মাসিক কারেন্ট আফফায়ার্স আগস্ট 2024
মাসিক কারেন্ট আফফায়ার্স আগস্ট 2024
*********************
31/08/2024
■ 1. প্যারালিম্পিক 2024 -এ মহিলাদের 10m এয়ার রাইফেল স্ট্যান্ডিংয়ে Mona Agrawal ব্রোঞ্জ পদক জিতলেন
■ 2. Dhulikhel নেপালের প্রথম ‘Healthy City’ এবং এশিয়ার দ্বিতীয় Healthiest City -র তকমা পেলো
■ 3. Tourism & Hospitality Skill Council (THSC) এবং Visa নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করলো
■ 4. দশটি দেশের Humanitarian Crises -এর জন্য $100 মিলিয়ন অর্থ বরাদ্দ করলো UN
■ 5. মাস্টারকার্ড সম্প্রতি ভারতে Payment Passkey Service চালু করলো
■ 6. চারটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ NHPC, Solar Energy Corporation of India (SECI), Railtel Corporation of India (RCIL), এবং Satluj Jal Vidyut Nigam (SJVN) নবরত্ন -এর স্ট্যাটাস পেলো
■ 7. ডিফেন্স পেনশনউপভোক্তা ও তাদের পরিবারের জন্য ভারতীয় সেনাবাহিনী Project NAMAN লঞ্চ করলো
■ 8. স্প্যানিশ নৌ-জাহাজ Atalaya এর সাথে Maritime Partnership Exercise (MPX) সম্পন্ন করলো ভারতের INS Tabar
■ 9. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য UCO Bank এবং Cent Bank Home Finance Ltd -এর উপর ফাইন চাপালো RBI
■ 10. ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিলেন IAS অফিসার Dr. T.V. Somanathan, এর আগে এই পদে ছিলেন Rajiv Gauba
30/08/2024
◆ 1. US-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম তৃতীয় India-US Defense Acceleration Ecosystem (INDUS-X) সামিটের ঘোষণা করল
◆ 2. Ice shelf মেলটিংয়ের হার পরিমাপ করতে NASA ইঞ্জিনিয়ার্স underwater robot probes তৈরি করতে চলেছে
◆ 3. Vistara-Air India মার্জারের জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পেলো
◆ 4. Infosys এবং NVIDIA জোটবদ্ধ হলো জেনারেটিভ AI সলিউশন নির্মাণের জন্য
◆ 5. প্যারালিম্পিক 2024 -এর 10 m এয়ার রাইফেল ইভেন্টে প্যারা শ্যুটার অভনী লেখারা গোল্ড মেডেল জিতলেন
◆ 6. পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারত এবং মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর করলো
◆ 7. Colombo Security Conclave -এর ফাউন্ডিং ডকুমেন্ট স্বাক্ষর করলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল
◆ 8. ক্রিটিক্যাল মিনারেল কো-অপারেশন -এর জন্য US এবং পেরু নিজেদের মধ্যে চুক্তি মজবুত করলো
◆ 9. দেশীয় পদ্ধতিতে প্রথম নির্মিত পলিউশন কন্ট্রোল ভ্যাসেল 'Samudra Pratap' গোয়াতে লঞ্চ করা হলো
◆ 10. মহারাষ্ট্রে Vadhvan পোর্ট উদ্বোধন এবং Global Fintech Fest -এর সম্ভাষণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
29/08/2024
★ 1. Fatemeh Mohajerani কে প্রথম মহিলা সরকারী স্পোকসপার্সন পদে নিযুক্ত করলো ইরান
★ 2. জয়েন্ট রাশিয়ান-ইন্ডিয়ান কমিশনের দ্বিতীয় মিটিং রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হলো
★ 3. PRAGATI -এর 44 তম সংস্করণ -এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 4. জাপানের Kyushu দ্বীপপুঞ্জে টাইফুন Shanshan -এ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি করলো
★ 5. ইংল্যান্ডের প্রখ্যাত T-20 ব্যাটসম্যান ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন
★ 6. প্রতিবছর 29 শে আগস্ট International Day Against Nuclear Tests পালিত হয়, এছাড়াও এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালিত হয়
★ 7. রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সতীশ কুমারকে নিযুক্ত করা হলো
★ 8. ভারতীয় শ্যুটার মানু ভাকেরের নামে গোয়ালিয়রে 10 মিটার এয়ার পিস্তল শ্যুটিং রেঞ্জের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditay Scindia
★ 9. ফিশারিতে কো-অপারেটিভ ম্যানেজমেন্ট বাড়াতে ICAR-CIFE এবং VAMNICOM চুক্তি স্বাক্ষর করলো
★ 10. নাসার লুনার স্পেসসুটে 4G টেকনোলজি আনতে Axiom Space এবং Nokia জোটবদ্ধ হলো
28/08/2024
■ 1. Mpox -এর জন্য দেশীয় পদ্ধতিতে RT-PCR টেস্ট কিট তৈরি করলো ভারত
■ 2. ICC ইমার্জিং এশিয়া ব্যাঙ্কিং কনক্লেভে Jana Small Finance ব্যাংক 4 টি পুরস্কার জিতলো
■ 3. রাজস্থান এবং মধ্যপ্রদেশ 'Shri Krishna Gaman Path' নির্মাণ করতে চলেছে
■ 4. পাঞ্জাবের পাঁচ বছর বয়সী Teghbir Singh সম্প্রতি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলো
■ 5. গ্লোবাল ই-কমার্স জায়ান্ট Amazon সম্প্রতি ভারতে AI চালিত conversational shopping assistant 'Rufus' লঞ্চ করলো
■ 6. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হিসেবে জয় শাহ কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন Greg Barclay
■ 7. ইজিপ্ট ইন্টারন্যাশনাল এয়ারশো তে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার Sarang Helicopter Display Team
■ 8. অলিম্পিক সাইকেল আরোহী Daniela Chirinos 51 বছর বয়সে প্রয়াত হলেন
■ 9. টাটা AIA লাইফ ইন্সুরেন্স সম্প্রতি 'Sampoorna Raksha Promise' লঞ্চ করলো
■ 10. 'Unified Lending Interface' -এর সূচনা করলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্ণর শক্তিকান্ত দাস
27/08/2024
