সাহায্যে
★ দুর্গাপুর ইস্পাত কেন্দ্র - ব্রিটেনের সাহায্যে


12. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো -
Ⓐ NH - 44 
Ⓑ NH - 2
Ⓒ NH - 7
Ⓓ NH - 12

Ans : (A)

★ এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত

13. গুরুরামদাসজী আন্তর্জাতিক বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ হায়দ্রাবাদ
Ⓑ চেন্নাই
Ⓒ দিল্লী
Ⓓ অমৃত্সর 

Ans : (D)

14. 2011 এর জনগণনা অনুযায়ী ভারতের স্বাক্ষরতার হার কত ?
Ⓐ 74.04% 
Ⓑ 77%
Ⓒ 76.25%
Ⓓ 72%

Ans : (A)

★ পুরুষ - 82.14%
★ মহিলা - 65.46%

15. পশ্চিমবঙ্গের কোন স্থানকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
Ⓐ দার্জিলিং
Ⓑ কালিম্পঙ
Ⓒ কার্শিয়াং
Ⓓ শিলিগুড়ি 

Ans : (D)

16. প্রাসের গতির সর্বাধিক সীমার জন্য প্রক্ষেপ কোণ কত হতে হবে ?
Ⓐ 30°
Ⓑ 45° 
Ⓒ 60°
Ⓓ 90°

Ans : (B)

17. বন্দুক থেকে বুলেট ছোঁড়া হলে ব্যক্তিটি একটু পিছনে হটে যায় - এটি কিসের উদাহরণ ?
Ⓐ শক্তির নিত্যতা সূত্র
Ⓑ ভরবেগ সংরক্ষন সূত্র
Ⓒ নিউটনের তৃতীয় গতিসূত্র 
Ⓓ নিউটনের দ্বিতীয় গতিসূত্র

Ans : (C)

★ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে

18. অবতল দর্পণে বস্তুর অবস্থান বক্রতাকেন্দ্রে হলে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে ?
Ⓐ ফোকাসে
Ⓑ অসীমে
Ⓒ বক্রতাকেন্দ্র ও অসীমের মধ্যে
Ⓓ বক্রতাকেন্দ্রে 

Ans : (D)

★ বস্তু অসীমে থাকলে, প্রতিবিম্ব ফোকাসে হয়
★ বস্তু অসীম ও বক্রতাকেন্দ্রের মধ্যে থাকলে, প্রতিবিম্ব ফোকাস ও বক্রতাকেন্দ্রের মধ্যে
★ বস্তু বক্রতাকেন্দ্র ও ফোকাসের মধ্যে হলে, প্রতিবিম্ব বক্রতাকেন্দ্র ও অসীমের মধ্যে
★ বস্তু ফোকাসে থাকলে, প্রতিবিম্ব অসীমে
★ বস্তু ফোকাস ও মেরুর মধ্যে থাকলে, প্রতিবিম্ব দর্পনের পিছনে মেরু ও অসীমের মধ্যে থাকে

19. নিম্নের কোন অঙ্গানু কর সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে ?
Ⓐ গলগি বডি
Ⓑ লাইসোজোম 
Ⓒ নিউক্লিয়াস
Ⓓ মাইটোকন্ড্রিয়া

Ans : (B)

20. শামুক, অক্টোপাস নিম্নের কোন শ্রেণীর অন্তর্গত ?
Ⓐ মোলাস্কা 
Ⓑ একাইনোডারমাটা
Ⓒ আর্থপ্রোডা
Ⓓ অ্যানিলিডা

Ans : (A)

★ একাইনোডারমাটা - স্টারফিশ
★ আর্থপ্রোডা - আরশোলা, কাঁকড়া
★ অ্যানিলিডা - কেঁচো, জোঁক

21. ভিনিগার হলো প্রকৃতপক্ষে ______ এসিড
Ⓐ এসিটিক এসিড 
Ⓑ মিথানোয়িক এসিড
Ⓒ কার্বনিক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড

Ans : (A)

22. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
Ⓐ বি আর আম্বেদকর
Ⓑ সি রাজা গোপালাচারী
Ⓒ রাজেন্দ্র প্রসাদ 
Ⓓ জওহরলাল নেহেরু

Ans : (C)

23. তথ্যের অধিকার আইনটি কোন সালে পাশ হয় ?
Ⓐ 2006 সাল
Ⓑ 2004 সাল
Ⓒ 2005 সাল 
Ⓓ 2010 সাল

Ans : (C)

24. প্রথম নরসিংহম কমিটি কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1999
Ⓑ 1991 
Ⓒ 1995
Ⓓ 1997

Ans : (B)

★ সুপারিশের বিষয় - সুদের হার নির্ধারণে ব্যাংক কে ক্ষমতা প্রদান, CRR, SLR কমানো
★ দ্বিতীয় নরসিংহম কমিটি - 1998 সালে

25. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয় ?
Ⓐ 1992 
Ⓑ 1875
Ⓒ 1997
Ⓓ 200

Ans : (A)

★ 1875 - বম্বে স্টক এক্সচেঞ্জ

26. ডেইলি মিরর সংবাদপত্র টি কোন দেশ থেকে প্রকাশিত হয় ?
Ⓐ ভারত
Ⓑ যুক্তরাজ্য 
Ⓒ রাশিয়া
Ⓓ ফ্রান্স

Ans : (B)

27. ভারতের কোন স্থান আরব সাগরের রানী নামে প্রসিদ্ধ ?
Ⓐ কোচি 
Ⓑ জয়পুর
Ⓒ আহমেদাবাদ
Ⓓ পুনে

Ans : (A)

28. নিম্নের কোন লেখকের ছদ্মনাম ছিল হুতোম প্যাঁচা ?
Ⓐ সমরেশ বসু
Ⓑ বিমল ঘোষ
Ⓒ প্রফুল্ল লাহিড়ী
Ⓓ কালিপ্রসন্ন সিংহ 

Ans : (D) 

★ সমরেশ বসু - কালকূট / ভ্রমর
★ বিমল ঘোষ - মৌমাছি
★ প্রফুল্ল লাহিড়ী - কাফি খাঁ

29. 'My Country My Life' বইটি কে লিখেছেন ?
Ⓐ রাস্কিন বন্ড
Ⓑ এল কে আদবানী 
Ⓒ ভি ভি গিরি
Ⓓ আয়ুব খান

Ans : (B)