আগামী পরীক্ষার জন্য শিখগুরুদের নাম, কার্যকাল এবং উল্লেখযোগ্য ঘটনার তালিকা

  আগামী পরীক্ষার জন্য শিখগুরুদের নাম, কার্যকাল এবং উল্লেখযোগ্য ঘটনার তালিকা


*************************



ক্রম

শিখগুরু

কার্যকাল

উল্লেখযোগ্য ঘটনা

1

গুরু নানকদেব

১৪৬৯ – ১৫৩৮

শিখ ধর্মের প্রবর্তক

2

গুরু অঙ্গদ

১৫৩৮ – ১৫৫২

গুরুমুখী বর্ণমালার স্রষ্টা

3

গুরু অমরদাস

১৫৫২ – ১৫৭৪

চারত্রিক পবিত্রতা ও মাধুর্যে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন

4

গুরু রামদাস

১৫৭৪ – ১৫৮১

অমৃতসরে আকবর প্রদত্ত জমিতে শিখমন্দির বা গুরুদ্বার নির্মান করেন যা বর্তমানে হরমন্দির সাহিব ( ভগবানের বাসস্থান ) বা স্বর্ণমন্দির নামে পরিচিত

5

গুরু অর্জুনমল

১৫৮১ – ১৬০৬

‘আদিগ্রন্থ’ নাম শিখদের মূল ধর্মগ্রন্থ সংকলন করেন পড়ে ইহা ‘গ্রন্থসাহেব’ নাম পরিচিত হয় | জাহাঙ্গীরের আদেশে এনাকে হত্যা করা হয় |

6

গুরু হরগোবিন্দ

১৬০৬ – ১৬৪৫

শিখ সম্প্রদায়কে সামরিক সম্প্রদায়ে পরিনত করেন

7

গুরু হররায়

১৬৪৫ – ১৬৬১

--

8

গুরু হরকিশন

১৬৬১ – ১৬৬৪

--

9

গুরু তেগবাহাদুর

১৬৬৪ – ১৬৭৫

ঔরঙ্গজেবের নির্দেশে এই শিখগুরুকে হত্যা করা হয়

10

গুরু গোবিন্দ সিং

১৬৭৫ – ১৭০৮

শিখদের মধ্যে পাহুল প্রথার এবং খালসার (অর্থাৎ পবিত্র) প্রবর্তক | তিনি একজন আফগান আততায়ীর হাতে নিহত হন |