◆ 1. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিহারে একটি উন্নত afforestation initiative "Aranya" লঞ্চ করলো
◆ 2. স্পাইস এক্সপোর্ট এবং উৎপাদন বাড়াতে স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া SPICED (Sustainability in Spice Sector through Progressive, Innovative) স্কিম লঞ্চ করলো
◆ 3. ইফেক্টিভ পাবলিক Grievance Redressal এর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার
◆ 4. João Bernardo Vieira II এবং Sidharth Srivastava ও Namit Bajoria কে 24 তম আন্তর্জাতিক মাদার টেরেজা সম্মানে সম্মানিত করা হলো
◆ 5. Piramal Enterprises Limited -এর সাবসিডিয়ারি Piramal Finance এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো
◆ 6. উদয়পুরে GST ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
◆ 7. U-15 জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ 2024 -এ মহিলা একক খেতাব জিতলেন Tanvi Patri
◆ 8. প্রতিবছর 25 - 29 শে আগস্ট World Water Week পালিত হয়, এবছরের থিম - 'Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future'
◆ 9. মালদ্বীপে অনুষ্ঠিত এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারতীয় দল সিলভার পদক জিতলো
◆ 10. Sindhu Gangadharan কে National Association of Software and Service Companies (Nasscom) -এর নতুন চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হলো
26/08/2024
■ 1. দ্বিতীয় ভারত-সিঙ্গাপুর মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল বৈঠক সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে
■ 2. নিউ পেনশন স্কিমের পরিবর্তে ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পেতে চলেছে 23 লক্ষ সরকারী কর্মচারী
■ 3. 1 লক্ষ নতুন 'Lakhpati Didis' -এর মধ্যে সার্টিফিকেট বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 4. 5 বছরের জন্য Lok Janshakti Party -এর প্রেসিডেন্ট হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী Chirag Paswan কে নিযুক্ত করা হলো
■ 5. কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে নতুন 5 টি জেলা গঠনের ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
■ 6. ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) -এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে সঞ্জীব রায়নাকে নিযুক্ত করা হলো
■ 7. ম্যাক্স ভার্সটাপ্পনকে হারিয়ে Dutch Grand Prix 2024 খেতাব জিতলেন Lando Norris
■ 8. জাতীয় মহাকাশ দিবসের উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 'Sapno ki Udaan' নামক ই-ম্যাগাজিন লঞ্চ করলেন
■ 9. ভারত সম্প্রতি বিশ্বের প্রথম মোবাইল হাইব্রিড রকেট 'RHUMI-1' লঞ্চ করলো
■ 10. মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্টে মেজর সাস্টেনেবল ড্রাইভ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল
25/08/2024
★ 1. সরকারি কর্মচারীদের জন্য Unified Pension স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
★ 2. ভারতে 500 KTA বায়ো-ইথিলিন প্লান্ট স্থাপন করতে চলেছে GAIL এবং Petron
★ 3. CEAT ক্রিকেট আওয়ার্ড 2024 -এ আন্তর্জাতিক ক্রিকেটার অফ দি ইয়ার হলেন রোহিত শর্মা, ODI ব্যাটার অফ দি ইয়ার হলেন বিরাট কোহলি এবং লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড পেলেন রাহুল দ্রাবিড়
★ 4. Tarun Chugh -এর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম "Modi's Governance Triumph: Reshaping India's Path to Prosperity"
★ 5. National Association of Software and Service Companies (NASSCOM) -এর প্রেসিডেন্ট-ডেজিগনেট পদে Rajesh Nambiar কে নিযুক্ত করা হলো
★ 6. জার্মানির অধিনায়ক Ilkay Gundogan আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন
★ 7. CSIR -এর প্রাক্তন ডিরেক্টর-জেনারেল Girish Sahni 68 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন
★ 8. AI-চালিত ফেস ম্যাচ ফিচার যুক্ত করে নিজেদের সিকিউরিটি বাড়ালো এয়ারটেল পেমেন্টস ব্যাংক
★ 9. প্যারিস প্যারালিম্পিক 2024 -এর Chef de Mission পদে Satya Prakash Sangwan কে নিযুক্ত করা হলো
★ 10. এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে M Suresh কে নিযুক্ত করা হলো
24/08/2024
◆ 1. প্রখ্যাত টেনিস খেলোয়াড় ও ফেডেরারের প্রাক্তন কোচ Peter Lundgren 59 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 2. ভারতের স্টার ব্যাটসম্যান শেখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন
◆ 3. বিগত 45 বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
◆ 4. সোলার ইউনিটকে ফাইন্যান্স সাপোর্ট দিতে টাটা পাওয়ার সোলার সিস্টেম এবং ICICI ব্যাংক জোটবদ্ধ হলো
◆ 5. Global Property Price ইনডেক্স 2024 -এ মুম্বাই দ্বিতীয় ও নতুন দিল্লী তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে আছে ম্যানিলা
◆ 6. ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন মাঝি রাজ্যের মেয়েদের সাহায্যার্থে সম্প্রতি সুভদ্রা স্কিম লঞ্চ করলেন
◆ 7. মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পোস্ট 'Deen Dayal SPARSH Yojana' লঞ্চ করলো
