দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য (মে, 2024)

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আগামী পরীক্ষার জন্য (মে, 2024) 

*************

31/05/2024

■ 1. ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড Microchip Imager তৈরি করার জন্য TCS এবং IIT বোম্বে জোটবদ্ধ হলো
■ 2. রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ডিফেন্স শক্তিশালী করতে দুটি অতিউন্নত র‍্যাডার প্লেন প্রদান করতে চলেছে সুইডেন
■ 3. ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথের (WOAH) এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন Emmanuelle Soubeyran
■ 4. শুক্রগ্রহের বুকে অগ্ন্যুৎপাতের মত ঘটনার আবিষ্কার করলো NASA এর Magellan Mission
■ 5. স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে রাকেশ রঞ্জনকে নিযুক্ত করা হলো
■ 6. বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্পেস রকেট ইঞ্জিন লঞ্চ করলো চেন্নাইয়ে অবস্থিত স্টার্টআপ Agnikul Cosmos
■ 7. প্রতি বছর 31 শে মে World No Tobacco দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Protecting children from tobacco industry interference'
■ 8. আলাস্কাতে অনুষ্ঠিত 'Red Flag 24' অনুশীলনে অংশগ্রহণ করলো ভারতীয় এয়ার ফোর্স (IAF)
■ 9. Muthoot Pappachan Group এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিযুক্ত করা হলো
■ 10. ICICI Prudential এর বোর্ড চেয়ারম্যান হিসেবে সন্দীপ বাত্রাকে নিযুক্ত করার মান্যতা দিলো IRDAI


30/05/2024

★ 1. অ্যান্টি-রেডিয়েশন মিসাইল 'Rudram-II' এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ভারত
2. 2024-26 সেশনের জন্য প্রথমবার Colombo Process এর চেয়ারম্যানশিপের দায়িত্ব নিলো ভারত
★ 3. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য ICICI ব্যাংক এবং YES ব্যাংকের উপর ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)
★ 4. প্রতি বছর 30 শে মে International Potato Day পালিত হয়, এছাড়া গত 29 শে মে International Everest Day পালিত হলো
★ 5. প্রথমবার আয়োজিত আউটলুক প্লানেট সাস্টেনেবিলিটি সামিট হোস্ট করলো গোয়া
★ 6. ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (NARCL) এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে P Santhosh কে নিযুক্ত করা হলো
★ 7. হাইড্রোজেন ফুয়েল সেল বাস টেকনোলজি ট্রায়ালের জন্য ভারতীয় সেনাবাহিনী এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) জোটবদ্ধ হলো
★ 8. ডিজনির প্রখ্যাত গীতিকার Richard M. Sherman সম্প্রতি 95 বছর বয়সে প্রয়াত হলেন
★ 9. প্রথম ব্যক্তি হিসেবে একটি সিজনে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে দুবার পরিমাপ করে ইতিহাস গড়লেন ভারতীয় পর্বত আরোহী সত্যদ্বীপ গুপ্ত
★ 10. স্কিল ডেভেলপমেন্ট এবং Lifelong Learning বাড়াতে NSDC এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) জোটবদ্ধ হলো

29/05/2024

✪ 1. রুবেল পেমেন্টের জন্য রাশিয়ার Rosneft এর সাথে চুক্তি করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
✪ 2. ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন জোটবদ্ধভাবে  Sanchar Saathi ইনিশিয়েটিভ লঞ্চ করলো
✪ 3. সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স (CCRAS) সম্প্রতি Pharma Research in AyurGyan And Techno Innovation (PRAGATI-2024) ইনিশিয়েটিভ লঞ্চ করলো
✪ 4.  Poonawalla Fincorp এবং IndusInd ব্যাংক কো-ব্র্যান্ডেড রূপে ক্রেডিট কার্ড লঞ্চ করলো
✪ 5. চেন্নাইয়ের কাছে ভারতের প্রথম মাল্টিমডাল লজিস্টিক্স পার্কের নির্মাণ শুরু করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
✪ 6. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি Pravaah পোর্টাল, Retail Direct মোবাইল অ্যাপ এবং একটি FinTech Repository -এর উন্মোচন করলো
✪ 7. ICC প্লেয়ার অফ দি মান্থ অফ এপ্রিল, 2024 হলেন Hayley Matthews (মহিলা দল) এবং Muhammad Waseem (পুরুষ দল)
✪ 8. ভারতীয় Peacekeeper মেজর রাধিকা সেন UN মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দি ইয়ার আওয়ার্ড পেলেন
✪ 9. নতুন এনার্জি ইনভেস্টমেন্টকে গতি প্রদান করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নরওয়ের Nel ASA জোটবদ্ধ হলো
✪ 10. প্রতিবছর 28 শে মে International Day of Action for Women's Health পালিত হয়, এবছরের থিম - 'Mobilising in Critical Times of Threats and Opportunities'

28/05/2024

⬔ 1. 2024 বর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.7% নির্ধারণ করলো Goldman Sachs
⬔ 2. দ্বিতীয়বারের জন্য লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Gitanas Nausėda
⬔ 3. সিরিয়াতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে Faisal bin Saud Al-Mejfel কে নিযুক্ত করা হলো
⬔ 4. 4G এবং 5G টেলিকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে ঘানার Next-Gen Infrastructure Company, ভারতের রিলায়েন্স জিও, টেক মাহিন্দ্রা এবং Nokia -এর সাথে জোটবদ্ধ হলো
⬔ 5. ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) এর চেয়ারম্যান হিসেবে Jetha Ahir কে নিযুক্ত করা হলো
⬔ 6. এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার
⬔ 7. Monaco গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতে নজির গড়লেন Ferrari চালক Charles Leclerc
⬔ 8. একটি সিজনে তিনবার এভারেস্ট জয় করলেন নেপালের পর্বত আরোহী পূর্ণিমা শ্রেষ্ঠা 
⬔ 9. মধ্যপ্রদেশের বিজয়পুরে প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্ট কমিশন করলো GAIL (India) Ltd
⬔ 10. ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারিয়ে IPL 2024 খেতাব জিতলো কলকাতা নাইট রাইডার্স, অরেঞ্জ ক্যাপ বিজেতা - বিরাট কোহলি, পার্পেল ক্যাপ বিজেতা - হার্শাল প্যাটেল

