আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 04 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 04 (MCQ)

******************************


1. নিম্নের কোন স্থানে লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে ?
Ⓐ দাইমাবাদ
Ⓑ হরপ্পা
Ⓒ কালিবঙ্গান 
Ⓓ লোথাল

Ans : (C)

● দাইমাবাদ - ব্রোঞ্জের ষাঁড়মূর্তি, তামার তৈরি গন্ডারের মূর্তি
● হরপ্পা - কবরখানা, দুর্গের বাইরে শস্যাগার
● লোথাল - বন্দর শহর, তামার তৈরি কুকুর, সমাধিক্ষেত্র

2. নিম্নের কোন বেদ কে বলা হয় চিকিৎসাশাস্ত্রের উৎস ?
Ⓐ ঋকবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুরবেদ
Ⓓ অর্থব বেদ 

Ans : (D)

● রচনার সময়কাল 1200 - 1000 খ্রিষ্টপূর্ব
● এতে মোট 730 টি শ্লোক আছে

3. নিম্নের কোন সম্রাট বৈশালী থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন ?
Ⓐ মহাপদ্মনন্দ
Ⓑ ধননন্দ
Ⓒ শিশুনাগ
Ⓓ কালাশোক 

Ans : (D)

● শিশুনাগের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন
● তাঁর আমলেই দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন অনুষ্ঠিত হয়
● সবকামী ছিলেন অধিবেশনের সভাপতি

4. জৈনদের 23 তম তীর্থঙ্কর কে ছিলেন ?
Ⓐ রিষভনাথ
Ⓑ মহাবীর
Ⓒ পার্শ্বনাথ 
Ⓓ নমিনাথ

Ans : (C)

● রিষভনাথ (1ম) - বৃষ বা ষাঁড় (প্রতীক)
● মহাবীর (24 তম) - সিংহ
● পার্শ্বনাথ - সর্প
● নমিনাথ - নীল পদ্ম

5. সাতবাহন সাম্রাজ্যের দপ্তরের ভাষা কি ছিল ?
Ⓐ ফার্সি
Ⓑ পালি
Ⓒ সংস্কৃত
Ⓓ প্রাকৃত 

Ans : (D)

● কার্যকাল 100 - 225 খ্রিষ্টপূর্ব
● প্রতিষ্ঠাতা - সিমুক
● শ্রেষ্ঠ শাসক - গৌতমীপুত্র সাতকর্নী
● রাজধানী - পৈঠান

6. চান্দওয়ারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1194 
Ⓑ1191
Ⓒ 1192
Ⓓ 1197

Ans : (A)

● এই যুদ্ধে মহম্মদ ঘোরী কনৌজের অধিপতি জয়চন্দকে পরাজিত করেন
● এরপরেই উত্তর ভারতে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়

7. তুর্কী কথায় খলজী শব্দের অর্থ কি ?
Ⓐ ধর্ম
Ⓑ দাসত্ব
Ⓒ যোদ্ধা 
Ⓓ সম্মান

Ans : (C)

8. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1756
Ⓑ 1556
Ⓒ 1772
Ⓓ 1761 

Ans : (D)

● বালাজী বাজী রাও (নানাসাহেব) এর আমলে এটি ঘটে
● এই যুদ্ধে আহমেদ শাহ আবদালির সৈন্যদল মারাঠাদের পরাজিত করে
বালাজী বাজী রাও এর পুত্র বিশ্বাস রাও প্রাণ হারান

9. বারদৌলি বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয়?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ গুজরাট 
Ⓒ বাংলা
Ⓓ কেরালা

Ans : (B)

● 1928 সালে এটি ঘটে
● নেতৃত্ব দেন - সর্দার বল্লভ ভাই প্যাটেল

10. একমাত্র ভাইসরয় যাকে ক্ষমতায় থাকাকালীন হত্যা করা হয়েছিল -
Ⓐ লর্ড মেয়ো 
Ⓑ লর্ড এলগিন - I
Ⓒ লর্ড জন লরেন্স
Ⓓ লর্ড নর্থব্রুক

Ans : (A)

● কার্যকাল - 1869 - 1872
● তাঁর আমলে স্টেট রেলওয়েজ এর সূচনা হয়, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়
● তার সময়কালে 1872 সালে প্রথম বেসরকারি সেনসাস হয়
● তাঁকে হত্যা করেন শের আলি

11. বিজ্ঞানসম্মত উপায়ে শাকসবজি চাষ করা কে কি বলে ?
Ⓐ ফ্লোরিকালচার
Ⓑ হর্টিকালচার
Ⓒ ওলেরিকালচার 
Ⓓ সেরিকালচার

Ans : (C)

● ফ্লোরিকালচার - ফুলের বাণিজ্যিক চাষ
● হর্টিকালচার - ঔষধি উদ্ভিদ, ফল, শাকসবজির বাণিজ্যিক চাষ
● সেরিকালচার - সিল্ক কীটের চাষ, সিল্ক উৎপাদন

12. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কোঝিকোড, কেরল 
Ⓑ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓒ আনন্দ, গুজরাট
Ⓓ তিরুচিরাপল্লী, তামিলনাড়ু

Ans : (A)

13. তিলপাড়া ক্যানাল কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ সারদা নদী
Ⓑ ময়ূরাক্ষী নদী 
Ⓒ দামোদর নদী
Ⓓ শতদ্রু নদী

Ans : (B)

● এটি পশ্চিমবঙ্গে অবস্থিত

14. ভারতের সর্বাধিক বনভূমি সমৃদ্ধ রাজ্যটি হলো -
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ ছত্তিশগড়
Ⓒ ওড়িশা
Ⓓ মধ্যপ্রদেশ 