◆ 8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সরকারকে চারটি BHISHM (Bharat Health Initiative for Sahyog Hita and Maitri) ঘনক উপহার হিসেবে প্রদান করলো
◆ 9. বন্ধন ব্যাংক মহিলাদের জন্য Avni Savings Account লঞ্চ করলো
◆ 10. Goldman Sachs ভারতের 2024 এবং 2025 এর GDP গ্রোথ কমিয়ে 6.7% ও 6.4% নির্ধারণ করলো যথাক্রমে
23/08/2024
■ 1. কর্ণাটকের BR Hills -এ সাউথ ইন্ডিয়ান আদিবাসী নলেজ সেন্টার লঞ্চ হতে চলেছে
■ 2. তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষণাও নতুন দিল্লীতে 'Create In India Challenge-Season One’ লঞ্চ করলেন
■ 3. ভারত সরকার, Department of Administrative Reforms and Public Grievances (DARPG) এবং পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো
■ 4. 89.49 m জ্যাভলিন থ্রো করে Lausanne Diamond League -এ দ্বিতীয় স্থান অধিকার করলো নীরাজ চোপড়া
■ 5. মিনিস্ট্রি অফ কর্পোরেট আফফায়ার্স এর সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন IAS অফিসার Deepti Gaur Mukherjee
■ 6. ভারত ও ডেনমার্কের মধ্যে গ্রীন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য বারাণসীতে Smart Laboratory on Clean Rivers (SLCR) তৈরি হতে চলেছে
■ 7. প্রথম মহিলা রেসার হিসেবে MRF Indian National Car Racing Championship 2024 জিতলেন পুনের Diana Pundole
■ 8. হেল্থকেয়ার ওয়ার্কার সেফটির উপর 14-সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
■ 9. এই প্রথমবার 23 শে আগস্ট ভারতে জাতীয় মহাকাশ দিবস পালিত হলো
■ 10. Flipkart এর Supply Chain Operations Academy এবং Ministry of Skill Development and Entrepreneurship এর মধ্যে চুক্তি এক্সচেঞ্জ করা হলো
22/08/2024
★ 1. রাশিয়ান তেলের শীর্ষ আমদানিকারক দেশ হিসেবে চীনকে অতিক্রম করলো ভারত
★ 2. PhonePe সম্প্রতি UPI -এর উপর Credit Line লঞ্চের ঘোষণা করল
★ 3. নতুন দিল্লীতে 24 তম Handicrafts Export Awards অনুষ্ঠানের আয়োজন করলো Export Promotion Council for Handicrafts (EPCH)
★ 4. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) এবং MSME মন্ত্রক, ডিপার্টমেন্ট অফ পোস্টের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করলো
★ 5. ইউনিয়ন মিনিস্ট্রি অফ পাওয়ার সম্প্রতি তিনটি অনলাইন প্লাটফর্ম PROMPT, DRIPS এবং JAL VIDYUT DPR লঞ্চ করলো
★ 6. ভারতীয় সেনাবাহিনী একটি হেভি ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারার BEML Ltd -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো
★ 7. Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) -এর সেক্রেটারি পদে অমরদ্বীপ সিং ভাটিয়াকে নিযুক্ত করা হলো
★ 8. বিশ্বস্ত ব্যবহারকারীদের মধ্যে সিকিউর পেমেন্টের জন্য 'UPI Circle' লঞ্চ করলো NPCI
★ 9. North East Small Finance Bank (NESFB) এর সাথে Slice সংস্থার মার্জ হওয়ার মান্যতা দিলো National Company Law Tribunal (NCLT)
★ 10. Paytm এর entertainment and ticketing বিজনেসকে ₹2,048 কোটি টাকা অর্থের বিনিময়ে কিনে নিলো Zomato
21/08/2024
● 1. দুই দিন ব্যাপী ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রিজিওনাল কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে
● 2. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হতে চলেছেন BCCI সেক্রেটারি জয় শাহ
● 3. দেশ জুড়ে National Handloom Development Programme এবং Raw Material Supply Scheme -এর বাস্তবায়ন করতে চলেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল
● 4. Thermal (PROMPT) প্রজেক্টের অনলাইন মনিটরিং -এর জন্য পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার
● 5. নতুন কেন্দ্রীয় হোম সেক্রেটারি পদের দায়িত্ব নিতে চলেছেন সিনিয়র IAS অফিসার গোবিন্দ মোহন, এর আগে এই পদে ছিলেন গোবিন্দ মোহন ভাল্লা
● 6. প্রথম প্রাইভেট স্পেসওয়াক হিসেবে ইতিহাস গড়তে চলেছে SpaceX এর Polaris Dawn মিশন
● 7. T20 বিশ্বকাপ 2024 বাংলাদেশের পরিবর্তে UAE তে অনুষ্ঠিত হবে বলে ঠিক করলো ICC
● 8. সম্প্রতি Jannik Sinner পুরুষ একক বিভাগে এবং Aryna Sabalenka মহিলা একক বিভাগে Cincinnati ওপেন খেতাব জিতলেন
● 9. দ্বিতীয় বছরের জন্য শীর্ষস্থানীয় Central Banker হিসেবে সম্মান পেলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস
● 10. Brand Finance এর Global Food & Drinks Report 2024 অনুযায়ী Amul শীর্ষস্থান অধিকার করলো
20/08/2024
■ 1. বিশ্বের প্রবীণতম ব্যক্তি স্পেনের Maria Branyas Morera সম্প্রতি 117 বছর বয়সে প্রয়াত হলেন
■ 2. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Dr. Kalaignar M. Karunanidhi -এর স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে Centenary Commemorative Coin প্রকাশ করলেন
■ 3. গত 19 শে আগস্ট World Humanitarian Day পালিত হলো
■ 4. নতুন দিল্লীতে ভারত ও জাপানের মধ্যে 2+2 মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন হতে চলেছে
■ 5. ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল 59 বছর বয়সে প্রয়াত হলেন
■ 6. নেপাল ভারতকে প্রায় 100 MW ইলেক্ট্রিসিটি রপ্তানি করতে চলেছে
