মাসিক কারেন্ট আফফায়ার্স সেপ্টেম্বর 2024

 

মাসিক কারেন্ট আফফায়ার্স সেপ্টেম্বর 2024


*********************



30/09/2024

■ 1. তামিলনাড়ুর ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Udhayanidhi Stalin
■ 2. বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স -এর উদ্বোধন করলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)
■ 3. প্রখ্যাত কবি সাহিত্য একাডেমি বিজেতা Keki N. Daruwala 87 বছর বয়সে প্রয়াত হলেন 
■ 4. জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদের দায়িত্ব নিতে চলেছেন IPS Nalin Prabhat
■ 5. ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে M V Shreyams Kumar কে নির্বাচিত করা হলো 
■ 6. জাপানে Yogibo Athletics Challenge Cup এর পুরুষদের 5000m দৌড়ে গোল্ড জিতে জাতীয় রেকর্ড ভাঙলেন ভারতের Gulveer Singh
■ 7. ঐতিহাসিক জায়গায় স্টুডেন্টদের বিনা পয়সায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তেলেঙ্গানা রাজ্য সরকার 'Telangana Darshini' প্রোগ্রাম লঞ্চ করলো 
■ 8. সামুদ্রিক প্রাণকে রক্ষা করতে ভারত অফিসিয়ালি Biodiversity Beyond National Jurisdiction (BBNJ) এগ্রিমেন্ট স্বাক্ষর করলো যা High Seas Treaty নামে পরিচিত
■ 9. টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের প্রথম লেফ্ট আর্ম স্পিনার হিসেবে 300 টি উইকেই সংগ্রহ করলেন আলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
■ 10. মহারাষ্ট্রের দেশি গরুকে 'Rajyamata-Gomata' স্ট্যাটাস/ট্যাগ প্রদান করলো রাজ্য সরকার 





29/09/2024

◆ 1. প্রতি বছর 29 শে সেপ্টেম্বর World Heart Day পালন করা হয়, এবছরের থিম - 'Use Heart for Action'
◆ 2. AI এবং কোয়ান্টাম রিসার্চ -এর জন্য টেক মাহিন্দ্রা এবং ইউনিভার্সিটি অফ অকল্যান্ড জোটবদ্ধ হলো 
◆ 3. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2024 এ ভারত 39 তম স্থান অধিকার করলো
◆ 4. উজবেকিস্তানে অনুষ্ঠিত 9th Asian Infrastructure Investment Bank (AIIB) Board of Governors মিটিংয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অংশগ্রহণ করলেন 
◆ 5. Hurun India Under-35 লিস্ট 2024 এ জায়গা পেলেন Isha Ambani এবং Akash Ambani
◆ 6. দেশজুড়ে সম্প্রতি সপ্তম Rashtriya Poshan Maah 2024 উদযাপিত হলো 
◆ 7. শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিলো দিল্লী সরকার 
◆ 8. মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি Suresh Kumar Kait কে এবং মেঘলয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে Indra Prasanna Mukerji কে নিযুক্ত করা হলো 
◆ 9. ওয়ার্ল্ড ট্যালেন্ট সূচী 2024 এ ভারত 58 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইজারল্যান্ড 
◆ 10. তাইওয়ান ও নেপালের পর এশিয়ার তৃতীয় দেশ হিসেবে একই লিঙ্গের মধ্যে বিবাহের মান্যতা দিলো থাইল্যান্ড



28/09/2024

● 1. ইতিহাসে দ্বিতীয়বার আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস 
● 2. ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (DST) ওমেন ইন স্পেস লিডারশিপ প্রোগ্রাম ইনিশিয়েটিভ লঞ্চ করলো 
● 3. বায়ু দূষণের বিরুদ্ধে লড়তে দিল্লির গভর্ণর L. G. Saxena "Dust Free Drive" লঞ্চ করলেন 
● 4. নাগপুরে Oxygen Bird Park এর উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাদকারী 
● 5. সমস্যাহীন মার্কেট অ্যাকসেসের জন্য Foreign Portfolio Investor Outreach Cell লঞ্চ করলো SEBI
● 6. পর্যটন মন্ত্রক সম্প্রতি Paryatan Mitra এবং Didi ইনিশিয়েটিভ -এর উন্মোচন করলো 
● 7. জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী Shigeru Ishiba
● 8. তাসখন্দে ভারত এবং উজবেকিস্তান দ্বিপাক্ষিক ইনভেস্টমেন্ট ট্রিটি স্বাক্ষর করলো 
● 9. NCS পোর্টালের মাধ্যমে চাকরির সুযোগ বাড়াতে আমাজন ইন্ডিয়া এবং শ্রম মন্ত্রক জোটবদ্ধ হলো 
● 10. প্রতি বছর 28 শে সেপ্টেম্বর World Rabies Day পালিত হয়, এবছরের থিম - Breaking Rabies Boundaries", এছাড়া গত 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হলো 




27/09/2024

◆ 1. 83 তম CSIR (Council of Scientific and Industrial Research) প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার 
◆ 2. ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে ক্লাইমেট ডেটাকে বুস্ট করতে IDB এবং UNDP জোটবদ্ধ হলো 
◆ 3. GlobE Network এর 25 সদস্যের স্টিয়ারিং কমিটিতে ভারতকে নির্বাচিত করা হলো 
◆ 4. তিনটি PARAM Rudra সুপার কম্পিউটারের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
◆ 5. শিল্পপতি Deepak C Mehta কে  (ICCIndian Chemical Council) লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড 2023 সম্মানে সম্মানিত করা হলো 
◆ 6. ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ক্রিকেটার Dwayne Bravo সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন 
◆ 7. দিল্লীতে দি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডরাইজেশন এসেম্বলি (WTSA2024) হোস্ট করতে চলেছে ভারত 
◆ 8. L.69 এবং C-10 গ্রূপিংস অফ নেশনসের প্রথম জয়েন্ট মিনিস্টারিয়াল মিটিং -এ অংশগ্রহণ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর 
◆ 9. IBSF ওয়ার্ল্ড মেন'স 6, 2024 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপে Kamal Chawla গোল্ড জিতলেন 
◆ 10. ব্যাঙ্গালোরের C-DoT -এ 5G Open RAN টেস্টিং ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditya Scindia



