আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 24
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 24
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. মান নির্নয় : 5400 ÷ 2 – 55 × 11 + 44 × 3[A] 1119[B] 2227 [C] 2178[D] 1928
2. 12 জন খেলোয়াড় এবং তাদের কোচের গড় বয়স 32 বছর । প্রথম 5 জন খেলোয়াড়ের গড় বয়স 28 বছর এবং বাকি 7 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর । কোচের বয়স কত ?[A] 93 বছর[B] 99 বছর[C] 91 বছর[D] 94 বছর
3. N এর কোন মানের জন্য 28537N সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে ?[A] 2[B] 4[C] 8[D] 6
4. যদি গোলকের ব্যাসার্ধ 80% হ্রাস পায়, তবে গোলকের আয়তন কত শতাংশ হ্রাস পাবে ? [A] 98.2%[B] 99.2% [C] 94.2%[D] 95.2%
5. একটি ট্রাক নির্ধারিত সময়ের 30 মিনিট আগে রওনা দেয় কিন্তু 270 km দূরবর্তী গন্তব্যে সময় মতো পৌঁছাতে এটি তার প্রকৃত বেগ থেকে 6 km/hr কমিয়ে দেয় । ট্রাকটির প্রকৃত বেগ কত ?[A] 50 km/hr[B] 56 km/hr[C] 60 km/hr [D] 64 km/hr
6. 1000 টাকাকে সরল সুদে বিনিয়োগ করা হলে তা হয় 2210 টাকা । যদি বার্ষিক সুদের হার এবং যতটা সময়ের জন্য টাকা বিনিয়োগ করা হয়, তা যদি একই হয় তবে বার্ষিক সুদের হার কত ?[A] 15%[B] 20%[C] 8%[D] 11%
7. যদি মোট মোবাইলের 75% বিক্রি করা হয় 20% ক্ষতিতে এবং বাকি মোবাইল 30% লাভে বিক্রি করা হয় তবে মোটের উপর ক্ষতির হার কত ? [A] 8%[B] 9.09%[C] 7.5%[D] 8.5%
8. একটি কাজ অমিত, সুমিত এবং বিনীত একসাথে শেষ করে । অমিত ও সুমিত একত্রে কাজের 70% সম্পন্ন করে এবং সুমিত ও বিনীত একত্রে কাজের 50% সম্পন্ন করে । এদের কে সবথেকে বেশি দক্ষ ? [A] বিনীত[B] সুমিত[C] অমিত [D] সবাই সমান
9. মান নির্নয় : 1495 ÷ 23 + 44 × 9 – 21 ÷ 3[A] 464[B] 454 [C] 484[D] 474
10. যদি m = 1500 এবং n = 2000 হয় তবে m, n অপেক্ষা কত শতাংশ কম ? [A] 50%[B] 12.5%[C] 10%[D] 25%
11. একটি দ্রব্য 20% ছাড়ে বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্যমূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে অনুপাত কত হবে ? [A] 5 : 3[B] 5 : 4 [C] 4 : 3 [D] 4 : 1
12. 10,000 টাকাকে বার্ষিক 20% হারে 3 বছরের জন্য ধার দেওয়া হয় । নিম্নের কোন বিবৃতি সঠিক ? I. এই মূলধনের উপর সরল সুদ হলো 6000 টাকা II. এই মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় 7200 টাকা[A] I বা II কোনোটিই নয়[B] I এবং II উভয়ই[C] কেবল II[D] কেবল I
13. একটি দ্রব্যের ক্রয়মূল্য হলো 4600 টাকা । যদি ক্ষতির হার 12% হয় তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত ? [A] 3962 টাকা[B] 4048 টাকা [C] 3562 টাকা[D] 3888 টাকা
