মাসিক কারেন্ট আফফায়ার্স জুলাই 2024
মাসিক কারেন্ট আফফায়ার্স জুলাই 2024
*********************
31/07/2024
■ 1. উত্তর প্রদেশ এসেম্বলি সম্প্রতি UP Prohibition of Unlawful Conversion of Religion Bill, 2024 সংশোধিত বিল পাশ করলো
■ 2. 54 তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় স্টুডেন্টরা দুটি সোনা এবং তিনটি সিলভার জিতল
■ 3. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি National Apprenticeship and Training Scheme (NATS) 2.0 পোর্টাল লঞ্চ করলেন
■ 4. RBI এর কাছে মান্যতা পেয়ে Shriram Capital অ্যাসেট রিকন্সট্রাকশন কোম্পানি (ARC) স্থাপন করতে চলেছে
■ 5. ট্রেনিং প্রটোকল বাড়াতে ভারতীয় কোস্ট গার্ড 'Suvidha Software Version 1.0' লঞ্চ করলো
■ 6. ইনভেস্টরদের জন্য AI Chatbot 'SEVA' লঞ্চ করলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)
■ 7. ভারতীয় ব্যাডমিন্টন তারকা Ashwini Ponnappa অবসরের ঘোষণা করলেন
■ 8. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) -এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব Preeti Sudan
■ 9. এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Mohsin Naqvi
■ 10. 12 তম বছরের জন্য ভারতের সবথেকে পছন্দের FMCG Brand হিসেবে নিজের স্থান ধরে রাখল Parle
30/07/2024
★ 1. প্যারিস অলিম্পিক 2024 এ মানু ভাকের এবং সরবজিত সিং জুটি 10m এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলো
★ 2. ভারতীয় জুয়েলারি মার্কেটে প্রবেশের জন্য আদিত্য বিড়লা গ্রুপ 'Indriya' নামক ব্র্যান্ড লঞ্চ করলো
★ 3. তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচন জিতে দায়িত্ব নিতে চলেছেন Nicolas Maduro
★ 4. মুম্বাইয়ের Museum of Solutions, হায়দ্রাবাদের Manam Chocolate এবং হিমাচল প্রদেশের NAAR রেস্টুরেন্ট TIME ম্যাগাজিনের 'World’s Greatest Places of 2024' -এ স্থান পেলো
★ 5. Amazon Pay, Adyen, এবং BillDesk সম্প্রতি RBI এর ক্রস-বর্ডার পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স সুনিশ্চিত করলো
★ 6. IIT-দিল্লীতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব Ideas4LiFE পোর্টাল লঞ্চ করলেন
★ 7. সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) GEEF Global WaterTech আওয়ার্ড জিতলো
★ 8. SpaceX এবং NASA খুব শীঘ্রই স্পেস এজেন্সির Crew-9 মিশন লঞ্চ করতে চলেছে
★ 9. টি-20 ফরম্যাটে পুরুষ এশিয়া কাপ 2025 হোস্ট করতে চলেছে ভারত
★ 10. প্যারিস অলিম্পিক 2024 থেকে ছিটকে যাওয়ার পর অবসর ঘোষণা করলেন ভারতের টেনিস তারকা রোহান বোপান্না
29/07/2024
■ 1. 2024 প্যারিস অলিম্পিকে India House এর উন্মোচন করলেন নীতা আম্বানি
■ 2. 3945 কোটি টাকার বিনিময়ে India Cements এর 32.7% মালিকানা কিনে নিলো UltraTech
■ 3. টোকিও তে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর
■ 4. 328 তম রাশিয়ান নৌবাহিনী দিবস উদযাপনের জন্য ভারতের INS Tabar সেন্ট পিটার্সবার্গে পৌঁছাল
■ 5. ICICI Lombard জেনারেল ইন্সুরেন্স কোম্পানির সাথে কর্ণাটক ব্যাংক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুললো
■ 6. গত 27 শে জুলাই মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস তাদের 18 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো
■ 7. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিংকে 'Lifetime Achievement Award' -এ সম্মানিত করা হলো
■ 8. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার (SIDBI) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিলেন মনোজ মিত্তল
■ 9. বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন লিউস হ্যামিল্টন
■ 10. প্রতি বছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়,
28/07/2024
● 1. প্রতি বছর 28 শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়, এবছরের থিম - 'It's Time for Action'
● 2. প্যারিস অলিম্পিক 2024 -এ প্রথম ভারতীয় হিসেবে Manu Bhaker মহিলাদের 10 m এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতলেন
● 3. প্রখ্যাত মারাঠি লেখক Father Francis D'Britto 81 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন
● 4. ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জির একটি ইউনিট কর্ণাটকের Mandya এবং Yadgiri জেলায় লিথিয়ামের উৎস খুঁজে পেলো
● 5. কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি ধানবাদে Vriksharopan Abhiyan 2024 লঞ্চ করলেন
● 6. কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং এর মতে 2031-32 সালের মধ্যে ভারতের স্থাপিত নিউক্লিয় শক্তির ক্ষমতা 8,180 MW থেকে বেড়ে 22,480 MW হতে চলেছে
● 7. রাষ্ট্রপতি ভবনের গুরুত্বপূর্ণ হল 'Durbar Hall’ এবং ‘Ashok Hall’ এর নাম পরিবর্তন করে ‘Ganatantra Mandap’ এবং ‘Ashok Mandap রাখা হলো
● 8. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সদস্য হিসেবে দ্বিতীয়বারের জন্য নীতা আম্বানিকে পুনঃনির্বাচিত করা হলো
● 9. এশিয়ার প্রথম Low-Carbon গ্রীন জিঙ্ক 'EcoZen' লঞ্চ করলো Hindustan Zinc