26/09/2024

◆ 1. টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং ইন্ডিয়া-স্পেসিফিক ফ্যাশন ট্রেন্ড বই 'Paridhi 24x25' লঞ্চ করলেন 
◆ 2. 2024 বর্ষের জন্য ভারতের GDP গ্রোথ বাড়িয়ে 7.1% নির্ধারণ করলো Moody's
◆ 3. দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মনমোহন কে নিযুক্ত করা হলো, এছাড়া হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি Rajiv Shakdher
◆ 4. ভারতের DRDO এবং আইআইটি দিল্লী ABHED নামক হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো 
◆ 5. মেধাবী স্টুডেন্টদের সাহায্য করতে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা CM-SATH স্কিম লঞ্চ করলেন 
◆ 6. বাংলাদেশের অল-রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন  
◆ 7. ব্যাংক অফ বরোদা এবং EaseMyTrip জোটবদ্ধ হয়ে কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড লঞ্চ করলো 
◆ 8. Asian Organisation of Supreme Audit Institutions (ASOSAI) 2024-2027 এর জন্য চেয়ারম্যানশিপের দায়িত্ব নিলেন ভারতের CAG গিরিশ চন্দ্র মুর্মু
◆ 9. ক্ষুদ্র ব্যবসার মালিকদের জন্য Axis ব্যাংক এবং মাস্টারকার্ড জোটবদ্ধ হয়ে MyBiz Credit Card লঞ্চ করলো 
◆ 10. 2024 অর্থবর্ষে জন্য ভারতের GDP গ্রোথ রেট 7% এবং 2025 বর্ষের জন্য 7.2% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)  




25/09/2024

■ 1. 2024 Hangzhou ওপেন পুরুষদের ডাবলস বিভাগে খেতাব জিতলেন ভারতের Jeevan Nedunchezhiyan এবং Vijay Sundar Prashanth জুটি
■ 2. নিউইয়র্কের 79 তম UN জেনারেল এসেম্বলি সেশনের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
■ 3. আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর Axiom - 4 মিশনে পাইলট হয়ে ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় মহাকাশচারী Shubhanshu Shukla
■ 4. পুনে এয়ারপোর্টের নাম পরিবর্তন করে জগৎগুরু Sant Tukaram Maharaj -এর নামে রাখতে চলেছে মহারাষ্ট্র সরকার 
■ 5. কৃষকদের এবং উদ্যোগপতিদের সাহায্য করতে মিজোরাম সরকার 'Bana Kaih' স্কিম লঞ্চ করলো 
■ 6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি US এর রাষ্ট্রপতি জো বিডেন কে একটি সিলভার ট্রেন মডেল উপহার দিলেন 
■ 7. জাপান সাগরে রাশিয়া এবং চীন নৌ-অনুশীলন 'Beibu/Interaction – 2024' শুরু করলো 
■ 8. একেবারে নতুন এবং শক্তিশালী সুইসাউড ড্রোন 'Shahed-136B' নিয়ে আসলো ইরান 
■ 9. ভারতের রাবার রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড চুক্তি স্বাক্ষর করলো
■ 10. 2024 এশীয় পাওয়ার ইনডেক্সে জাপান কে অতিক্রম করে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশের তকমা পেলো ভারত




24/09/2024

◆ 1. নতুন গ্লোবাল ক্লাইমেট 'Loss and Damage' ফান্ড Ibrahima Cheikh Diong কে ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো 
◆ 2. রাজস্থানের জয়পুরে সৈনিক স্কুলের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 
◆ 3. ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) প্রধান হিসেবে সিনিয়র IPS অফিসার অলোক রঞ্জনকে নিযুক্ত করা হলো 
◆ 4. নতুন দিল্লীতে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম পাওয়ারের (CSIRT-Power) উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল 
◆ 5. US এর সাথে জোটবদ্ধ হয়ে ভারত এই প্রথম ন্যাশনাল সিকিউরিটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট লঞ্চ করতে চলেছে  
◆ 6. মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 খেতাব জিতলেন গুজরাটের Rhea Singha 
◆ 7. 32 তম একালব্য পুরস্কার 2024 পেতে চলেছেন ওড়িশার প্রখ্যাত সাঁতারু প্রত্যাশা রায়
◆ 8. রিলায়েন্স হোম ফাইন্যান্স কেসে Jai Anmol Ambani কে 1 কোটি টাকা ফাইন করলো SEBI
◆ 9. সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির প্রধান হিসেবে অমিত গর্গকে নিযুক্ত করা হলো 
◆ 10. শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Harini Amarasuriya 





23/09/2024

◆ 1. ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিট হোস্ট করতে চলেছে ভারত সরকার 
◆ 2. ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা 530 কোটি টাকার জল সরবরাহ প্রজেক্ট 'Mukhyamantri Nagar Unnayan Prakalp' লঞ্চ করলেন 
◆ 3. ভুটান ফুড এন্ড ড্রাগ অথরিটির সাথে ভারতের ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) দ্বিপাক্ষিক মিটিং সম্পন্ন হলো  
◆ 4. Most Prolific Indian ফিল্ম স্টার অভিনেতা/ড্যান্সার হিসেবে গিনিজ বিশ্ব রেকর্ড গড়লেন অভিনেতা মেগাস্টার চিরঞ্জীবী 
◆ 5. ফুড সেফটিতে সহযোগিতা বাড়াতে ভারতের ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) এবং ব্রাজিলের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এন্ড লাইভস্টক চুক্তি স্বাক্ষর করলো 
◆ 6. Wilmington -এ অনুষ্ঠিত ষষ্ঠ কোয়াড লিডার্স সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করলেন 
◆ 7. পরিবেশ মন্ত্রী ভুপিন্দার যাদব মুম্বাইতে Clean the Beach Campaign 2024 লঞ্চ করলেন 
◆ 8. 42% ভোট পেয়ে শ্রীলঙ্কার নব-নির্বাচিত রাষ্ট্রপতি হলেন Anura Kumara Dissanayake
◆ 9. গত 22 শে সেপ্টেম্বর World Rhino Day পালন করা হলো 
◆ 10. সিঙ্গাপুরে ইনভেস্ট ইন্ডিয়ার নতুন অফিসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল 





