মাসিক কারেন্ট আফফায়ার্স নভেম্বর 2024
মাসিক কারেন্ট আফফায়ার্স নভেম্বর 2024
*********************
26/11/2024
■ 1. ভারতীয় ফরেন সার্ভিস অফিসার Shri Dinesh Bhatia কে ব্রাজিলে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হলো
■ 2. নতুন দিল্লীতে গ্লোবাল কো-অপারেটিভ কনফারেন্স 2024 -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 3. অলিম্পিক পদক জয়ী লিজেন্ড সুইমার Emma McKeon আন্তর্জাতিক সুইমিং থেকে অবসর গ্রহণ করলেন
■ 4. জেন্ডার ভায়োলেন্স -এর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান "Nayi Chetna – Pahal Badlaav Ki" -এর তৃতীয় সংস্করণ লঞ্চ করলেন
■ 5. রিপাবলিক অফ মালদ্বীপের পরবর্তী ভারতীয় হাই-কমিশনার পদে G. Balasubramanian কে নিযুক্ত করা হলো
■ 6. 6000 কোটি টাকার One Nation One Subscription (ONOS) স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
■ 7. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইনোভেটিভ ডিজিটাল প্লাটফর্ম 'The TeacherApp' লঞ্চ করলেন
■ 8. ভারত সরকার সম্প্রতি 2481 কোটি টাকার ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং লঞ্চ করলো
■ 9. S&P গ্লোবাল রেটিংস ভারতের জিডিপি 2025 অর্থবর্ষের জন্য 6.8% এবং 2026 অর্থবর্ষের জন্য 6.7% নির্ধারণ করলো
■ 10. Canara HSBC লাইফ ইন্সুরেন্স সম্প্রতি জেনারেটিভ AI সলিউশন OmniGen AI লঞ্চ করলো
25/11/2024
■ 1. MeerKAT রেডিও টেলিস্কোপ সম্প্রতি একটি বৃহৎ আকৃতির রেডিও গ্যালাক্সির আবিষ্কার করলো
■ 2. China মাস্টার্স -এ পুরুষ একক বিভাগে খেতাব জয় করলেন Anders Antonsen
■ 3. ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপে মহিলাদের 76 কেজি ক্যাটাগরিতে Reetika Hooda গোল্ড মেডেল জিতলেন
■ 4. 40 তম Governor’s Gold Cup ইন্টারন্যাশনাল ফুটবল ট্যুর্নামেন্ট জিতলো নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি
■ 5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নতুন দিল্লীতে অনুষ্ঠিত Odisha Parba 2024 -এ অংশগ্রহণ করলেন
■ 6. প্রতিবছর 25 শে নভেম্বর International Day for the Elimination of Violence Against Women পালিত হয়
■ 7. অরুণাচল রঙ উৎসব 2024 -এর ফেস্টিভ্যাল আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে নিযুক্ত করা হলো
■ 8. Garbage ট্যাক্স তুলে নেওয়ার জন্য বিল পাশ করলো অন্ধ্রপ্রদেশ লেজিসলেটিভ এসেম্বলি
■ 9. Underprivileged Youth এর সশক্তিকরণের জন্য VISION (Viksit Bharat Initiative for Student Innovation and Outreach Network) পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
■ 10. স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে মালদ্বীপ মনেটারি অথরিটি এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক চুক্তি স্বাক্ষর করলো
24/11/2024
★ 1. সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি Harjit Singh Bedi 78 বছর বয়সে প্রয়াত হলেন
★ 2. গত 21 শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালিত হলো, এবছরের থিম - Accessibility
★ 3. Hinrich Foundation এবং IMD প্রকাশিত সাস্টেনেবল ট্রেড ইনডেক্স 2024 -এ নিউজিল্যান্ড শীর্ষস্থান অধিকার করলো, ভারতের স্থান 24 তম
★ 4. ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি পদে নন্দন কুমার ঝা কে নির্বাচিত করা হলো
★ 5. চীনকে হারিয়ে ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 জিতলো ভারত
★ 6. নাইজেরিয়ার রাষ্ট্রপতি Bola Ahmed Tinubu কে Silofar Panchamrit Kalash উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 7. ভারতের পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতী OTT প্লাটফর্ম 'Waves' লঞ্চ করলো
★ 8. 25 তম হর্নবিল উৎসব 2024 এর জন্য নাগল্যান্ডের সাথে জাপান এবং ওয়েলস জোটবদ্ধ হতে চলেছে
★ 9. সিকিউরিটি এবং ইনোভেশনকে বুস্ট করতে ভারত প্রথম AI ডেটা ব্যাংক লঞ্চ করলো