27/05/2024

➥ 1. 77 তম Cannes ফিল্ম উৎসবে 'All We Imagine as Light' এর জন্য গ্র্যান্ড প্রিক্স জিতলেন Payal Kapadia
➥ 2. ভারতের প্রিমিয়ার হাইড্রোপাওয়ার কোম্পানি NHPC কে 'The Economic Times HR World Future Ready Organization Award 2024-25' -এ সম্মানিত করা হলো
➥ 3. ভারতের প্রবীণতম মহিলা হিসেবে এভারেস্ট জয় করলেন মধ্যপ্রদেশের Jyoti Ratre
➥ 4. রাজা চার্লস - III এর কাছ থেকে Amal Clooney Women's এমপাওয়ারমেন্ট আওয়ার্ড পেলেন উত্তরপ্রদেশের আরতি
➥ 5. $1 বিলিয়ন অর্থের বিনিময়ে Disney তার 30% মালিকানা বিক্রি করতে চলেছে Tata Play Ltd কে
➥ 6. মাইক্রোসফট সম্প্রতি AI-এনহান্সড এক নতুন ক্যাটাগরির পার্সোনাল কম্পিউটার লঞ্চ করতে চলেছে যার নাম 'Copilot+ PCs'
➥ 7. Walmart এর ই-কমার্স ফার্ম ফ্লিপকার্ট -এ $350 মিলিয়ন বিনিয়োগ করতে চলেছে গুগল
➥ 8. নিয়ম নীতি লঙ্ঘনের জন্য Hero FinCorp লিমিটেডের উপর 3.1 লক্ষ টাকা ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)
➥ 9. দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে ভারত এবং মালদ্বীপ ভারতের রূপে সার্ভিস লঞ্চ করতে চলেছে
➥ 10. ICC পুরুষ টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার শাহীদ আফ্রিদিকে নিযুক্ত করা হলো





26/05/2024

■ 1. গাণিতিক বিজ্ঞান বিভাগে 2024 Shaw Prize জিতলেন USA এর Peter Sarnak
■ 2. Chad এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন আম্বাসাডর Allamaye Halina কে নিযুক্ত করা হলো
■ 3. ভারতে Webex Calling লঞ্চ করার জন্য টাটা কমিউনিকেশন এবং Cisco জোটবদ্ধ হলো
■ 4. Norwesters সম্পর্কে গবেষণা করতে ভারত প্রথমবার রিসার্চ Testbed ফ্যাসিলিটি তৈরি করতে চলেছে
■ 5. কেরলে নতুন এক বিরল প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেল, যার নাম 'Emblica Chakrabartyi'
■ 6. গত 24 শে মে ভারতীয় কমনওয়েলথ দিবস পালিত হলো, এবছরের থিম - 'One Resilient Common Future: Transforming our Common Wealth'
■ 7. ভারতীয় এয়ার ফোর্সের চিফ অফ এয়ার স্টাফ Vivek Ram Chaudhari কর্নাটকের প্রথম ইমার্জেন্সি মেডিক্যাল রেসপন্স সিস্টেমের (EMRS) উদ্বোধন করলেন
■ 8. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এর 99 তম সদস্য হলো স্পেন
■ 9. কর্পোরেট এজেন্ট হিসেবে ইন্সুরেন্স পণ্য বিক্রি করার জন্য IRDAI এর অনুমতি পেলো মাহিন্দ্রা ফাইন্যান্স
■ 10. Nippon Life India Asset Management Limited (NAM India) সম্প্রতি সনিক আইডেন্টিটি 'The Sound of Freedom' লঞ্চ করলো


25/05/2024

◆ 1. প্রথম ফুটবল ট্যুর্নামেন্ট -এর 100 তম বার্ষিকী উদযাপনে এবছর 25 শে মে বিশ্ব ফুটবল দিবস পালিত হলো
◆ 2. দুরদর্শনে প্রথমবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সঞ্চালক Krish এবং Bhoomi লঞ্চ করা হলো
◆ 3. ইন্দোনেশিয়ার বালিতে দশম ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম চালু হলো, এটির থিম - 'Water for Shared Prosperity'
◆ 4. সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করলো কর্ণাটক সরকার
◆ 5. অক্সফোর্ড ইকোনমিক্স এর গ্লোবাল সিটিজ ইনডেক্সে ভারতীয় শহরগুলির মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করলো দিল্লী (গ্লোবালি 350 তম)
◆ 6. ব্যাঙ্গালুরুতে এয়ারবাসের জন্য স্টিমুলেশন সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলো L&T Technology Services Ltd (LTTS)
◆ 7. উপভোক্তাদের জন্য নতুন কর্পোরেট গভারন্যান্স রেগুলেশনের সূচনা করলো IRDAI
◆ 8. কুয়েতের Burgan ব্যাংকের সাথে একটি কোর-ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করলো TCS
◆ 9. ভারতের প্রথম এয়ারপোর্ট হিসেবে থিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্ট Zero Waste to Landfill (ZWL) accolade এর তকমা পেলো
◆ 10. Equestrian Federation of India (EFI) এর এডমিনিষ্ট্রেটিভ কমিটির চেয়ারপার্সন হিসেবে বিচারপতি Najmi Waziri কে নিযুক্ত করলো দিল্লী হাইকোর্ট