22/09/2024


■ 1. গ্লোবাল ফুড রেগুলেটরস সামিট 2024 এর দ্বিতীয় সংস্করণ নতুন দিল্লীতে উদ্বোধন করা হলো 
■ 2. 10 ম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক 400 টি উইকেট সংগ্রহ করে নজির গড়লেন জস্প্রীত বুমরাহ 
■ 3. গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স 2024 এ ভারত Tier-1 স্ট্যাটাস অর্জন করলো 
■ 4. কুষ্ঠব্যাধি নির্মূল করে প্রথম দেশ হিসেবে WHO ভেরিফিকেশন পেলো জর্ডন 
■ 5. বিশ্বের প্রথম AI-চালিত ট্রেড লাইসেন্স সার্ভিসের উন্মোচন করলো শারজাহ ইনভেস্টমেন্ট ফোরাম 2024
■ 6. উত্তরাখণ্ডে সম্প্রতি Uttarakhand Public (Government) and Private Property Damage Recovery (Ordinance) এক্ট 2024 পাস হলো 
■ 7. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর আগস্ট 2024 হলেন Dunith Wellalage (পুরুষ ক্যাটাগরি) এবং Harshitha Samarawickrama (মহিলা ক্যাটাগরি)
■ 8. বায়োটেকনোলজিতে রিসার্চ ও ডেভলপমেন্টকে সাপোর্ট দিতে  Biotechnology Research Innovation and Entrepreneurship Development (Bio-RIDE) স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
■ 9. ব্যাটারি ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের জন্য কঠোর পরিবেশ ক্ষতিপূরণ গাইডলাইন আনলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)
■ 10. শ্রেষ্ঠ 'Megahub' গ্লোবাল এয়ারপোর্ট তালিকায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট 24 তম এবং মুম্বাই এয়ারপোর্ট 44 তম স্থান অধিকার করলো  




21/09/2024

★ 1. মহারাষ্ট্রে PM মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন এবং অ্যাপারেল পার্কের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 2. ভারতীয় বায়ুসেনার পরবর্তী প্রধান হিসেবে এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে নিযুক্ত করা হলো 
★ 3. আন্দামান-নিকোবরের 21 টি দ্বীপ সমূহতে Open Water Swimming Expedition এর শুভ সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 
★ 4. Miss India Worldwide 2024 -এর খেতাব জিতলেন USA -এর Dhruvi Patel
★ 5. YES ব্যাংক এবং Paisabazaar মিলিতভাবে 'PaisaSave' নামক ক্যাশব্যাক ক্রেডিট কার্ড লঞ্চ করলো 
★ 6. হাঙ্গেরিতে অনুষ্ঠিত FIDE 100 Awards -এ Magnus Carlsen এবং Judit Polgar শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে সম্মানিত করা হলো 
★ 7. ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন Nikhat Zareen তেলেঙ্গানা পুলিশের DSP হিসেবে যোগদান করলো 
★ 8. একটানা দুবছর স্টেট ফুড সেফটি ইনডেক্সে শীর্ষস্থান ধরে রাখলো কেরল 
★ 9. হকি পাঞ্জাব উত্তরপ্রদেশকে হারিয়ে 14 তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব জিতলো 
★ 10. প্রতিবছর 21 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Cultivating a Culture of Peace'




20/09/2024

■ 1. মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নতুন দিল্লীতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 -এর তৃতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে 
■ 2. ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি দ্বারা আয়োজিত Inclusion Conclave এর দ্বিতীয় সংস্করণ -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: মনসুখ মান্ডভিয়া
■ 3. 2026 কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে গ্লাসগোতে 
■ 4. মধ্য প্রদেশের উজজয়িনীতে Safai Mitra Sammelan -এ অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
■ 5. ভারতের মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ অলিম্পিক পদক জয়ী মানু ভাকের কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো 
■ 6. এ বছর থেকে প্রতি বছরের 20 ই সেপ্টেম্বর World Cleanup Day পালিত হতে চলেছে 
■ 7. ডিপার্টমেন্ট অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন এবং মিনিস্ট্রি অফ জলশক্তি International WASH (Water, Sanitation, and Hygiene) কনফারেন্স 2024 -এর আয়োজন করলো 
■ 8. অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে Divya Kala Mela এর 19 তম সংস্করণের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল Shri S. Abdul Nazeer
■ 9. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি ভারতের প্রথম ফ্যাশন ফোরকাস্টিং ইনিশিয়েটিভ VisioNxt লঞ্চ করলো 
■ 10. Animation, Visual Effects, Gaming, Comics, and Extended Reality (AVGC-XR) -এর উপর ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 