★ 10. মহারাষ্ট্র স্টেট ওপেন ব্যাডমিন্টনে Harshit Mahimkar এবং Prisha Shah পুরুষ এবং মহিলা একক বিভাগে খেতাব জিতলো যথাক্রমে
23/11/2024
■ 1. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) সম্প্রতি গ্রাউন্ডব্রেকিং ল্যাঙ্গুয়েজ STRONG (STring Representation Of Nanopore Geometry) লঞ্চ করলো
■ 2. মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভারতের প্রথম Self-Sufficient Gaushala -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 3. ক্লাইমেট অ্যাকশনের জন্য গ্লোবাল সাপোর্ট অর্জন করলো COP29 ট্যুরিজম সেক্টর
■ 4. 2024 - 2031 পর্যন্ত সমস্ত সমস্ত ICC ট্যুর্নামেন্ট -এর রাইটস সুনিশ্চিত করলো সোনি স্পোর্টস
■ 5. গগনযান মিশনের জন্য ভারতের স্পেস গবেষণা সংস্থা ISRO এবং অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি (ASA) জোটবদ্ধ হলো
■ 6. দিল্লীতে 'Jobs at Your Doorstep' রিপোর্ট লঞ্চ করলো বিশ্ব ব্যাংক
■ 7. প্যান-ইন্ডিয়া কোস্টাল ডিফেন্স অনুশীলন Sea Vigil 24 -এর চতুর্থ সংস্করণ সফলভাবে সম্পন্ন হলো
■ 8. ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'Dr. Martin Luther King Jr. Global Peace Award for Minority Upliftment' সম্মানে সম্মানিত করা হলো
■ 9. হরিয়ানার O.P. Jindal Global University -তে ভারতের প্রথম সংবিধান মিউজিয়ামের উদ্বোধন করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা
■ 10. আইনের স্টুডেন্ট Shivangi Desai ভিয়েতনামে অনুষ্ঠিত Miss Charm India 2024 খেতাব জিতলো
22/11/2024
◆ 1. আন্তর্জাতিক সোলার এলায়েন্সের 104 তম পূর্ণ সদস্য হলো আর্মেনিয়া
◆ 2. 130 বছরে প্রথম গ্লোবাল কো-অপারেটিভ কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারত
◆ 3. আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে রাখলেন শ্রীভূমি
◆ 4. ভারতীয় আর্মির চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে জেনারেল অফ নেপালি আর্মির সম্মানে সম্মানিত করা হলো
◆ 5. ইডেন গার্ডেন্স -এ একটি স্ট্যান্ডের নাম ঝুলন গোস্বামীর নামে রেখে তাকে সম্মানিত করা হতে চলেছে
◆ 6. ব্রিটেনের প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার JJohn Prescott 86 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 7. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে $4.25 বিলিয়ন অর্থের এগ্রিমেন্ট করলো টাটা পাওয়ার
◆ 8. 2025 সালে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এবং প্যারা গেমস হোস্ট করতে চলেছে বিহার
◆ 9. স্লোভাকিয়াকে হারিয়ে পঞ্চম Billie Jean King Cup খেতাব জিতলো ইতালি
◆ 10. ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন Alistair Brownlee খেলা থেকে অবসরের ঘোষণা করলেন
21/11/2024
★ 1. মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি D. Krishnakumar
★ 2. গ্রাউন্ড ওয়াটার পারমিটের জন্য জলশক্তি মন্ত্রী C.R. Paatil "Bhu-Neer" পোর্টাল লঞ্চ করলেন
★ 3. 1987 এর পর 40 বছরে প্রথমবার দেশ জুড়ে সেনসাস চালু করলো ইরাক
★ 4. Guyana এবং Dominica -এর কাছ থেকে সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 5. গ্রীন হাইড্রোজেন ইনিশিয়েটিভ উন্নত করার জন্য Solar Energy Corporation of India Ltd (SECI) এবং H2Global Stiftung চুক্তি স্বাক্ষর করলো
★ 6. নতুন ইলেকট্রিক ভেহিকেল পলিসি লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার
★ 7. গ্লোবাল ক্লাইমেট ইনডেক্সে ভারত দুই ধাপ নেমে দশম স্থান অধিকার করলো
★ 8. প্রতি বছর 21 শে নভেম্বর World Fisheries Day পালন করা হয়, এবছরের থিম - 'India’s Blue Transformation: Strengthening Small-Scale and Sustainable Fisheries'
★ 9. কোল ইন্ডিয়া লিমিটেডকে গ্রীন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট আওয়ার্ড 2024 সম্মানে সম্মানিত করা হলো
★ 10. আজারবাইজানের Baku তে UN ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স (COP 29) অনুষ্ঠিত হতে চলেছে, এটির থিম - "In Solidarity for a Green World."