14. একটি মিশ্রণে এসিড ও জলের অনুপাত 4 : 7 । যদি এটিতে 10 লিটার জল মেশানো হয় তবে এসিড ও জলের অনুপাত হয় 8 : 19 । মিশ্রণে এসিডের পরিমান কত ? [A] 8 লিটার[B] 4 লিটার[C] 12 লিটার[D] 16 লিটার
15. 15 জন বালকের একটি গ্রুপের গড় বয়স 24 বছর । 13 বছর বয়সের একজন বালক গ্রুপ ছেড়ে চলে যায় । একটি নতুন বালক গ্রুপে যোগদান করে এবং গড় 1বছর বৃদ্ধি পায় । নতুন বালকের বয়স কত ? [A] 28 বছর [B] 25 বছর[C] 20 বছর[D] 22 বছর
16. যদি ভূমি উচ্চতার অর্ধেক হয় এবং ক্ষেত্রফল হয় 144 বর্গসেমি তবে ত্রিভুজটির উচ্চতা কত ? [A] 27 cm[B] 24 cm [C] 23.8 cm[D] 29.4 cm
17. যদি 3T = 10U এবং 5U = 7V হয়, তবে T : U : V -এর মান কত ?[A] 70 : 31 : 14[B] 70 : 21 : 15 [C] 10 : 3 : 2[D] 21 : 15 : 70
18. X ও Y একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে । Y একা একই কাজ 25 দিনে শেষ করতে পারে । X একা একই কাজ কত দিনে করতে পারবে ?[A] 110 দিন[B] 120 দিন[C] 150 দিন[D] 100 দিন
19. 33% ছাড় দেওয়ার পর একটি দ্রব্যকে 2546 টাকায় বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্যমূল্য কত ?[A] 3800 টাকা [B] 3500 টাকা[C] 4000 টাকা[D] 3600 টাকা
20. মান নির্নয় : 2 এর 40 – (44 + 2 – 96)[A] 50[B] 30[C] 100[D] 130
Answers and Solutions :-
1. মান নির্নয় :
5400 ÷ 2 – 55 × 11 + 44 × 3
[A] 1119
[B] 2227
[C] 2178
[D] 1928
2. 12 জন খেলোয়াড় এবং তাদের কোচের গড় বয়স 32 বছর । প্রথম 5 জন খেলোয়াড়ের গড় বয়স 28 বছর এবং বাকি 7 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর । কোচের বয়স কত ?
[A] 93 বছর
[B] 99 বছর
[C] 91 বছর
[D] 94 বছর
3. N এর কোন মানের জন্য 28537N সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে ?
[A] 2
[B] 4
[C] 8
[D] 6
4. যদি গোলকের ব্যাসার্ধ 80% হ্রাস পায়, তবে গোলকের আয়তন কত শতাংশ হ্রাস পাবে ?
[A] 98.2%
[B] 99.2%
[C] 94.2%
[D] 95.2%
5. একটি ট্রাক নির্ধারিত সময়ের 30 মিনিট আগে রওনা দেয় কিন্তু 270 km দূরবর্তী গন্তব্যে সময় মতো পৌঁছাতে এটি তার প্রকৃত বেগ থেকে 6 km/hr কমিয়ে দেয় । ট্রাকটির প্রকৃত বেগ কত ?
[A] 50 km/hr
[B] 56 km/hr
[C] 60 km/hr
[D] 64 km/hr
6. 1000 টাকাকে সরল সুদে বিনিয়োগ করা হলে তা হয় 2210 টাকা । যদি বার্ষিক সুদের হার এবং যতটা সময়ের জন্য টাকা বিনিয়োগ করা হয়, তা যদি একই হয় তবে বার্ষিক সুদের হার কত ?
[A] 15%
[B] 20%
[C] 8%
[D] 11%
7. যদি মোট মোবাইলের 75% বিক্রি করা হয় 20% ক্ষতিতে এবং বাকি মোবাইল 30% লাভে বিক্রি করা হয় তবে মোটের উপর ক্ষতির হার কত ?