19/09/2024

◆ 1. চন্দ্রায়ন - 4 মিশনের মান্যতা দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
◆ 2. MSCI All Country World Investable Market ইনডেক্সে (ACWI IMI) ভারত ষষ্ঠ বৃহত্তম মার্কেট হিসেবে জায়গা করে নিলো
◆ 3. 2030 সালের মধ্যে রিনিউইবেল এনার্জিতে বিভিন্ন কোম্পানি, ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান 32.5 ট্রিলিয়ন টাকা বিনিয়োগ করতে চলেছে 
◆ 4. এশিয়ার সবথেকে Photogenic UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো কম্বোডিয়ার অঙ্কর ভাট
◆ 5. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লীতে কেন্দ্রীয় বাজেট 2024-25 -এ উল্লেখিত NPS Vatsalya স্কিম লঞ্চ করলেন  
◆ 6. Next Generation Launch Vehicle (NGLV) -এর মান্যতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রী পরিষদ 
◆ 7. সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্টে সহযোগিতা বাড়াতে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়ই রাজি হলো 
◆ 8. উচ্চ-পর্যায়ের কমিটি দ্বারা প্রস্তাবিত 'এক দেশ এক নির্বাচন' -এর সুপারিশ কেন্দ্র সরকারের কাছ থেকে মান্যতা পেলো 
◆ 9. ডিজাস্টার রিলিফের জন্য 12,554 কোটি টাকার বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার
◆ 10. ভারতের নিজস্ব স্পেস স্টেশন Bharatiya Anatriksh Station -এর প্রথম ইউনিট 2028 এর গঠনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 






18/09/2024

■ 1. পুরুষ এবং মহিলা উভয় বিশ্বকাপের জন্য সমান Prize Money এর ঘোষণা করলো ICC
■ 2. দেশীয় অপরিশোধিত পেট্রোলিয়ামের উপর Windfall Tax কমিয়ে শূন্য করলো কেন্দ্রীয় সরকার
■ 3. COP9 এর ফান্ড এপ্রুভাল কমিটির দ্বিতীয় ফরমাল মিটিং হোস্ট করতে চলেছে ভারত 
■ 4. ফাইনালে চীনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 জিতলো ভারত 
■ 5. মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ-ইস্ট রিজিয়ন এবং মিনিস্ট্রি অফ কালচার ভারতীয় কলা মহোৎসব এর প্রথম সংস্করণ হোস্ট করতে চলেছে 
■ 6. মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনিউএবেল এনার্জি চতুর্থ RE-Invest সামিট হোস্ট করলো 
■ 7. আহমেদাবাদ এবং ভুজের মধ্যে চলমান ভারতের প্রথম Namo Bharat Rapid Rail -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 8. দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Atishi Marlena
■ 9. তামিলনাড়ুর রাজ্যপাল Thiru. R.N. Ravi নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Sri Rama in Tamilagam – An inseparable bond', বইটি লিখেছেন Dr. D.K. Hari এবং Dr. D.K. Hema Hari
■ 10. ত্রিপুরাতে নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের যৌথভাবে উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা  






17/09/2024


★ 1. জম্মু-কাশ্মীরের আগামী এসেম্বলি নির্বাচনের জন্য 'Vote Ka Tyohar' থিম সং লঞ্চ করা হলো 
★ 2. মহিলাদের একক বিভাগে বেলজিয়াম আন্তর্জাতিক ব্যাডমিন্টন ট্যুর্নামেন্ট জিতলো ভারতের Anmol Kharb
★ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার ফ্ল্যাগশিপ স্কিম ' Subhadra' লঞ্চ করলেন 
★ 4. UAE -এর বিভিন্ন ফিল্ড অফ এক্সেলেন্স -এ যে সব মহিলাদের অবদান রয়েছে তাদের Indian Women Dubai আওয়ার্ড 2024 -এ বিশেষভাবে সম্মানিত করা হলো 
★ 5. 17 - 20 ই সেপ্টেম্বর পর্যন্ত India Water Week -এর আয়োজন করলো মিনিস্ট্রি অফ জল শক্তি 
★ 6. প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে Saleema Imtiaz কে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হিসেবে মনোনীত করা হলো 
★ 7. South Indian International Movie Awards (SIIMA) 2024 -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন ঐশ্বর্য রায় বচ্চন 
★ 8. সিনিয়র IPS অফিসার অমৃত মোহন কে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো 
★ 9. ফ্রান্সে আয়োজিত WorldSkills 2024 -এ 4 টি ব্রোঞ্জ মেডেল এবং 12 টি Medallions of Excellence জিতলো ভারত 
★ 10. প্রতি বছর 17 ই সেপ্টেম্বর  World Patient Safety দিবস পালিত হয়, এবছরের থিম - 'Improving diagnosis for patient safety'





16/09/2024

★ 1. ডায়মন্ড লীগের ফাইনালে মাত্র 0.01 cm জন্য প্রথম হতে না পেরে দ্বিতীয় স্থান অধিকার করলেন নীরাজ চোপড়া 
★ 2. ইরান সম্প্রতি গবেষণার নিরিখে  Chamran-1 স্যাটেলাইট লঞ্চ করলো 
★ 3. বিশাখাপত্তনমে  The Kalvari Submarine Escape Training Facility (VINETRA) -এর কমিশন করলেন ভাইস এডমিরাল Rajesh Pendharkar
★ 4. মহারাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে 'Samvidhan Mandir' -এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার 
★ 5. ভারত সরকারের লঞ্চ করা Operation Sadbhav -এর অধীনে ভিয়েতনামকে US$ 1 মিলিয়ন হিউম্যানিটারিয়ান রিলিফ পাঠানো হলো 
★ 6. Typhoon Bebinca ফিলিপিন্স, জাপান এবং চীনের উপকূলে আছড়ে পড়ে আঘাত হানলো 
★ 7. গত 15 ই সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালিত হলো, এবছরের থিম - 'Innovating for a Sustainable Future'
★ 8. 76তম Emmy আওয়ার্ড বিজেতা : আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ - Shogun, আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ - Hacks, শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা) - Hiroyuki Sanada এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা) - Anna Sawai
★ 9. McLaren এর Oscar Piastri আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন, এটি তার প্রথম খেতাব 
★ 10. প্রতি বছর 16 ই সেপ্টেম্বর International Day for the Preservation of the Ozone Layer বা বিশ্ব ওজন দিবস পালন করা হয় 






