আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 23

 

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 23


****************************** 

                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. আমনের মাসিক আয় 35,000 টাকা । সে তার মাসিক আয়ের 20% খাবারের উপর, 30% জামাকাপড়ের উপর এবং 15% বাড়িভাড়ায় খরচ করে । আমনের মাসিক কত সঞ্চয় করে ? 
[A] 16,600 টাকা
[B] 14,200 টাকা
[C] 12250 টাকা 
[D] 15220 টাকা

2. A এবং B এর বয়সের অনুপাত 5 : 8 যথাক্রমে । 8 বছর পর, তাদের বয়সের অনুপাত হবে 3 : 4 । তাদের বর্তমান বয়সের সমষ্টি কত ? 
[A] 13 বছর
[B] 39 বছর
[C] 26 বছর 
[D] 52 বছর

3. প্রথম 16 টি স্বাভাবিক সংখ্যার গড় কত ? 
[A] 8.5 
[B] 7.3
[C] 6.5
[D] 9.7

4. 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি গাছকে 20 সেকেন্ডে অতিক্রম করে এবং উল্টোদিক থেকে আসা একই দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করে 25 সেকেন্ডে । তবে দ্বিতীয় ট্রেনটির বেগ কত ? 
[A] 10 m/s
[B] 12 m/s
[C] 15 m/s
[D] 9 m/s 

5. একজন মহিলা একটি নিৰ্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করে 30% লাভ করে । যদি সে এটি দ্বিগুন দামে বিক্রি করে তবে লাভ কত হবে ?  
[A] 140%
[B] 160% 
[C] 120%
[D] 130%

6. 11 টি সংখ্যার গড় 7.5 । 12 তম সংখ্যাটিকে কত হতে হবে যাতে ওগুলোর সাথে যোগ করলে গড় হয় 8.5 ? 
[A] 19.5 
[B] 17.5
[C] 11.5
[D] 21.5

7. এক বিক্রেতা 10 টি ফ্যান কেনে এবং 10 টি ফ্যানের ক্রয়মূল্যে 8 টি ফ্যান বিক্রি করে । লাভের হার কত ? 
[A] 24%
[B] 25% 
[C] 22%
[D] 23%

8. যদি A = 2/3 B এবং B = 3/5 C হয় তবে A : B : C ?
[A] 5 : 3 : 7
[B] 2 : 3 : 5 
[C] 3 : 5 : 7
[D] 3 : 2 : 5

9. একটি বাস 60 কিমি দূরত্ব 15 কিমি/ঘ: বেগে, 100 কিমি দূরত্ব 25 কিমি/ঘ: এবং 20 কিমি দূরত্ব 5 কিমি/ঘ: বেগে অতিক্রম করে । সমগ্র যাত্রাপথে এটির গড় বেগ কত ? (মিটার/সেকেন্ড)
[A] 15
[B] 21/2
[C] 20
[D] 25/6 


10. একটি চোর 12 m/s বেগে দৌড়াতে শুরু করে এবং 10 সেকেন্ড দৌড়ানোর পর, একজন পুলিশ চোরটিকে ধরার জন্য একই দিকে 14.5 m/s বেগে দৌড়ায় । চোরটিকে ধরতে পুলিশের কত সময় লাগে ? 
[A] 36 সেকেন্ড
[B] 30 সেকেন্ড
[C] 44 সেকেন্ড
[D] 48 সেকেন্ড 

11. A এবং B একা একটি কাজ 7 দিনে এবং 14 দিনে করতে পারে যথাক্রমে । যদি তারা অল্টারনেট দিনে কাজ করে এবং কাজটি A শুরু করে তবে কতদিনে কাজটি শেষ হবে ? 
[A] 10
[B] 8
[C] 9 
[D] 11 

12. প্রিয়া তার পণ্যের ধার্য্যমূল্য এর উপর 5% ছাড় দেয় এবং তাও তার 18% লাভ হয় । যদি ধার্য্যমূল্য 944 টাকা হয় তবে এটির ক্রয়মূল্য কত ? 
[A] 684 টাকা
[B] 580 টাকা
[C] 854 টাকা
[D] 760 টাকা 

13. বৃহত্তম যে সংখ্যাটি দ্বারা 288 এবং 432 কে সম্পূর্ণভাবে ভাগ করা যায়, তার অঙ্কগুলির সমষ্টি কত ? 
[A] 12
[B] 4
[C] 3 
[D] 9 

14. তিনটি সংখ্যার অনুপাত 4 : 5 : 6 এবং তাদের লসাগু 180 । তাদের গসাগু কত ? 
[A] 2
[B] 4
[C] 8
[D] 3 

15. একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা 17 cm এবং 25 cm তবে এটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ? 
[A] 2292 বর্গসেমি
[B] 2266 বর্গসেমি
[C] 2288 বর্গসেমি
[D] 2244 বর্গসেমি 

16. একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি দীর্ঘ এবং পরিসীমা 28 সেমি তবে এটির ক্ষেত্রফল কত ? 
[A] 60 বর্গসেমি
[B] 24 বর্গসেমি
[C] 48 বর্গসেমি 
[D] 96 বর্গসেমি 

17. একটি নির্বাচনে, রাশিকা এবং নিকিতা একে অপরের বিরুদ্ধে লড়ছে । রাশিকা 54% ভোট পায় এবং নির্বাচনটি 1280 ভোটে জেতে । নির্বাচনে কতগুলি ভোট পড়েছিল ? 
[A] 15500
[B] 15000
[C] 16000 
[D] 16500

18. যদি একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 5544 বর্গসেমি হয় তবে এটির আয়তন কত ? 
[A] 38,809 ঘনসেমি
[B] 38,808 ঘনসেমি 
[C] 36,864 ঘনসেমি
[D] 37,800 ঘনসেমি 

19. মান নির্ণয় :  
 – 67 + 700 ÷ [ 85 – {8 × 9 + (28 – 5 × 5)}]
[A] 4
[B] 1
[C] 2
[D] 3 

20. যদি রাম, রবার্ট এবং রহিম ₹50,000, ₹30,000 এবং ₹40,000 টাকা বিনিয়োগ করে একই সময়ে জন্য একটি ফার্ম শুরু করে, তবে মোট 18000 টাকা লাভের মধ্যে রহিম এবং রবার্টের ভাগের অনুপাত কত ?
[A] 4 : 3 
[B] 3 : 4
[C] 4 : 5
[D] 3 : 5


Answers ::

1.C     2.C   3.A   4.D   5.B   6.A    7.B    8.B    9.D   10.D

11.C   12.D   13.D   14.D   15.D  16.C   17.C   18.B   19.D   20.A