20/11/2024
■ 1. 22 টি গ্র্যান্ড স্লাম সহ আন্তর্জাতিক টেনিস থেকে বিদায় নিলেন টেনিস লিজেন্ড রাফায়েল নাদাল
■ 2. দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক সম্মেলন রিও-ডি-জেনিরো তে অনুষ্ঠিত হলো
■ 3. ব্রাজিলের রাষ্ট্রপতি Luiz Inácio Lula da Silva সম্প্রতি Global Hunger and Poverty Alliance লঞ্চ করলেন
■ 4. ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ভারত প্রথমবার খো খো বিশ্বকাপ 2025 হোস্ট করতে চলেছে
■ 5. ছত্তিশগড় -এর Bastar গ্রামটিকে Tourism Destination কে বেছে নিলো ইউনাইটেড নেশন্স ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন
■ 6. ভারতীয় সেনাবাহিনী ডিজাস্টার রিলিফ অনুশীলন 'Sanyukt Vimochan 2024' সম্পন্ন করলো
■ 7. ভুটানের 5000 MW গ্রীন এনার্জি প্রজেক্টের উপর Tata Power এবং Druk Green Power জোটবদ্ধ হলো
■ 8. কর্ণাটক মুখ্যমন্ত্রী Siddaramaiah তিনটি গ্লোবাল ইনোভেশন জেলা স্থাপনের ঘোষণা করলো
■ 9. মহারাষ্ট্র স্টেট ওপেন ব্যাডমিন্টন এর ডাবলসে খেতাব জিতলো Harshit Mahimkar এবং Prisha Shah জুটি
■ 10. All Living Things Environmental ফিল্ম ফেস্টিভ্যাল মুম্বাইতে শুরু হতে চলেছে
19/11/2024
★ 1. চতুর্থ National Finswimming চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ জয় লাভ করলো
★ 2. ভারতের সাইবার ডিফেন্স সামর্থ্য বাড়াতে Bharat National Cyber Security Exercise (Bharat NCX 2024) ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো
★ 3. জি এন্টারটেইনমেন্ট -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে পুনিত গোয়েঙ্কা পদত্যাগ করলেন
★ 4. লুক্সেমবার্গ -এ অনুষ্ঠিত GT Open 2024 -এ Jyothi Surekha গোল্ড এবং Abhishek Verma সিলভার জিতলেন
★ 5. অন্ধ্র ক্রিকেট এসোসিয়েশনের ওমেন'স ক্রিকেই অপারেশন্স -এর মেন্টর পদে মিথালি রাজকে নিযুক্ত করা হলো
★ 6. SpaceX সফলভাবে ইসরোর GSAT-N2 communication স্যাটেলাইট লঞ্চ করলো
★ 7. 7% GDP গ্রোথ সহ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হিসেবে G20 তালিকায় শীর্ষ স্থান অধিকার করলো ভারত
★ 8. ভারতের পরিবর্তী কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে K Sanjay Murthy কে নিযুক্ত করা হলো
★ 9. ছত্তিশগড় -এ অবস্থিত Ghasidas-Tamor Pingla টাইগার রিজার্ভ ভারতের 56 তম টাইগার রিজার্ভের তকমা পেলো
★ 10. ব্রাজিলের রিও-ডি-জেনিরো তে 19 তম G20 শীর্ষ সম্মেলন সম্পন্ন হলো
18/11/2024
■ 1. প্রতিবছর 18 - 24 শে নভেম্বর World AMR Awareness সপ্তাহ পালিত হয়, এবছরের থিম - "Educate. Advocate. Act Now"
■ 2. ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল পদে ব্রাজিলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার Valdecy Urquiza কে নিযুক্ত করা হলো
■ 3. ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-20 লঞ্চ করতে চলেছে SpaceX
■ 4. আজারবাইজানের Baku তে অনুষ্ঠিত COP29 -এ Global Energy Efficiency Alliance স্থাপনের ঘোষণা করল UAE
■ 5. সুপার টাইফুন Man-yi ফিলিপিন্সের উত্তরভাগে আছড়ে পড়ে আঘাত হানলো
■ 6. ভারতের প্রথম লং-রেঞ্জ হাইপারসোনিক মিসাইলের ফ্লাইটের সফল পরীক্ষণ সম্পন্ন করলো ভারত
■ 7. নাইজেরিয়ার রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'Grand Commander of the Order of Niger' সম্মানে সম্মানিত করলেন
■ 8. দুবাই স্পোর্টস কাউন্সিলের আম্বাসাডর পদে ক্রিকেটার হরভজন সিং এবং টেনিস স্টার সানিয়া মির্জাকে নিযুক্ত করা হলো
■ 9. ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হলেন Victoria Kjaer Theilvig
■ 10. আর্থ সায়েন্স ডেটা সরলভাবে অ্যাকসেসের জন্য NASA এবং মাইক্রোসফট জোটবদ্ধ হলো
17/11/2024
■ 1. ডিজিটাল ইনোভেশনের জন্য গ্লোবাল 'Airport Excellence Awards' সম্মান পেলো হায়দ্রাবাদ এয়ারপোর্ট
■ 2. গত 16 ই নভেম্বর ন্যাশনাল প্রেস দিবস পালন করা হয়, থিম - "Changing Nature of the Press", এছাড়া ওই একই তারিখে International Day for Tolerance
■ 3. ভারতীয় অ্যাসেটের জন্য $8.58 বিলিয়ন অর্থের Disney-Reliance মার্জার সম্পন্ন হলো
■ 4. প্রতিবছর 14 - 20 ই নভেম্বর পর্যন্ত All India Cooperative সপ্তাহ পালিত হয়