24/05/2024

❂ 1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা Klaus Schwab এক্সিকিউটিভ ভূমিকা থেকে সরে দাঁড়ালেন
❂ 2. CCIL IFSC লিমিটেড 6.125% মালিকানা অর্জন করলো HSBC এবং SBI
❂ 3. UAE রাষ্ট্রপতি Sheikh Mohamed bin Zayed Al Nahyan প্যারাগুয়ের আম্বাসাডর Jose Aguero Avila কে First-Class Medal of Independence সম্মানে সম্মানিত করলেন 
❂ 4. জার্মান লেখক Jenny Erpenbeck এর 'Kairos' সম্প্রতি আন্তর্জাতিক বুকার প্রাইজ জিতলো
❂ 5. অ্যাস্ট্রনমিতে বিজ্ঞানী Srinivas R. Kulkarni কে সম্মানীয় Shaw প্রাইজে সম্মানিত করা হলো
❂ 6. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি 'Let's Move India' ক্যাম্পেইন লঞ্চ করলো
❂ 7. ইউনিভার্সিটি অফ টোকিও পৃথিবীর উচ্চতম অবজারভেটরি Atacama Observatory (TAO) এর উদ্বোধন করলো
❂ 8. প্রতিবছর 24 শে মে International Day of the Markhor পালিত হয়, এছাড়া গত 23 শে মে বিশ্ব কচ্ছপ দিবস পালিত হলো
❂ 9. স্মার্ট রিং ইনোভেশনকে গুরুত্ব দিতে ওমেন'স ওয়েলনেস প্লাটফর্ম SocialBoat -এর অধিকার অর্জন করলো Noise
10. 2027 ফিফা ওমেন'স ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ব্রাজিল

23/05/2024

■ 1. চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান  'Exercise Cyber Suraksha - 2024' -এ উপস্থিত থাকলেন
■ 2. বিশ্বের প্রথম মেজর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) আইনের মান্যতা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন
■ 3. 46 তম আন্টার্কটিকা ট্রিটি কন্সাল্টেটিভ মিটিং আন্টার্কটিকায় অনুষ্ঠিত হতে চলেছে
■ 4. ভারতে হেলিকপ্টার কিনতে অর্থ সাহায্য করতে SIDBI এবং এয়ারবাস হেলিকপ্টার জোটবদ্ধ হলো
■ 5. ডিজাস্টার রিপোর্টিং এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (DRIMS) লঞ্চ করলো আসাম সরকার
■ 6. পাবলিক সিকিউরিটির প্রাক্তন মন্ত্রী To Lam কে ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হলো
■ 7. ATD BEST আওয়ার্ড 2024 এ ট্যালেন্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে NTPC বিশ্বে তৃতীয় স্থান অধিকার করলো
■ 8. সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের সদস্য হিসেবে শপথ নিলেন Shri Ramesh Babu V
■ 9. 2024 এর তৃতীয় ইউনিকর্ণের তকমা পেলো ব্যাঙ্গালুরুর লজিস্টিক্স স্টার্টআপ Porter
■ 10. ডিভাইস-ফার্স্ট রিস্ক AI প্লাটফর্ম SHIELD এর সাথে জোটবদ্ধ হলো অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম Swiggy



22/05/2024

★ 1. অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট উৎপাদনের জন্য সিঙ্গাপুরে $ 1.5 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে AstraZeneca
★ 2. ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের (UNDP) সাথে চুক্তি স্বাক্ষর করলো Department of Animal Husbandry and Dairying (DAHD)
★ 3. ডিলার ফাইন্যান্সিং বিকল্প বাড়াতে বাজাজ ফাইন্যান্স এবং টাটা মোটরস জোটবদ্ধ হলো
★ 4. IndiaAI মিশনের জন্য 10,300 কোটি টাকা বরাদ্দ করার মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
★ 5. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স 2024 এ ভারত 39 তম স্থান অধিকার করলো
★ 6. ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস ইন্দোনেশিয়ায় চালু হলো
★ 7. প্রতিবছর 22 শে মে International Day for Biological Diversity পালিত হয়, এবছরের থিম - 'Be Part of the Plan', এছাড়া গত 21 শে মে ভারত Anti-Terrorism দিবস পালন করলো
★ 8. BARC ইন্ডিয়া ড: বিক্রমজিত চৌধুরীকে Measurement Science & Analytics এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করলো
★ 9. তৃতীয় Elorda Cup 2024 এ ভারতীয় বক্সাররা মোট 12 টি মেডেল (সোনা - 2 টি, সিলভার - 2 টি এবং ব্রোঞ্জ - 8 টি) জিতলো
★ 10. Emilia Romagna গ্র্যান্ড প্রিক্স 2024 -এ বিজয়ী হলেন ম্যাক্স ভার্সটাপ্পন

21/05/2024

➥ 1. ভারতীয় প্যারা এথলিট Deepthi Jeevanji মহিলাদের টি20 400m ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন
➥ 2. থাইল্যান্ড ওপেন 2024 -এর পুরুষ ডাবলসে খেতাব জিতলেন Satwiksairaj Rankireddy এবং Chirag Shetty
➥ 3. ফেডারেশন কাপ 2024 এ ভারতীয় জ্যাভলিন স্টার নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন
➥ 4. ব্যাংকিং আইকন N Vaghul 88 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন
➥ 5. ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন Mohammad Mokhber
➥ 6. প্রতি বছরের মতো এবছরও 21 শে মে World Day for Cultural Diversity for Dialogue and Development 2024 পালিত হলো, এছাড়া এই দিনটি আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালিত হলো
➥ 7. কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) প্রেসিডেন্ট হিসেবে ITC লিমিটেডের CMD সঞ্জীব পুরীকে নিযুক্ত করা হলো
➥ 8. তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Lai Ching-te
➥ 9. ইতালিয়ান ওপেন 2024 একক বিভাগে খেতাব জিতলেন Alexander Zverev (পুরুষ বিভাগে) এবং Iga Swiatek (মহিলা বিভাগে)
➥ 10. 3AI Holding এবং SML ভারতের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্লাটফর্ম 'Hanooman AI' লঞ্চ করলো 