● 10. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু Dr. MK Shingari -এর আত্মীজীবনী প্রকাশ করলেন যার শিরোনাম 'Ek Refugee Scientist'
27/07/2024
■ 1. নীতি আয়োগের 9ম গভার্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবছরের থিম - 'Viksit Bharat@2047'
■ 2. বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে 7 টি PM MITRA (PM Mega Integrated Textile Region Apparel) পার্ক স্থাপন করতে চলেছে
■ 3. দেশের যুবদের সাহায্য করতে সংশোধিত মডেল স্কিল লোন স্কিমের সূচনা করলো কেন্দ্রীয় সরকার
■ 4. আরবান কো-অপারেটিভ ব্যাংকের ফিনান্সিয়াল হেল্থ কে উন্নত করতে PCA ফ্রেমওয়ার্ক এর সূচনা করলো RBI
■ 5. ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (IFFI) ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে নিযুক্ত করা হলো
■ 6. AI চালিত ইন্টারনেট সার্চে নতুন ভাবে পথ দেখাতে চলেছে OpenAI এর লঞ্চ করা SearchGPT
■ 7. মিনিস্ট্রি অফ স্টিল সম্প্রতি Steel Import Monitoring System’ 2.0 পোর্টাল লঞ্চ করলো
■ 8. আইজলে ভারতের 500 তম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণাও
■ 9. 13,600 কোটি টাকা অর্থের বিনিময়ে Mankind Pharma সম্প্রতি Bharat Serums and Vaccines কে কিনে নিলো
■ 10. ইন্দোনেশিয়ার প্রাক্তন উপরাষ্ট্রপতি Hamzah Haz 84 বছর বয়সে প্রয়াত হলেন
26/07/2024
★ 1. USA এর সল্ট লেক সিটি 2034 সালে শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস হোস্ট করতে চলেছে
★ 2. IIT Roorkee এবং IIT Mandir এর সাথে চুক্তি স্বাক্ষর করলো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT)
★ 3. গত 25 শে জুলাই World Drowning Prevention Day পালিত হলো
★ 4. ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর ফেজ - II এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO
★ 5. অস্ট্রেলিয়ান চালক Oscar Piastri সম্প্রতি হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলো
★ 6. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) সম্প্রতি গ্রীন ক্লাইমেট ফান্ড থেকে $215 M অর্থের ফান্ডের মান্যতা পেলো
★ 7. ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে Manolo Marquez কে নিযুক্ত করা হলো
★ 8. 'Pilot Hybrid Court' উদ্বোধনের মাধ্যমে আর্টিফিসিয়াল টেকনোলজিকে স্বাগত জানালো দিল্লী কোর্ট
★ 9. ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজকে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হলো
★ 10. ভারতের প্রথম H125 হেলিকপ্টার তৈরির জন্য Airbus এবং Tata জোটবদ্ধ হলো
25/07/2024
■ 1. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঘোষণা অনুযায়ী 2030 শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সে
■ 2. প্যারিসের Grevin Museum প্রথম বলিউড অভিনেতা হিসেবে শাহরুখ খানকে গোল্ড কয়েনে সম্মানিত করলো
■ 3. তেলেঙ্গানা সরকার সম্প্রতি যক্ষ্মা-মুক্ত মডেল 'Project Swasthya Nagaram' লঞ্চ করলো
■ 4. পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস আটকাতে অ্যান্টি-পেপার লিক বিল পাশ করালো বিহার
■ 5. মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে আজিঙ্ক নায়েক কে নির্বাচিত করা হলো
■ 6. কিউরেটর এবং লেখক Rahaab Allana কে French Arts and Letters Insignia -এ সম্মানিত করলো ফ্রেঞ্চ সরকার
■ 7. FAO রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 2020 তে ভারতে 266,000 হেক্টর অরণ্য বৃদ্ধি পেয়েছে, এই তালিকায় শীর্ষে রয়েছে চীন
■ 8. US সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে Ronald L. Rowe Jr. কে নিযুক্ত করা হলো
■ 9. United Nations Relief and Works Agency for Palestinian Refugees (UNRWA) কে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে ঘোষণার জন্য ইজরায়েলের পার্লামেন্টে বিল পাশ হলো
■ 10. এস্টোনিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Kristen Michal
24/07/2024
➤ 1. ইনস্টিটিউট অফ কষ্ট একাউন্টস অফ ইন্ডিয়া (ICMAI) এর নতুন সভাপতি হিসেবে বিভূতি ভূষণ নায়েক কে নিযুক্ত করা হলো
➤ 2. ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড তৈরির কথা ঘোষণা করল COP29 এর হোস্ট দেশ Azerbaijan
➤ 3. হেনলি পাসপোর্ট ইনডেক্সে 2024 অনুযায়ী ভারত 82 তম স্থান অধিকার করলো, শীর্ষে সিঙ্গাপুর
➤ 4. বিখ্যাত অর্থনীতিবিদ C.T. Kurien সম্প্রতি 93 বছর বয়সে প্রয়াত হলেন
➤ 5. প্রতি বছর 24 শে জুলাই জাতীয় আয়কর দিবস পালন করা হয়
➤ 6. NTPC Vidyut Vyapar নিগম লিমিটেড হরিয়ানাতে গ্রীন চারকোল প্লান্ট স্থাপন করতে চলেছে
➤ 7. সৌদি আরবে প্রথমবার আয়োজিত Olympic Esports Games 2025 এর আসর বসতে চলেছে বলে ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
➤ 8. ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী দেশের 21.71% জায়গা জুড়ে অরণ্য অবস্থান করছে
➤ 9. ফেডারেল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে KV Subramanian কে নিযুক্ত করা হলো
➤ 10. বিশ্বের প্রথম কার্বন ফাইবার দ্বারা নির্মিত হাই-স্পিড যাত্রীবাহী ট্রেন লঞ্চ করলো চীন