■ 5. Commonwealth of Dominica প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান 'Dominica Award of Honour' -এ সম্মানিত করতে চলেছে
■ 6. এয়ারফোর্স স্টেশন আগ্রাতে C-295 Full Motion Simulator -এর উদ্বোধন করা হলো
■ 7. ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 8. আইন এবং বিচারমন্ত্রী Arjun Ram Meghwal নতুন একটি বই লঞ্চ করলেন যার শিরোনাম ‘Maa-Mother'
■ 9. ব্রিটিশ লেখক Samantha Harvey তার লেখা উপন্যাস 'Orbital' এর জন্য বুকার প্রাইজ জিতলেন
■ 10. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর অক্টোবর হলেন Amelia Kerr (মহিলা ক্রিকেট) এবং Noman Ali (পুরুষ ক্রিকেট)
16/11/2024
◆ 1. ভারতীয় টেনিস স্টার Prajnesh Gunneswaran আন্তর্জাতিক টেনিস থেকে অবসর গ্রহণ করলেন
◆ 2. জাপানের রয়াল পরিবারের প্রবীণতম সদস্য Princess Mikasa 101 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 3. দুবাইতে Symbiosis International University এর প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসের উদ্বোধন করলেন ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর
◆ 4. প্রাক্তন ডেমোক্রেটিক কংগ্রেসওমেন Tulsi Gabbard কে ন্যাশনাল ইন্টেলিজেন্স এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
◆ 5. অন্ধ্রপ্রদেশের পূর্ব ঘাটে Crinum andhricum নামক এক নতুন উদ্ভিদ প্রজাতির সন্ধান পাওয়া গেল
◆ 6. দিল্লীতে প্রথমবার আয়োজিত Bodoland Mohotsav -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
◆ 7. বিশ্বের প্রথম AI এবং 5G ইন্টিগ্রেটেড টেলিকম নেটওয়ার্ক যৌথভাবে লঞ্চ করলো Nvidia এবং SoftBank
◆ 8. 38 তম Leeds International Film Festival -এ মনোজ বাজপায়ীর 'The Fable' সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পেলো
◆ 9. উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি Pithoragarh -এ Jauljibi Mela 2024 -এর উদ্বোধন করলেন
◆ 10. এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর দুবাইতে একটি বই লঞ্চ করলেন যার শিরোনাম 'Why Bharat Matters'
15/11/2024
★ 1. Sabarimala Pilgrimage এর জন্য নিজস্ব একটি ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম চালু করলো India Meteorological Department (IMD)
★ 2. নতুন দিল্লীতে প্রথমবার আয়োজিত Bodoland Mohotsov এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 3. ক্লিন গঙ্গা মিশনের অধীনে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা Dolphin Ambulance চালু করলো
★ 4. দিল্লীর নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Mahesh Kumar Khichi
★ 5. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন নিউজিল্যান্ডের প্রখ্যাত বোলার Tim Southee
★ 6. বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে 6640 কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 7. ক্লিন স্পোর্টস কে প্রমোট করতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ড: মনসুখ মান্ডভিয়া 'Know Your Medicine' অ্যাপ লঞ্চ করলেন
★ 8. প্রতি বছর 15 ই নভেম্বর Janjatiya Gaurav Divas বা Tribal Pride Day পালিত হয়
★ 9. Guided Pinaka Weapon System এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO
★ 10. প্রথম Anti-Slavery কমিশনার হিসেবে Chris Evans কে নিযুক্ত করলো অস্ট্রেলিয়ান সরকার
14/11/2024
● 1. ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলা 18 তম প্রবাসী ভারতীয় দিবসের জন্য ওয়েবসাইট লঞ্চ করা হলো
● 2. ভারতীয় নৌবাহিনী চতুর্থ বৃহত্তম কোস্টাল ডিফেন্স অনুশীলন 'Sea Vigil-24' সম্পন্ন করতে চলেছে
● 3. ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশনের অধীনে 13.3 কোটি অর্থের 12 টি রিসার্চ প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার
● 4. Silvassa তে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
● 5. জয়পুরে Gyan Shakti নামক নতুন Think Tank স্থাপন করলো ভারতীয় আর্মির সাউথ ওয়েস্টার্ন কম্যান্ড
● 6. Professional Golf Tour of India (PGTI) -এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Amandeep Johl
● 7. ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB এর কাছ থেকে ₹13,500 কোটি টাকা লোন পেলো Amaravati Capital প্রজেক্ট
