দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য (মার্চ, 2024)

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য (মার্চ, 2024)


************************


31/03/2024

◆ 1. ASD স্টার্টআপ গুলিকে বুস্ট করতে IIM মুম্বাই এবং Starburst জোটবদ্ধ হলো
◆ 2. ষষ্ঠ Shaastra Rapid FIDE রেটেড চেস ট্যুর্নামেন্ট হোস্ট করতে চলেছে আইআইটি মাদ্রাস
◆ 3. প্রখ্যাত অস্কার জয়ী অভিনেতা Louis Gossett Jr. 87 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 4. সম্প্রতি ভারত-মোজাম্বিক-তানজানিয়ার মধ্যে ত্রিপাক্ষিক অনুশীলন IMT TRILAT 24 সম্পন্ন হলো
◆ 5. ব্যাংক অফ ইন্ডিয়ার উপর ₹564.44 কোটি টাকার পেনাল্টি চাপালো আয়কর দপ্তর
◆ 6. CEAT এর MD এবং CEO অর্নব ব্যানার্জীকে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন (ATMA) এর নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত করা হলো
◆ 7. UN এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এফোর্টের নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় এক্সপার্ট কমল কিশোর
◆ 8. S. Raman এর আত্মজীবনী প্রকাশিত হলো যার শিরোনাম 'From A Car Shed To The Corner Room & Beyond'
◆ 9. কেনিয়ার অলরাউন্ডার ক্রিকেটার Collins Obuya সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন
◆ 10. Senegalese এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন 44 বছর বয়সী Bassirou Diomaye




30/03/2024

✍ 1. Star Estate এর ম্যানেজিং ডিরেক্টর Vijay Jain সম্প্রতি Times Power Icon 2024 আওয়ার্ড জিতলো
✍ 2. নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের পরবর্তী চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর পদে Girija Subramanian কে নিযুক্ত করা হলো
✍ 3. প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে Sharfuddoula কে
ICC Elite Panel of Umpires -এ নিযুক্ত করা হলো
✍ 4. মাইক্রোসফটের Windows এবং Surface Teams এর নেতৃত্ব দিতে চলেছেন Pavan Davuluri
✍ 5. স্কুল অফ নাভাল ওসানোলজি & মেটিওরোলজি এবং ইন্ডিয়ান নাভাল মেটিওরোলজিক্যাল অ্যানালিসিস সেন্টার METOC সেমিনার 'Meghayan-24 এর আয়োজন করলো
✍ 6. অর্থনীতিতে নবজাগরণের পথিকৃৎ সাইকোলজিস্ট Daniel Kahneman 90 বছর বয়সে প্রয়াত হলেন
✍ 7. বিখ্যাত তামিল অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি দুবাইয়ের Madame Tussauds মিউজিয়ামে স্থান পেলো
✍ 8. প্রতি বছর 30 শে মার্চ International Day of Zero Waste পালিত হয়
✍ 9. ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্সের পরবর্তী চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিতে চলেছেন Bhupesh Sushil Rahul
✍ 10. স্পেস সেক্টরের এডভান্সমেন্ট বুস্ট করতে SIA-India এবং ABRASAT চুক্তি স্বাক্ষর করলো



29/03/2024

■ 1. FIH এথলেটিস কমিটির সহ-সভাপতি পদে PR Sreejesh এবং Camila Caram কে নিযুক্ত করা হলো
■ 2. রাজস্থানে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরের উদ্বোধন করা হলো
■ 3. GIFT সিটিতে NRI দের জন্য Digital US Dollar ফিক্সড ডিপোজিট লঞ্চ করলো Axis ব্যাংক
■ 4. জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি Mohammad Yousuf Wani
■ 5. সম্প্রতি গুজরাটে আদানির মেগা কপার প্লান্ট চালু হলো
■ 6. ভারতীয়-ব্রিটিশ লেখক Madhumita Murgia এর লেখা বই 'Code Dependent: Living in the Shadow of AI' সম্প্রতি Women's Prize জিতলো
■ 7. দেশ জুড়ে EV চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে HPCL এবং Tata জোটবদ্ধ হলো
■ 8. হাইব্রিড মোডে প্রথমবার 'Army Commanders' কনফারেন্স এর আয়োজন করলো ভারতীয় সেনাবাহিনী
■ 9. 537 কোটি টাকার বিনিময়ে Sonata Finance এর মালিকানার অধিকার পেলো Kotak Mahindra Bank
■ 10. ব্যাংক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিধু সাক্সেনা কে নিযুক্ত করা হলো



28/03/2024

★ 1. একই-লিঙ্গের বিবাহের মান্যতা দিতে চলেছে থাইল্যান্ড সরকার
★ 2. স্পেস সায়েন্সে যুবদের অনুপ্রাণিত করতে ইসরো START 2024 প্রোগ্রাম চালু করতে চলেছে
★ 3. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) ডিরেক্টর-জেনারেল পদে Sadanand Vasant Date কে নিযুক্ত করলেন
★ 4. লোকপালের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন Pankaj Kumar এবং Ajay Tirkey
★ 5. রিনিউইবেল প্রজেক্টের জন্য JBIC এর সাথে USD 200 মিলিয়ন লোন করলো NTPC
★ 6. 3,350 কোটি টাকার বিনিময়ে গোপালপুর পোর্টের 95% মালিকানা কিনে নিলো আদানি পোর্টস এন্ড স্পেশ্যাল ইকোনমিক জোন (APSEZ)
★ 7. ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (BPR&D) এর ডিরেক্টর-জেনারেল পদে রাজীব কুমারকে নিযুক্ত করা হলো
★ 8. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.8% নির্ধারণ করলো Morgan Stanley
★ 9. আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে চলেছেন Simon Harris
★ 10. ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (NDRF) দায়িত্ব নিলেন পীযুষ আনন্দ