■ 7. 2047 এর মধ্যে Viksit Bharat -এর লক্ষ্যপূরণের জন্য আয়োজিত উচ্চস্তরীয় মিটিংয়ের সভাপতিত্ব করলেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
■ 8. Employees’ State Insurance Corporation (ESIC) -এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন শ্রী অশোক কুমার সিং
■ 9. 'Rising Rajasthan' ইনভেস্টমেন্ট সামিট 2024 -এর আগেই রাজস্থান প্রায় Rs 5.21 লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেলো
■ 10. Sri City তে 3683 কোটি টাকার অর্থের 16 টি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট উদ্বোধন এবং চুক্তি স্বাক্ষর করলেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু
19/08/2024
★ 1. মিনিস্টার অফ স্টেট ভাগীরথ চৌধুরী Digital Geo-Spatial প্লাটফর্ম এবং Krishi-Decision সাপোর্ট সিস্টেম লঞ্চ করলেন
★ 2. কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল Green Tug Tnasition প্রোগ্রামের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লঞ্চ করলেন
★ 3. কৃষকদের সশক্তিকরণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান AI চালিত ন্যাশনাল পেস্ট সারভেলেন্স সিস্টেম লঞ্চ করলেন
★ 4. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু Fiji, New Zealand এবং Timor Leste সহ তিন দেশীয় সফর শেষ করলেন
★ 5. অডিটিং এক্সপারটাইজ এক্সচেঞ্জ করতে ভারতের CAG এবং উজবেকিস্তানের চেম্বার অফ একাউন্টস চুক্তি স্বাক্ষর করলো
★ 6. ন্যাশনাল ইনস্টিটিউট ফর MSME, হায়দ্রাবাদ কে 'UTKRISHT' Accreditation সার্টিফিকেট প্রদান করা হলো
★★7. রত্নাগিরির Rock Arts কে 'Protected Monuments' হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার
★ 8. রাজ্যের যুব উদ্যোগতাদের সাহায্যার্থে উত্তর প্রদেশ সরকার 'MYUVA' স্কিম লঞ্চ করলো
★ 9. রাজস্থানের জয়সলমীরে দেশীয় পদ্ধতিতে তৈরি MP-ATGM (Man Portable Anti-Tank Guided Missile) -এর সফল পরীক্ষণ করলো DRDO
★ 10. ভারতীয় নেভীর P-8I Fleet কে সাপোর্ট দিতে Boeing এবং AIESL জোটবদ্ধ হলো
18/08/2024
■ 1. সেন্ট্রাল এন্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের 28 তম কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো
■ 2. ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের উপর সহযোগিতা প্রমোট করতে ভারত এবং USA চুক্তি স্বাক্ষর করলো
■ 3. তিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্ট লিমিটেড (TIAL) সম্প্রতি Greentech প্রদত্ত সম্মানীয় 'Pollution Control Waste Management & Recycling Award 2024' পেলো
■ 4. 2029 এর মধ্যে ভারত লাইট কমব্যাট এয়ারক্রাফট (LCA) Mark 2 ফাইটার জেটস উৎপাদন শুরু করতে চলেছে
■ 5. প্রাকৃতিক ফার্মিং কে প্রমোট করতে হিমাচল প্রদেশ সরকার 'HIM-UNNATI' স্কিম লঞ্চ করলো
■ 6. তামিলনাড়ুর Nanjarayan ও Kazhuveli পক্ষী অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশের তাওয়া রিজার্ভার রামসার স্থান হিসেবে মান্যতা পেলো
■ 7. অফশোর মিনারেল এক্সপ্লোরেশন এবং প্রোডাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার অফশোর এরিয়াস মিনারেল ট্রাস্ট রুলস 2024 -এর সূচনা করলো
■ 8. IIT মাদ্রাসে সেন্টার অফ ওয়াটার টেকনোলজি স্থাপনের জন্য ভারত এবং ইজরায়েল জোটবদ্ধ হলো
■ 9. স্টিল প্রোডাক্টের MSME এক্সপোর্ট বুস্ট করতে EEPC India এবং ISSDA চুক্তি স্বাক্ষর করলো
■ 10. IRCTC এবং NCRTC জোটবদ্ধ হয়ে 'One India – One Ticket' ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে
17/08/2024
● 1. একনাথ শিন্দে পরিচালিত মহারাষ্ট্র সরকার আজ 'Mukhyamantri Majhi Ladki Bahin Yojana' লঞ্চ করলো
● 2. লোকসভা স্পিকার ওম বিড়লা 2024-25 -এর জন্য ছয়টি নতুন পার্লামেন্টরি কমিটি গঠনের ঘোষণা করলেন
● 3. IRS অফিসার রাহুল নবীনকে Enforcement Directorate (ED) -এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
● 4. থাইল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Paetongtarn Shinawatra
● 5. মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তদন্ত করতে UN Human Rights -এর একটি দল বাংলাদেশ সফরে আসতে চলেছে
● 6. Tamilnad Mercantile ব্যাংক -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Salee Sukumaran Nair কে নিযুক্ত করা হলো
● 7. পশ্চিমবঙ্গ ও বিহারে 2962 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
● 8. 70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি সিনেমা হল Gulmohar, সেরা তামিল সিনেমা - Ponniyin Selvan Part - 01, তেলেগু সিনেমা - Karthikeya 2 এবং সেরা বাংলা সিনেমা হলো - কাবেরী অন্তধার্ন
● 9. NIRF সূচী 2024 এ IIT মাদ্রাস ষষ্ঠবারের জন্য সমস্ত ক্যাটাগরি মিলিয়ে শীর্ষস্থান অধিকার করলো
● 10. কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং George Kurian সম্প্রতি 'Jiyo Parsi Scheme Portal' এবং 'Haj Application 2025' লঞ্চ করলেন
16/08/2024
■ 1. অগ্নি মিসাইলের জনক Dr. Ram Narain Agarwal সম্প্রতি 84 বছর বয়সে প্রয়াত হলেন
■ 2. জল শক্তির কেন্দ্রীয় মন্ত্রী C.R. Patil FloodWatch India 2.0 নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন
■ 3. ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ষষ্ঠ মেরিটাইম ডায়ালগ এবং 14 তম কাউন্টার-টেরোরিজম মিটিং সম্পন্ন হলো