● 8. কোচিতে 35 তম Tri-Services Commanders’ Conference এর সভাপতিত্ব করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান
● 9. দিল্লির প্রগতি ময়দানে 43 তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলো
● 10. সম্মিলিত জাতিপুঞ্জে US এর আম্বাসাডর হিসেবে Elise Stefanik কে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
13/11/2024
■ 1. নতুন দিল্লীতে আয়োজিত 25 তম South Asian Telecommunication Regulators' Council (SATRC-25) মিটিংয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
■ 2. চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2024 খেতাব জিতলেন Aravindh Chithambaram
■ 3. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) -এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Arvindar Singh Sahney
■ 4. দিল্লি মেট্রো সম্প্রতি নতুন বাইক ট্যাক্সি সার্ভিস চালু করলো
■ 5. 28 তম ওয়ার্ল্ড বিলিয়ার্ড খেতাব জিতলেন পঙ্কজ আদভানি
■ 6. সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা ব্যাটালিয়ানের মান্যতা দিলো মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স
■ 7. হাইতির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন Alix Didier Fils-Aime
■ 8. North Eastern Handicrafts & Handlooms Development Corporation Limited (NEHHDC) -এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন Mara Kocho
■ 9. Long Range Land Attack Cruise Missile (LRLACM) -এর প্রথম সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO
■ 10. নতুন দিল্লীতে আয়োজিত Power Ministers' কনফারেন্স 2024 এর সভাপতিত্ব করলেন কেন্দ্রিয় শক্তি মন্ত্রী Shri Manohar Lal
12/11/2024
■ 1. Pantsir এয়ার ডিফেন্স মিসাইল-গান সিস্টেমের তৈরির জন্য ভারত এবং রাশিয়া জোটবদ্ধ হলো
■ 2. স্পেসক্রাফট থার্মাল রিসার্চ সেন্টারের উপর জোটবদ্ধ হলো ISRO এবং আইআইটি মাদ্রাস
■ 3. world's top 100 "city brands" এর তালিকায় শীর্ষস্থান অধিকার করলো লন্ডন
■ 4. তৃতীয় বারের জন্য মরিশাসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Navin Ramgoolam
■ 5. ভারতীয় কোস্ট গার্ড এবং শ্রীলঙ্কার কোস্ট গার্ডের মধ্যে সপ্তম বার্ষিক উচ্চ-পর্যায়ের মিটিং কলম্বোতে সম্পন্ন হলো
■ 6. ভারত সম্প্রতি প্রথম স্পেস ডিফেন্স অনুশীলন Antariksha Abhyas – 2024 লঞ্চ করলো
■ 7. বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা Phillip Noyce কে সত্যজিৎ রায় লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
■ 8. ভারতের পশ্চিমঘাটে Dicliptera এর নতুন fire-resilient প্রজাতির সন্ধান পাওয়া গেল
■ 9. ট্রাইবাল স্টুডেন্টদের জন্য ন্যাশনাল এডুকেশন সোসাইটি National EMRS Cultural & Literary Fest and Kala Utsav -এর আয়োজন করলো
■ 10. বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র সম্প্রতি 86 বছর বয়সে প্রয়াত হলেন
11/11/2024
■ 1. বর্ষীয়ান অভিনেতা 'Delhi' Ganesh সম্প্রতি 80 বছর বয়সে প্রয়াত হলেন
■ 2. ভারত সহ আরো 13 টি দেশের জন্য Student Direct Stream (SDS) প্রোগ্রাম বন্ধের ঘোষণা করল কানাডা সরকার
■ 3. গত 10 ই নভেম্বর World Immunization Day পালিত হলো
■ 4. ভারতের 50 তম প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করলেন
■ 5. JBCN Education এর ম্যানেজিং ডিরেক্টর কুনাল দালাল কে Education World India School Rankings 2024 -এ সম্মানিত করা হলো
■ 6. ব্যাঙ্গালুরু তে এনার্জি হাবের জন্য ভারত এবং BIMSTEC চুক্তি স্বাক্ষর করলো
■ 7. FIH হকি স্টার আওয়ার্ড 2024 -এ হারমানপ্রিত সিংকে মেন্স প্লেয়ার অফ দি ইয়ার এবং পি আর সৃজেশ কে মেন্স গোলকিপার অফ দি ইয়ার সম্মানে সম্মানিত করা হলো
■ 8. স্বাধীনতা সংগ্রামী Madan Mohan Somtiya 102 বছর বয়সে প্রয়াত হলেন
■ 9. প্রতি বছর 11 ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালিত হয়
■ 10. মহিলা উদ্যোগতাদের জন্য ইউনিয়ন ব্যাংকের 'নারী শক্তি' ব্রাঞ্চ লঞ্চ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
10/11/2024
◆ 1. প্রতি বছর 10 ই নভেম্বর World Science Day for Peace and Development পালিত হয়