20/05/2024

✦ 1. US International DFC থেকে $25 মিলিয়ন লোন নিশ্চিত করলো Fusion Micro Finance
✦ 2. ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য SBI জেনারেল ইন্সুরেন্স 'Surety Bond Bima' এর উন্মোচন করলো
✦ 3. IDFC FIRST ব্যাংকের Whole-Time ডিরেক্টর হিসেবে প্রদীপ নটরঞ্জন কে নিযুক্ত করার মান্যতা দিলো RBI
✦ 4. টি-20 বিশ্বকাপ 2024 এ স্কটল্যান্ড দল কে স্পনসর করতে চলেছে Nandini Dairy
✦ 5. দিল্লিতে 'ONDC Startup Mahotsav' এর আয়োজন করলো DPIIT
✦ 6. সম্প্রতি নেদারল্যান্ডে ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট এবং এক্সহিবিশন 2024 অনুষ্ঠিত হলো
✦ 7. IndiaFirst লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে Rushabh Gandhi কে নিযুক্ত করা হলো
✦ 8. পাকিস্তান সম্প্রতি দেশীয় রকেট সিস্টেম 'Fatah - II' -এর ট্রেনিং লঞ্চ সম্পন্ন করলো
✦ 9. অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান যথাক্রমে AFC ওমেন'স এশিয়া কাপ 2026 এবং 2029 হোস্ট করতে চলেছে
✦ 10. ভারতীয় এথলিটদের অফিসিয়াল কিট স্পন্সর করতে PUMA India এবং  AFI চুক্তি স্বাক্ষর করলো


19/05/2024

■ 1. 4630 কোটি টাকার বিনিময়ে Shriram Housing Finance কে কিনে নিলো Warburg Pincus
■ 2. গত 17 ই মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এবং ইনফরমেশন সোসাইটি দিবস পালিত হলো, এবছরের থিম - 'Digital Innovation for Sustainable Development'
■ 3. মালদ্বীপের জন্য বাজেটরি সাপোর্ট হিসেবে $ 50 মিলিয়ন অর্থ প্রদান করলো ভারত সরকার
■ 4. THE Young ইউনিভার্সিটি সূচী 2024 এ সিঙ্গাপুরের Nanyang Technological University গ্লোবালি শীর্ষস্থান অধিকার করলো
■ 5. ভারতের প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড PIXEL লঞ্চ করলো HDFC ব্যাংক
■ 6. ভারতের প্রথম স্যাটেলাইট ইন-অর্বিট থার্ড-পার্টি লায়াবিলিটি ইন্সুরেন্স লঞ্চ করলো TATA AIG জেনারেল ইন্সুরেন্স
■ 7. Moody's রেটিংস 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.6% নির্ধারণ করলো
■ 8. UN-MPTFO এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে Alain Noudehou কে নিযুক্ত করা হলো
■ 9. 5G এর থেকে 20 গুন দ্রুত বিশ্বের প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান
■ 10. ভারতের 85 তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন P. Shyam Nikhil


18/05/2024

⬔ 1. বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারত মঙ্গলের পৃষ্ঠে রোভার ও হেলিকপ্টার নামানোর জন্য Mangalyaan-2 মিশন লঞ্চ করতে চলেছে
⬔ 2. প্রতিবছর 18 ই মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Museums for Education and Research'
⬔ 3. বার্ষিক ইউকে-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ডায়ালগে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে দুই দেশই পুনরায় সুনিশ্চিত করলো
⬔ 4. ভারতে ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি প্রমোট করতে FICCI এবং IESA চুক্তি স্বাক্ষর করলো
⬔ 5. Forbes প্রকাশিত বিশ্বের Highest-Paid এথলেটিস 2024 তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শীর্ষস্থান অধিকার করলো
⬔ 6. 'Enabling Public Policy' ক্যাটাগরিতে IN-SPACe কে 'Geospatial World Leadership Award 2024' -এ সম্মানিত করা হলো
⬔ 7. ইন্টারন্যাশনাল বুক অফ অনার অরুণাচল প্রদেশের Sela টানেলকে ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি দিলো
⬔ 8. সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিববল কে নির্বাচিত করা হলো
⬔ 9. তৃতীয় বারের জন্য ক্রোয়েশিয়ার PM-Designate হিসেবে Andrej Plenkovic কে নিযুক্ত করা হলো
⬔ 10. 27 তম ন্যাশনাল ফেডারেশন সিনিয়র এথলেটিক্স কম্পিটিশন 2024 -এ নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন

17/05/2024

◆ 1. প্রতিবছর 17 ই মে World Telecommunication and Information Society দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Digital Innovation for Sustainable Development', এছাড়া গত 16 ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হলো
◆ 2. 2024 এর জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বাড়িয়ে 6.9% নির্ধারণ করলো সম্মিলিত জাতীপুঞ্জ
◆ 3. গ্লোবাল লজিস্টিক্স পাওয়ারহাউস DP World ভারতের চেন্নাইতে এটির  বৃহত্তম ফ্রি ট্রেড ওয়ারহাউস জোন লঞ্চ করলো
◆ 4. ভারতে এনার্জি ট্রানজিশন প্রজেক্ট সাপোর্ট করতে ReNew Energy Global PLC এবং ইউরোপিয়ান ব্যাংক Societe Generale চুক্তি স্বাক্ষর করলো
◆ 5. গ্রাহক অভিজ্ঞতাকে ইনোভেশনে রূপান্তর করতে SBI জেনারেল ইন্সুরেন্স 'Bima Central' প্লাটফর্ম লঞ্চ করলো
◆ 6. সিকিমের পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমকে বাড়াতে $ 148.5 মিলিয়ন লোনের মান্যতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)
◆ 7. সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Lawrence Wong
◆ 8. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত লেখক Malti Joshi 90 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 9. The Indian Express এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর Anuradha Mascarenhas নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'At The Wheel of Research: An Exclusive Biography of Dr. Soumya Swaminathan'
◆ 10. ইউএস স্পেশ্যাল অপারেশন ফোর্সেস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মধ্যে কলকাতায় সপ্তম যৌথ অ্যান্টি-টেরর মক ড্রিল অনুশীলন 'TARKASH' সম্পন্ন হলো