[A] 8%
[B] 9.09%
[C] 7.5%
[D] 8.5%
8. একটি কাজ অমিত, সুমিত এবং বিনীত একসাথে শেষ করে । অমিত ও সুমিত একত্রে কাজের 70% সম্পন্ন করে এবং সুমিত ও বিনীত একত্রে কাজের 50% সম্পন্ন করে । এদের কে সবথেকে বেশি দক্ষ ?
[A] বিনীত
[B] সুমিত
[C] অমিত
[D] সবাই সমান
9. মান নির্নয় :
1495 ÷ 23 + 44 × 9 – 21 ÷ 3
[A] 464
[B] 454
[C] 484
[D] 474
10. যদি m = 1500 এবং n = 2000 হয় তবে m, n অপেক্ষা কত শতাংশ কম ?
[A] 50%
[B] 12.5%
[C] 10%
[D] 25%
11. একটি দ্রব্য 20% ছাড়ে বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্যমূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে অনুপাত কত হবে ?
[A] 5 : 3
[B] 5 : 4
[C] 4 : 3
[D] 4 : 1
12. 10,000 টাকাকে বার্ষিক 20% হারে 3 বছরের জন্য ধার দেওয়া হয় । নিম্নের কোন বিবৃতি সঠিক ?
I. এই মূলধনের উপর সরল সুদ হলো 6000 টাকা
II. এই মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় 7200 টাকা
[A] I বা II কোনোটিই নয়
[B] I এবং II উভয়ই
[C] কেবল II
[D] কেবল I
13. একটি দ্রব্যের ক্রয়মূল্য হলো 4600 টাকা । যদি ক্ষতির হার 12% হয় তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত ?
[A] 3962 টাকা
[B] 4048 টাকা
[C] 3562 টাকা
[D] 3888 টাকা
14. একটি মিশ্রণে এসিড ও জলের অনুপাত 4 : 7 । যদি এটিতে 10 লিটার জল মেশানো হয় তবে এসিড ও জলের অনুপাত হয় 8 : 19 । মিশ্রণে এসিডের পরিমান কত ?
[A] 8 লিটার
[B] 4 লিটার
[C] 12 লিটার
[D] 16 লিটার
15. 15 জন বালকের একটি গ্রুপের গড় বয়স 24 বছর । 13 বছর বয়সের একজন বালক গ্রুপ ছেড়ে চলে যায় । একটি নতুন বালক গ্রুপে যোগদান করে এবং গড় 1বছর বৃদ্ধি পায় । নতুন বালকের বয়স কত ?
[A] 28 বছর
[B] 25 বছর
[C] 20 বছর
[D] 22 বছর
16. যদি ভূমি উচ্চতার অর্ধেক হয় এবং ক্ষেত্রফল হয় 144 বর্গসেমি তবে ত্রিভুজটির উচ্চতা কত ?
[A] 27 cm
[B] 24 cm
[C] 23.8 cm
[D] 29.4 cm
17. যদি 3T = 10U এবং 5U = 7V হয়, তবে T : U : V -এর মান কত ?
[A] 70 : 31 : 14
[B] 70 : 21 : 15
[C] 10 : 3 : 2
[D] 21 : 15 : 70
18. X ও Y একত্রে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে । Y একা একই কাজ 25 দিনে শেষ করতে পারে । X একা একই কাজ কত দিনে করতে পারবে ?
[A] 110 দিন
[B] 120 দিন
[C] 150 দিন
[D] 100 দিন
19. 33% ছাড় দেওয়ার পর একটি দ্রব্যকে 2546 টাকায় বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্যমূল্য কত ?
[A] 3800 টাকা
[B] 3500 টাকা
[C] 4000 টাকা
[D] 3600 টাকা
20. মান নির্নয় :
2 এর 40 – (44 + 2 – 96)
[A] 50
[B] 30
[C] 100
[D] 130
Answers and Solutions :-



