23/07/2024
★ 1. প্যারিস অলিম্পিক 2024 এর পর ভারতীয় হকি দলের গোলকিপার PR Sreejesh অবসর গ্রহণ করতে চলেছেন
★ 2. প্রতি বছর 22 থেকে 28 শে জুলাই পর্যন্ত শিক্ষা সপ্তাহ পালন করা হয়
★ 3. UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে $1 মিলিয়ন অনুদানের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 4. অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অভিনব বিন্দ্রা কে সম্মানীয় অলিম্পিক অর্ডারে সম্মানিত করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
★ 5. আসামের Charaideo Maidam কে উত্তর-পূর্ব ভারতের প্রথম UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হলো
★ 6. গত 22 শে জুলাই India's National Flag দিবস পালন করা হলো, এছাড়া এই দিনটিতে জাতীয় আম দিবস পালিত হলো
★ 7. মেঘালয় সরকার রাজ্যের নিজস্ব OTT প্লাটফর্ম 'Hello Meghalaya' লঞ্চ করলো
★ 8. গ্লোবাল সাউথে ইনোভেশন বুস্ট করার জন্য অটল ইনোভেশন মিশন (AIM) এবং ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) জোটবদ্ধ হলো
★ 9. IndusInd Bank সম্প্রতি Inspire Institute Of Sport এর সাথে জোটবদ্ধ হয়ে 'Wrestle for Glory' প্রোগ্রাম লঞ্চ করলো
★ 10. প্রতি বছর 23 শে জুলাই জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয়
22/07/2024
◆ 1. PwC India -এর চেয়ারপার্সন পদে দ্বিতীয় বারের জন্য সঞ্জীব কৃষ্ণান কে নির্বাচিত করা হলো
◆ 2. গুজরাট সরকার শ্রমিকদের জন্য সম্প্রতি Shramik Basera স্কিম চালু করলো
◆ 3. মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA) 'Utkrishtata ki Ore Badhte Kadam' নামক ইভেন্টের আয়োজন করলো
◆ 4. 7ম অ্যাপেক্স লেভেল নারকো-কোঅর্ডিনেশন সেন্টার (NCORD) মিটিংয়ের সভাপতিত্ব করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
◆ 5. কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি Bhusanket ওয়েব পোর্টাল এবং Bhooskhalan মোবাইল App লঞ্চ করলেন
◆ 6. MSME লোনের অফার প্রদানের জন্য Arka Fincap এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কো-লেন্ডিং পার্টনারশিপ গড়ে তুললো
◆ 7. ভারতে MotoGp এর জন্য ক্রিকেটার শিখর ধবনকে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Eurosmart
◆ 8. দক্ষিণ এশিয়ার জন্য সাব-রিজিওনাল প্রতিনিধি হিসেবে ভারতের প্রথম মহিলা প্যারালিম্পিক মেডেলিস্ট দীপা মালিককে নিযুক্ত করলো এশিয়ান প্যারালিম্পিক কমিটি
◆ 9. ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি Nguyen Phu Trong সম্প্রতি 80 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 10. পরিবেশ এবং কালচারাল হেরিটেজকে বুস্ট করতে উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি Upovan যোজনা এবং Heritage Tree Adoption যোজনা নামক দুটি স্কিম লঞ্চ করলো
21/07/2024
❏ 1. সিডনিতে সুপার কিংস একাডেমি স্থাপন করলো চেন্নাই সুপার কিংস (CSK)
❏ 2. মহিলা এশিয়া কাপের 9ম সংস্করণ 2024 শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে
❏ 3. ভারতীয় মহাকাশ বিজ্ঞানী প্রল্লাদ চন্দ্র আগারওয়াল কে Harrie Massey আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
❏ 4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট 'Thane Borivali Twin Tunnel' -এর উদ্বোধন করলেন
❏ 5. সদ্য প্রকাশিত FIFA Rankings অনুযায়ী ভারত 124 তম স্থান ধরে রাখলো
❏ 6. নতুন সেশনের জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি গঠন করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা
❏ 7. AIFF আওয়ার্ড 2024 এ পুরুষ প্লেয়ার অফ দি ইয়ার হলেন Lallianzuala Chhangte এবং মহিলা প্লেয়ার অফ দি ইয়ার হলেন Indumathi Kathiresan,
❏ 8. ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024 এ Guest of Honour হতে চলেছেন বিখ্যাত অভিনেতা রাম চরণ
❏ 9. নোবেল পুরস্কার প্রাপ্ত Rigoberta Menchú Tum কে সম্মানীয় গান্ধী ম্যান্ডেলা আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
❏ 10. গত 20 ই জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হলো, এছাড়া এই দিনটিতে International Moon Day পালিত হলো
20/07/2024
■ 1. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী A. Revanth Reddy সম্প্রতি 'Rajiv Gandhi Civils Abhayahastam' নামক স্কিম লঞ্চ করলেন
■ 2. UPSC চেয়ারম্যান মনোজ সনি নিজের পদ থেকে পদত্যাগ করলেন
■ 3. দশম আফ্রিকান দেশ হিসেবে UN ওয়াটার কনভেনশন -এ যোগদান করলো আইভরি কোস্ট
■ 4. ইউএস -এ তে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে Vinay Kwatra কে নিযুক্ত করা হলো
■ 5. বেস্ট পারফর্মিং রাজ্য হিসেবে PM SVANidhi স্কীমে শ্রেষ্ঠ স্থান অধিকার করলো মধ্যপ্রদেশ
■ 6. White-label ATM এর ফ্রি স্ট্রাকচার রিভিউ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি কমিটি স্থাপন করলো
■ 7. Bharti Airtel কে Taxnet 2.0 প্রজেক্ট আওয়ার্ড প্রদান করলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)