27/03/2024

➤ 1. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) ডিরেক্টর পদে Hansha Mishra কে নিযুক্ত করা হলো
➤ 2. বক্সিং সাব-জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো হরিয়ানা
➤ 3. গুজরাটের রাজ্য প্রতিমন্ত্রী Praful Pansheriya সুরাটে অনলাইন লার্নিং প্লাটফর্ম 'Shiksha Reform' লঞ্চ করলেন
➤ 4. Innoviti Payments এবং Concerto Software সম্প্রতি রিজার্ভ ব্যাংকের থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেলো
➤ 5. প্রখ্যাত তামিল অভিনেতা Lakshmi Narayanan Seshu 60 বছর বয়সে প্রয়াত হলেন
➤ 6. পর্তুগালের প্রধানমন্ত্রী হতে চলেছেন Luis Montenegro
➤ 7. ব্যাটারি ব্র্যান্ড Eveready এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর হলেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া
➤ 8. Michel Talagrand কে 2024 অ্যাবেল প্রাইজে সম্মানিত করা হলো
➤ 9. মায়নামারে নতুন এনভয়/আম্বাসাডর হিসেবে ভারতীয় ডিপ্লোম্যাট অভয় ঠাকুরকে নিযুক্ত করা হলো
➤ 10. প্রতি বছর 27 শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়






26/03/2024

❏ 1. 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি 6.8% নির্ধারণ করলো S&P Global
❏ 2. ভিয়েতনামে দুটি প্লান্টে $ 400 মিলিয়নের অধিক বিনিয়োগ করতে চলেছে PepsiCo
❏ 3. প্রথমবার ইউএস এ তে ফ্রেশ মিল্ক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Amul
❏ 4. ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়ন ভারতীয় বিজ্ঞানী Prof Jayant Murthy এর নামে একটি অ্যাস্ট্রয়েডের নাম রেখে সম্মান জানালো
❏ 5. প্রথম ভারতীয় হিসেবে টি-20 তে 12,000 রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি
❏ 6. অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন ফেরারি চালক Carlos Sainz
❏ 7. হুরুন রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট অনুযায়ী বেজিংকে টপকে এশিয়ার Billionaire Capital হলো মুম্বাই
❏ 8. কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য NPCI এর সাথে জোটবদ্ধ হয়ে ফেডারেল ব্যাংক 'Flash Pay' লঞ্চ করলো
❏ 9. গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড সংরক্ষণের জন্য সুপ্রিমকোর্ট একটি কমিটি নিয়োগ করলো, যার প্রধান হলেন ভারতের প্রধান বিচারপতি DY Chandrachud
❏ 10. ভুটানের থিম্পুতে স্টেট-অফ-দি-আর্ট মেডিক্যাল ফেসিলিটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী



25/03/2204

◆ 1. Pushpak Reusable লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষণ করলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)
◆ 2. রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে বুস্ট করতে 6200 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার
◆ 3. ইন্ডিয়ান স্টিল এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন Naveen Jindal
◆ 4. 'Blade Runner' সিনেমার অভিনেতা M Emmet Walsh 88 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 5. বর্ষীয়ান নাগরিকদের পরিষেবা দিতে Max India এর সাবসিডিয়ারি এবং আইআইটি দিল্লী চুক্তি স্বাক্ষর করলো
◆ 6. বিহারের Bengusarai 2023 এর গ্লোবালি সবথেকে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেলো
◆ 7. আসাম লেজিসলেটিভ এসেম্বলি গুয়াহাটিতে ন্যাশনাল ই-বিধান এপ্লিকেশনের (NeVA) আয়োজন করলো
◆ 8. অর্জুন পুরস্কার প্রাপ্ত শীতল দেবীকে PwD ন্যাশনাল আইকন ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন
◆ 9. Free Seed Kits প্রোগ্রাম চালু করলো রাজস্থান সরকার
◆ 10. তিন বছরের জন্য প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে Navneet Kumar Sehgal কে নিযুক্ত করা হলো




24/03/2024

❖ 1. প্রতি বছর 24 শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Yes! We can end TB'
❖ 2. Bina Agarwal এবং James Boyce কে Global Inequality রিসার্চ আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
❖ 3. ডিজিটাল অ্যাডপশন আনতে টেক মাহিন্দ্রা এবং IBM জোটবদ্ধ হলো
❖ 4. মাইক্রোসফটের AI ডিভিশনের প্রধান হতে চলেছেন Mustafa Suleyman
❖ 5. ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ডিজিটাল ইনোভেশন বোর্ডের সহ-সভাপতি হিসেবে ভারতকে নির্বাচিত করা হলো
❖ 6. COP28 প্রেসিডেন্ট Dr. Sultan Al Jaber 'CERAWeek Leadership Award for Building Global Consensus towards a Sustainable Energy Future' সম্মান পেলেন
❖ 7. প্রথম গ্লোবাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রেজুলেশন গ্রহণ করলে সম্মিলিত জাতীপুঞ্জ (UN)
❖ 8. আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী Leo Varadkar সম্প্রতি নিজের পদ থেকে পদত্যাগ করলেন
❖ 9. পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক Saeed Ahmed সম্প্রতি প্রয়াত হলেন
❖ 10. Flora Expo 2024 এর 25 তম সংস্করণ সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে সম্পন্ন হলো