16/05/2024

◆ 1. 77 তম Cannes ফিল্ম উৎসবে ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হলো
◆ 2. নতুন দিল্লীর দ্বারকাতে ভারতের প্রিমিয়ার স্কিল কম্পিটিশন IndiaSkills 2024 সম্পন্ন হলো
◆ 3. LankaPay এর সাথে জোটবদ্ধ হয়ে শ্রীলঙ্কায় UPI লঞ্চ করলো PhonePe
◆ 4. ভারতীয় ফুটবল দলের অধিনায়ক স্টার ফুটবলার সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন
◆ 5. গুজরাট, ত্রিপুরা এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপাল Kamla Beniwal 97 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 6. প্রতিবছর 16 ই মে International Day of Light পালিত হয়, এবছরের থিম - 'Light in Our Lives'
◆ 7. প্রখ্যাত লেখক রাস্কিন বন্ড কে সম্মানীয় সাহিত্য একাডেমী ফেলোশিপে সম্মানিত করা হলো
◆ 8. চিফ ইন্টেলিজেন্স অফিসার হিসেবে David Salvagnini কে নিযুক্ত করলো NASA
◆ 9. প্রখ্যাত শিক্ষাবিদ Chandrakant Satija কে গ্লোবাল এক্সেলেন্স আওয়ার্ড 2024 দ্বারা সম্মানিত করা হলো
◆ 10. Dr. Soumya Swaminathan কে McGill ইউনিভার্সিটি দ্বারা সম্মানীয় ডক্টরেট -এ সম্মানিত করা হলো


15/05/2024

■ 1. গুগল আর্টস এন্ড কালচার সম্প্রতি 'Millets: Seeds of Change' এক্সিহিবিশন লঞ্চ করলো
■ 2. 2025 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 6.6% বৃদ্ধি পেতে চলেছে বলে নির্ধারণ করলো Moody's Ratings
■ 3. Visa এর সাথে ভারতের প্রিমিয়ার ভার্চুয়াল কার্ড Pixel Play লঞ্চ করলো HDFC ব্যাংক
■ 4. ফ্রান্সের প্যারিসে গ্লোবাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) সেন্টার অফ এক্সেলেন্স এর উন্মোচন করলো TCS
■ 5. Microsoft Corp ফ্রান্সে ক্লাউড এবং AI ইনফ্রাস্ট্রাকচার স্থাপনের জন্য  $4.3 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে
■ 6. ভারতের 85 তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন তামিলনাড়ুর P Shyaamnikhil
■ 7. নোবেল পুরস্কার জয়ী লেখক Alice Munro 92 বছর বয়সে প্রয়াত হলেন
■ 8. মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে 2024 অর্থবর্ষে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার হলো চীন
■ 9. প্রতি বছর 15 ই মে International Day of Families পালিত হয়, থিম - 'Families & Climate Change: International Year Of The Family + 30’
■ 10. দুই-চাকার শিল্পে নবজাগরণ আনতে Hero MotoCorp সম্প্রতি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সে (ONDC) যুক্ত হলো


14/05/2024

★ 1. 'Drone Didi' পাইলট প্রজেক্টের জন্য MSDE এর সাথে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা চুক্তি স্বাক্ষর করলো
★ 2. ছত্তিশগড়ের প্রথম 15 MW ভাসমান সোলার প্লান্ট স্থাপন করতে চলেছে SAIL-Bhilai
★ 3. ইরানের চাহবাহার পোর্ট অপারেট করার জন্য ভারত 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো
★ 4. Pramac Ducati এর Jorge Martin সম্প্রতি 2024 ফ্রেঞ্চ MotoGp বিজেতা হলেন
★ 5. চাঁদের বুকে প্রথম রেলওয়ে স্টেশন FLOAT (Flexible Levitation on a Track নির্মাণের ঘোষণা করলো NASA
★ 6. 2024 Superbet Rapid & Blitz Poland জিতলেন বিশ্বের বর্তমানের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন
★ 7. আগামী 25 শে মে দিনটি বিশ্ব ফুটবল দিবস পালন করার কথা ঘোষণা করলো সম্মিলিত জাতীপুঞ্জ
★ 8. পাকিস্তান কে হারিয়ে প্রথমবার সুলতান আজলান শাহ হকি ট্রফি জিতলো জাপান
★ 9. হিন্দুস্তান শিপইয়ার্ড এর CMD হেমন্ত খাত্রী কে 'PSU Samarpan Award' এ সম্মানিত করা হলো
★ 10. বিহারের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী 72 বছর বয়সে প্রয়াত হলেন

13/05/2024

❐ 1. ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল পদের দায়িত্ব নিলেন ভাইস-অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা
❐ 2. দেশীয় Marine-Grade অ্যালুমিনিয়াম এর জন্য ভারতীয় কোস্ট গার্ড এবং Hindalco চুক্তি স্বাক্ষর করলো
❐ 3. মেঘালয়ের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) হিসেবে Idashisha Nongrang কে নিযুক্ত করা হলো
❐ 4. মেঘালয়তে ভারত এবং ফ্রান্সের মধ্যে সপ্তম যৌথ মিলিটারি অনুশীলন 'Shakti' অনুষ্ঠিত হতে চলেছে
❐ 5. স্থানীয় শিল্পগুলিকে গতি প্রদান করতে দুবাই সম্প্রতি ইনোভেটিভ গেমিং ভিসা লঞ্চ করলো
❐ 6. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সম্প্রতি 3D-প্রিন্টেড লিকুইড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষণ করলো
❐ 7. ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) ব্যাঙ্গালুরুতে 'Telecom Design Collaboration Sprint' -এর আয়োজন করলো
❐ 8. ইকোনমিক এবং ট্রেড সম্পর্ক মজবুত করতে UAE-ইন্ডিয়া CEPA কাউন্সিল এবং ইন্ডিয়ান চেমার্স অফ কমার্স চুক্তি স্বাক্ষর করলো
❐ 9. National Accreditation Board for Hospitals and Healthcare Providers (NABH) এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন Rizwan Kotla
❐ 10. প্রাক্তন আমলা এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত Moosa Raza 87 বছর বয়সে প্রয়াত হলেন