■ 8. চেন্নাইতে 'Classical and Quantum Communications for 6G' এর উপর একটি সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন করলেন Dr Neeraj Mittal
■ 9. বেস্ট টেকনোলজি আওয়ার্ড জিতলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ (IISR)
■ 10. 'BIS Standardization Chair Professor' প্রতিষ্ঠার জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং IISc ব্যাঙ্গালুরু চুক্তি স্বাক্ষর করলো
19/07/2024
■ 1. 35 টি ইউরোপীয় দেশের জন্য 90 দিনের ভিসা ফ্রি রেজিমের সূচনা করলো বেলারুশ
■ 2. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) কমিশনের প্রেসিডেন্ট হিসেবে Ursula von der Leyen কে পুনরায় নির্বাচিত করা হলো
■ 3. নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে ইলেকট্রনিক্স উৎপাদনে $500 বিলিয়ন অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করলো ভারত
■ 4. 2024-25 বর্ষের জন্য ভারতের GDP গ্রোথ 7% নির্ধারণ করলো FICCI
■ 5. ভয়েস-ওভার শিল্পীদের প্রশিক্ষণের জন্য NFDC এবং নেটফ্লিক্স জোটবদ্ধ হলো
■ 6. নতুন দিল্লীতে মিনিস্ট্রি অফ মাইনোরিটি আফফায়ার্স দ্বারা আয়োজিত 'Lok Samvardhan Parv' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
■ 7. ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2024 এর থিম হতে চলেছে 'The Future is Now'
■ 8. $227.9 মিলিয়ন ব্র্যান্ড ভ্যালু নিয়ে সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন 2023 এর শীর্ষস্থান অধিকার করলেন বিরাট কোহলি
■ 9. জার্মানিতে অনুষ্ঠিত একটি অনুশীলনে অংশগ্রহণের জন্য ভারতীয় নৌবাহিনীর ফ্রন্টলাইন ফ্রিগেট INS TABAR হামবার্গে পৌঁছাল
■ 10. মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA) 'Utkrishtata ki Ore Badhte Kadam' নামক ইভেন্টের আয়োজন করলো
18/07/2024
★ 1. Georges Elhedery কে সংস্থার পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো HSBC Holdings Plc
★ 2. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী Eknath Shinde সম্প্রতি রাজ্যের ছেলেদের জন্য 'Ladla Bhai Yojana' এবং মেয়েদের জন্য 'Majhi Ladki Bahin Yojana' স্কিম লঞ্চ করলেন
★ 3. 2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ নির্ধারণ 7% -এ স্থির রাখলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)
★ 4. প্রতি বছর 18 ই জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয়
★ 5. প্রখ্যাত লেখক Dr. R Balasubramaniam নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Power Within'
★ 6. পোর্ট লুইসে ভারত-মরিশাস মৈত্রী উদ্যান -এর উদ্বোধন করলেন ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী ড: এস জয়শঙ্কর
★ 7. গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের সাথে হেডকোয়ার্টার এগ্রিমেন্ট করতে চলেছে ভারত
★ 8. কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্টের অধীনে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) এবং IDFC First Bank জোটবদ্ধ হলো
★ 9. Kataragama Esala উৎসব সম্প্রতি শ্রীলঙ্কায় উদযাপিত হলো
★ 10. রাজ্যের বেকার সমস্যা সমাধানে Mukhyamantri Yuva Karya Prashikshan Yojana (Chief Minister Youth Work Training Scheme) লঞ্চ করলো মহারাষ্ট্র সরকার
17/07/2024
❖ 1. ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে Roberta Metsola কে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করা হলো
❖ 2. মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি -এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোজ সৌনিক কে নিযুক্ত করা হলো
❖ 3. এশিয়ার প্রথম হেল্থ রিসার্চ "Pre-Clinical Network Facility" ফরিদাবাদে উদ্বোধন করা হলো
❖ 4. Rwandan এর 2024 রাষ্ট্রপতি নির্বাচন জিতে দায়িত্ব নিতে চলেছেন Paul Kagame
❖ 5. 2024-25 বর্ষের জন্য ভারতের GDP গ্রোথ নির্ধারণ বাড়িয়ে 7% করলো IMF
❖ 6. 24 ঘন্টার মধ্যে 11 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করে নতুন গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো ইন্দোর
❖ 7. অগ্নিবীরদের জন্য 10% চাকরিতে সংরক্ষণ এবং ₹60,000 সাবসিডির ঘোষণা করল হরিয়ানা সরকার
❖ 8. সম্প্রতি উত্তরাখণ্ডে Harela উৎসব উদযাপন শুরু হলো
❖ 9. কাজাখস্তানে অনুষ্ঠিত 35 তম ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড 2024 -এ ভারতের একজন স্টুডেন্ট গোল্ড এবং তিনজন সিলভার মেডেল জিতলো
❖ 10. বিচারপতি N Kotiswar Singh এবং বিচারপতি R Mahadevan কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
16/07/2024
★ 1. প্রথম জাতীয় টোল-ফ্রি অ্যান্টি-নারকোটিক্স হেল্পলাইন '1933' লঞ্চ করলো ভারত
★ 2. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ সফলভাবে 'Saushrutam 2024' হোস্ট করলো
★ 3. বায়োটেকনোলজি রিসার্চ এন্ড ইনোভেশন কাউন্সিল (BRIC) - THSTI সম্প্রতি SYNCHN 2024 নামক ইন্ডাস্ট্রি মিট হোস্ট করলো
★ 4. প্রথমবার UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং হোস্ট করছে ভারত
★ 5. 45 তম সায়েন্টিফিক এসেম্বলি অফ দি কমিটি অন স্পেস রিসার্চ দক্ষিণ কোরিয়ার বুসানে সম্পন্ন হলো