23/03/2024

★ 1. WTT Feeder সিরিজে প্রথম ভারতীয় হিসেবে পুরুষ একক ট্রফি জিতলো Sathiyan Gnanasekaran
★ 2. Surat Diamond Bourse এর চেয়ারম্যান পদে Govind Dholakia কে নিযুক্ত করা হলো
★ 3. প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের পতাকা বাহক হতে চলেছেন প্রখ্যাত টেনিস খেলোয়াড় শরৎ কমল
★ 4. প্রতি বছর 23 শে মার্চ শহীদ দিবস (Martyr's Day) পালন করা হয়, এছাড়া এই দিনটিতে World Meteorological Day পালন করা হয়, এবছরের থিম - 'At the Frontline of Climate Action'
★ 5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) কে Aviation Week Laureates আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
★ 6. কো-অপারেটিভ রিলেশনের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এবং Europol চুক্তি স্বাক্ষর করলো
★ 7. ডিজিটাল নিউজ পাবলিশার্স অর্গানাইজেশন (DNPA) এর নতুন চেয়ারপার্সন পদে Mariam Mammen Mathew কে নিযুক্ত করা হলো
★ 8. অস্ট্রেলিয়ার SSN-AUKUS সাবমেরিন গড়ে তোলার জন্য ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়া AUKUS পার্টনারশিপ করলো
★ 9. TRILAT-2024 সামুদ্রিক অনুশীলনের জন্য ভারত, মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে হাত মেলালো
★ 10. ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন Naveen Jindal



22/03/2024

➥ 1. ইন্ডিয়ান ওপেন জাম্পস কম্পিটিশনে মহিলাদের দীর্ঘ লম্ফনে Nayana James সোনা নিশ্চিত করলেন
➥ 2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Order of the Druk Gyalpo' -এ সম্মানিত করা হলো
➥ 3. হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করতে ভারত সরকার 'Operation Indravati' লঞ্চ করতে চলেছে
➥ 4. SBI কার্ডস, পেমেন্ট সার্ভিস লিমিটেড এবং Titan কোম্পানি জোটবদ্ধ হয়ে Titan SBI কার্ড লঞ্চ করলো
➥ 5. Disposable E-Cigarettes এবং Vapes নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড সরকার
➥ 6. ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (FIEO) এর প্রেসিডেন্ট হিসেবে অশ্বিনী কুমারকে নিযুক্ত করা হলো
➥ 7. ভারত এবং ব্রাজিলের মধ্যে সম্প্রতি 2+2 ডিফেন্স এন্ড ফরেন মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন হলো
➥ 8. ভারতের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ গিগাফ্যাক্টরি জম্মু-কাশ্মীরে চালু হতে চলেছে
➥ 9. ইন্ডিয়ান ব্যাংকস' এসোসিয়েশনের (IBA) নতুন চেয়ারম্যান হিসেবে M V Rao কে নিযুক্ত করা হলো
➥ 10. সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) স্টার্টআপ ফোরাম এর চতুর্থ সংস্করণ সম্প্রতি নতুন দিল্লিতে সম্পন্ন হলো





21/03/2024

⬕ 1. প্রতি বছর 21 শে মার্চ World Down Syndrome Day পালিত হয়, এছাড়া এই দিনটিতে World Poetry Day পালন করা হয়, এবছরের থিম - 'Standing on the Shoulders of Giants'
⬕ 2. নর্থ ইস্ট গেমস 2024 এর তৃতীয় সংস্করণ নাগাল্যান্ডে শুরু হলো
⬕ 3. বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী Dr. Uma Rele কে মহারাষ্ট্র গৌরব আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
⬕ 4. ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) BhashaNet পোর্টাল উন্মোচন করতে চলেছে
⬕ 5. Tamilnad Mercantile ব্যাংক এবং DCB ব্যাংকের উপর পেনাল্টি চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)
⬕ 6. ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর মন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন কিরেন রিজিজু
⬕ 7. AI-জেনারেটেড লার্নিং প্রোগ্রামের জন্য Axis মিউচুয়াল ফান্ড এবং Enparadigm জোটবদ্ধ হলো
⬕ 8. তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল CP Radhakrishnan
⬕ 9. Sheyphali Sharan কে নতুন গভর্নমেন্ট স্পোকসপার্সন পদে নিযুক্ত করা হলো
⬕ 10. 10 ম যৌথ মিলিটারি অনুশীলন 'LAMITIYE-2024' এ ভারতীয় সেনাবাহিনী অংশগ্রহণ করতে চলেছে

20/03/2024

◆ 1. প্রতি বছর 20 ই মার্চ International Day of Happiness পালিত হয়
◆ 2.  Welsh Labour Party এর নতুন নেতা হলেন Wales এর অর্থমন্ত্রী Vaughan Gething
◆ 3. প্যারিস অলিম্পিকের জন্য YES ব্যাংক এবং ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন জোটবদ্ধ হলো
◆ 4. ভারতের দ্বিতীয় প্রাইভেট রকেট তৈরি করে ইতিহাস গড়লো তামিলনাড়ুর Agnikul Cosmos Private Limited
◆ 5. পশ্চিমবঙ্গের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদে সঞ্জয় মুখার্জীকে নিযুক্ত করা হলো
◆ 6. রাজ্যের পুলিশি ব্যবস্থায় পরিবর্তন আনতে উত্তরপ্রদেশ পুলিশ ফোর্স Trinetra app 2.0 চালু করতে চলেছে
◆ 7. FMCG company P&G India এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে Kumar Venkatasubramanian কে নিযুক্ত করা হলো
◆ 8. ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত 126 তম স্থান অধিকার করলো, শীর্ষে আছে ফিনল্যান্ড
◆ 9. রাশিয়াতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে বিনয় কুমারকে নিযুক্ত করা হলো
◆ 10. Prabha Verma তার লেখা উপন্যাস 'Roudra Sathwikam' এর জন্য 33 তম সরস্বতী সম্মান 2023 জিতলেন