12/05/2024

❂ 1. শিপবিল্ডিং -এ দেশীয় পণ্য বাড়াতে জিন্দাল স্টিল এন্ড পাওয়ার লিমিটেড (JSP) এবং ভারতীয় কোস্ট গার্ড চুক্তি স্বাক্ষর করলো
❂ 2. আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম ডায়রেক্ট এয়ার ক্যাপচার এন্ড স্টোরেজ প্লান্ট 'Mammoth' এর স্থাপনা করলো Climeworks
❂ 3. ভারতে এন্ড্রইড ব্যবহারকারীদের জন্য গুগল সম্প্রতি গুগল ওয়ালেট লঞ্চ করলো
❂ 4. ASBC এশিয়ান U-22 এবং ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় বক্সাররা মোট 43 টি মেডেল পেলো
❂ 5. CII এর সাথে মিলিত ভাবে নতুন দিল্লিতে Meditech Stackathon 2024 লঞ্চ করলেন DoP সেক্রেটারি Dr. Arunish Chawla
❂ 6. IA ওয়েস্টার্ন কম্যান্ড এবং ভারতীয় বায়ুসেনা পাঞ্জাবে যৌথ অনুশীলন Gagan Strike - II সম্পন্ন করলো
❂ 7. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইনফোসিস সংস্থা ISO 42001:2023 সার্টিফিকেশন পেলো
❂ 8. স্কটল্যান্ডের সপ্তম প্রথম মন্ত্রী হিসেবে John Swinney নির্বাচিত করলো স্কটল্যান্ড পার্লামেন্ট
❂ 9. ওপেন রিসার্চ চালনা করার জন্য Springer Nature এবং ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জি ট্রান্সফর্মেটিভ এগ্রিমেন্ট স্বাক্ষর করলো 
❂ 10. ভারতের প্রথম কমার্শিয়াল ইউটিলিটি-স্কেল BESS প্রজেক্ট দিল্লি ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (DERC) এর মান্যতা পেলো


11/05/2024

✦ 1. ডিফেন্স টেকনোলজি প্রজেক্টের উপর DRDO এবং IIT ভুবনেশ্বর জোটবদ্ধ হলো
✦ 2. ইউএন কাউন্টার-টেরোরিজম ট্রাস্ট ফান্ডে ভারত $500,000 অর্থ প্রদান করলো
✦ 3. আন্তর্জাতিক অর্থ লেনদেনে নবজাগরণ আনতে Thomas Cook India সম্প্রতি TCPay লঞ্চ করলো
✦ 4. মিলিটারি ডিক্টেটর Mahamat Idris Deby Itno, Chad -এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন
✦ 5. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে R. Lakshmi Kanth Rao কে নিযুক্ত করলো
✦ 6. ভারতে ব্যাংকিং পরিষেবার একটি অংশ হিসেবে ডিজিটাল ক্রেডিট কার্ড লঞ্চ করলো Zeta
✦ 7. কোহিমা শান্তি মেমোরিয়াল এবং ইকো-পার্কের উদ্বোধন করলো জাপান এবং নাগাল্যান্ড সরকার
✦ 8. নিউজিল্যান্ডের ব্যাটসম্যান Colin Munro সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন
✦ 9. রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে Mikhail Mishustin কে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন
✦ 10. এবছরের 11 ই মে এবং 12 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হতে চলেছে, এবছরের থিম - 'Insects'



10/05/2024

❂ 1. Wealthiest Cities রিপোর্ট 2024 অনুযায়ী সেরা 50 টি শহরের তালিকায় ভারতের মুম্বাই (24 তম) এবং দিল্লী (37 তম) স্থান পেলো
❂ 2. গ্লোবাল ফিনটেক ফার্ম EBANX এবং ভারতীয় প্রাইভেট সেক্টর ব্যাংক YES Bank জোটবদ্ধ হলো
❂ 3. তরল অক্সিজেন কেরোসিনের ব্যবহার করে সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন নির্মাণ করলো ISRO
❂ 4. দাবানলের বিরুদ্ধে লড়তে উত্তরাখন্ড সরকার সম্প্রতি 'Pirul Lao-Paise Pao' ক্যাম্পেইন লঞ্চ করলো
❂ 5. ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতীয় কুস্তিবিদ বজরং পুনিয়াকে নির্দেশ অবমাননার জন্য সাসপেন্ড করলো
❂ 6. প্রতি বছর 10 ই মে International Day of Argania পালিত হয়
❂ 7. পবন সিন্ধিকে গ্লোবাল প্রাইড অফ সিন্ধি আওয়ার্ড 2024 -এ সম্মানিত করা হলো
❂ 8. Larsen and Toubro (L&T) সংস্থার প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ডিরেক্টর এবং CFO R Shankar Raman কে নিযুক্ত করা হলো
❂ 9. টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের অফিসিয়াল স্পনসর হলো Amul সংস্থা
❂ 10. আদানি গ্রীন এনার্জির সাথে 20 বছরের পাওয়ার পারচেস চুক্তি করলো শ্রীলঙ্কা সরকার


09/05/2024

■ 1. পঞ্চম বারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন ভ্লাদিমির পুতিন
■ 2. 2023 এ জাপান কে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সোলার পাওয়ার জেনারেটর হলো ভারত
■ 3. Sapphire Media এর রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্কের Big 92.7 FM এর মালিকানা অধিকারের মান্যতা দিলো NCLT
■ 4. HDFC Life এর চেয়ারম্যান হিসেবে Keki Mistry এর নিযুক্ত করার মান্যতা দিলো IRDAI
■ 5. ভারতীয় ফিনটেক কোম্পানি Setu সম্প্রতি ভারতের প্রথম বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল Sesame এর উন্মোচন করলো
■ 6. প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 350 টি উইকেট নিয়ে ইতিহাস গড়লো যুজবেন্দ্র চাহাল
■ 7. কেরলের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা Sangeeth Sivan 61 বছর বয়সে প্রয়াত হলেন
■ 8. স্কটিশ ন্যাশনাল পার্টির নতুন নেতা হিসেবে John Swinney কে নির্বাচিত করা হলো
■ 9. উত্তরাখণ্ডে দাবানলের বিরুদ্ধে লড়তে ভারতীয় বায়ুসেনা সম্প্রতি Bambi Bucket অপারেশন সম্পন্ন করলো
■ 10. পুলিতজার প্রাইজ 2024 এ ফিকশন ক্যাটাগরি তে Night Watch (লেখক - Jayne Anne Phillips) এবং ড্রামা ক্যাটাগরিতে Primary Trust (লেখক - Eboni Booth) বিজয়ী হলো