★ 6. মধ্যপ্রদেশের 55 টি জেলায় 'PM College Of Excellence' -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 7. দেরাদুনে রাজ্যের প্রথম পাখি গ্যালারি চালু করলো উত্তরাখন্ড সরকারের বন দপ্তর
★ 8. সিনিয়র IPS অফিসার রাজীব কুমারকে পশ্চিমবঙ্গের DGP পদে পুনর্বহাল রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
★ 9. বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ইলেকট্রিক Abra এর ট্রায়াল যাত্রা দুবাইতে শুরু হলো
★ 10. সিভিল এভিয়েশনের উপর দ্বিতীয় এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স ভারত হোস্ট করতে চলেছে
15/07/2024
■ 1. 'Hamara Samvidhan Hamara Samman’ এর দ্বিতীয় রিজিওনাল ইভেন্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে
■ 2. ট্রান্সজেন্ডার Manvi Madhu সহ আরো দুজন ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব বিহার পুলিশের সাব-ইন্সপেক্টর হয়ে ইতিহাস গড়লো
■ 3. জিও ফিনান্সিয়াল সার্ভিসকে মুখ্য ইনভেস্টমেন্ট কোম্পানি হওয়ার মান্যতা দিলো RBI
■ 4. পেটিএম পেমেন্টস ব্যাংক অরুণ বানসাল কে সংস্থার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো
■ 5. 100 মিলিয়ন ফলোয়ারেরও বেশি ফলোয়ার সহ X -এ Most Followed গ্লোবাল লিডারের তকমা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
■ 6. কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে এই নিয়ে পরপর দুবার কোপা আমেরিকা কাপ জিতলো আর্জেন্টিনা
■ 7. ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে Robert J Ravi কে নিযুক্ত করলো ভারত সরকার
■ 8. ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে এই নিয়ে চতুর্থবার ইউরো কাপ 2024 জিতলো স্পেন
■ 9. নোভাক জোকোভিচ কে হারিয়ে উইম্বলডন 2024 খেতাব জিতলেন Carlos Alcaraz, মহিলাদের একক বিভাগে এই খেতাব জিতলেন Barbora Krejčíková
■ 10. ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অফ লেজেন্ডস 2024 খেতাব জয় করলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স
14/07/2024
◆ 1. ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন
◆ 2. ভারতের প্রথম রাজ্য হিসেবে People's Biodiversity Register (PBR) প্রকাশ করল কেরল
◆ 3. IUCN এর লাল তালিকায় Ibiza Wall Lizard কে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো
◆ 4. সমস্ত মিস্ট্রাল AI মডেলের জন্য BNP Paribas এবং Mistral AI চুক্তি স্বাক্ষর করলো
◆ 5. 16 তম অর্থ কমিশন 5 সদস্যের একটি অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করলো, এটির দায়িত্বে থাকছেন পুনম গুপ্ত
◆ 6. ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের (NTEP) মুখ্য উপদেষ্টা হিসেবে বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনকে নিযুক্ত করা হলো
◆ 7. Best State in Horticulture আওয়ার্ড 2024 জিতলো নাগাল্যান্ড
◆ 8. আন্তর্জাতিক মনেটারি ফান্ড (IMF) এবং পাকিস্তানের মধ্যে $7 বিলিয়ন লোন প্রোগ্রাম স্বাক্ষরিত হলো
◆ 9. স্টার্টআপের জন্য 750 কোটি অর্থের Agri-SURE ফান্ড লঞ্চ করলো NABARD
◆ 10. Biodiversity Beyond National Jurisdiction এগ্রিমেন্টের মান্যতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
13/07/2024
■ 1. শারীরিকভাবে অক্ষম স্টুডেন্টদের জন্য ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় রাঁচিতে গড়ে তুলতে চলেছে ঝাড়খন্ড সরকার
■ 2. উত্তরপ্রদেশ আম উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
■ 3. হিন্দু, বৌদ্ধ ও জৈন স্টাডির জন্য নতুন সেন্টার চালু করতে চলেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU)
■ 4. অন্ধ্রপ্রদেশ কমিউনিটি পরিচালিত ন্যাচারাল ফার্মিং প্রোগ্রামকে Gulbenkian Prize for Humanity 2024 সম্মানে সম্মানিত করা হলো
■ 5. লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি Aalia Neelum
■ 6. প্রথম ধাপে 5000 চাকরি দেওয়ার জন্য IT Saksham Yuva স্কিমের মান্যতা দিলো হরিয়ানা মন্ত্রী পরিষদ
■ 7. ভারত সরকার খুব শীঘ্রই 'Agri Fund for Start-Ups & Rural Enterprises' লঞ্চ করতে চলেছে
■ 8. প্রতি বছর 12 ই জুলাই বিশ্ব Malala Day পালন করা হয়
■ 9. তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত অধ্যাপক K. Chockalingam কে Hans von Hentig আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
■ 10. বিহারের পূর্ব চম্পারণ জেলায় বিশ্বের বৃহত্তম রামায়ন মন্দির নির্মাণের কাজ শুরু হলো, এটির দৈর্ঘ্য 1080 ফুট এবং উচ্চতা 270 ফুট হতে চলেছে
12/07/2024
★ 1. কাউন্সিল অফ দি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর 132 তম সভাতে ভারতীয় দলের নেতৃত্ব দিলেন T.K. Ramachandaran
★ 2. মেডিক্যাল ডিভাইস তথ্যের জন্য MeDevIS নামক প্লাটফর্ম লঞ্চ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
★ 3. Raksha Rajya মন্ত্রী সঞ্জয় শেঠ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্সে GRSE Accelerated Innovation Nurturing Scheme (GAINS 2024) লঞ্চ করলেন
★ 4. পছন্দের FPI Destinations তালিকায় মরিশাস কে টপকে গেল আয়ারল্যান্ড