19/03/2024

■ 1. হিমাচল প্রদেশে 'Mission 414’ নামক ক্যাম্পেইন লঞ্চ করলো নির্বাচন কমিশন
■ 2. ভারতের তৈরি Dornier এয়ারক্রাফট কেনার জন্য ভারতের সাথে চুক্তি করলো Guyana
■ 3. ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি নতুন একটি টেকনোলজি ইউনিট Signals Technology Evaluation and Adaptation Group (STEAG) স্থাপন করলো
■ 4. ব্যবসায়িক স্বার্থে ভারতের রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট এবং শ্রীলঙ্কার Elephant House জোটবদ্ধ হলো
■ 5. প্রখ্যাত কার্নাটিক মিউজিশিয়ান T M Krishna কে সম্মানীয় Sangita Kalanidhi সম্মানে সম্মানিত করা হলো
■ 6. সম্প্রতি ভারত এবং ইউএস এর মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন 'EX TIGER TRIUMPH – 24' শুরু হলো
■ 7. Poonawalla Fincorp সম্প্রতি অরবিন্দ কপিলকে এটির ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো
■ 8. ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে দিল্লীতে খোলা হলো
■ 9. Daniil Medvedev কে হারিয়ে স্পেনের Carlos Alcaraz Indian Wells ATP ট্যুরনামেন্ট জিতলেন
■ 10. হায়দ্রাবাদে অনুষ্ঠিত Global Spirituality Mahotsav এর সম্ভাষণ করতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


18/03/2024

❏ 1. ভারতের প্রথম ইনডোর এথলেটিক্স এবং অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
❏ 2. 'One Kotak' এর প্রেসিডেন্ট হিসেবে জয়দ্বীপ হাঁসরাজ কে নিযুক্ত করলো Kotak ব্যাংক
❏ 3. গ্রাহকদের ফাইন্যান্স সলিউশন প্রদান করতে SANY India এবং J&K Bank চুক্তি স্বাক্ষর করলো
❏ 4. বিখ্যাত ট্রাইবাল নেতা Lama Lobzang 94 বছর বয়সে প্রয়াত হলেন
❏ 5. প্রসার ভারতী বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে Navneet Sehgal কে নিযুক্ত করা হলো
❏ 6. তেলেঙ্গানার রাজ্যপাল Tamilisai Soundararajan সম্প্রতি পদত্যাগ করলেন
❏ 7. PM SHRI স্কুল স্কিম (PM Schools for Rising India) বাস্তবায়িত করতে তামিলনাড়ু সরকার এবং শিক্ষামন্ত্রক চুক্তি স্বাক্ষর করলো
❏ 8. দিল্লী ক্যাপিটালস কে ফাইনালে হারিয়ে ওমেন প্রিমিয়ার লীগ 2024 জিতলো রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
❏ 9. DHL Global Connectedness ইনডেক্সে ভারত 62 তম স্থান অধিকার করলো
❏ 10. 3F Oil Palm দ্বারা পরিচালিত ভারতের প্রথম ইন্টিগ্রেটেটেড Oil Palm প্রসেসিং ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


17/03/2024

★ 1. মহারাষ্ট্র সরকার সম্প্রতি আহমেদনগরের নাম পরিবর্তন করে আহিল্য নগর রাখলো
★ 2. অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান Mathew Wade প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন
★ 3. প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী Sadi Mohammad 70 বছর বয়সে প্রয়াত হলেন
★ 4. জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হলো
★ 5. সিনিয়র আইএএস অফিসার রাহুল সিংকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো
★ 6. $ 125 মিলিয়ন ফান্ডিং এর জন্য L&T Finance এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি চুক্তি স্বাক্ষর করলো
★ 7. প্রখ্যাত লেখক অমিতাভ ঘোষকে Erasmus Prize 2024 সম্মানে সম্মানিত করা হলো
★ 8. গুজরাটের সবরমতীতে পুনঃনির্মিত Kochrab Ashram -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 9. হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Nayab Singh Saini
★ 10. নতুন দিল্লীর ন্যাশনাল কমিশন ফর সিডিউল্ড কাস্ট (NCSC) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন Shri Kishore Makwana

16/03/2024

■ 1. নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন B Sairam
■ 2. বর্ষীয়ান নাগরিকদের পরিষেবার জন্য Max India Ltd এবং আইআইটি দিল্লী জোটবদ্ধ হলো
■ 3. হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে ভারত 193 টি দেশের মধ্যে 134 তম স্থান অধিকার করলো
■ 4. কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হারদ্বীপ সিং পুরী 'Ethanol 100' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন
■ 5. দিল্লী ক্যান্টনমেন্ট এর 'Nausena Bhawan' -এ ভারতীয় নৌবাহিনীর প্রথম নিজস্ব হেডকোয়ার্টার চালু করা হলো
■ 6. Greeshma Kuthar এবং Ritika Chopra কে যৌথভাবে চামেলী দেবী জেইন আওয়ার্ড এ সম্মানিত করা হলো
■ 7. রতন টাটা কে সম্প্রতি পিভি নরসিমহা রাও মেমোরিয়াল আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
■ 8. প্রতি বছর 16 ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়
■ 9. অটোমেটিভ এবং EV সেক্টরে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এবং আইআইটি রুরকি জোটবদ্ধ হলো
■ 10. ভারতে ফিনটেক ইকোসিস্টেম মজবুত করতে ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে $23 মিলিয়ন লোন চুক্তি হলো