15/09/2024

● 1. একটানা ছয় বছর Rashtriya Ispat Nigam Limited (RINL) CII-GBC ন্যাশনাল এনার্জি লিডার আওয়ার্ড জিতলো 
● 2. 79 তম ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি সেশন শুরু হলো 
● 3. Wilmington -এ আগামী 21 শে সেপ্টেম্বর QUAD লিডার্স সামিট অনুষ্ঠিত হতে চলেছে 
● 4. রিয়েল টাইম এয়ারপোর্ট ডেটার জন্য 'Aviio' এপ্লিকেশন লঞ্চ করলো আদানী এয়ারপোর্ট 
● 5. মুম্বাইতে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের উপর Akurli ব্রিজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল 
● 6. পাঁচটি যুগান্তকারী এগ্রিমেন্ট করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত করলো ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE)
● 7. বিশ্বের বৃহত্তম লো-কার্বন হাইড্রোজেন ফাসিলিটি গড়ে তোলার জন্য ADNOC এবং ExxonMobil জোটবদ্ধ হলো 
● 8. ভারতের নৌ-শক্তিকে বাড়াতে কোচিন শিপইয়ার্ড Anti-Submarine Warfare Vessels 'Malpe' এবং 'Mulki' লঞ্চ করলো 
● 9. উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাকে প্রাধান্য দিতে কেন্দ্রীয় সরকার Partnerships for Accelerated Innovation and Research (PAIR) প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে 
● 10. মিনিস্ট্রি অফ স্টিল নতুন দিল্লীতে 'Greening steel : Pathway to Sustainability' নামক ইভেন্টের আয়োজন করলো 




14/09/2024

■ 1. নতুন দিল্লীতে আয়োজিত 2 দিন ব্যাপী ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাটেজি কনফারেন্স 2024 -এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 
■ 2. মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ 'Montreal Protocol : Advancing Climate Action' থিমের উপর একটি ডায়ালগের আয়োজন করলো 
■ 3. সম্প্রতি লাদাখে নবম Ladakh Zanskar উৎসব 2024 উদযাপিত হলো 
■ 4. গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স 2024 -এ ভারত Tier 1 -এ স্থান পেলো 
■ 5. কমার্স ও ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল 'Jan Sunwai portal' লঞ্চ করলেন 
■ 6. ট্যাক্স পেমেন্টের জন্য একক লেনদেনে 5 লক্ষ টাকা অবধি UPI লেনদেন করা যাবে বলে স্থির করলো NPCI
■ 7. Light Tank ‘Zorawar' -এর প্রথম ফেজের ট্রায়াল সম্পন্ন করলো DRDO 
■ 8. কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditya M. Scindia সম্প্রতি ‘Ashtalakshmi Mahotsav' ওয়েবসাইট লঞ্চ করলেন 
■ 9. রাশিয়াতে অনুষ্ঠিত BRICS লিটারেচার ফোরাম 2024 -এ ভারত অংশগ্রহণ করলো, এটির থিম - "World Literature in the New Reality: Dialogue of Traditions, National Values, and Cultures.”
■ 10. INDUS-X সামিটের তৃতীয় সংস্করণ ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হলো 






13/09/2024

★ 1. যোধপুরে India Defence Aviation Exposition (IDAX-24) -এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 
★ 2. আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা European Hydrogen Week -এর পার্টনার হতে চলেছে ভারত 
★ 3. মণিপুরের TG English School 63 তম সুব্রত কাপ ইন্টারন্যাশনাল ফুটবল ট্যুর্নামেন্ট জিতলো 
★ 4. কেন্দ্রীয় মন্ত্রী Shri Rajiv Ranjan Singh সম্প্রতি 'Rangeen Machhli' নামক মোবাইল এপ্লিকেশন লঞ্চ করলেন 
★ 5. ওমানের সালাহ তে ভারত-ওমান যৌথ মিলিটারি অনুশীলন Al Najah V অনুষ্ঠিত হতে চলেছে 
★ 6. BRICS নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে অফিসিয়ালি যোগদান করলো আলজেরিয়া 
★ 7. প্রথম মেজর ব্যাংক হিসেবে Partnership for Carbon Accounting Financials (PCAF) -এ যোগদান করলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 
★ 8. গ্রীন হাইড্রোজেনের উপর নতুন দিল্লীতে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
★ 9. DRDO এবং ভারতীয় নেভী সফলভাবে Vertical Launch Short Range Surface-to-Air Missile (VL-SRSAM) -এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো 
★ 10. আইসল্যান্ডে ভারতের পরিবর্তী রাষ্ট্রদূত হিসেবে R. Ravindra কে নিযুক্ত করলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স 





12/08/2024

★ 1. 3435 কোটি টাকা অর্থের PM-eBus Sewa-Payment সিকিউরিটি মেকানিজম (PSM) স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
★ 2. ফিশারিজ ইন্ডাস্ট্রি ওয়ার্কারদের জন্য ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং 
★ 3. উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় অবস্থিত ইন্ডিয়া এক্সপো মার্টে SEMICON India 2024 -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
★ 4. 2024-25 থেকে 2028-29 পর্যন্ত 70,125 কোটি অর্থের  Pradhan Mantri Gram Sadak Yojana - IV -এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
★ 5. 'Mission Mausam' -এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ₹2,000 কোটি টাকা বরাদ্দ করলো 
★ 6. গত 11 ই সেপ্টেম্বর National Forest Martyrs Day পালিত হলো 
★ 7. Persons with Disabilities -দের জন্য জাতীয় আইকন হিসেবে পদক জয়ী প্যারালিম্পিক খেলোয়াড় Sheetal Devi এবং Shri Rakesh Kumar কে নিযুক্ত করলো নির্বাচন কমিশন
★ 8. Sushil Kumar Shinde -এর আত্মীজীবনী বই রূপে প্রকাশিত হলো যার শিরোনাম 'Five Decades in Politics', এটি লিখেছেন বর্ষীয়ান সাংবাদিক Rasheed Kidwai
★ 9. ইলেকট্রিক ভেহিকেল রিভলিউশনের জন্য PM E-DRIVE স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
★ 10. 15 জন ব্যক্তিত্বকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল আওয়ার্ড 2024 -এ সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু




11/09/2024

● 1. Morgan Stanley Capital International (MSCI) Emerging Markets Investable মার্কেট ইনডেক্সে ভারত চীনকে অতিক্রম করলো 
● 2. 2024-25 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ আপগ্রেড করে 7% নির্ধারণ করলো আন্তর্জাতিক মনেটারি ফান্ড (IMF)
● 3. ভারতে C-130J Super Hercules প্রোগ্রাম বিস্তৃতির জন্য Lockheed Martin এবং Tata Systems জোটবদ্ধ হলো 
● 4. ব্যাঙ্কিং নীতি লঙ্ঘনের জন্য Axis ব্যাঙ্ক কে 1 কোটি টাকা এবং HDFC ব্যাংক কে 1.91 কোটি টাকা ফাইন করলো RBI 
● 5. ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের (ONDC) নন-এক্সিকিউটিভ চেয়ারপার্সন হিসেবে RS Sharma কে নিযুক্ত করা হলো
● 6. সিভিল এভিয়েশনের উপর দ্বিতীয় এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারত 
● 7. ড্রোন সার্টিফিকেশনের জন্য ন্যাশনাল টেস্ট হাউস, গাজিয়াবাদকে মান্যতা দিলো কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (QCI)
● 8. ভারতকে ফাইনালে হারিয়ে চতুর্থ Intercontinental Cup মেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 জিতলো সিরিয়া 
● 9. এশিয়ান ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 এ প্রথম কোনো স্কুল-গার্ল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন দিপালী থাপা 
● 10. নেপাল সেনাবাহিনীর 45 তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নিলেন Ashok Raj Sigdel



 
10/09/2024

◆ 1. হায়দ্রাবাদের নিকটে AI City তৈরির জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস এসোসিয়েশনের সাথে চুক্তি স্বাক্ষর করলো তেলেঙ্গানা সরকার 
◆ 2. 2026 এশিয়ান গেমসে ডেমনস্ট্রেশন স্পোর্টস হিসেবে জায়গা করে নিলো Yogasana
◆ 3. Jessica Pegula কে হারিয়ে Aryna Sabalenka US ওপেন 2024 মহিলাদের একক বিভাগের খেতাব জিতলেন  
◆ 4. চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G স্মার্টফোন বাজারের তকমা পেলো ভারত 
◆ 5. বিশ্বের প্রথম এশিয়ার রাজা শকুন সংরক্ষণ কেন্দ্র উত্তর প্রদেশে উদ্বোধন করা হলো 
◆ 6. ভারত এবং ইউএস এর মধ্যে 20 তম যৌথ মিলিটারি অনুশীলন YUDH ABHYAS-2024 সম্পন্ন হলো 
◆ 7. প্যারালিম্পিক 2024 এর সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী হলেন Harvinder Singh এবং Preeti Pal
◆ 8. ইজরায়েলের Tower Semiconductor এবং ভারতের আদানী গ্রুপ ভারতের Chip প্রজেক্ট -এ $10 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে 
◆ 9. আশা স্কলারশিপ প্রোগ্রামের তৃতীয় সংস্করণ লঞ্চ করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন 
◆ 10. পঞ্চম ভারত-মালদ্বীপ ডিফেন্স কো-অপারেশন ডায়ালগ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো 




09/09/2024

■ 1. 95% ভোট পেয়ে আলজেরিয়ান রাষ্ট্রপতি Abdelmadjid Tebboune দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হলেন
■ 2. ক্যাটাগরি-1 -এ সুরাট, জবলপুর এবং আগ্রাকে Swachh Vayu Survekshan আওয়ার্ড -এ সম্মানিত করলেন রাজস্থান মুখ্যমন্ত্রী ভুপিন্দার যাদব
■ 3. IAS অফিসার তুহিন কান্ত পান্ডেকে ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত করলো ভারত সরকার 
■ 4. ক্রোয়েশিয়া তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অরুণ গোয়েলকে নিযুক্ত করা হলো 
■ 5. ন্যাশনাল হেল্থ মিশনের স্টেট মিশন ডিরেক্টর হিসেবে বিনয় গোয়েলকে নিযুক্ত করা হলো 
■ 6. ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন 
■ 7. '200 Not Out' নামক ডকুমেন্টারি রিলিজের সাথে Mumbai Samachar -এর লিগাসিকে সম্মান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 
■ 8. ফ্রেঞ্চ রাষ্ট্রপতি Emmanuel Macron ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে Michel Barnier কে নিযুক্ত করলেন 
■ 9. অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে রণধীর সিংকে নিযুক্ত করা হলো 
■ 10. Taylor Fritz কে হারিয়ে 2024 US ওপেন খেতাব জিতলেন Jannik Sinner





