আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 25
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 25
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. 2⁴ × 3³, 2⁵ × 3² এবং 2⁵ × 3⁶ এর লসাগু কত ?
[A] 2⁵
[B] 2⁵ × 3⁶
[C] 2³ × 3⁵
[D] 2⁵ × 3⁵
2. সুরেশ একটি গাড়িকে 36% ক্ষতিতে বিক্রি করে । ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত হবে ?
[A] 16 : 25
[B] 15 : 16
[C] 25 : 16
[D] 4 : 5
3. 2022 এ শহর A তে জনসংখ্যা ছিলো 62500 জন । এক বছর পর, শহর A এর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 75000 । জনসংখ্যা কত শতাংশ বাড়লো ?
[A] 30%
[B] 25%
[C] 15%
[D] 20%
4. বার্ষিক 7% সরল সুদের হারে মাসিক 350 টাকা সুদ পেতে মূলধন কত প্রয়োজন ?
[A] ₹50,000
[B] ₹60,000
[C] ₹65,000
[D] ₹55,000
5. 4 টি ঘন্টা 6, 8, 9 এবং 10 সেকেন্ড অন্তর বাজে । সমস্ত ঘন্টাই একসাথে বাজে । কত সময় পর তারা আবার একসাথে বেজে উঠবে ?
[A] 15 মিনিট
[B] 10 মিনিট
[C] 8 মিনিট
[D] 6 মিনিট
6. কোনো নিৰ্দিষ্ট শহরের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 8% বৃদ্ধি পায় । জনসংখ্যার মোটের উপর বৃদ্ধি কত শতাংশ ?
[A] 18.3%
[B] 15.2%
[C] 13.0%
[D] 13.4%
7. দুটি গাড়ি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে যায় । যদি একটি গাড়ি 40 km/h বেগে এবং অন্যটি 50 km/h বেগে যায়, তবে 5 ঘন্টা পর তারা একে অপরের থেকে কত দূরে থাকবে ?
[A] 450 km
[B] 480 km
[C] 410 km
[D] 460 km
8. কোনো নিৰ্দিষ্ট টাকার উপর বার্ষিক 30% হারে 1 বছরের সরল সুদ এবং1 বছরের চক্রবৃদ্ধি সুদ (ছয়মাস অন্তর) এর মধ্যে পার্থক্য 337.5 টাকা । মূলধনের পরিমান কত ?
[A] 15,000 টাকা
[B] 18500 টাকা
[C] 17000 টাকা
[D] 17700 টাকা
9. Z1, Z2 এবং Z3 একটি কাজ 100, 50 এবং 75 দিনে করতে পারে যথাক্রমে । তারা তিনজনে একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে Z2 কাজ ছেড়ে চলে যায় । কাজটি কতদিনে সম্পূর্ণ হবে ?
[A] 30 দিন
[B] 45 দিন
[C] 35 দিন
[D] 40 দিন
10. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 640 টাকা । যদি 37.5% ছাড় দেওয়া হয়, তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] 600 টাকা
[B] 450 টাকা
[C] 400 টাকা
[D] 550 টাকা
11. 58²⁹ কে 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে ?
[A] 7
[B] 3
[C] 2
[D] 4
12. একটি অর্ধগোলকের ব্যাস 21 cm । অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত ?
[A] 1238.5 বর্গসেমি
[B] 790.5 বর্গসেমি
[C] 980.5 বর্গসেমি
[D] 1039.5 বর্গসেমি
13. যদি 4M = 5N = 20C হয়, তবে M : N : C এর মান কত ?
[A] 5 : 4 : 3
[B] 5 : 4 : 1
[C] 7 : 5 : 4
[D] 9 : 3 : 1
14. পাঁচটি সংখ্যার গড় হলো 36 । প্রথম দুটি সংখ্যার গড়, শেষ তিনটি সংখ্যার গড়ের 1.5 গুণ । প্রথম দুটি সংখ্যার যোগফল কত ?
[A] 85
[B] 79
[C] 78
[D] 90
15. ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে অন্তর হলো 132 টাকা । যদি লাভের হার 20% হয় তবে বিক্রয়মূল্য কত ?
[A] 760 টাকা
[B] 822 টাকা
[C] 802 টাকা
[D] 792 টাকা
16. এক ব্যক্তি একটি কাজ 28 দিনে করতে পারে । 8 দিনে মোট কাজের কত অংশ কাজ আমান দ্বারা সম্পন্ন হবে ?
[A] 3/8
[B] 4/7
[C] 2/7
[D] 3/7
17. একটি খেলনার প্রকৃত দাম $25 কিন্তু 30% ছাড় দিয়ে এটিকে বিক্রি করা হয় । বিক্রয়মূল্য কত ?
[A] $14.6
[B] $17.5
[C] $19.3
[D] $13.8
18. √0.000081 এর মান কত ?
[A] 0.9
[B] 0.009
[C] 0.09
[D] 9.9
19. যদি 70,000 টাকা A, B এবং C র মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A : B = 2 : 3 এবং B : C = 4 : 5 হয় তবে A এর ভাগ কত ?
[A] 18,500 টাকা
[B] 14,500 টাকা
[C] 15,800 টাকা
[D] 16,000 টাকা
20. প্রথম 31 টি অযুগ্ম সংখ্যার গড় কত ?
[A] 37
[B] 33
[C] 31
[D] 32
Answers & Solutions ::
_2.jpg)
_3.jpg)
_4.jpg)
_5.jpg)
_6.jpg)
_7.jpg)
_8.jpg)
_9.jpg)
_10.jpg)
_11.jpg)
_12.jpg)
_13.jpg)
_14.jpg)
_15.jpg)
_16.jpg)
_17.jpg)
_18.jpg)
_19.jpg)
_20.jpg)
_21.jpg)