★ 5. কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড সম্প্রতি BSE PSU Index ফান্ড লঞ্চ করলো
★ 6. ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটি বাড়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 'Safety Ring' সিকিউরিটি ফিচার লঞ্চ করলো
★ 7. প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের পার্টনার হলো PUMA India
★ 8. রয়াল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স দ্বারা আয়োজিত Pitch Black 2024 অনুশীলনে ভারতীয় বায়ুসেনা অংশগ্রহণ করলো
★ 9. মরোক্কোতে অনুষ্টিত মৃত্তিকার উপর আন্তর্জাতিক কনফারেন্সে নতুন ওয়ার্ল্ড সয়েল হেল্থ ইনডেক্সের ঘোষণা করল UNESCO
★ 10. এবার থেকে 25 শে জুন 'Samvidhaan Hatya Diwas' পালন করবে বলে ঠিক করলো কেন্দ্রীয় সরকার
11/07/2024
■ 1. ইউরোপিয়ান স্পেস এজেন্সি সম্প্রতি প্রথমবার নতুন Ariane 6 রকেটকে সফলভাবে লঞ্চ করলো
■ 2. 25000 কোটি টাকা অর্থের 154 টি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং চুক্তি নিশ্চিত করলো উত্তরপ্রদেশ সরকার
■ 3. জৈব পণ্যের উপর ভারত এবং তাইওয়ান মিউচুয়াল রেকগনিশন চুক্তি করলো
■ 4. পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাগত জানালো কলম্বো সিকিউরিটি কনক্লেভ
■ 5. প্রতিবছর 11 ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, এবছরের থিম - Leave no one behind, count everyone
■ 6. নিউজ ব্রডকাস্টার এন্ড ডিজিটাল এসোসিয়েশনের (NBDA) প্রেসিডেন্ট পদে রজত শর্মাকে নির্বাচিত করা হলো
■ 7. Wellness ব্রান্ডের ইনভেস্টর এবং ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে যোগদান করলেন স্টার ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু
■ 8. আর্মি হসপিটালের কম্যান্ডন্ট হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল Shankar Narayan
■ 9. ICC প্লেয়ার অফ দি মান্থ ফর জুন হলেন জস্প্রীত বুমরাহ (পুরুষ দল) এবং স্মৃতি মন্দনা (মহিলা দল)
■ 10. 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় দলের মুখ্য স্পনসর হতে চলেছে আদানী গ্রুপ
10/07/2024
➥ 1. শ্রীনগরে 'Grow with the Trees' নামক প্লান্টেশন ড্রাইভ -এর আয়োজন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)
➥ 2. Haj কমিটিকে এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্ট্রি থেকে সরিয়ে মাইনোরিটি আফফায়ার্স মিনিস্ট্রিতে অন্তর্ভুক্ত করলো কেন্দ্রীয় সরকার
➥ 3. 16 তম অর্থ কমিশন 5 সদস্যের একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করলো যার মুখ্য দায়িত্বে থাকবেন Poonam Gupta
➥ 4. উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে গোবিন্দ সিং -কে পুনরায় নিযুক্ত করা হলো
➥ 5. প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতের Chef-De-Mission হিসেবে গগন নারাঙ কে পুনরায় নিযুক্ত করা হলো
➥ 6. রুরাল লাইভলিহুড জেনারেশনের জন্য CSIR এবং MSSRF চুক্তি স্বাক্ষর করলো
➥ 7. কাজাখস্তানে অনুষ্ঠিত 'Birlestik-2024' নামক যৌথ মিলিটারি অনুশীলনে আজারবাইজান সেনাবাহিনী অংশগ্রহণ করলো
➥ 8. উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'Mitra Van' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন
➥ 9. রাশিয়ার সেন্ট পিটার্সবাগে অনুষ্ঠিত হতে চলা 10ম BRICS পার্লামেন্টরি ফোরামে ভারতের নেতৃত্ব দিতে চলেছেন লোকসভা স্পিকার ওম বিড়লা
➥ 10. প্যারিস অলিম্পিক 2024 এত জন্য ভারতের পতাকা বহনকারী হতে চলেছেন পি ভি সিন্ধু এবং শরৎ কমল
09/07/2024
❑ 1. কর্পোরেট ভারতের জন্য AI Audit টুল তৈরির জন্য ICAI এবং MeitY জোটবদ্ধ হলো
❑ 2. আগামী অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার অনুশীলন হোস্ট করতে চলেছে ভারত
❑ 3. উত্তর প্রদেশে 'Ghar Ghar Solar' ইনিশিয়েটিভ লঞ্চ করলো টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড
❑ 4. জেনারেটিভ AI ইনোভেশনে ভারত পঞ্চম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে চীন
❑ 5. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিযুক্ত করা হলো
❑ 6. Dal Khalsa প্রতিষ্ঠাতা Gajinder Singh Khalsa সম্প্রতি 74 বছর বয়সে প্রয়াত হলেন
❑ 7. সংযুক্ত রাজ্যের (UK) ইতিহাসে প্রথমবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Rachel Reeves
❑ 8. শ্রেষ্ঠ এগ্রিকালচার স্টেট আওয়ার্ড ফর 2024 জিতলো মহারাষ্ট্র
❑ 9. এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়রা দুটি খেতাব জয় করলো
❑ 10. HCLTech -এর চেয়ারপার্সন Roshni Nadar Malhotra কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Chevalier de la Légion d'Honneur' -এ সম্মানিত করা হলো
08/07/2024
■ 1. 46 তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং এর জন্য Project PARI (Public Art of India) এর সূচনা করলো সংস্কৃতি মন্ত্রক
■ 2. DRDO এবং Larsen & Toubro যৌথভাবে দেশীয় পদ্ধতিতে হালকা ট্যাংক 'Zorawar' তৈরি করলো
■ 3. ইরানের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Masoud Pezeshkian