■ 4. ET World Leaders ফোরামের মুখ্য অতিথি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 5.দক্ষিণ কোরিয়াতে US পরিচালিত United Nations Command -এ সম্প্রতি যোগদান করলো জার্মানি
■ 6. সুইডেনে mpox Clade I ভ্যারিয়েন্টের প্রথম কেস রেজিস্টার করা হলো
■ 7. L&T Finance Ltd ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে NBFC-ICC স্ট্যাটাস অর্জন করলো
■ 8. তৃতীয় Voice of Global South সামিট হোস্ট করতে চলেছে ভারত
■ 9. খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার মাসিক রেডিও প্রোগ্রাম 'Kisan Ki Baat' প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে
■ 10. 70 তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা সিনেমা - Aattam, সেরা অভিনেতা - রিশব শেট্টি (Kantara), সেরা অভিনেত্রী - Nithya Menen ও Manasi Parekh ও সেরা ডিরেক্টর - Sooraj Barjatya
15/08/2024
★ 1. ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO সম্প্রতি লং রেঞ্জ গ্লাইড বোমা 'GAURAV' -এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো
★ 2. অ্যান্টি-ডোপিং বিধি ভাঙার জন্য প্যারা শাটলার প্রমোদ ভগতকে সাসপেন্ড করা হলো
★ 3. 78 তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 103 টি গ্যালান্টারি অ্যাওয়ার্ড প্রদান করলেন
★ 4. নেপালের মুনাল স্যাটেলাইট লঞ্চে সাহায্য করতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং NewSpace India Limited চুক্তি স্বাক্ষর করলো
★ 5. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং সম্প্রতি 'Amrit Gyan Kosh' এবং 'Faculty Development' পোর্টাল লঞ্চ করলেন
★ 6. ভারতীয় বায়ু সেনা, মালয়েশিয়ান এয়ার ফোর্সের সাথে সফলভাবে অনুশীলন 'Udara Shakti 2024' সম্পন্ন করলো
★ 7. Axis ব্যাংক এবং Visa ভারতে 'PRIMUS' নামক ক্রেডিট কার্ড লঞ্চ করলো
★ 8. জার্মানির TKMS -এর সাহায্যে মাজগাঁও ডক শিপবিল্ডার কে 6 টি সাবমেরিন তৈরির মান্যতা দিলো ভারতীয় নেভী
★ 9. আয়ুর্বেদিক রিসার্চ এবং এডুকেশনকে বুস্ট করতে Amity University -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA)
★ 10. ভারতের প্রথম 24×7 Grain ATM লঞ্চ করার জন্য ওড়িশা সরকার,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) সাথে জোটবদ্ধ হলো
14/08/2024
★ 1. SME এর উপর সহযোগিতা করতে MSME মন্ত্রক, স্মল বিজনেস এডমিনিষ্ট্রেশন (SBA) এবং USA সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো
★ 2. ডিজিটাল হেল্থ এডুকেশন চালনা করার জন্য ন্যাশনাল হেল্থ অথরিটি (NHA) এবং মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস (MUHS) -এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো
★ 3. ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের কোচ হিসেবে ভারতীয় হকি দলের স্টার গোলরক্ষক PR Sreejesh কে নিযুক্ত করা হলো
★ 4. মিনিস্ট্রি অফ স্টিলের সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন Sandeep Poundrik
★ 5. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে Rana Ashutosh Kumar Singh কে নিযুক্ত করা হলো
★ 6. Low-Altitude Economy -এর বিস্তৃতিকরণে চীন সম্প্রতি বৃহত্তম Unmanned Cargo এয়ারক্রাফটের সফল পরীক্ষণ করলো
★ 7. DVC -র কাছ থেকে 1,600 MW ক্ষমতার থার্মাল পাওয়ার প্রজেক্ট জিতলো BHEL
★ 8. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর জুলাই 2024 হলেন Gus Atkinson (পুরুষ বিভাগ) এবং Chamari Athapaththu (মহিলা বিভাগ)
★ 9. তুর্কিতে সম্প্রতি পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডারের হদিশ পাওয়া গেল
★ 10. প্রতি বছর 14 ই আগস্ট Partition Horrors Remembrance Day পালিত হয়
13/08/2024
■ 1. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল ইনস্টিটিউশনাল Ranking Framework (NIRF) প্রকাশ করলেন
■ 2. আমাজন ইন্ডিয়া এবং Gentari Green Mobility India স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা করলো
■ 3. প্রতি বছর 13 ই আগস্ট World Organ Donation দিবস পালন করা হয়, এছাড়া গত 12 ই আগস্ট World Elephant Day পালিত হলো
■ 4. ভারত এবং শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মধ্যে Mitra Shakti 2024 নামক অনুশীলন সম্পন্ন হলো
■ 5. NHPC লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন রাজ কুমার চৌধুরী
■ 6. রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যান Harivansh Narayan Singh একটি নতুন বই প্রকাশ করলেন যার শিরোনাম '75 Great Revolutionaries of India', বইটি লিখেছেন MP Bhim Singh
■ 7. প্রাক্তন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী Natwar Singh 95 বছর বয়সে প্রয়াত হলেন
■ 8. প্যারিস অলিম্পিক 2024 এ ভারত 1 টি সিলভার ও 5 টি ব্রোঞ্জ সহ 71 তম স্থানে নিজেদের সফর শেষ করলো, মেডেল তালিকার শীর্ষে রয়েছে USA (গোল্ড - 40, সিলভার - 44, ব্রোঞ্জ - 42)
■ 9. 77 তম Locarno Film Festival -এ বলিউড অভিনেতা শাহরুখ খানকে লাইফটাইম আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
■ 10. Youtube সংস্থার প্রাক্তন CEO Susan Wojcicki 56 বছর বয়সে প্রয়াত হলেন