08/09/2024

★ 1. প্রতিবছর 8 ই সেপ্টেম্বর International Literacy Day পালিত হয় 
★ 2. প্যারালিম্পিক 2024 -এ হাই জাম্প T64 ইভেন্টে প্রবীণ কুমার গোল্ড মেডেল জিতলেন 
★ 3. মুম্বাইতে ই-গভর্নান্স -এর উপর 27তম ন্যাশনাল কনফারেন্স -এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী Eknath Shinde
★ 4. Axis ব্যাংক লিমিটেড ইনোভেটিভ ডিজিটাল সলিউশন 'UPI-ATM' এবং 'Bharat Connect for Business' লঞ্চ করলো 
★ 5. FinTech সেক্টরে ইনোভেশন এবং রিসার্চ বুস্ট করতে IIM কোঝিকড়ে এবং রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব চুক্তি স্বাক্ষর করলো 
★ 6. FICCI আয়ুষ্মান খুরানা এবং নীরাজ চোপড়াকে ইয়ুথ আইকন অফ ইন্ডিয়া আওয়ার্ড 2024 -এ সম্মানিত করলো 
★ 7. 2025 থেকে 20th আগস্ট দিনটিকে Sootea Day হিসেবে পালন করবে বলে ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
★ 8. মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি Brindavan Gram স্কিম এবং গীতা ভবন প্রজেক্ট লঞ্চ করলো  
★ 9. দেশ জুড়ে এনার্জি এফিসিয়েন্সি প্রমোট করতে National Test House এবং Bureau of Energy Efficiency চুক্তি স্বাক্ষর করলো 
★ 10. কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী 'Rashtriya Poshan Maah 2024' লঞ্চ করলেন 


07/09/2024

★ 1. পঞ্চম ভারত-মালদ্বীপ ডিফেন্স কো-অপারেশন ডায়ালগ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে 
★ 2. নতুন দিল্লীতে ভারতের শিক্ষা মন্ত্রক 'Spectrum of Literacy' নামক আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করলো 
★ 3. ওড়িশার চাঁদিপুর থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল Agni - 4 -এর সফল পরীক্ষণ সম্পন্ন হলো 
★ 4. পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% আসন বরাদ্দ করলো রাজস্থান 
★ 5. সম্প্রতি মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং Khel Utsav 2024 -এর আয়োজন করলো 
★ 6. সুপার Typhoon Yagi দক্ষিণ-পূর্ব এশিয়ার বুকে আছড়ে পড়ে ক্ষতি সাধন করলো 
★ 7. লন্ডনের St James's Park -এ Queen Elizabeth II -এর জন্য জাতীয় মেমোরিয়াল স্থাপনের ঘোষণা করলো ব্রিটিশ সরকার 
★ 8. ভারত এবং ফ্রেঞ্চ নেভির মধ্যে 21 তম নৌ-অনুশীলন Varuna সম্পন্ন হলো 
★ 9. প্রতিবছর 7 ই সেপ্টেম্বর International Day of Police Cooperation পালিত হলো 
★ 10. প্যারালিম্পিক 2024 -এ ভারতীয় এথলিট Hokato Hotozhe Sema শট পুট F57 Class -এ ব্রোঞ্জ পদক জিতলেন





06/09/2024

● 1. প্রথম জয়েন্ট কমান্ডার'স কনফারেন্স অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস লাখনৌ তে অনুষ্ঠিত হলো 
● 2. ভারতের প্রথম প্যারালিম্পিক জুডো মেডেল (ব্রোঞ্জ) জিতে ইতিহাস গড়লেন Kapil Parmar
● 3. 'Jal Sanchay Jan Bhagidari' নামক অভিনব ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
● 4. কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি 'VisioNxt Fashion Forecasting Initiative' লঞ্চ করলেন 
● 5. দক্ষিন কোরিয়ার Incheon -এ অনুষ্ঠিত 20th Heads of Asian Coast Guard Agencies Meeting (HACGAM) -এ অংশগ্রহণ করলো ভারতীয় কোস্ট গার্ড 
● 6. দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য Braille ইন্সুরেন্স পলিসি আনতে চলেছে স্টার হেল্থ
● 7. UAE Accountability Authority -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারতের কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG)
● 8. Central Depository Services (India) Limited (CDSL) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Nehal Vora
● 10. TIME100 Most Influential People in AI 2024 তালিকায় সুন্দর পিচাই, অশ্বিনী বৈষণাও সহ অনিল কাপুর, নন্দন নিলেকানি প্রমুখ স্থান পেলেন 






05/09/2024

◆ 1. বেঙ্গালুরুর সিদ্ধার্থ আগারওয়াল প্রবীণতম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে ইতিহাস গড়লেন 
◆ 2. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি Vishvasya-Blockchain Technology Stack লঞ্চ করলো 
◆ 3. সেমিকন্ডাক্টর পার্টনারশিপের উপর ভারত এবং সিঙ্গাপুর চুক্তি স্বাক্ষর করলো
◆ 4. RuPay এবং Yes Bank -এর সাথে ফিনটেক স্টার্টআপ POP ভারতের প্রথম মাল্টি-ব্র্যান্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো 
◆ 5. Poshan Tracker -এর জন্য 2024 e-Governance গোল্ড জিতলো ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি 
◆ 6. উত্তর প্রদেশ মহিলা কমিশনের ভাইস-চেয়ারপার্স হিসেবে অপর্ণা যাদবকে নিযুক্ত করা হলো 
◆ 7. ভারতীয় Gig ওয়ার্কফোর্সের জন্য ফিনান্সিয়াল সার্ভিসেস GIGA লঞ্চ করলো HDFC ব্যাঙ্ক 
◆ 8. প্যারালিম্পিক 2024 -এ পুরুষদের Shot Put F46 ইভেন্টে ভারতের Sachin Sarjerao Khilari সিলভার পদক জিতলো 
◆ 9. প্রতি বছর 5 ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটিতে International Day of Charity -ও পালিত হয়
◆ 10. প্যারালিম্পিক 2024 এ F51 ক্লাব থ্রো ইভেন্টে Dharambir গোল্ড মেডেল জিতলেন এবং আর্চারিতে গোল্ড মেডেল জিতে ইতিহাস গড়লেন হারবিন্দর সিং 