◆ 2. অ্যাডভান্স স্পেস প্রোগ্রামের জন্য জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় স্যাটেলাইট ZIMSAT-2 লঞ্চ করলো
◆ 3. ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য ₹10,700 কোটি Equity Infusion -এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
◆ 4. ব্রাজিল গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন Max Verstappen
◆ 5. বিখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহ -এর নতুন বই প্রকাশিত হলো যার শিরোনাম 'Speaking with Nature: The Origins of Indian Environmentalism'
◆ 6. চতুর্থ LG Cup Horse Polo-2024 ট্যুর্নামেন্ট লাদাখে উদ্বোধন করা হলো
◆ 7. LignoSat নামক বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করলো জাপানের বিজ্ঞানীরা
◆ 8. দ্বিতীয়বারের জন্য Moldova -এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Maia Sandu
◆ 9. নতুন দিল্লীতে 'Shilp Samagam Mela 2024' লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী Dr. Virendra Kumar
◆ 10. প্রখ্যাত লোকসঙ্গীত গায়িকা Sharda Sinha 72 বছর বয়সে প্রয়াত হলেন
09/11/2024
★ 1. ভারত এবং অস্ট্রেলিয়া মহারাষ্ট্রে যৌথ মিলিটারি অনুশীলন Austrahind লঞ্চ করলো
★ 2. Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Harsha Vardhan Agarwal
★ 3. ব্যাঙ্গালুরুর Institute for Social and Economic Change (ISEC) -তে প্রথম ডিজিটাল পপুলেশন ক্লকের উন্মোচন করা হলো
★ 4. কেমিকালস এবং ফার্টিলাইজার মন্ত্রী শ্রী জে পি নাড্ডা 'Scheme for Strengthening the Medical Device Industry' লঞ্চ করলেন
★ 5. বিশাখাপত্তনমে ওয়ার্ল্ড ক্লাস ব্যাডমিন্টন সেন্টারের শিলান্যাস করলেন ভারতের ব্যাডমিন্টন স্টার পি ভি সিন্ধু
★ 6. তিন দিন ব্যাপী টেকনিক্যাল উৎসব ATMOS 2024 BITS Pilani -এর হায়দ্রাবাদ ক্যাম্পাসে শুরু হলো
★ 7. ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর পর আন্তর্জাতিক ODI ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন আফগানিস্তান অলরাউন্ডার মহম্মদ নবী
★ 8. প্রতি বছর 9 - 15 ই নভেম্বর International Week of Science and Peace পালিত হয়
★ 9. Hurun India Philanthropy লিস্ট 2024 তালিকায় শীর্ষস্থান অধিকার করলো Shiv Nadar & Family
★ 10. প্রতি বছর 9 ই নভেম্বর World Adoption Day পালিত হয়
08/11/2024
■ 1. জার্মান টেনিস স্টার Alexander Zverev প্যারিস মাস্টার্স 2024 খেতাব জিতলেন
■ 2. আন্তর্জাতিক সোলার এলায়েন্স -এর সপ্তম এসেম্বলিতে ওয়ার্ল্ড সোলার রিপোর্ট সিরিজের তৃতীয় সংস্করণ লঞ্চ করা হলো
■ 3. ভারত সম্প্রতি ট্রাই-সার্ভিসেস মিলিটারি অনুশীলন 'Poorvi Prahaar' লঞ্চ করলো
■ 4. অনিল প্রধানকে Rohini Nayyar Prize 2024 -এ সম্মানিত করা হলো
■ 5. সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে ইনোভেশন হাবের উন্মোচন করলো SBI
■ 6. বাংলাদেশের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সমস্ত সদস্যরা সম্প্রতি পদত্যাগ করলো
■ 7. পূর্ব ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট Lewotobi Laki-laki আগ্নেয়গিরি সম্প্রতি অগ্ন্যুৎপাত ঘটালো
■ 8. Ministry of Skill Development and Entrepreneurship (MSDE) সেন্ট্রাল এপরেন্টিসশিপ কাউন্সিল -এর পুনগঠন করলো
■ 9. নতুন দিল্লীতে ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যালের দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে
■ 10. অনূর্ধ্ব 16 বছর বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া
07/11/2024
■ 1. ভারত এবং চীনের পর্যটকদের জন্য Trusted Tour Operator Scheme (TTOS) লঞ্চ করলো দক্ষিণ আফ্রিকা সরকার
■ 2. রাজ্য জুড়ে সম্প্রতি Caste Census লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার
■ 3. 3,706 কোটি টাকার HCL-Foxconn সেমিকন্ডাক্টর প্রজেক্টের মান্যতা দিলো উত্তরপ্রদেশ মন্ত্রী পরিষদ
■ 4. চিতা প্রজেক্টের জন্য যৌথ প্যানেল গঠন করলো মধ্যপ্রদেশ এবং রাজস্থান
■ 5. Ajgaibinath Dham নামে বিহারের সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন হতে চলেছে
■ 6. সুইজারল্যান্ডে 'Burqa Ban' আইন 2025 এর 1 লা জানুয়ারি থেকে চালু হতে চলেছে