12/08/2024
◆ 1. প্রতি বছর 12 ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়, এবছরের থিম - 'From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development'
◆ 2. ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক কাস্টমস কো-অপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো
◆ 3. ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার (ISLRTC) এবং আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) চুক্তি স্বাক্ষর করলো
◆ 4. চন্ডীগড়ের মনিমাজরাতে 24×7 ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
◆ 5. কনজিউমার ট্রাস্টকে বুস্ট করতে ভারতীয় গোল্ড সেক্টর এটির প্রথম সেলফ-রেগুলেটরি বোর্ড স্থাপন করলো
◆ 6. WTO রিপোর্ট 2023 অনুযায়ী গ্লোবাল এগ্রিকালচার এক্সপোর্টে ভারত অষ্টম স্থান ধরে রাখলো
◆ 7. ন্যাশনাল কমিশন অফ ওমেন (NCW) এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রেখা শর্মা
◆ 8. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (IUCN) -এর বিলুপ্তপ্রায় প্রজাতির Red List -এ ভারতের পশ্চিমঘাটের Neelakurinji কে অন্তর্ভুক্ত করা হলো
◆ 9. ভারতীয় বায়ু সেনা এবং মালয়েশিয়ান বায়ু সেনার মধ্যে দ্বিপাক্ষিক বায়ু অনুশীলন 'Udara Shakti 2024' সম্পন্ন হলো
◆ 10. গত 10 ই আগস্ট বিশ্ব বায়োফুয়েল দিবস পালন করা হলো
11/08/2024
● 1. আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট-08 লঞ্চের মধ্য দিয়ে 55 তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে ISRO
● 2. চতুর্থ CAVA ওমেন'স ভলিবল নেশন্স লীগ 2024 জিতলো ভারতীয় মহিলা দল
● 3. Top 10 Richest গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক 2024 তালিকায় শীর্ষস্থান অধিকার করলো US -এর Federal Reserve System
● 4. প্যারিস অলিম্পিক 2024 এর জ্যাভলিন ইভেন্টে নীরাজ চোপড়া সিলভার এবং কুস্তিতে Aman Sehrawat ব্রোঞ্জ পদক জিতলেন
● 5. ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স -এর অ্যাডিশনাল সেক্রেটারি পদে আশুতোষ অগ্নিহোত্রীকে নিযুক্ত করা হলো
● 6. পদ্মভূষণ প্রাপ্ত গান্ধীবাদী ব্যক্তিত্ব Shobhana Ranade 99 বছর বয়সে প্রয়াত হলেন
● 7. টিম চন্দ্রায়ন - 3 কে তাদের অসামান্য অবদানের জন্য Vigyan Team সম্মানে সম্মানিত করা হলো
● 8. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে চলেছেন নোবেল পুরস্কারজয়ী মহম্মদ ইউনুস
● 9. ভারতের বর্ষীয়ান নাগরিকদের জন্য 'DBS Golden Circle' ব্যাংকিং প্রোগ্রাম লঞ্চ করলো DBS ব্যাংক ইন্ডিয়া
● 10. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) -এর ম্যানেজিং ডিরেক্টর পদে রানা আশুতোষ কুমার সিংকে নিযুক্ত করা হলো
10/08/2024
■ 1. 34,000 কোটি টাকার Nalganga-Wainganga রিভার লিঙ্কিং প্রজেক্টের মান্যতা দিলো মহারাষ্ট্র সরকার
■ 2. মিনিস্ট্রি অফ টেক্সটাইল সম্প্রতি 'Kasturi Cotton Bharat' প্রোগ্রাম চালু করলো
■ 3. ₹24,657 কোটি টাকা অর্থের 8 টি নতুন রেললাইন প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
■ 4. লজিস্টিক পলিসি 2024 এর মান্যতা দিলো মহারাষ্ট্র সরকার
■ 5. লাইভ লোকেশন ট্র্যাকিং এর জন্য E-Shoes তৈরি করলো IIT-ইন্দোর
■ 6. NRI দের সাহায্য করতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে 'Punjab Help Centre' -এর উদ্বোধন করলেন পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মন
■ 7. প্যারিস অলিম্পিক 2024 এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হতে চলেছেন PR Sreejesh এবং Manu Bhaker
■ 8. বাংলাদেশ বর্ডার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভারত সরকার একটি কমিটি গঠন করলো, যার দায়িত্বে আছেন ADG, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইস্টার্ন কম্যান্ড
■ 9. প্রতি বছর 10 ই আগস্ট World Lion Day পালিত হয়
■ 10. Guru Ghasidas-Tamor Pingla নামক দেশের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভের মান্যতা দিলো ছত্রিশগড় রাজ্য সরকার
09/08/2024
★ 1. রুরাল ইন্ডিয়ার সশক্তিকরণের জন্য 'Million Designers, Billion Dreams' ইনিশিয়েটিভ লঞ্চ করলো Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY-NRLM)
★ 2. নোবেল জয়ী পদার্থবিদ Tsung-Dao Lee 97 বছর বয়সে প্রয়াত হলেন
★ 3. প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে Tan Su Shan কে নিযুক্ত করলো DBS
★ 4. সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের সদস্য হিসেবে Harish Dudani কে নিযুক্ত করা হলো
★ 5. দেশীয় পদ্ধতিতে তৈরি অ্যান্টি-কলিশন সিস্টেমের নতুন ভার্সন Kavach 4.0 চালু করতে চলেছে রেলওয়ে মন্ত্রক
★ 6. সম্প্রতি 'Har Ghar Tiranga' ক্যাম্পেইনের তৃতীয় সংস্করণ শুরু হলো
★ 7. Robert “Kelly” Ortberg কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে ঘোষণা করল Boeing
★ 8. Breastfeeding কে প্রমোট করতে পশ্চিমবঙ্গ সরকার এবং UNICEF জোটবদ্ধ হলো
★ 9. Pine Labs-owned Setu সম্প্রতি Axis ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে UPISetu লঞ্চ করলো
★ 10. Multi Commodity Exchange (MCX) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Praveena Rai কে নিযুক্ত করা হলো
