আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 26

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 26


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 6% হারে 2 বছরে সরল সুদ হয় 960 টাকা । একই টাকার উপর একই সময়ের জন্য একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?

[A] 985.4

[B] 988.8 

[C] 1122.2

[D] 1025.1


2. যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 48 cm এবং 64 cm হয় তবে রম্বসের পরিসীমা কত ?

[A] 120 cm

[B] 75 cm

[C] 225 cm

[D] 160 cm 


3. 1 কেজি গমের দাম 50% বৃদ্ধি পায় এবং বৃদ্ধিটা হলো 25 টাকা । প্রতি কেজি গমের নতুন দাম কত ?

[A] 45 টাকা

[B] 60 টাকা

[C] 75 টাকা 

[D] 55 টাকা 


4. যদি একটি গাড়ি 150 কিমি দূরত্ব 50 km/h বেগে অতিক্রম করতে কত সময় নেবে ?

[A] 3 ঘন্টা 

[B] 3.5 ঘন্টা

[C] 4.5 ঘন্টা

[D] 4 ঘন্টা


5. একটি ঘড়ি 6000 টাকায় কেনা হয় এবং 5500 টাকায় বিক্রি করা হয় । ক্ষতির হার কত ?

[A] 8.08%

[B] 11.11%

[C] 8.33% 

[D] 7.28%


6. P, Q এবং R এর গড় হলো 40 । যদি P ও Q এর গড় 35 এবং Q ও R এর গড় 45 হয়, তবে Q এর মান কত ?

[A] 32

[B] 40 

[C] 28

[D] 48


7. একটি ক্লাসের 30 জন স্টুডেন্টের গড় বয়স 20 বছর । যদি প্রত্যেক স্টুডেন্টের বয়স 5 বছর বৃদ্ধি পায় তবে গড় বয়স কত সংখ্যায় বৃদ্ধি পাবে তা নির্ণয় করো -

[A] 8

[B] 7

[C] 5 

[D] 3


8. যদি M : N : P = 3 : 7 : 5 এবং P : Q = 1 : 2 হয় তবে M : Q এর মান কত ?

[A] 2 : 1

[B] 2 : 3

[C] 1 : 3

[D] 3 : 10 


9. W এবং X একত্রে একটি কাজ 40 দিনে করতে পারে । X এবং Y একত্রে একই কাজ 60 দিনে করতে পারে । যদি W, X এবং Y একত্রে, একই কাজ 30 দিনে সম্পন্ন করে। তবে W এবং Y একত্রে একই কাজ কতদিনে শেষ করতে পারবে ?

[A] 45 দিন

[B] 40 দিন 

[C] 50 দিন

[D] 36 দিন


10. যদি একটি দ্রব্যের ধার্য্যমূল্য 4500 টাকা হয় এবং বিক্রয়মূল্য 3900 টাকা হয়। তবে ছাড়ের পরিমান কত ? 

[A] 500

[B] 600 

[C] 700

[D] 850


11. একটি দ্রব্যের উপর 50% ছাড় দেওয়ার পরও সেখানে 50% লাভ হয় । তবে যদি কোনো রকম ছাড় দেওয়া না হয় তবে লাভের হার কত হবে ?

[A] 300%

[B] 100%

[C] 150%

[D] 200% 


12. যদি দুটি সংখ্যার মধ্যে অন্তর, তাদের যোগফলের 30% হয় তবে বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার মধ্যে অনুপাত কত ?

[A] 14 : 3

[B] 12 : 5

[C] 13 : 7 

[D] 15 : 7


13. ভগ্নাংশে পরিণত করো : 


[A] 5/9

[B] 3/7

[C] 37/90 

[D] 4/9


14. নিম্নের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয় ?

[A] 3789

[B] 7857

[C] 1845

[D] 3658 


15. অমর, সচিনের থেকে 10% বেশি দক্ষ । যদি সচিন একা একটি কাজ 44 দিনে শেষ করতে পারে  তবে অমর একা একই কাজ কতদিনে শেষ করতে পারবে ?

[A] 40 দিন 

[B] 52 দিন

[C] 47 দিন

[D] 45 দিন


16. দুটি সংখ্যার গুনফল 1408 এবং তাদের লসাগু 352 । গসাগু নির্ণয় করো -

[A] 4 

[B] 2

[C] 3

[D] 7


17. যদি X : Y = 11 : 5 হয় তবে (X – Y) : (X + Y) ?

[A] 6 : 15

[B] 3 : 8 

[C] 5 : 16

[D] 8 :3


18. 258, 301 এবং 387 এর গসাগু নির্ণয় করো -

[A] 29

[B] 27

[C] 22

[D] 43 


19. কোনো টাকার উপর 3 বছরে প্রাপ্ত সরল সুদের পরিমাণ 1782 টাকা । একই টাকার উপর একই সুদের হারে 10 বছরে সরল সুদ কত হবে ?

[A] 6940 টাকা

[B] 6800 টাকা

[C] 5940 টাকা 

[D] 6840 টাকা


 20. অনুরাগ একটি রেফ্রিজারেটর 30% ক্ষতিতে 28000 টাকায় বিক্রি করে । যদি সে 25% লাভ করতে চাইতো তবে তাকে রেফ্রিজারেটরটিকে কত টাকায় বিক্রি করতে হতো ?

[A] 52,700 টাকা

[B] 52,000 টাকা

[C] 50,000 টাকা 

[D] 51,500 টাকা 







Answers & Solutions ::