■ 7. উত্তরাখণ্ডের গ্রীন মোবলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকে বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে $200 মিলিয়ন লোন চুক্তি করলো ভারত সরকার
■ 8. উচ্চ শিক্ষার জন্য PM-Vidyalaxmi Scheme -এর মান্যতা দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় মন্ত্রী সভা
■ 9. ক্লাইমেট এবং ওমেন এমপাওয়ারমেন্টের জন্য বাজাজ ফাইন্যান্স -এ $400 মিলিয়ন বিনিয়োগ করলো আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন
■ 10. মণিপুরের Meitei সম্প্রদায়ের মধ্যে Ningol Chakkouba উৎসব উদযাপিত হলো
06/11/2024
■ 1. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO ইউরোপিয়ান ইউনিয়নের Proba - 3 নামক সোলার অবজারভেশন মিশন লঞ্চ করতে চলেছে
■ 2. এশিয়ার Spiritual Development মজবুত করতে ভারত প্রথমবার Asian Buddhist সামিট হোস্ট করলো, থিম - 'Role of Buddha Dhamma in Strengthening Asia'
■ 3. মেরিটাইম সিকিউরিটির উপর তৃতীয় মহাসাগর সামিট হোস্ট করলো ভারতীয় নৌবাহিনী, থিম - 'Training Cooperation to Mitigate Common Maritime Security Challenges in the IOR'
■ 4. IDFC ফার্স্ট ব্যাংক রিয়েল-টাইম ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার ট্র্যাকিং লঞ্চ করলো
■ 5. মহিলাদের জন্য Deepam 2.0 স্কিম লঞ্চ করলেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
■ 6. নতুন দিল্লীতে 32 তম কেন্দ্রীয় হিন্দি সমিতি মিটিংয়ের সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
■ 7. রাজ্যের বিভিন্ন সার্ভিসে মহিলাদের জন্য 35% চাকরি সংরক্ষণকে মান্যতা দিলো মধ্যপ্রদেশ মন্ত্রী পরিষদ
■ 8. ভারতীয় প্রফেশনাল বক্সার Mandeep Jangra WBF World Championship খেতাব জিতলো
■ 9. Shilp Samagam Mela 2024' -লঞ্চ এবং ‘TULIP’ প্লাটফর্মের উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Dr. Virendra Kumar
■ 10. মার্কিন যুক্তরাষ্ট্রের 47 তম রাষ্ট্রপতি হিসেবে আরো একবার দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প
05/11/2024
★ 1. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের নতুন ডিরেক্টর জেনারেল পদে আশীষ খান্নাকে নির্বাচিত করা হলো
★ 2. U-19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 17 টি মেডেল জিতলো (গোল্ড - 4, সিলভার - 8 এবং ব্রোঞ্জ - 5)
★ 3. ব্রিসব্রেনে ভারতের নতুন কনস্যুলেটের উদ্বোধন করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর
★ 4. আম্বালাতে ভারত-ভিয়েতনাম যৌথ মিলিটারি অনুশীলন VINBAX 2024 শুরু হলো
★ 5. BEML লিমিটেডকে ডিফেন্স ইকুইপমেন্ট এর জন্য সম্মানীয় Self-Certification প্রদান করা হল
★ 6. প্রতিরক্ষা বিভাগে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত এবং আলজেরিয়া চুক্তি স্বাক্ষর করলো
★ 7. ভারতের প্রথম অয়েল ও গ্যাস প্রোডিউসার হিসেবে United Nations Environment Programme's Oil & Gas Methane Partnership (OGMP) 2.0 -এ যোগদান করলো Cairn Oil & Gas
★ 8. সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতের প্রাক্তন উইকেট-কিপার ও ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা
★ 9. হেনলি পাসপোর্ট ইনডেক্স 2024 এ প্রথম স্থান অধিকার করলো সিঙ্গাপুর, ভারতের স্থান 83 তম
★ 10. NTPC Limited and Oil এবং Natural Gas Corporation (ONGC) যৌথ ভেঞ্চার কোম্পানি লঞ্চ করলো
04/11/2024
★ 1. IMF AI Preparedness ইনডেক্স 2023 -এ শীর্ষস্থান অধিকার করলো সিঙ্গাপুর
★ 2. ভারতের প্রজাতন্ত্র দিবস 2025 এর জন্য বিশেষ অতিথি হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি Prabowo Subianto
★ 3. Botswana -এর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Duma Boko
★ 4. লাদাখের লেহ তে অ্যানালগ স্পেস মিশনের ঘোষণা করল ISRO
★ 5. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) 352 তম গভর্নিং বডি মিটিং জেনেভাতে শুরু হলো
★ 6. 2024 - 2026 সময়ের জন্য আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এবং কো-প্রেসিডেন্ট হিসেবে ভারত এবং ফ্রান্সকে নির্বাচিত করা হলো
★ 7. কর্ণাটকে সম্প্রতি Bali Padyami উৎসব উদযাপিত হলো