04/09/2024

■ 1. তিন বছরের জন্য ভারতের 23 তম আইন কমিশনের মান্যতা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 
■ 2. প্যারিসে 2024 চিফ সায়েন্স অ্যাডভাইজার্স রাউন্ডটেবিল -এর আয়োজন করতে আয়োজন করতে চলেছে ভারত এবং ইউনেস্কো 
■ 3. 2024 অর্থবর্ষে Gross State Domestic Product (GSDP) -তে সর্বোচ্চ গ্রোথ তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং রাজস্থানে রিপোর্ট করা হলো 
■ 4. বারাণসীর Sampurnanand Sanskrit University -তে Vedic-3D মিউজিয়াম স্থাপন করার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার
■ 5. বিশ্ব বধির শ্যুটিং চ্যাম্পিয়নশিপে Anuya Prasad গোল্ড মেডেল জিতলেন 
■ 6. কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লীতে AgriSURE স্কিম লঞ্চ করলেন
■ 7. রাজস্থানের আজমীর জেলায় "Vishanu Yuddh Abhyas" নামক মক ড্রিলের আয়োজন করলো National One Health Mission (NOHM)
■ 8. 4700 কোটি টাকার বিনিময়ে GIC Re -এর 6.78% মালিকানা বিক্রি করতে চলেছে অর্থ মন্ত্রক 
■ 9. IIT দিল্লী আবুধাবি ক্যাম্পাসের উদ্বোধন করলেন আবুধাবির ক্রাউন প্রিন্স Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan
■ 10. প্যারালিম্পিক 2024 -এর হাই-জাম্প ইভেন্টে Sharad Kumar এবং Mariyappan Thangavelu যথাক্রমে সিলভার এবং ব্রোঞ্জ পদক জিতলেন  




03/09/2024

■ 1. IT এবং IT enabled service হাবের জন্য 33,500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে উত্তর প্রদেশ সরকার 
■ 2. বার্ষিক রেভিনিউ 10 লক্ষ কোটি টাকা অতিক্রম করে যাওয়া প্রথম ভারতীয় কোম্পানির তকমা পেলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
■ 3. 125 টি ইন্ডিক ভাষায় Google DeepMind এর Morni AI লঞ্চ হতে চলেছে 
■ 4. পশ্চিমবঙ্গের বিধানসভায় ঐতিহাসিক অ্যান্টি-রেপ 'Aparajita' বিল পাশ হলো 
■ 5. 2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ বাড়িয়ে 7% নির্ধারণ করলো বিশ্ব ব্যাঙ্ক 
■ 6. ইম্প্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য Bisleri এবং গোয়া সরকার জোটবদ্ধ হলো 
■ 7. Bharath Sesha কে ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো Philips
■ 8. ফাইনালে মোহন বাগান সুপার জায়ান্ট কে হারিয়ে ডুরান্ড কাপ খেতাব জিতলো নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব 
■ 9. প্যারালিম্পিক 2024 -এ শীতল দেবী ও রাকেশ কুমার জুটি মিক্সড আর্চারি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলো 
■ 10. প্যারালিম্পিক 2024 এ সুমিত আন্তিল জ্যাভলিন নিক্ষেপে এবং ব্যাডমিন্টনে নীতেশ কুমার গোল্ড মেডেল জিতলেন




02/09/2024

★ 1. 7ম Rashtriya Poshan Maah 2024 লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী 
★ 2. ভারতীয় সুপ্রিমকোর্টের 75 বছর উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Commemorative Stamp প্রকাশ করলেন 
★ 3. Indian Oil Corporation Ltd. (IOCL) -এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন ভি সতীশ কুমার 
★ 4. এয়ার স্টাফের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল Tejinder Singh
★ 5. বিহারের রাজগীর 2024 ওমেন'স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করতে চলেছে 
★ 6. প্যারালিম্পিক 2024 এ মহিলাদের 10m এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতলো Rubina Francis
★ 7. প্রথম ভারতীয় মহিলা হিসেবে এথলেটিক্সে দুটি প্যারালিম্পিক মেডেল জিতে ইতিহাস গড়লেন Preethi Pal 
★ 8. প্রতিবছর 1 থেকে 7 ই সেপ্টেম্বর National Nutrition Week পালিত হয় 
★ 9. এয়ার মার্শাল Ashutosh Dixit সেন্ট্রাল এয়ার কমান্ড -এরএয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব নিলেন  
★ 10. নতুন দিল্লীতে অনুষ্ঠিত ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী






01/09/2024

● 1. Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) আয়ুষ্মান খুরানা এবং নীরাজ চোপড়া কে ইয়ুথ আইকন অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত করলো 
● 2. রাজগীরে স্পোর্টস ইউনিভার্সিটির উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 
● 3. ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী তাদের প্রথম কমিক বুক সিরিজ লঞ্চ করলো 
● 4.  ইনোভেটিভ 'Holiday Heist' ক্যাম্পেইনের জন্য কেরল পর্যটন PATA Gold আওয়ার্ড 2024 জিতলো 
● 5. অবসর প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ড: মনসুখ মান্ডভিয়া 'RESET' প্রোগ্রাম লঞ্চ করলেন 
● 6. মহিলাদের জন্য কাজের জায়গায় সুরক্ষা বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী SHe-Box পোর্টাল লঞ্চ করলেন 
● 7. নিউজিল্যান্ডের Māori King 18 বছর রাজত্বের পর 69 বছর বয়সে প্রয়াত হলেন 
● 8. Hurun India Rich তালিকা 2024 এ এশিয়ার 'Billionaire Capital' -এর তকমা পেলো মুম্বাই 
● 9. ফাইনালে নেপালকে হারিয়ে SAFF U-20 চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব জিতলো বাংলাদেশ
● 10. হরিয়ানা চেস এসোসিয়েশন দ্বারা আয়োজিত 61 তম ইন্ডিয়ান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতলেন Karthik Venkataraman