15/03/2024

★ 1. রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন
★ 2. বিদর্ভ কে ফাইনালে হারিয়ে রঞ্জি ট্রফি 2024 খেতাব জিতলো মুম্বাই, এটি তাদের 42 তম খেতাব জয়
★ 3. কেন্দ্রীয় মন্ত্রী পারষত্তম রূপালা একটি বই এবং ভিডিও প্রকাশ করলেন যার শিরোনাম 'Sagar Parikrama'
★ 4. নতুন প্যালেস্টাইন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তাফাকে নিযুক্ত করা হলো
★ 5. ভারতীয় নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল Laxminarayan Ramdas 90 বছর বয়সে প্রয়াত হলেন
★ 6. কমোডিটি ফাইন্যান্সিং এর জন্য শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক এবং Arya.ag জোটবদ্ধ হলো
★ 7. জম্মু-কাশ্মীরে 2.5 একর জমির উপর ট্যুরিস্ট ফ্যাসিলিটি গড়ে তুলতে চলেছে মহারাষ্ট্র সরকার
★ 8. ফলিত গবেষণার (Applied Research) জন্য ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আইআইটি দিল্লী জোটবদ্ধ হলো
★ 9. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7% নির্ধারণ করলো Fitch Ratings
★ 10. Law and Dispute Resolution এর উপর ভারত এবং সিঙ্গাপুর চুক্তি স্বাক্ষর করলো 




14/03/2024

❏ 1. কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর নিউজ শেয়ারিং সার্ভিস PB-SHABD এর উদ্বোধন করলেন
❏ 2. গল্ফ উপসাগরে Security Belt - 2024 অনুশীলনে চীন, ইরান এবং রাশিয়ার নৌ-বাহিনী অংশগ্রহণ করলো
❏ 3. ব্যাংক অফ বরোদা bob Earth গ্রীন টার্ম ডিপোজিট স্কীম লঞ্চ করলো
❏ 4. ভারতের Numaligarh Refinery লিমিটেড বাংলাদেশে তাদের প্রথম অভারসিস অফিস খুললো
❏ 5. মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কীম 2024 ঘোষণা করলো
❏ 6. হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2023-24 এ Gender Inequality ইনডেক্সে ভারত 108 তম স্থান অধিকার করলো
❏ 7. যৌথ ইকোনমিক এবং ট্রেড কমিটি স্থাপন করতে ভারত এবং ডোমিনিকান রিপাবলিক চুক্তি স্বাক্ষর করলো
❏ 8. গুজরাটের আহমেদাবাদে মোবিলিটি এবং লাইভাবিলিটি উন্নীত করতে ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে $181 মিলিয়ন লোন চুক্তি হলো
❏ 9. তামিলনাড়ুতে 9000 কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করতে চলেছে টাটা মোটরস
❏ 10. NHPC লিমিটেডের পরবর্তী ডিরেক্টর (প্রজেক্ট) হিসেবে সঞ্জয় কুমার সিংকে মনোনীত করা হলো


13/03/2024

● 1. ভারতীয় নৌবাহিনী সম্প্রতি Cutlass Express - 24 (CE-24) অনুশীলনে অংশগ্রহণ করলো
● 2. ইউনিভার্সিটি অফ মরিশাস দ্বারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো
● 3. জন ঔষধি কেন্দ্রের জন্য ক্রেডিট অ্যাসিট্যান্স প্রোগ্রাম লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া
● 4. ট্রানজাকশন ব্যাংকিং প্লাটফর্মের জন্য SBI এবং Aurionpro জোটবদ্ধ হলো
● 5. আগামী নির্বাচনে ভোট প্রক্রিয়ার সুবিধার্থে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে গুগল জোটবদ্ধ হলো
● 6. Geospatial Tech & AI অ্যাপ্লিকেশনের জন্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং আইআইটি দিল্লী চুক্তি স্বাক্ষর করলো
● 7. মোহালির NABI তে 'National Speed Breeding Crop Facility' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
● 8. ইন্ডিয়ান সুগার এন্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন (ISMA) Deepak Ballani কে নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করলো
● 9. স্কিল, জব এবং গ্লোবাল কোলাবরেশন উন্নীত করতে  NIELIT এবং ITI ইজিপ্ট চুক্তি স্বাক্ষর করলো
10. 2024 IAA Golden Compass আওয়ার্ড পেলেন Srinivasan Swamy