■ 4. ওয়াশিংটন ডিসি তে NATO সম্মেলন হোস্ট করলো রাষ্ট্রপতি Joe Biden
■ 5. পঙ্কজ আদভানি কে হারিয়ে এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব জয় করে নিলেন Dhruv Sitwala
■ 6. আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের সাথে $60 মিলিয়ন ফাইন্যান্সিং এগ্রিমেন্ট করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)
■ 7. ঝাড়খণ্ডের অভ্ৰ খনিকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করলো ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR)
■ 8. ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন লিউস হ্যামিল্টন
■ 9. অস্কার পুরস্কার প্রাপ্ত প্রোডিউসার SJon Landau 63 বছর বয়সে প্রয়াত হলেন
■ 10. 2024-2026 এর জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর সভাপতিত্বের দায়িত্ব নিলেন Elisa de Anda Madrazo
07/07/2024
■ 1. কলকাতা, কোকড়াঝাড়, জামশেদপুর এবং শিলং 133 তম ডুরান্ড কাপ হোস্ট করতে চলেছে
■ 2. গত 6 ই জুলাই International Day of Cooperatives পালিত হলো, এবছরের থিম - 'Cooperatives Building a Better Future for All'
■ 3. প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের 28 জন এথলিট দলের নেতৃত্ব দিতে চলেছেন নীরাজ চোপড়া
■ 4. ভারত-মঙ্গোলিয়া যৌথ মিলিটারি অনুশীলন 'Nomadic Elephant 2024' মেঘালয়ে শুরু হলো
■ 5. আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য প্রিপেড Sapphiro Forex Card লঞ্চ করল ICICI ব্যাংক
■ 6. Kallingal Plantation এর Sopna Kallingal সম্প্রতি স্পাইস (Spice) আওয়ার্ড 2024 জিতলেন
■ 7. সিদ্ধার্থ মোহান্তি কে পুনরায় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে বহাল রাখলো LIC
■ 8. 13 তম ভারত-থাইল্যান্ড মিলিটারি অনুশীলন 'MAITREE' থাইল্যান্ডে শুরু হলো
■ 9. বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতি বিশ্বাস 100 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন
■ 10. RRB -এর জন্য জন সুরক্ষা স্কিম ডিজিটালাইজ করতে NABARD এবং Online PSB Loans Limited জোটবদ্ধ হলো
06/07/2024
★ 1. মুখ্য স্পনসর হিসেবে ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের পার্টনার হলো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)
★ 2. Bajaj Auto -এর তৈরি বিশ্বের প্রথম CNG মোটরসাইকেল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকারী
★ 3. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর ₹1.32 কোটি টাকার ফাইন চাপালো RBI
★ 4. ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে নিযুক্ত করা হলো
★ 5. ওমেন এন্ত্রাপ্রিনিউরশিপ প্লাটফর্ম (WEP) এবং TransUnion CIBIL জোটবদ্ধ ভাবে ক্রেডিট এডুকেশন প্রোগ্রাম SEHER লঞ্চ করলো
★ 6. Cost of Living City Ranking 2024 রিপোর্ট অনুযায়ী ভারতের মধ্যে শীর্ষস্থান অধিকার করলো মুম্বাই, গ্লোবালি শীর্ষে রয়েছে হংকং
★ 7. 4 দিনের জন্য বাংলাদেশ সফরে গেলেন ভারতের চিফ অফ নাভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি
★ 8. সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর দশম স্থায়ী সদস্য হলো রিপাবলিক অফ বেলারুশ
★ 9. গুজরাটে 400 MW -এর সোলার পাওয়ার প্লান্ট তৈরির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ENGIE গ্রুপ লোন-চুক্তি করলো
★ 10. লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সম্প্রতি 'Jeevan Samarth' নামক এজেন্সি ট্রান্সফর্মেশন ইনিশিয়েটিভ লঞ্চ করলো
05/07/2024
■ 1. ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Keir Starmer
■ 2. কাউন্সিল অফ হেডস অফ স্টেট অফ দি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর 24 তম মিটিং কাজাখস্তানের আস্তানা তে সম্পন্ন হলো
■ 3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি স্মার্ট সিটিজ মিশনের উদ্বোধন করলেন, যেটি চলবে 31 শে মার্চ, 2025 পর্যন্ত
■ 4. অস্কার পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্য লেখক Robert Towne 89 বছর বয়সে প্রয়াত হলেন
■ 5. সাংবাদিক পীযূষ পান্ডে নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Manoj Bajpayee: The Definitive Biography'
■ 6. নতুন দিল্লীতে সম্প্রতি 'গ্লোবাল IndiaAI সামিট 2024' সম্পন্ন হলো
■ 7. কোল এন্ড মাইন্স মন্ত্রী জি কিষাণ রেড্ডি নতুন দিল্লীতে NIRMAN পোর্টাল লঞ্চ করলেন
■ 8. হায়দ্রাবাদে ওয়েপন সিস্টেম স্কুলের উদ্বোধন করলেন ভারতীয় এয়ার ফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল V R Chaudhari
■ 9. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) কাউন্সিলের সভাপতিত্ব করতে চলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী Viktor Orban
■ 10. যৌথ নদী সংযোগকারী প্রকল্পের জন্য মধ্যপ্রদেশ এবং রাজস্থান সরকার চুক্তি স্বাক্ষর করলো
04/07/2024
★ 1. প্রাক্তন R&AW প্রধান রাজিন্দার খান্নাকে অ্যাডিশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে (NSA) নিযুক্ত করা হলো
★ 2. প্রাক্তন স্পাই প্রধান Dick Schoof নতুন ডাচ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন
