আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 05 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 05 (MCQ)

******************************



1. তৃতীয় বৌদ্ধ সংগীতি নিম্নের কোন স্থানে অনুষ্ঠিত হয় ?
Ⓐ বৈশালি
Ⓑ রাজগৃহ
Ⓒ কাশ্মীর
Ⓓ পাটলিপুত্র 

Ans : (D)

★ সময় - 250 খ্রিষ্টপূর্ব
★ পৃষ্ঠপোষক - সম্রাট অশোক
★ সভাপতি - মোগগলিপুত্ত তিস্য (উপগুপ্ত নামেও পরিচিত)

2. নানাঘাট লিপি থেকে আমরা নিম্নের কোন সম্রাটের কথা জানতে পারি ?
Ⓐ দ্বিতীয় পুলকেশী
Ⓑ প্রথম সাতকর্নি 
Ⓒ শকরাজা রুদ্রদমন
Ⓓ গৌতমীপুত্র সাতকর্নি

Ans : (B)

★ দ্বিতীয় পুলকেশী - আইহোল শিলালিপি
★ শকরাজা রুদ্রদমন - জুনাগড় প্রশস্তি
★ গৌতমীপুত্র সাতকর্নি - নাসিক প্রশস্তি

3. চাঁদ বরদৈ নিম্নের কোন শাসকের সভাকবি ছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ দ্বিতীয় নরসিংহবর্মন
Ⓒ লক্ষণ সেন
Ⓓ পৃথ্বীরাজ চৌহান 

Ans : (D)

★ হর্ষবর্ধন - বাণভট্ট
★ দ্বিতীয় নরসিংহবর্মন - দন্ডীণ
★ লক্ষণ সেন - উমাপতি ধর, জয়দেব

4. নিম্নের কাকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় ?
Ⓐ অশোক
Ⓑ আমির খসরু 
Ⓒ শশাঙ্ক
Ⓓ আকবর

Ans : (B)

5. মনসব অর্থাৎ পদমর্যাদা প্রথা কে চালু করেন ?
Ⓐ হুমায়ুন
Ⓑ বাবর
Ⓒ আকবর 
Ⓓ জাহাঙ্গীর

Ans : (C)

★ তার আমলে দীন-ই-ইলাহি গৃহীত হয় (1582 সালে), জিজিয়া রদ করেন
★ 1556 সালের দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করেন

6. নিম্নের কোন শিখগুরু আদিগ্রন্থ বা গ্রন্থসাহেব সংকলন করেন ?
Ⓐ গুরু হরগোবিন্দ
Ⓑগুরু রামদাস
Ⓒ গুরু নানক
Ⓓ গুরু অর্জুন সিং 

Ans : (D)

★ তিনি ছিলেন পঞ্চম শিখ গুরু
★ কার্যকাল - 1581 - 1606 সাল
★ প্রথম শিখগুরু - গুরু নানক
★ গুরমুখী বর্ণমালার সূচনা - গুরু অঙ্গদ

7. বন্দিবাসের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1739
Ⓑ 1789
Ⓒ 1819
Ⓓ 1760 

Ans : (D)

★ ইংরেজ সেনাপতি আয়ারকূট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে এই যুদ্ধ হয়
★ জয়ী - আয়ারকুট

8. কোন ভাইসরয়ের আমলে ভারণাকুলার প্রেস এক্ট পাশ হয় ?
Ⓐ লর্ড লিটন 
Ⓑ লর্ড রিপন
Ⓒ লর্ড মেয়ো
Ⓓ লর্ড জন লরেন্স

Ans : (A)

★ 1878 সালে এটি পাশ হয়
★ তাঁর আমলেই ইন্ডিয়ান আর্মস এক্ট, 1878 পাশ হয়
★ 1876 সালে তাঁর সময়েই ডেকান আগ্রারিয়ান রিলিফ এক্ট পাশ হয়

9. দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি নিম্নের কে স্থাপন করেন ?
Ⓐ ধন্দ কেশব কার্ভে
Ⓑ নারায়ণ মালহার জোশী
Ⓒ গোপাল কৃষ্ণ গোখলে 
Ⓓ এনি বেসন্ত

Ans : (C)

★ 1905 সালে এটি প্রতিষ্ঠা করা হয়
★ উদ্দেশ্য - দুর্ভিক্ষ দূরীকরণ এবং উপজাতি অবস্থার উন্নতি

10. নিম্নের কোন অধিবেশনে কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী বিভাজন ঘটে ?
Ⓐ মাদ্রাজ অধিবেশন
Ⓑ সুরাট অধিবেশন 
Ⓒ বোম্বে অধিবেশন
Ⓓ আহমেদাবাদ অধিবেশন

Ans : (B)

★ 1907 সালে এটি অনুষ্ঠিত হয়
★ সভাপতি ছিলেন - রাসবিহারি ঘোষ
★ প্রথম অধিবেশন ও প্রতিষ্ঠা - 1885 (বোম্বে)

11. নিম্মের কোন দুই স্থানকে পালঘাট যুক্ত করেছে ?
Ⓐ মুম্বাই ও নাসিক
Ⓑ পালাক্কাদ ও কোয়েম্বাটুর 
Ⓒ মুম্বাই ও পুণে
Ⓓ পুণে ও নাসিক

Ans : (B)

★ মুম্বাই ও নাসিক - থালঘাট
★ মুম্বাই ও পুণে - ভোরঘাট

12. সম্বর হ্রদ নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ রাজস্থান 
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ কেরালা
Ⓓ লাদাখ