Ans : (D)

● বনভূমি প্রায় 77,000 বর্গকিমি জায়গা জুড়ে রয়েছে

15. সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ মহারাষ্ট্র 
Ⓓ মেঘালয়

Ans : (C)

16. এপিনেফ্রিন হরমোন টি নিম্নের কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
Ⓐ পিনিয়াল গ্রন্থি
Ⓑ শুক্রাশয়
Ⓒ অগ্ন্যাশয়
Ⓓ এড্রিনাল গ্রন্থি 

Ans : (D)

● পিনিয়াল গ্রন্থি - মেলাটোনিন
● শুক্রাশয় - এন্ড্রোজেন
● অগ্ন্যাশয় - গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন

17. নিম্নের কোনটি প্রটোজোয়া ঘটিত  রোগ ?
Ⓐ সোয়াইন ফ্লু
Ⓑ স্লিপিং সিকনেস 
Ⓒ কোভিড-19
Ⓓ হেপাটাইটিস

Ans : (B)

● এর জন্য দায়ী ট্রিপানোসোমা গ্যামবিয়েন্স প্রটোজোয়া

18. নিম্নের কোন বিজ্ঞানী রক্ত সঞ্চালন আবিষ্কার করেন ?
Ⓐ কার্ল ল্যান্ডস্টাইনার
Ⓑ জি নিকোল
Ⓒ বার্নার্ড
Ⓓউইলিয়াম হার্ভে 

Ans : (D)

19. নিম্নের কোন ডিভাইসের সাহায্যে আমরা AC থেকে DC তে পরিবর্তন করতে পারি ?
Ⓐ রেক্টিফায়ার 
Ⓑ ট্রান্সফর্মার
Ⓒ ইন্ডাকসন মোটর
Ⓓ ট্রানজিস্টর

Ans : (A)

20. নিম্নের কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে ক্ষত সারাতে ব্যবহৃত হয় ?
Ⓐ বোরাক্স
Ⓑ হাইড্রোজেন পারঅক্সাইড 
Ⓒ অ্যামোনিয়া
Ⓓ বোরিক এসিড

Ans : (B)

21. মরিচার হাত থেকে রক্ষা করতে লোহা ও ইস্পাতের উপর প্রলেপ দেওয়া হয় ?
Ⓐ ক্যালসিয়াম
Ⓑ ফরফরাস
Ⓒ জিঙ্ক 
Ⓓ এলুমিনিয়াম

Ans : (C)

● এই প্রলেপন পদ্ধতিকে বলে গ্যালভনাইজেশন
● ইলেকট্রপ্লেটিং এর মাধ্যমে প্রলেপ দেওয়া হয়

22. বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যাটি হলো -
Ⓐ 7 টি
Ⓑ 9 টি
Ⓒ 10 টি
Ⓓ 11 টি 

Ans : (D)

● 1976 সালের 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়
● পরে 2002 সালের 86 তম সংশোধনীর মাধ্যমে আরো একটি কর্তব্য যুক্ত হয়

23. একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা যান তিনি হলেন -
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ লাল বাহাদুর শাস্ত্রী 
Ⓒ গুলজারিলাল নন্দ
Ⓓ ইন্দিরা গান্ধী

Ans : (B)

24. সংবিধানের কততম ধারায় অর্থ বিলের উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 117
Ⓑ আর্টিকেল - 368
Ⓒ আর্টিকেল - 110 
Ⓓ আর্টিকেল - 92

Ans : (C)

● এই বিলে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন
● লোকসভায় এটি উপস্থাপিত করা হয়

25. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 'গরিবী হটাও' স্লোগান গৃহীত হয় ?
Ⓐ দ্বিতীয়
Ⓑ চতুর্থ
Ⓒ পঞ্চম 
Ⓓ প্রথম

Ans : (C)

● সময়কাল - 1974 - 1979
● অর্থনীতিবিদ ডি ডি ধর কতৃক এই পরিকল্পনা গৃহীত হয়

26. নিম্নের কোন দেশের রাজধানী হলো ভিয়েনা ?
Ⓐ বেলজিয়াম
Ⓑ লুক্সেমবার্গ
Ⓒ ক্রোয়েশিয়া
Ⓓ অস্ট্রিয়া 

Ans : (D)

27. 'টেনিদা' চরিত্রটি নিম্নের কে সৃষ্টি করেছেন ?
Ⓐ সুকুমার রায়
Ⓑ শিবরাম চক্রবর্তী
Ⓒ গৌরকিশোর ঘোষ
Ⓓ নারায়ণ গঙ্গোপাধ্যায় 

Ans : (D)

28. 'হুটটারি' নৃত্যটি নিম্নের কোন রাজ্যে পরিলক্ষিত হয় ?
Ⓐ কর্ণাটক 
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ অসম
Ⓓ কেরল

Ans : (A)

29. সম্প্রতি কবে বসুন্ধরা দিবস পালিত হলো ?
Ⓐ 5 ই এপ্রিল
Ⓑ 22 শে মে
Ⓒ 29 শে জুন
Ⓓ 22 শে এপ্রিল 

Ans : (D)

30. ফ্রেঞ্চ ওপেন 2023 পুরুষ একক বিভাগে কে জিতলেন ?
Ⓐ রাফায়েল নাদাল
Ⓑ ক্যাস্পার রুড
Ⓒ নোভাক জোকোভিচ 
Ⓓ এদের কেউ নয়

Ans : (C)