08/08/2024
■ 1. SpaceX এর স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে Satellite Constellation লঞ্চ করতে চলেছে চীন, এটির নাম রাখা হয়েছে "Thousand Sails"
■ 2. 2025 অর্থবর্ষে ভারতের GDP গ্রোথ 7% থেকে 7.2% এর মধ্যে থাকবে বলে নির্ধারণ করলো Deloitte India
■ 3. ট্যাক্স পেমেন্টের জন্য UPI লিমিট 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করলো RBI
■ 4. Prime Minister’s Office -এর অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে IAS অফিসার অমিত সিং নেগীকে নিযুক্ত করা হলো
■ 5. ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখে স্ট্র্যাটেজিক মিলিটারি অনুশীলন 'Parvat Prahaar' সম্পন্ন করলো
■ 6. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে প্রয়াত হলেন
■ 7. প্রতিবছর 8 ই আগস্ট Quit India Movement বা আগস্ট ক্রান্তি দিবস পালন করা হয়
■ 8. প্রখ্যাত বায়োকেমিস্ট Govindarajan Padmanabhan কে বিজ্ঞান রত্ন পুরস্কারে সম্মানিত করা হলো
■ 9. প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাত
■ 10. প্যারিস অলিম্পিক 2024 -এ ভারতীয় পুরুষ হকি দল স্পেন কে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলো
07/08/2024
★ 1. গ্রীন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রজেক্ট নির্মাণের জন্য ভারত এবং বিশ্বব্যাংক জোটবদ্ধ হলো
★ 2. ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক এবং Edelweiss Life Partner ব্যাংকাসুরেন্স -এর জন্য জোটবদ্ধ হলো
★ 3. মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম রুখতে ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) নতুন দিল্লীতে ডিজিটাল শক্তি সেন্টার লঞ্চ করলো
★ 4. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) চেয়ারম্যান পদে Challa Sreenivasulu Setty কে নিযুক্ত করা হলো
★ 5. ওজন বিভ্রাটের কারণে প্যারিস অলিম্পিক 2024 থেকে বাদ গেলেন ভারতের কুস্তিগীর ভিনেশ ফোগাত
★ 6. মৈত্রী রিসার্চ এন্ড কালচারাল পার্টনারশিপ গ্রান্টের ঘোষণা করল অস্ট্রেলিয়ান সরকার
★ 7. নতুন দিল্লীতে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট -এ প্রথম এক্সিকিউটিভ ট্রেনিং প্রোগ্রাম শুরু করলো গতি শক্তি বিশ্ববিদ্যালয়
★ 8. আসাম রাইফেলস -এর ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল Vikas Lakhera
★ 9. SA20 লীগের ব্র্যান্ড আম্বাসাডর হলেন ভারতের প্রাক্তন উইকেট-কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক
★ 10. প্রতিবছর 7 ই আগস্ট National Handloom দিবস পালন করা হয়
06/08/2024
◆ 1. 6 দিনের জন্য ফিজি ও নিউজিল্যান্ড সফরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
◆ 2. ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স নতুন দিল্লীতে প্রথম BIMSTEC বিজনেস সামিট হোস্ট করতে চলেছে
◆ 3. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে পদত্যাগ করলেন
◆ 4. SBI জেনারেল ইন্স্যুরেন্সের সাথে চুক্তি স্বাক্ষর করে দেশের প্রথম রাজ্য হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন্সুরেন্স বাস্তবায়ন করতে চলেছে নাগাল্যান্ড
◆ 5. Fortune Global 500 তালিকায় 86 তম স্থান অধিকার করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
◆ 6. ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে Russian KAMAZ Typhoon ভেহিকেলকে অন্তর্ভুক্ত করা হলো
◆ 7. ক্রীড়া সহযোগিতার উপর ভারত এবং Saint Christopher & Nevis চুক্তি স্বাক্ষর করলো
◆ 8. মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন 'e-Sankhyiki' পোর্টাল লঞ্চ করলো
◆ 9. পঞ্চম ASEAN-India Trade in Goods Agreement (AITIGA) জয়েন্ট কমিটি মিটিং হোস্ট করলো ইন্দোনেশিয়ার জাকার্তা
◆ 10. আসামে 27,000 কোটি অর্থের সেমিকন্ডাক্টর ফেসিলিটির সূচনা করলো টাটা গ্রুপ
05/08/2024
■ 1. ফিল্ম প্রোডিউসার Janet Yang কে ফিল্ম অ্যাকাডেমীর প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত করা হলো
■ 2. পুরুষদের 100 মিটার দৌড়ে 20 বছরে প্রথম US পুরুষ হিসেবে গোল্ড মেডেল জিতলেন Noah Lyles
■ 3. এগ্রিকালচারাল ইকোনমিস্টের এর 32 তম আন্তর্জাতিক কনফারেন্স -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 4. প্যারিস অলিম্পিক 2024 -এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করতে চলেছেন ব্রোঞ্জ পদক বিজেতা Manu Bhaker
■ 5. জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে নতুন দিল্লীতে 'VIRAASAT' এক্সিহিবিশনের আয়োজন করা হলো
■ 6. বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন SSB -এর ডিরেক্টর জেনারেল দলজিত সিং চৌধুরী
■ 7. 2024 প্যারিস অলিম্পিকে প্রথমবার গোল্ড মেডেল জিতলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ
■ 8. ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 'Mukhyamantri Maiyaan Samman Yojana' লঞ্চ করলেন
■ 9. প্রখ্যাত ক্লাসিকাল নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি 83 বছর বয়সে প্রয়াত হলেন
■ 10. আটটি নতুন ন্যাশনাল হাই-স্পিড করিডোর প্রজেক্টের মান্যতা দিলো ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক আফফায়ার্স (CCEA)