12/03/2024

■ 1. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর ফেব্রুয়ারি 2024 হলেন যশস্বী জইসওয়াল (পুরুষ দল) এবং Annabel Sutherland (মহিলা দল)
■ 2. IndusInd ব্যাংক সম্প্রতি অল-ইন-ওয়ান tokenisable wearable 'Indus PayWear' লঞ্চ করলো
■ 3. 2024 Pritzker আর্কিটেকচার প্রাইজ জিতলেন জাপানের Riken Yamamoto
■ 4. হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Nayab Singh Saini, এর আগে এই পদে ছিলেন মনোহর লাল খাট্টার
■ 5. ওয়েলফেয়ার প্রোগ্রাম বাস্তবায়নের রিভিউ করার জন্য তামিলনাড়ু সরকার 'Neengal Nalama' স্কীম লঞ্চ করলো
■ 6. প্রথমবার আয়োজিত ঐতিহাসিক অল-ওমেন মেরিটাইম সার্ভেইল্যান্স মিশন আন্দামান-নিকোবরে শুরু হলো
■ 7. উত্তরপ্রদেশে 10000 কোটি টাকা মূল্যের 10 টি এয়ারপোর্ট প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
■ 8. নতুন দিল্লীতে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্টের (NCSC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন Kishor Makwana
■ 9. আসামের শনিতপুরে 50 MW সোলার প্রজেক্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
■ 10. পাকিস্তানের 14 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন Asif Ali Zardari


11/03/2024

★ 1. আসামের জোরহাটে Ahom General Lachit Borphukan এর ব্রোঞ্জ মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
★ 2. ঝাড়খণ্ডে National Dairy Mela এবং এগ্রিকালচারাল এক্সিহিবিশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা
★ 3. সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি BWF ফ্রেঞ্চ ওপেন মেন'স ডাবল খেতাব জিতলো
★ 4. অস্কার 2024 এ সেরা সিনেমা হল - Oppenheimer, সেরা অভিনেতা - Cillian Murphy, সেরা অভিনেত্রী - Emma Stone এবং সেরা ডিরেক্টর - Christopher Nolan
★ 5. গবাদি পশুর অবৈধ পাচার রুখতে জম্মু-কাশ্মীর পুলিশ 'Operation Kamdhenu' লঞ্চ করলো
★ 6. প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন দেবেন্দ্র ঝাঝারিয়া
★ 7. মাজুলির মাস্ক মেকিং এবং ম্যানুষ্ক্রিপ্ট পেন্টিং সম্প্রতি GI ট্যাগ পেলো
★ 8. পাকিস্তানের প্রথম শিখমন্ত্রী হলেন পাঞ্জাব প্রভিন্সের সর্দার রমেশ সিং আরোরা
★ 9. ছত্তিশগড়ে Mahtari Vandan Yojana লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
10. 13000 ফুট উচ্চতায় বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত Sela Tunnel এর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




10/03/2024

◉ 1. বিশ্বের বৃহত্তম সাহিত্য উৎসব 'Sahityotsav' আগামী 11 ই মার্চ থেকে শুরু হতে চলেছে
◉ 2. UAE তে কর্মরত ভারতীয় শ্রমিকদের জন্য লাইফ প্রটেকশন প্লান লঞ্চ করা হলো
◉ 3. চেক প্রজাতন্ত্রের Krystyna Pyszkova সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2024 এর খেতাব জিতলেন
◉ 4. মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট দেশ জুড়ে Poshan Pakhwada এর আয়োজন করতে চলেছে
◉ 5. অরুণাচল প্রদেশের 27 তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করলো Bichom
◉ 6. নতুন দিল্লীতে এগ্রিকালচার ইন্টিগ্রেটেড কম্যান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা
◉ 7. ভারতীয় কোস্ট গার্ড এবং ইউএস কোস্ট গার্ডের মধ্যে 'Sea Defenders-2024' অনুশীলন শুরু হলো
◉ 8. ব্যাঙ্গালুরুতে দেশের প্রথম চালক হীন মেট্রো ট্রেন চালু হতে চলেছে
◉ 9. IndiaAI মিশনের জন্য 10,372 কোটি টাকার বাজেটের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
◉ 10. ক্রস-বর্ডার মার্চেন্ট পেমেন্টের জন্য নেপালের Fonepay এর সাথে ভারতের NPCI জোটবদ্ধ হলো

09/03/2024

◆ 1. কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর তিরুবনন্তপুরমে এবং কোচিতে দুটি নতুন সফ্টওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ার (STPI) এর উদ্বোধন করলেন
◆ 2. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) এর 32 তম সদস্য হলো সুইডেন
◆ 3. AI অ্যাডভান্সমেন্টের জন্য ভারত 10,000-GPU সুপার কম্পিউটার গড়ে তুলতে চলেছে
◆ 4. শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি Gotabaya Rajapaksa নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'The Conspiracy'
◆ 5. NHPC লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন রাজেন্দ্র প্রসাদ গোয়েল
◆ 6. বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 700 টি উইকেট সংগ্রহ করলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন
◆ 7. চিত্রকূটে স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
◆ 8. ভারত সম্প্রতি 'Measles and Rubella Champion' আওয়ার্ড পেলো
◆ 9. নতুন দিল্লীতে পঞ্চম ONGC প্যারা গেমসের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী হারদ্বীপ সিং পুরী
◆ 10. DST এবং T-Hub হায়দ্রাবাদে AI-ML হাব লঞ্চ করলো