★ 3. শ্রী নবীন চন্দ্র ঝা কে নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো SBI জেনারেল ইন্সুরেন্স
★ 4. 112 টি জেলায় 3 মাস ব্যাপী 'Sampoornata Abhiyan' নামক ক্যাম্পেইন লঞ্চ করলো নীতি আয়োগ
★ 5. UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46 তম অধিবেশনটি নতুন দিল্লীতে হোস্ট করতে চলেছে ভারত
★ 6. প্রখ্যাত লেখক ও সক্রিয়তাবাদী ব্যক্তি P. Geetha কে K. Saraswathi Amma আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
★ 7. ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Dr. B.N. Gangadhar
★ 8. জর্ডনে অনুষ্ঠিত U-23 Asian Wrestling চ্যাম্পিয়নশিপে ভারত 19 টি মেডেল জিতলো
★ 9. নতুন দিল্লীর শাস্ত্রী ভবনে DMF Gallery -র উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি
★ 10. জেনেভাতে অনুষ্ঠিত প্রতিনিধিত্ব স্তরের মিটিংয়ে 'Colombo Process' এর সভাপতিত্ব করলো ভারত
03/07/2024
➥ 1. অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 'NTR Bharosa পেনশন' স্কিম লঞ্চ করলেন
➥ 2. আফগানিস্তানের উপর তৃতীয় ইউনাইটেড নেশন্স কনফারেন্স কাতারের দোহাতে সম্পন্ন হলো
➥ 3. ভারত এবং থাইল্যান্ডের মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন 'Maitree Exercise 2024' সম্পন্ন হলো
➥ 4. রিয়ান পরাগ এবং নীতিশ কুমার রেড্ডিকে নিজেদের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Puma India
➥ 5. প্রতিবছর 3 রা জুলাই International Plastic Bag Free দিবস পালন করা হয়
➥ 6. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) 'MSME Sahaj' নামক 15-মিনিট অনলাইন লোন সলিউশন লঞ্চ করলো
➥ 7. হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের জন্য ভারতকে পার্টনার দেশ হিসেবে ঘোষণা করলো SERA এবং Blue Origin
➥ 8. অমরাবতী তে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে এয়ার ইন্ডিয়া
➥ 9. দ্রুত ক্রস-বর্ডার রিটেইল পেমেন্টের জন্য RBI এবং ASEAN নতুন একটি প্লাটফর্ম (Project Nexus) তৈরি করতে চলেছে
➥ 10. পাওয়ার গ্রিড কর্পরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (PGCIL) নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রবীন্দ্র কুমার ত্যাগীকে নিযুক্ত করা হলো
02/07/2024
■ 1. প্রতিবছর 2 রা জুলাই World Sports Journalists দিবস পালন করা হয়, এছাড়া গত 1 লা জুলাই National Chartered Accountant দিবস পালন করা হলো
■ 2. ভারতের প্রাক্তন মিডফিল্ডার Bhupinder Singh Rawat সম্প্রতি 85 বছর বয়সে প্রয়াত হলেন
■ 3. 10 ম Leon Masters Chess চ্যাম্পিয়নশিপ জিতলেন প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ
■ 4. T. Raja Kumar -এর সভাপতিত্বে ষষ্ঠ এবং অন্তিম FATF Plenary সিঙ্গাপুরে সম্পন্ন হলো
■ 5. আর্মি স্টাফের 30 তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
■ 6. H3 রকেটের মাধ্যমে 'DAICHI - 4' নামক অ্যাডভান্সড ল্যান্ড অবজার্ভেশন স্যাটেলাইট লঞ্চ করলো জাপান
■ 7. অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন মার্সিডিজ চালক George Russell
■ 8. মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হলেন IAS অফিসার সুজাতা সৌনিক
■ 9. কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভুবন পঞ্চায়েত (ভার্সন - 4.0) এবং ন্যাশনাল ডেটাবেস ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (ভার্সন - 5.0) লঞ্চ করলেন
■ 10. মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স সম্প্রতি 'Safai Apnao, Bimaari Bhagao' ইনিশিয়েটিভ লঞ্চ করলো
01/07/2024
❐ 1. ভারতের গ্রীন হাইড্রোজেন প্রজেক্টকে সাহায্য করতে বিশ্ব ব্যাংক 1.5 বিলিয়ন লোনের মান্যতা দিলো
❐ 2. রুরাল এবং সেমি-আরবান মার্কেটের জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া "Union Premier" ব্রাঞ্চ চালু করলো
❐ 3. $ 28.6 বিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে ভারতের সবথেকে দামি ব্রান্ডের তকমা পেলো টাটা গ্রুপ
❐ 4. বর্ধিত ডেটা অ্যাকসেসের জন্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (MoSPI) eSankhyiki পোর্টাল লঞ্চ করলো
❐ 5. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর নতুন চেয়ারম্যান হিসেবে রবি আগারওয়াল কে নিযুক্ত করা হলো, এর আগে দায়িত্বে ছিলেন নীতিন গুপ্ত
❐ 6. প্রতি বছর 1 লা জুলাই গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (GST) দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবেও পালিত হয়
❐ 7. আজ থেকে চালু হলো তিনটি নতুন ক্রিমিনাল আইন Bharatiya Nyaya Sanhita, 2023, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 এবং Bharatiya Sakshya Adhiniyam, 2023
❐ 8. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Challa Sreenivasulu Setty
❐ 9. ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হিসেবে প্রাক্তন পর্তুগীজ প্রধানমন্ত্রী Antonio Costa কে নিযুক্ত করা হলো
❐ 10. 2030 সালের মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশন ধ্বংস করার জন্য $843 মিলিয়ন অর্থের NASA কন্ট্রাক্ট জিতলো SpaceX