04/08/2024
★ 1. গুজরাটের GTMC এর জন্য মিনিস্ট্রি অফ আয়ুষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মধ্যে $ 85 মিলিয়ন ডোনার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো
★ 2. ক্যারিবিয়ান কমিউনিটি CARICOM এর ষষ্ঠ এসোসিয়েট সদস্য হলো Curacao
★ 3. কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং GOQii স্মার্টঘড়ি লঞ্চ করলো
★ 4. পেমেন্ট ফ্রড সামলাতে Axis ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে SWIFT সম্প্রতি AI পাইলট লঞ্চ করতে চলেছে
★ 5. ভারতের প্রথম NFC কার্ড সাউন্ডবক্স লঞ্চ করলো পেটিএম
★ 6. ভারতে ড্রোন অপারেশন নিশ্চিত করতে Thales এবং Garuda এরোস্পেস চুক্তি স্বাক্ষর করলো
★ 7. ওয়াটার ম্যানেজমেন্টের জন্য GEEF গ্লোবাল ওয়াটার-টেক আওয়ার্ড 2024 জিতলো সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC)
★ 8. গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম থোরিয়াম মলটেন সল্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করতে চলেছে চীন
★ 9. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.5% নির্ধারণ করলো Ind-Ra
★ 10. গত 1 লা আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ওয়ার্ল্ড লাঙ ক্যানসার দিবস পালিত হলো
03/08/2024
■ 1. প্যারিস অলিম্পিক 2024 এ কনিষ্ঠতম রেফারি হলেন ভারতের লিউটেন্যান্ট কর্নেল Kabilan Sai Ashok
■ 2. UPI এবং NCMC সুবিধা সহ RuPay ক্রেডিট কার্ড লঞ্চ করলো RBL Bank
■ 3. ট্রাভেল এবং ট্যুরিজম ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 39 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে US
■ 4. রাজ্য স্তরের থিংক ট্যাংক Gujarat State Institution for Transformation (GRIT) গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল
■ 5. তামিল এপিগ্রাফার V. Vedachalam কে সম্মানীয় V Venkayya Epigraphy আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
■ 6. ঝাড়খণ্ডের 12 তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন Santosh Kumar Gangwar, এর আগে এই পদে ছিলেন C.P. Radhakrishnan
■ 7. কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা-সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়লো মুম্বাইয়ের 16 বছর বয়সী Jiya Rai
■ 8. IIT-দিল্লীতে Ideas4LiFE পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব
■ 9. সুদীপ্ত সেনগুপ্তর লেখা নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম 'Breaking Rocks and Barriers'
■ 10. ভারতকে হারিয়ে প্রথমবার মহিলা এশিয়া কাপ 2024 জিতলো শ্রীলঙ্কা
02/08/2024
■ 1. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলুমিনিয়াম উৎপাদক দেশ হিসেবে নজির গড়লো ভারত
■ 2. নেলসন ম্যান্ডেলা লিগাসি সাইট গুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হলো
■ 3. গ্লোবাল ট্রাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চুক্তি স্বাক্ষর করলো
■ 4. প্রাক্তন ভারতীয় ক্রিকেটের এবং কোচ Anshuman Gaekwad 71 বছর বয়সে প্রয়াত হলেন
■ 5. Yuga Yugeen Bharat Museum এর জন্য যুগান্তকারী ইভেন্ট হোস্ট করলো নতুন দিল্লী
■ 6. ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল থেকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট পেলো কাশ্মীর শহর
■ 7. IIT-খড়গপুর থেকে সম্মানীয় ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো গুগল CEO সুন্দর পিচাইকে
■ 8. রাজ্যসভার MP Parimal Nathwani নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Call of the Gir’
■ 9. প্রতিবছর 1 - 7 ই আগস্ট World Breastfeeding সপ্তাহ পালন করা হয়
■ 10. প্যারিস অলিম্পিক 2024 -এ পুরুষদের 50m রাইফেলে (3 Positions) Swapnil Kusale ব্রোঞ্জ পদক জিতলেন
01/08/2024
◆ 1. গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সম্প্রতি 'Goem Vinamulya Vij Yevjan' স্কিম লঞ্চ করলেন
◆ 2. ভারতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য $200 মিলিয়ন লোন প্রদান করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)
◆ 3. UGRO Capital এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) সম্প্রতি কো-লেন্ডিং পার্টনারশিপ গড়ে তুললো
◆ 4. ব্যাঙ্গালুরুর Insurtech স্টার্টআপ Covrzy, IRDAI এর কাছ থেকে ব্রোকিং লাইসেন্স পেলো
◆ 5. ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপরাটির (IPEF) অধীনে সাপ্লাই চেন কাউন্সিলের ভাইস-চেয়ার পদে ভারতকে নির্বাচিত করা হলো
◆ 6. UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 24 এটি নতুন সাইট অন্তর্ভুক্ত করা হলো, ভারতের মোট হেরিটেজ সাইটের সংখ্যা হল 43 টি
◆ 7. নতুন দিল্লীতে Agricultural Economists এর উপর 32 তম আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারত
◆ 8. তামিলনাড়ুর সুলারে প্রথমবার বহুদেশীয় বায়ু অনুশীলন 'Tarang Shakti 2024' হোস্ট করবে ভারত
◆ 9. Women Entrepreneurship প্রোগ্রামের সূচনা করলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC)
◆ 10. সম্প্রতি নতুন দিল্লীতে 46 তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিংয়ের সভা হোস্ট করলো ভারত