Ans : (A)

13. নিম্নের কোন নদী মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ সিন্ধু
Ⓑ ঝিলাম
Ⓒ ইরাবতী
Ⓓ শতদ্রু 

Ans : (D)

★ সিন্ধু - মানস সরোবরের নিকট সিন-কা-বাব হিমবাহ
★ ঝিলাম - কাশ্মীর উপত্যকার ভেরিনাগ প্রস্রবণ
★ ইরাবতী - হিমাচল প্রদেশের কুলু উপত্যকার রোটাং গিরিপথ

14. মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ সূবর্ণরেখা
Ⓑ নর্মদা
Ⓒ গোমতী
Ⓓ যমুনা 

Ans : (D)

15. রবার গবেষণা কেন্দ্রটি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ পুসা, দিল্লী
Ⓑ লাখনৌ, কোয়েম্বাটুর
Ⓒ কসারাগড়, কেরল
Ⓓ কোট্টায়াম, কেরল 

Ans : (D)

★ পুসা, দিল্লী - গম গবেষণা কেন্দ্র
★ লাখনৌ, কোয়েম্বাটুর - আঁখ গবেষণা কেন্দ্র
★ কসারাগড়, কেরল - কফি গবেষণা কেন্দ্র

16. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?
Ⓐ নীলস বোর
Ⓑ হেনরি বেকারেল 
Ⓒ ডি ব্রগলি
Ⓓ ফ্যারাডে

Ans : (B)

17. নিম্নের কোন রাসায়নিক মৌলটি মিনামাটা রোগের কারণ -
Ⓐ ইউরেনিয়াম
Ⓑ পারদ 
Ⓒ ক্যাডমিয়াম
Ⓓ আর্সেনিক

Ans : (B)

18. নিম্নের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
Ⓐ ভিটামিন - D
Ⓑ ভিটামিন - E
Ⓒ ভিটামিন - K
Ⓓ ভিটামিন - A 

Ans : (D)

★ ভিটামিন - D - রিকেট, অস্টিওম্যালেশিয়া
★ ভিটামিন - E - বন্ধ্যাত্ব
★ ভিটামিন - K - রক্ততঞ্চন রোধ

19. ফলের বৃদ্ধিতে ও ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ?
Ⓐ জীববারেলিন
Ⓑ অক্সিন
Ⓒ ইথিলিন 
Ⓓ সাইটোকাইনিন

Ans : (C)

20. নিম্নের কোনটির সাহায্যে তাপ বিকিরণ পরিমাপ করা যায় ?
Ⓐ অডিওমিটার
Ⓑ হাইড্রোফোন
Ⓒ ক্রোনোমিটার
Ⓓ বোলোমিটার 

Ans : (D)

★ অডিওমিটার - শব্দের তীব্রতা পরিমাপ করা যায়
★ হাইড্রোফোন - জলের নীচে শব্দের তীব্রতা পরিমাপ করা যায়
★ ক্রোনোমিটার - জাহাজের দ্রাঘিমাস্থান নির্ণয় করার যন্ত্র


21. ক্ষমতার এসআই একক কি ?
Ⓐ জুল
Ⓑ ওয়াট 
Ⓒ জুল/কেলভিন
Ⓓ নিউটন/সেকেন্ড

Ans : (B)

22. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন ?
Ⓐ ধারা - 77
Ⓑ ধারা - 75 
Ⓒ ধারা - 83
Ⓓ ধারা - 66

Ans : (B)

23. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
Ⓐ জাকির হুসেন
Ⓑ ড: এস রাধাকৃষ্ণন 
Ⓒ জাকির হুসেন
Ⓓ ভি ভি গিরি 

Ans : (B)

★ ভারতের প্রথম রাষ্ট্রপতি - ড: রাজেন্দ্র প্রসাদ

24. আইন-শৃঙ্খলা বিষয়টি নিম্নের কোন তালিকায় রয়েছে ?
Ⓐ কেন্দ্রীয় তালিকা
Ⓑ রাজ্য তালিকা 
Ⓒ যুগ্ম তালিকা
Ⓓ স্থানীয় তালিকা

Ans : (B)

★ এই তালিকায় 61 টি বিষয় আছে যেমন - পুলিশ, জনস্বাস্থ্য, কৃষি মৎসচাষ থেকে প্রাপ্ত কর, বিদ্যুৎকর, টোল, লটারি প্রভৃতি

25. নিম্নের কোন সংস্থার প্রতীক হলো বাঘ ও তাল গাছ ?
Ⓐ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
Ⓑ নীতি আয়োগ
Ⓒ নির্বাচন কমিশন
Ⓓ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 

Ans : (D)

26. ওস্তাদ আল্লারাখা নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?
Ⓐ বেহালা
Ⓑ সেতার
Ⓒ তবলা 
Ⓓ সরোদ

Ans : (C)

27. নউটংকি নৃত্য টি কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ গোয়া
Ⓑ উত্তরপ্রদেশ 
Ⓒ হরিয়ানা
Ⓓ রাজস্থান

Ans : (B)

28. ওনাম উৎসব নিম্নের কোন রাজ্যে পালিত হয় ?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ গুজরাট
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ কেরল 

Ans : (D)

29. সম্প্রতি কোন রাজ্য সরকার 'সঞ্জীবনী' নামক প্রজেক্ট লঞ্চ করেছে ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ হিমাচল প্রদেশ 
Ⓓ ছত্তিশগড়

Ans : (C)