08/03/2024

★ 1. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার কে লন্ডনে 'India-UK Achievers' সম্মানে সম্মানিত করা হলো
★ 2. হিমাচল প্রদেশের বিলাসপুরে Sansad Khel Mahakumbh 3.0 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর
★ 3. রাজস্থানের জয়সলমীরে মেগা 'Bharat-Shakti' অনুশীলনের আয়োজন করতে চলেছে ভারতের আর্মড ফোর্সেস
★ 4. ভারতের সেমিকন্ডাক্টর ট্রান্সফর্মেশনের জন্য ChipIN এর সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
★ 5. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে 97 তম সদস্য হিসেবে অফিসিয়ালি যোগদান করলো পানামা
★ 6. 600 MW সোলার প্রজেক্টের জন্য NIGEL, গুজরাট উর্যা বিকাশ নিগম লিমিটেডের সাথে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট স্বাক্ষর করলো
★ 7. ভারতীয় উপমহাদেশের নতুন প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে মনীশ প্রসাদকে নিযুক্ত করলো SAP
★ 8. কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রতি উত্তর পূর্ব ট্রান্সফর্মেটিভ ইন্ডাস্ট্রিলাইজেশন স্কীম 2024 এর মান্যতা দিলো
★ 9. স্থানীয় মুদ্রার ব্যবহার প্রমোট করতে RBI এবং ব্যাংক ইন্দোনেশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো
★ 10. প্রতি বছর 8 ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Invest in Women: Accelerate Progress'



07/03/2024

✍ 1. কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল সম্প্রতি ওয়ারহাউসিং লজিস্টিক্স 'e-Kisan Upaj Nidhi’ লঞ্চ করলেন
✍ 2.  Pine Needle ফুয়েল টেকের বাস্তবায়ন ঘটাতে CSIR-IIP এবং UCOST জোটবদ্ধ হলো
✍ 3. আসামের গুয়াহাটিতে Bharat Steam Boiler Expo 2024 শুরু হলো
✍ 4. AI সেন্টার স্থাপনের জন্য কর্ণাটক সরকার এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জোটবদ্ধ হলো
✍ 5. ভারতের প্রথম সরকার নির্মিত OTT 'CSpace' লঞ্চ করতে চলেছে কেরল সরকার
✍ 6. এভিয়েশন ট্রেনিং স্ট্যান্ডার্ড এর উন্নতি করতে Airbus এবং IIM মুম্বাই জোটবদ্ধ হলো
✍ 7. ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 এ Yatin Bhaskar Duggal প্রথম পুরস্কার জিতলো
✍ 8. কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণাও 'NITI For States' প্লাটফর্ম লঞ্চ করতে চলেছে
✍ 9. ওড়িশার Angul এ অবস্থিত NALCO ট্রেনিং ইনস্টিটিউটে ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
✍ 10. বিখ্যাত গল্ফ খেলোয়াড় টাইগার উডস কে USGA এর সম্মানীয় Bob Jones আওয়ার্ডে সম্মানিত করা হলো



06/03/2024

■ 1. Future Generali India Life Insurance এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে আলোক রাংটা কে নিযুক্ত করা হলো
■ 2. আহমেদাবাদে স্যাটেলাইট এন্ড পেলোড টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন করলো Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)
■ 3. রাজ্যের প্রথম জেনারেটিভ AI টিচার 'Iris' কে স্বাগত জানালো কেরল
■ 4. এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে ছত্তিশগড়ে অবস্থিত সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের Gevra Mine
■ 5. বেঙ্গালুরুর Hessarghatta তে 3 দিন ব্যাপী জাতীয় Horticulture মেলা শুরু হলো
■ 6. ফ্রান্সকে হারিয়ে UEFA ওমেন'স নেশন্স লীগ প্রথমবার জিতলো স্পেন
■ 6. ভারতের স্টার ব্যাটমিন্টন খেলোয়াড় B. Sai Praneeth সম্প্রতি অবসর ঘোষণা করলেন
■ 7. হিমাচল প্রদেশ সরকার "Indira Gandhi Pyari Behna Sukh Samman Nidhi Yojna” -এর ঘোষণা করলো
■ 8. 201 টি CNG স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হারদ্বীপ সিং পুরী
■ 9. দেশের প্রথম Underwater মেট্রো ট্রেন পরিষেবা কলকাতায় চালু হলো
■ 10. হাঙ্গেরি পার্লামেন্ট Tamas Sulyok কে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বেছে নিলো


05/03/2024

◒ 1. উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের শিশুদের শিক্ষায় সাহায্য করতে REC লিমিটেড এবং UNISED জোটবদ্ধ হলো
◒ 2. তামিলনাড়ুর কালপক্কমে ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি Prototype Fast Breeder Reactor স্থাপন করা হলো
◒ 3. স্টেইনলেস স্টিল সেক্টরে দেশের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্টের উন্মোচন করলেন কেন্দ্রীয় স্টিল মন্ত্রী Jyotiraditya M. Scindia
◒ 4. কটকের Rupa Tarakasi সম্প্রতি জিওগ্রাফিক্যাল ট্যাগ (GI) অর্জন করলো
◒ 5. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) প্রথম মহিলা স্নাইপার হিসেবে সাব-ইন্সপেক্টর সুমন কুমারি ইতিহাস গড়লেন
◒ 6. ডিফেন্স ইনোভেশনকে গতি প্রদান করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Acing Development of Innovative Technologies with iDEX (ADITI) স্কীম লঞ্চ করলেন
◒ 7. চারদিন ব্যাপী অল ইন্ডিয়া রিসার্চ স্কলার'স সামিট 2024 হোস্ট করলো আইআইটি মাদ্রাস
◒ 8. বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে Brajesh Mehrotra কে নিযুক্ত করা হলো
◒ 9. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি রাজ্যের যুব এন্ত্রাপ্রিনিউরদের জন্য 'MYUVA Scheme’ লঞ্চ করলেন
◒ 10. BPCL এর পেট্রোল ভ্যারিয়েন্ট 'Speed' এর জন্য ব্র্যান্ড আম্বাসাডর হতে চলেছেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া


