আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 22
আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 22
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : স্পিরিট ও জল কোন অনুপাতে মেশালে উৎপাদন মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে ?
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------[a] 4 : 5
[b] 2 : 5
[c] 1 : 5
[d] 3 : 5
----------------------------------------------------------------------
2.প্রশ্ন : একজন 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করল। যদি সে সুদ বাবদ 1020 টাকা পেয়ে থাকে তাহলে সুদের হার কত ছিল ?
[a] 16%
[b] 10%
[c] 12%
[d] 8%
3.প্রশ্ন : কিছু টাকা সরল সুদের লগ্নী করা আছে, ওই টাকা যদি 10 বছরের তিনগুন হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত ?
----------------------------------------------------------------------[a] 22%
[b] 18%
[c] 20%
[d] 25%
4.প্রশ্ন : অমল ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদে 6000 টাকা জমা করল। বিমল বাৎসরিক 8% চক্রবৃদ্ধি সুদে 5000 টাকা জমা করল। 2 বছর পর তাদের প্রাপ্য সুদের অন্তর কত হবে ?
----------------------------------------------------------------------[a] 234 টাকা
[b] 235 টাকা
[c] 232 টাকা
[d] 233 টাকা
5. প্রশ্ন : যদি (a-b)=3 এবং (a^2+b^2)=29 হয় তাহলে ab = ?
----------------------------------------------------------------------[a] 18
[b] 16
[c] 10
[d] 14
6.প্রশ্ন : এক বিক্রেতা একটি রেডিও 720 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হল, 25% লাভ করতে হলে রেডিওটার বিক্রয়মূল্য কত হবে ?
----------------------------------------------------------------------[a] 1240
[b] 1200
[c] 1180
[d] 1220
7. প্রশ্ন : যদি tan^2 45° - cos^2 60° = x×sin45°×cos45°×tan60° হয় তবে x = ?
----------------------------------------------------------------------[a] 3/√2
[b] 1/2
[c] 2
[d] √3/2
8.প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন, যদি দৈর্ঘ্য 5 সেমি কমানো হয় এবং প্রস্থ 5 সেমি বাড়ানো হয় তবে ক্ষেত্রফল 75 বর্গসেমি বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত ?
[a] 30 সেমি
[b] 40 সেমি
[c] 20 সেমি
[d] 50 সেমি
----------------------------------------------------------------------
11.প্রশ্ন : একটি রম্বসের পরিসীমা ও একটি কর্ণের দৈর্ঘ্য 26 সেমি এবং 5 সেমি । অন্য কর্ণটির দৈর্ঘ্য কত ?
9.প্রশ্ন : দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গসেমি হলে ছোটো বৃত্তটির ব্যাসার্ধ কত ?
---------------------------------------------------------------------[a] 21 সেমি
[b] 17.5 সেমি
[c] 28 সেমি
[d] 22 সেমি
10.প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
--------------------------------------------------------------------[a] 6√2 বর্গসেমি
[b] 3√3 বর্গসেমি
[c] 2√2 বর্গসেমি
[d] 2√3 বর্গসেমি
11.প্রশ্ন : একটি রম্বসের পরিসীমা ও একটি কর্ণের দৈর্ঘ্য 26 সেমি এবং 5 সেমি । অন্য কর্ণটির দৈর্ঘ্য কত ?
[a] 6 সেমি
[b] 12 সেমি
[c] 24 সেমি
[d] 18 সেমি
12.প্রশ্ন : একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 1925 বর্গসেমি তবে তার ব্যাসার্ধ কত ?
---------------------------------------------------------------------[a] 70
[b] 31
[c] 62
[d] 35
13.প্রশ্ন : একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 253.5 বর্গসেমি । একটি বাহুর দৈর্ঘ্য কত ?
---------------------------------------------------------------------[a] 7.5
[b] 5.5
[c] 6.5
[d] 8.5
14.প্রশ্ন : DEF একটি ত্রিভুজের E কোণটি সমকোণ এবং F কোণের মান 30° তবে Sin D - 1/3 এর মান কত ?
---------------------------------------------------------------------[a] -1/(2√3)
[b] (3√3 - 2)/6
[c] (√2 - √3)/6
[d] (2√2 - 1)/√2
15.প্রশ্ন : DEF সমকোনী ত্রিভুজ যার E কোণ সমকোণ । যদি Cosec D = 25/24 হলে Cos F = ?
[a] 25/7
[b] 24/7
[c] 24/25
[d] 7/24














