আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 27
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 27
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. টাকায় 20 টা দামে এক ব্যক্তি কিছু পেন কিনলো এবং টাকায় 15 টা দামে বিক্রি করলো । লাভের হার কত ?
[A] 35%
[B] 15%
[C] 33.33%
[D] 40%
[A] 35%
[B] 15%
[C] 33.33%
[D] 40%
2. একটি দ্রব্যের উপর 10% ছাড় দেওয়ার পরও 10% লাভ হয় । যদি কোনো ছাড় দেওয়া না হয়, তবে লাভের হার কত হবে ?
[A] 35%
[B] 33.33%
[C] 22.22%
[D] 66.67%
3. মনীশ একা একটি কাজ 48 দিনে করতে পারে এবং প্রদীপ একা এটি মনীশের অর্ধেক দিনে করতে পারে । তারা একত্রে কাজটির 1/4 অংশ করবে কতদিনে ?
[A] 5 দিন
[B] 4.5 দিন
[C] 6 দিন
[D] 4 দিন
4. S1 এবং S2 দ্বারা গড় প্রাপ্ত নম্বর, S2 এবং S3 দ্বারা প্রাপ্ত গড় অপেক্ষা 35 বেশি । যদি S3 এর প্রাপ্ত নম্বর 75 হয়, তবে S1 এর প্রাপ্ত নম্বর কত ?
[A] 170
[B] 165
[C] 155
[D] 145
5. বার্ষিক 10% সরল সুদের হারে 8 বছরের জন্য কোনো টাকার উপর সরল সুদ হয় 8000 টাকা । একই টাকার উপর বার্ষিক 10% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 3450 টাকা
[B] 3750 টাকা
[C] 3220 টাকা
[D] 3310 টাকা
6. একটি ক্লাসের 14 জন স্টুডেন্টের গড় বয়স হলো 17 বছর । যদি 32 বছরের নতুন একটি স্টুডেন্ট ক্লাসে যোগদান করে তবে এই 15 জন স্টুডেন্টের গড় বয়স কত হবে ?
[A] 21 বছর
[B] 22 বছর
[C] 19 বছর
[D] 18 বছর
7. 5 বছরে কোনো টাকার উপর সরল সুদ মূলধনের 20% এর সমান । কত বছরে সুদটা মূলধনের সাথে সমান হবে ?
[A] 30 বছর
[B] 40 বছর
[C] 25 বছর
[D] 35 বছর
8. এক ব্যক্তি একটি দ্রব্য কেনে এবং 20% ক্ষতিতে এটি বিক্রি করে । যদি সে 30% কমে কিনতো এবং আরো 125 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 50% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 450 টাকা
[B] 620 টাকা
[C] 500 টাকা
[D] 600 টাকা
9. একটি ক্লাসে, 40% হলো বালক এবং 54 জন হলো বালিকা । ক্লাসে বালকদের সংখ্যা কত ?
[A] 36
[B] 34
[C] 33
[D] 37
10. X, Y এবং Z হলো তিনজন স্টুডেন্ট । X, Y এর থেকে 40% বেশি নম্বর পায় এবং Z এর থেকে 20% কম নম্বর পায় । যদি Y 480 নম্বর পায় তবে Z এর নম্বর কত ?
[A] 840
[B] 850
[C] 820
[D] 800
11. 48 cm ব্যাসার্ধের একটি অর্ধগোলক কে গলিয়ে 8 cm ব্যাসার্ধের কতগুলি গোলকাকার বল তৈরি করা যাবে ?
[A] 90
[B] 116
[C] 104
[D] 108
12. তিনটি সংখ্যার যোগফল 123 । যদি প্রথম এবং দ্বিতীয়র অনুপাত 3 : 4 এবং দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে অনুপাত 3 :5 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত ?
[A] 46
[B] 42
[C] 33
[D] 36
13. মান নির্ণয় :
42 × 3 + 25 × 3 – 14 ÷ 7 × 5 ?
[A] 187
[B] 191
[C] 186
[D] 182
14. 12, 8 এবং 24 এর গসাগু কত ?
[A] 12
[B] 8
[C] 4
[D] 6
15. M এর কোন মানের জন্য, 58524M সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে ?
[A] 8
[B] 2
[C] 3
[D] 7
16. নূন্যতম কোন সংখ্যাটি 27, 36, 56, 12 এবং 10 দ্বারা বিভাজ্য ?
[A] 7560
[B] 8584
[C] 5953
[D] 7694
17. তিনটি সংখ্যার অনুপাত 6 : 8 : 9 । যদি তিনটি সংখ্যার যোগফল 460 হয়, তবে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] 160
[B] 120
[C] 100
[D] 180
18. একটি নৌকা 54 কিমি দূরত্ব একটি ইউনিফর্ম বেগে অতিক্রম করে । যদি নৌকার বেগ 3 km/hr বৃদ্ধি পায়, তবে একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগে । নৌকাটির প্রকৃত গতিবেগ কত ?
[A] 3 km/hr
[B] 12 km/hr
[C] 9 km/hr
[D] 6 km/hr
19. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ও বিক্রয়মূল্য যথাক্রমে 7600 টাকা এবং 6688 টাকা যথাক্রমে । ছাড়ের শতাংশ কত ?
[A] 8%
[B] 12%
[C] 10%
[D] 16%
20. রাকেশ, মহেশ এবং পুনিশ একত্রে একটি চেয়ার 20 মিনিটে তৈরি করতে পারে । রাকেশ এবং মহেশ একত্রে এটি 25 মিনিটে তৈরি করতে পারে । তবে পুনিশ একা ওই চেয়ারটি তৈরি করতে কত সময় নেবে ?
[A] 95 মিনিট
[B] 80 মিনিট
[C] 100 মিনিট
[D] 110 মিনিট
Answers & Solutions ::



