★ 8. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্প্রতি 12 টি ভাষায় অফিসিয়াল মোবাইল App এবং ওয়েবসাইট লঞ্চ করলো
★ 9. Collins Dictionary 'Brat' শব্দটিকে 2024 ওয়ার্ড অফ দি ইয়ারের তকমা দিলো
★ 10. India Yamaha Motor -এর নতুন চেয়ারম্যান পদে Itaru Otani কে নিযুক্ত করা হলো
03/11/2024
★ 1. ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে 31 তম সামরিক দ্বিপাক্ষিক অনুশীলন SIMBEX বিশাখাপত্তনমে সম্পন্ন হলো
★ 2. চীন সম্প্রতি নতুন স্যাটেলাইট গ্রুপ Yaogan-43 03 সফলভাবে লঞ্চ করলো
★ 3. কমনওয়েলথ গেমস 2026 থেকে কুস্তি, ক্রিকেট, শ্যুটিং এবং হকি সহ বেশ কিছু ইভেন্ট বাদ দেওয়া হলো
★ 4. প্রথম বার অনুষ্ঠিত খো খো বিশ্বকাপের জন্য খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া নতুন লোগো এবং ট্যাগলাইন (#TheWorldGoesKho) প্রকাশ করলো
★ 5. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত ফিজিসিস্ট Rohini Godbole 71 বছর বয়সে প্রয়াত হলেন
★ 6. মহারাষ্ট্র স্টেট স্কিল ইউনিভার্সিটির নাম রতন টাটার নামে রাখলো মহারাষ্ট্র সরকার
★ 7. BSNL এর নতুন লোগো সমেত 7 টি কাস্টমার সেন্ট্রিক সার্ভিসেস লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
★ 8. ভারতে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করতে USA, জাপান এবং দক্ষিণ কোরিয়াতে জোটবদ্ধ হলো
★ 9. ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশন (IBRO) -এর প্রেসিডেন্ট-ইলেক্ট পদে ভারতীয় নিউরো-বিজ্ঞানী Shubha Tole কে নিযুক্ত করা হলো
★ 10. AI Assets Holding Limited -এর চেয়ারম্যান পদে অমিত কুমারকে নিযুক্ত করা হলো
02/11/2024
■ 1. Multi Commodity Exchange of India (MCX) -এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে প্রবীনা রাইকে নিযুক্ত করা হলো
■ 2. Dr. Jacqueline d’Arros Hughes কে ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামের সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত করা হলো
■ 3. ভারতীয় সেনাবাহিনী ভারত-ইন্দোনেশিয়া যৌথ স্পেশ্যাল ফোর্সেস অনুশীলন GARUD SHAKTI 24 (নবম সংস্করণ) -এ অংশগ্রহণ করতে চলেছে
■ 4. সাইবার সিকিউরিটিকে প্রমোট করতে ন্যাশনাল আম্বাসাডর হিসেবে অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিযুক্ত করা হলো
■ 5. 69 তম সদস্য দেশ হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করলো ইজরায়েল
■ 6. সম্প্রতি Pradhan Mantri Vanbandhu Kalyan Yojana (PMVKY) লঞ্চ করা হলো
■ 7. কনভেনিয়েন্ট ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্টের জন্য জিও ফিনান্সিয়াল সার্ভিস SmartGold লঞ্চ করলো
■ 8. নতুন ডিফেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজেশ কুমার সিং
■ 9. ফ্যাশন আইকন Rohit Bal সম্প্রতি 63 বছর বয়সে প্রয়াত হলেন
■ 10. ভারতীয় সেনাবাহিনী ও US সেনাবাহিনীর মধ্যে যৌথ স্পেশ্যাল ফোর্সেস অনুশীলন VAJRA PRAHAR USA -তে অনুষ্ঠিত হতে চলেছে
01/11/2024
★ 1. সৌদি আরবের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসে 'One District One Product' (ODOP) Wall -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল
★ 2. ভারতের প্রথম IGBC সার্টিফিকেশন পেতে চলেছে হিমাচল প্রদেশের দুর্গেশ অরণ্য জুওলজিক্যাল পার্ক
★ 3. গুজরাট ভ্রমণ করতে গিয়ে নর্মদা জেলায় 284 কোটি টাকার প্রজেক্টের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 4. টাইফুন ঝড় Kong-rey তাইওয়ানের উপর আছড়ে পড়ে আঘাত হানলো
★ 5. দিওয়ালি উপলক্ষে ২৫ লক্ষের অধিক প্রদীপ জ্বালিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করল অযোধ্যা
★ 6. প্রখ্যাত অর্থনীতিবিদ এবং EAC-PM -এর চেয়ারম্যান বিবেক দেবরয় 69 বছর বয়সে প্রয়াত হলেন
★ 7. গত 31 শে অক্টোবর World Cities Day পালিত হলো
★ 8. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হতে চলেছেন অশোক চন্দ্র
★ 9. কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 'This Diwali with MY Bharat – Ye Diwali MY Bharat Ke Saath' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন
★ 10. Agricultural residue-based compressed biogas (CBG) প্রজেক্ট তৈরি করতে GAIL (India) লিমিটেড এবং VERBIO ইন্ডিয়া চুক্তি স্বাক্ষর করলো