08/05/2024

❐ 1. ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা সম্প্রতি পাঞ্জাবে Gagan Strike-II নামক অনুশীলন সম্পন্ন করলো
❐ 2. রিলিফ ক্যাম্পে স্টুডেন্টদের জন্য 'School on Wheels' প্রোগ্রাম লঞ্চ করলো মণিপুর সরকার
❐ 3. মেক্সিকো তে বিশ্বের গভীরতম Blue Hole আবিষ্কার করলো বিজ্ঞানীরা
❐ 4. আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে NRI দের জন্য UPI চালু করলো ICICI ব্যাংক
❐ 5. মিনিস্ট্রি অফ আয়ুষ এর ডিরেক্টর হিসেবে IAS অফিসার সুবোধ কুমারকে নিযুক্ত করা হলো
❐ 6. প্রখ্যাত উর্দূ লেখক  Salam Bin Razzaq 83 বছর বয়সে প্রয়াত হলেন
❐ 7. 26 তম ASEAN-ইন্ডিয়া সিনিয়র অফিসিয়ালস' মিটিং নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো
❐ 8. প্রতি বছর 8 ই মে বিশ্ব রেডক্রস দিবস এবং Red Crescent Day পালন করা হয়
❐ 9. গত 7 ই মে বর্ডার রোডস অর্গানাইজেশন নিজেদের 65 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো
❐ 10. পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পুলিতজার প্রাইজ 2024 জিতলো Pro Publica (Joshua Kaplan, Justin Elliott, Brett Murphy, Alex Mierjeski, and Kirsten Berg)

07/05/2024

❖ 1. মোহনবাগান সুপার জায়েন্ট কে হারিয়ে মুম্বাই সিটি এফসি দ্বিতীয়বার ইন্ডিয়ান সুপার লীগ (ISL) খেতাব জিতলো
❖ 2. ভারত এবং নাইজেরিয়া সম্প্রতি লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এগ্রিমেন্ট করলো
❖ 3. ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.1% নির্ধারণ করলো
❖ 4. সঞ্জীব নটিয়াল কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক
❖ 5. পোল্যান্ডের Iga Swiatek এবং রাশিয়ার Andrey Rublev যথাক্রমে মহিলা এবং পুরুষ বিভাগে মাদ্রিদ ওপেন 2024 খেতাব জিতলেন
❖ 6. লা লিগা 2023-24 সিজন খেতাব জিতলো স্প্যানিশ ফুটবল জায়েন্ট রিয়াল মাদ্রিদ
❖ 7. গুজরাটের ঐতিহ্যবাহী টেক্সটাইল ক্রাফট SKutch Ajrakh সম্প্রতি GI ট্যাগ পেলো
❖ 8. পানামা -এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন José Raúl Mulino 
❖ 9. প্রতিবছর 7 ই মে World Asthma Day পালন করা হয়, এবছরের থিম - 'Asthma Education Empowers'
❖ 10. নবম ICC ওমেন'স টি-20 বিশ্বকাপ 2024 বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে


06/05/2024

➥ 1. ব্যাঙ্গালুরুর Flying Wedge Defence সম্প্রতি ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বোম্বার UAV FWD-200B এর উন্মোচন করলো
➥ 2.  ষষ্ঠ ইন্টারন্যাশনাল নিউজপেপার ডিজাইন কম্পিটিশনে বিজয়ী হলো The Hindu
➥ 3. ভারত ও ঘানার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে UPI এবং GHIPSS ইন্টিগ্রেট হতে চলেছে
➥ 4. GIFT শহরে সাবসিডিয়ারি স্থাপনের জন্য RBI এর কাছ থেকে মান্যতা পেলো REC Ltd.
➥ 5. পেটিএম মানি লিমিটেডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রাকেশ সিংকে নিযুক্ত করা হলো
➥ 6. ট্রেনিং কম্যান্ডে এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) পদের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল নগেশ কাপুর
➥ 7. AFC U-23 এশিয়ান কাপ জিতে অলিম্পিকে জায়গা সুনিশ্চিত করলো জাপান
➥ 08. Titanic, Lord of the Rings এর মত বিখ্যাত সিনেমার অভিনেতা Bernard Hill 79 বছর বয়সে প্রয়াত হলেন
➥ 9. UNICEF ইন্ডিয়ার ন্যাশনাল আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান কে নিযুক্ত করা হলো
➥ 10. পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই 2024 BWF Thomas এবং Uber Cup জিতলো চীন।
  



05/05/2024

■ 1. গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল (GSTAT) এর প্রেসিডেন্ট হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি Sanjaya Kumar Mishra কে নিযুক্ত করা হলো
■ 2. ক্রিটিক্যাল খনিজের উপর তথ্য আদান-প্রদান করতে মিনিস্ট্রি অফ মাইন্স এবং শক্তি সাস্টিনেবল এনার্জি ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর করলো
■ 3. 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধি বাড়িয়ে 6.6% নির্ধারন করলো OECD 
■ 4. চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে ফিরিয়ে আনার জন্য বিশ্বের প্রথম মিশন 'Chang'e-6' সফলভাবে লঞ্চ করলো চীন
■ 5. ডিজাইনার Bhavi Mehta 'The Book Beautiful' এর জন্য অক্সফোর্ড বুকস্টোর বুক কভার প্রাইজ 2024 জিতলেন
■ 6. ওড়িশা থেকে লং-রেঞ্জ SMART (Supersonic Missile-Assisted Release of Torpedo) সিস্টেমের সফল পরীক্ষণ করলো DRDO
■ 7. ভারতীয় দাবাড়ু Vaishali Rameshbabu কে গ্র্যান্ডমাস্টার খেতাব দিলো FIDE
■ 8. প্রাক্তন RBI গভর্নর D Subbarao নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Just A Mercenary?: Notes from My Life and Career'
■ 9. বিশ্ব জুড়ে KAVACH বাস্তবায়ন করতে RailTel এবং Quadrant Future Tek চুক্তি স্বাক্ষর করলো
■ 10. ভারতে ভাসমান সোলার এনার্জি টেকনোলজির বাস্তবায়ন ঘটাতে NHPC এবং নরওয়ের Ocean Sun চুক্তি স্বাক্ষর করলো