04/03/2024

★ 1. ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NUCFDC) লঞ্চ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
★ 2. প্রো কবাড্ডি লীগ -এর দশম সংস্করণ জিতলো Puneri Paltan
★ 3. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অরুণ শর্মা 91 বছর বয়সে প্রয়াত হলেন
★ 4. মিজোরামে সম্প্রতি Chapchar Kut উৎসব উদযাপিত হলো
★ 5. Tuvalu এর নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশের প্রাক্তন এটর্নি জেনারেল Feleti Teo
★ 6. আউটস্ট্যান্ডিং একাউন্টিং পারফরম্যান্স এর জন্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং কে সম্মানিত করা হলো
★ 7. কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সম্প্রতি Haj Suvidha অ্যাপ লঞ্চ করলেন
★ 8. তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী A Revanth Reddy সম্প্রতি Indiramma Housing স্কীম লঞ্চ করলেন
★ 9. Axis ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে ফ্লিপকার্ট সম্প্রতি ডিজিটাল পেমেন্টস সলিউশন Flipkart UPI লঞ্চ করলো
★ 10. ড: প্রদীপ মহাজনকে সম্প্রতি মহারাষ্ট্র ভূষণ 2024 সম্মানে সম্মানিত করা হলো



03/03/2024

✪ 1. মেক ইন ইন্ডিয়া ভিশনকে গতি প্রদান করতে C-DOT এবং Qualcomm চুক্তি স্বাক্ষর করলো
✪ 2. ঝাড়খণ্ডের ধানবাদে গড়ে ওঠা HURL Sindri Fertiliser প্লান্টকে দেশের জন্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✪ 3. প্রতি বছর 3 রা মার্চ World Wildlife Day পালন করা হয়, এবছরের থিম - 'Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation'
✪ 4. Juventus মিডফিল্ডার Paul Pogba কে ডোপিং এর কারণে 4 বছরের জন্য ব্যান করা হলো
✪ 5. কোচিন শিপইয়ার্ড দ্বারা নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✪ 6. দলজিত সিং চৌধুরীকে ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড পদে নিযুক্ত করা হলো
✪ 7. গুজরাটে স্বামীনারায়ন ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
✪ 8. 1000 কোটি টাকার অধিক অর্থের সাতটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লঞ্চ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 
✪ 9. উত্তরপ্রদেশের জৌনপুরে Dharma Path এর শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাদকারী
✪ 10. রাশিয়া সম্প্রতি ইরানের ইমেজিং স্যাটেলাইট 'Pars 1' কে মহাকাশে লঞ্চ করলো 

02/03/2024

❏ 1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফরে এসে 7100 কোটি টাকা অর্থের মাল্টিপল প্রজেক্টের উদ্বোধন করলেন
❏ 2. গুজরাটের হাজিরাতে দেশীয়ভাবে তৈরি হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজারের কমিশন করলো Larsen & Toubro (L&T)
❏ 3. ওড়িশার গ্রাজুয়েটদের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ODISERV প্রজেক্ট লঞ্চ করলেন
❏ 4. ভারত এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন Exercise Samudra Laksamana সম্পন্ন হলো
❏ 5. উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন
❏ 6. অনলাইন মিস-ইনফরমেশন এবং ডিপফেক রুখতে Google, Shakti -এর সাথে জোটবদ্ধ হলো
❏ 7. হায়দ্রাবাদে 21 ফুট উঁচু মহারানা প্রতাপের মূর্তির স্থাপনা করা হলো
❏ 8. ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক সম্প্রতি একটি কফি টেবিল বই প্রকাশ করলেন যার শিরোনাম 'FIH Odisha Hockey Men’s World Cup 2023’
❏ 9. Tamilnad Mercantile ব্যাংক -এর পার্ট-টাইম চেয়ারম্যান পদে S. Ravindran কে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক
❏ 10. পার্লামেন্ট সিকিউরিটির নতুন প্রধান হিসেবে অনুরাগ আগারওয়ালকে নিযুক্ত করা হলো

01/03/2024

★1. প্রাক্তন ইউএন অ্যাসিট্যান্ট সেক্রেটারি জেনারেল Lakshmi Murdeshwar Puri তার প্রথম বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Swallowing the Sun'
★ 2. Pharmacopoeia রিকগনিশনের জন্য ভারত এবং Nicaragua ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করলো
★ 3. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে নতুন মেরিন প্রজাতির নাম রাখলো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)
★ 4. আরবান ফ্রেম সার্ভে কে ডিজিটাইজ করতে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এবং ইসরোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো
★ 5. জম্মুতে চারদিন ব্যাপী 'Tawi Festival' অনুষ্ঠিত হতে চলেছে
★ 6. কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী Brian Mulroney 84 বছর বয়সে প্রয়াত হলেন
★ 7. সম্প্রতি মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট 'Poshan Utsav: Celebrating Nutrition’ এর আয়োজন করলো
★ 8. কোল লজিস্টিক্স প্লান এবং পলিসির উন্মোচন করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রল্লাদ যোশী
★ 9. Agalega দ্বীপে এয়ারস্ট্রিপ, জেটি প্রভৃতির যৌথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাস প্রধানমন্ত্রী Pravind Jugnauth
★ 10. ভারতী এন্টারপ্রাইজের কর্ণধার সুনীল ভারতী মিত্তলকে ব্রিটেনের নাইটহুড সম্মানে সম্মানিত করা হলো