আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 06 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 06 (MCQ)

******************************


1. পূর্বভারতে ভক্তিবাদের প্রবক্তা কে ছিলেন ?
Ⓐ নামদেব
Ⓑ একনাথ
Ⓒ তুকারাম
Ⓓ চৈতন্যদেব 

Ans : (D)

★ তাঁর ধর্ম - গৌড়ীয় বৈষ্ণব ধর্ম
★ তিনি ছিলেন কৃষ্ণের নামগান বা কীর্তনের স্রষ্টা
★ সময়কাল - 1486 - 1534

2. নিম্নের কে 'আমুক্তমাল্যদা' রচনা করেন ?
Ⓐ সদাশিব রায়
Ⓑ বল্লাল সেন
Ⓒ কৃষ্ণদেব রায় 
Ⓓ অচ্যুৎ দেব রায়

Ans : (C)

★ এটি তেলেগু ভাষায় লেখা
★ এছাড়া সংস্কৃতে জামবটী কল্যানাম, উষাপরিনায়াম লিখেছেন
★ তিনি ছিলেন তুলুভ বংশের শাসক

3. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ মহম্মদ বিন তুঘলক
Ⓑ গিয়াসউদ্দিন তুঘলক 
Ⓒ আবু বকর শাহ
Ⓓ হুমায়ুন খান

Ans : (B)

★ তাঁর প্রকৃত নাম ছিল গাজী মালিক
★ তিনি দিল্লির নিকটে তুঘলকবাদে রাজধানী স্থাপন করেন, সেচের জন্য খাল, পুলিশ ও বিচার বিভাগে বিভিন্ন সংস্কার করেন
★ তুঘলক বংশের সময়কাল - 1320 - 1414

4. দাস বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
Ⓐ শামসুদ্দিন ইলতুতমিস 
Ⓑ আরাম শাহ
Ⓒ রাজিয়া সুলতান
Ⓓ কুতুবউদ্দিন আইবক

Ans : (A)

★ তাঁর কার্যকাল - 1211 - 1236
★ তিনি কুতুবমিনার নির্মাণ সম্পন্ন করেন, আজমের শরীফ মসজিদ নির্মাণ করেন
★ টঙ্কা ও জিতল মুদ্রার প্রচলন করেন
★ ইকতা প্রথার প্রবর্তন করেন
★ চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগান তৈরি করেন

5. কোনারকের সূর্য মন্দির নিম্নের কোন শাসক নির্মাণ করেন ?
Ⓐ দ্বিতীয় সূর্যবর্মন
Ⓑ প্রথম নরসিংহদেব *
Ⓒ গঙ্গো রাজ অনন্তবর্মন
Ⓓ বিমল শাহ

Ans : (B)

★ দ্বিতীয় সূর্যবর্মন - আঙ্করভাট মন্দির
★ গঙ্গো রাজ অনন্তবর্মন - জগন্নাথ মন্দির
★ বিমল শাহ - দিলওয়ারা মন্দির

6. নিম্নের কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ করতেন ?
Ⓐ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ প্রথম কুমারগুপ্ত 
Ⓓ স্কন্ধ গুপ্ত

Ans : (C)

★ তাঁর উপাধি ছিল - মহেন্দ্রসিং, মহেন্দ্রদিত্য
★ তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন
★ তিনি উত্তর-পশ্চিমের হুন আক্রমন প্রতিহত করেন

7. গৌতম বুদ্ধের নির্বাণ ঘটনাটির প্রতীক কি ?
Ⓐ গাভী
Ⓑ ঘোড়া
Ⓒ বোধিবৃক্ষ 
Ⓓ চাকা

Ans : (C)

★ গৌতম বুদ্ধের জন্মের প্রতীক - গাভী
★ মহাভিনিষ্কমন এর প্রতীক - ঘোড়া
★ ★ প্রথম ধর্ম উপদেশ - চাকা

8. নিম্নের কোন শাসক বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন ?
Ⓐ সরফরাজ খান
Ⓑ সুজা-উদ-দীন
Ⓒ মুর্শিদকুলি খান 
Ⓓ আলীবর্দী খান

Ans : (C)

★ মুঘল সম্রাট ফারুক শিয়ার তাঁকে বাংলা (1717) এবং উড়িষ্যার (1719) গভর্নর পদে বসান

9. বিষ্ণু বিশ্বাস, দিগম্বর বিশ্বাস - এনারা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
Ⓐ চম্পারণ সত্যাগ্রহ
Ⓑ পাবনা বিদ্রোহ
Ⓒ খেদা বিদ্রোহ
Ⓓ নীল বিদ্রোহ 

Ans : (D)

★ এটি 1859 সালে বাংলায় সংঘটিত হয়
বঙ্কিমচন্দ্রের

10. কোন সালে সি আর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা পেশ হয় ?
Ⓐ 1941
Ⓑ 1944 
Ⓒ 1938
Ⓓ 1830

Ans : (B)

★ তখন ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল
★ 1945 - ওয়াভেল প্লান ও সিমলা বৈঠক

11. সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মেঘালয়
Ⓑ ওড়িশা 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরাখন্ড

Ans : (B)

12. কৈগা পারমানবিক শক্তিকেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক 
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ গুজরাট
Ⓓ উত্তরপ্রদেশ

Ans : (A)

13. বাল্মীকি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ বিহার 
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ কর্ণাটক
Ⓓ আসাম

Ans : (A)