04/05/2024

★ 1. অডিটিং এ সহযোগিতা বাড়াতে ভারতের CAG এবং নেপালের অডিটর জেনারেল চুক্তি স্বাক্ষর করলো
★ 2. প্রতি বছর 4 ই মে International Day of Mine Awareness and Assistance in Mine Action পালিত হয়
3. 2024-25 বছরের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.6% নির্ধারণ করলো OECD
★ 4. Pi এবং Phi ক্রেডিট কার্ড লঞ্চ করতে YES ব্যাংক এবং ANQ জোটবদ্ধ হলো
★ 5. ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট Purnima Devi Barman সম্প্রতি 'Green Oscar' হোয়াইটলি গোল্ড আওয়ার্ড 2024 পেলেন
★ 6. গুরুগ্রামে 1 মিলিয়ন বর্গফুটের ক্যাম্পাস উদ্বোধনের ঘোষণা করলো আমেরিকান এক্সপ্রেস
★ 7. HDFC লাইফ সম্প্রতি 'No Jhanjhat Life Insurance Fatafat' ক্যাম্পেইন লঞ্চ করলো
★ 8. ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি হিসেবে শশী ভূষণ সিংকে নিযুক্ত করা হলো
★ 9. HDFC ব্যাংকের পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে অতনু চক্রবর্তীকে পুনরায় নিযুক্ত করার মান্যতা দিলো RBI
★ 10. ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 2024 এ ভারত 180 টি দেশের মধ্যে 159 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে নরওয়ে

03/05/2024

❖ 1. সোলার প্রজেক্টের জন্য $400 মিলিয়ন ফাইন্যান্স নিশ্চিত করলো আদানি গ্রীন এনার্জি
❖ 2. UPI এর মত ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম তৈরির জন্য ব্যাংক অফ নামিবিয়া এর সাথে জোটবদ্ধ হলো NPCI
❖ 3. BharatPe এর প্রাক্তন COO Dhruv Dhanraj Bahl সম্প্রতি Eternal Capital VC ফান্ড লঞ্চ করলেন
❖ 4. টি-20 বিশ্বকাপ 2024 এ USA এবং দক্ষিণ আফ্রিকার লীড স্পনসর হলো Amul
❖ 5. প্রতিবছর 3 রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালন করা হয়, এবছরের থিম - 'A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis'
❖ 6. অ্যান্টি-করাপশন নীতি লঙ্ঘনের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার Devon Thomas কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলো ICC
❖ 7. গুয়াহাটিতে 2025 BWF ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে ভারত
❖ 8. বিশিষ্ট রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী V. Srinivas 76 বছর বয়সে প্রয়াত হলেন
❖ 9. Jeremiah Manele কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো Solomon Islands
❖ 10. ডিপার্টমেন্ট অফ পার্সোনেল এন্ড ট্রেনিং (DPIIT) এর ডিরেক্টর হিসেবে প্রতিমা সিংকে নিযুক্ত করা হলো



02/05/2024

➥ 1. প্রখ্যাত লেখক Paul Auster সম্প্রতি 77 বছর বয়সে প্রয়াত হলেন
➥ 2. পুনেতে ভারতের প্রথম কনষ্টিটিউশন পার্ক গড়ে তুলতে ভারতীয় সেনাবাহিনী এবং Punit Balan Group জোটবদ্ধ হলো
➥ 3. ভারতে 1 গিগাওয়াট রিনউইবেল এনার্জি তৈরি করতে 5215 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)
➥ 4. কোচি তে 46 তম আন্টার্কটিক ট্রিটি কন্সাল্টেটিভ মিটিং হোস্ট করতে চলেছে ভারত
➥ 5. বিশ্বের 'unhealthy air' শহরের তালিকায় কাঠমান্ডু শীর্ষ স্থান অধিকার করলো
➥ 6. প্রতিবছর 2 রা মে World Tuna Day পালিত হয়
➥ 7. কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি তে অসামান্য অবদানের জন্য Dr. Bina Modi কে সম্মানিত করা হলো
➥ 8. জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর MD এবং CEO পদে Hitesh Sethia কে নিযুক্ত করার মান্যতা দিলো MCA
➥ 9. ভারতের নেতৃত্বে নিউইয়র্কে DPI (Digital Public Infrastructure) এর উপর UN এর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হলো
➥ 10. Waste-to-Green এনার্জি প্লান্ট স্থাপনের জন্য TUECO এবং উত্তরাখণ্ডের নগর নিগম হরিদ্বার চুক্তি স্বাক্ষর করলো

01/05/2024

■ 1. জিম্বাবুয়ে সম্প্রতি নতুন মুদ্রা ZIG (Zimbabwe Gold) লঞ্চ করলো
■ 2. DRDO এর সুপারসনিক মিসাইল-অ্যাসিস্টেড টরপেডো ডেলিভারি সিস্টেম সফলতা অর্জন করলো
■ 3. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য Acemoney (India) NBFC লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)
■ 4. প্রখ্যাত সাংবাদিক Vinay Vir সম্প্রতি 72 বছর বয়সে প্রয়াত হলেন
■ 5. প্রতি বছর 1 লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়
■ 6. Securities Appellate Tribunal (SAT) এর প্রিসাইডিং অফিসার হিসেবে বিচারপতি দীনেশ কুমারকে নিযুক্ত করা হলো
■ 7. 16 তম TCS World 10K Bengaluru তে কেনিয়ান দৌড়বিদ Peter Mwaniki এবং Lilian Kasait বিজয়ী হলো
8. 2023-24 সিজনে 12th Ligue-1 খেতাব জিতলো Paris Saint-Germain
■ 9. 6G টেকনোলজিতে সহযোগিতা বাড়াতে ভারত এবং ইউরোপ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে চলেছে
■ 10. ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের সদস্য হিসেবে A Ganesh Kumar এবং Debasis Kundu কে নিযুক্ত করা হলো