14. নিম্নের কোনটি অর্থকারী ফসল বা ক্যাশ ক্রপ ?
Ⓐ তুলা
Ⓑ রেশম
Ⓒ পাট
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

15. রোজউড, মেহগিনি কোন জাতীয় বনভূমির উদাহরণ ?
Ⓐ ক্রান্তীয় পর্ণমোচী
Ⓑ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য 
Ⓒ ম্যানগ্রোভ অরণ্য
Ⓓ পার্বত্য অরণ্য

Ans : (B)

★ ক্রান্তীয় পর্ণমোচী - শাল, সেগুন, বেল, খয়ের
★ ম্যানগ্রোভ অরণ্য - সুন্দরী, পাইন, গরান
★ পার্বত্য অরণ্য - দেবদারু, ওক, অলিভ

16. সালোকসংশ্লেষের মূল অঙ্গটি হলো -
Ⓐ পাতা *
Ⓑ ক্লোরোফিল
Ⓒ কান্ড
Ⓓ গ্রানা

Ans : (A)

★ সালোকসংশ্লেষের রঞ্জক - ক্লোরোফিল
★ আলোকদশা ঘটার স্থান - ক্লোরোপ্লাস্ট এর গ্রানা 

17. মেটা কারপাল অস্থি মানব শরীরের কোন অঙ্গে উপস্থিত ?
Ⓐ হাতের তালু 
Ⓑ পায়ের পাতা
Ⓒ কানের হাড়
Ⓓ কব্জি

Ans : (A)

★ পায়ের পাতা - মেটা ট্রাসাল
★ কানের হাড় - মেলিয়াস, ইনকাস, স্টেপিস
★ কব্জি - কারপালস

18. জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
Ⓐ অ্যারিস্টটল 
Ⓑ থিওফ্রাস্টস
Ⓒ ক্যারোলাস লিনিয়াস
Ⓓ জি জে মেন্ডেল

Ans : (A)

★ থিওফ্রাস্টস - উদ্ভিদ বিজ্ঞানের জনক
★ আধুনিক জীবনবিজ্ঞানের জনক - ক্যারোলাস লিনিয়াস
★ জি জে মেন্ডেল - জেনেটিক্স এর জনক

19. রবি এবং নীলা পাথর হলো -
Ⓐ জিঙ্ক অক্সাইড
Ⓑ এলুমিনিয়ামের অক্সাইড 
Ⓒ লেড অক্সাইড
Ⓓ সালফার ডাই অক্সাইড

Ans : (B)

20. পারমানবিক চুল্লিতে নিম্নের কোনটি নিয়ামক হিসেবে ব্যবহৃত হয় ?
Ⓐ সোডিয়াম
Ⓑ গ্রাফাইট *
Ⓒ জিঙ্ক
Ⓓ পারদ

Ans : (B)

21. নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?
Ⓐ রাবার
Ⓑ নাইলন 6 - 6
Ⓒ PVC *
Ⓓ বেকেলাইট

Ans : (C)

★ PVC - পলি ভিনাইল ক্লোরাইড

22. ব্যাঙ্কের প্রথম জাতীয়করণ শুরু হয় কোন সালে ?
Ⓐ1980
Ⓑ 1949
Ⓒ 1969 
Ⓓ 1972

Ans : (C)

★ উক্ত সালে 14 টি ব্যাংক জাতীয়করণ হয়
★ 1980 সালে আরো 6 টি জাতীয়করণ হয়

23. ভারত সরকার কত সালে মুদ্রা ব্যাঙ্কের স্থাপনা করে ?
Ⓐ 8 এপ্রিল, 2015 
Ⓑ 8 এপ্রিল, 2014
Ⓒ 7 এপ্রিল, 2011
Ⓓ 16 এপ্রিল, 2016

Ans : (1)

★ MUDRA ফুল ফর্ম - Micro Units Development and Refinance Agency Bank

24. সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 322
Ⓑ আর্টিকেল - 327
Ⓒ আর্টিকেল - 330
Ⓓ আর্টিকেল - 324 

Ans : (D)

25. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয় ?
Ⓐ 92 তম সংশোধনী
Ⓑ 101 তম সংশোধনী
Ⓒ 61 তম সংশোধনী
Ⓓ 100 তম সংশোধনী 

Ans : (D)

★ এটি 2015 সালে কার্যকর হয়
★ 92 তম সংশোধনী - বোরো, মৈথিলি, সাঁওতালি, ডোগরি ভাষার সংযোজন করা হয়
★ 101 তম সংশোধনী - দেশে GST এর সূচনা হয়
★ 61 তম সংশোধনী - লোকসভা ও বিধানসভায় ভোট দাতার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়

26. 'টিপ্পনি' কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য ?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ হিমাচল প্রদেশ
Ⓒ গুজরাট 
Ⓓ আসাম

Ans : (C)

27. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ ব্রাসেলস
Ⓑ ম্যানিলা 
Ⓒ সিঙ্গাপুর
Ⓓ জেনেভা

Ans : (B)

28. নিম্নের কোন দেশের রাজধানী ওয়ারশা তে অবস্থিত ?
Ⓐ স্লোভাকিয়া
Ⓑ সিয়েরা লিয়ন
Ⓒ সেনেগাল
Ⓓ পোল্যান্ড 

Ans : (D)

29. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হলো ?
Ⓐ 12 এপ্রিল
Ⓑ 17 জুন
Ⓒ 5 জুলাই
Ⓓ 5 জুন 

Ans : (D)