আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 21
আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 21
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : A ও B এর বর্তমান বয়সের অনুপাত 3 : 1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2 : 1, তাদের বর্তমান বয়স কত ?
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------[a] 45, 15
[b] 21, 7
[c] 30, 10
[d] 60, 20
----------------------------------------------------------------------
2.প্রশ্ন : 2610 টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A এর 0.5 = B এর 0.6 = C এর 0.75 হয়, C পাবে -
[a] 1044 টাকা
[b] 1000 টাকা
[c] 870 টাকা
[d] 696 টাকা
3.প্রশ্ন : A, B, C একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে । ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে, B কত টাকা পাবে ?
----------------------------------------------------------------------[a] 3500
[b] 3600
[c] 3800
[d] 4100
4.প্রশ্ন : একটি ছাত্রের 10 টি পরীক্ষা নম্বরের গড় 80 । সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81, যদি সর্বোচ্চ নম্বর 92 হয়, তবে সর্বনিম্ন নম্বর কত ?
----------------------------------------------------------------------[a] 55
[b] 62
[c] 61
[d] 60
5. প্রশ্ন : 12 টি সংখ্যার গড় 9 । যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুন করে 3 যোগ করা হয় তবে নতুন 12 টি সংখ্যার গড় হবে -
----------------------------------------------------------------------[a] 9
[b] 18
[c] 21
[d] 27
6.প্রশ্ন : 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে ?
----------------------------------------------------------------------[a] 6
[b] 10
[c] 12
[d] 15
7. প্রশ্ন : 3 জন লোক অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, 6 জন লোক ও 8 জন মহিলা ওই কাজ কত দিনে করবে ?
----------------------------------------------------------------------[a] 3 1/3
[b] 10
[c] 15
[d] 20
8.প্রশ্ন : একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। নল দুটিকে একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে ?
[a] 1/5
[b] 2/5
[c] 3/4
[d] 1/2
----------------------------------------------------------------------
11.প্রশ্ন : প্রতিবছর একটি গ্রামের জনসংখ্যা 4% করে বৃদ্ধি পায় । যদি বর্তমান জনসংখ্যা 50,000 হয় তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
9.প্রশ্ন : 100 মিটার দুরত্ব A এর 27 সেকেন্ড এবং B এর 30 সেকেন্ড সময় লাগে। A, B কে কত মিটারে হারায় ?
---------------------------------------------------------------------[a] 9
[b] 10
[c] 11 1/8
[d] 12
10.প্রশ্ন : একটি বাস 72 কিমি/ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করল। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে ?
--------------------------------------------------------------------[a] 16 কিমি/ঘন্টা
[b] 17 কিমি/ঘন্টা
[c] 18 কিমি/ঘন্টা
[d] 9 কিমি/ঘন্টা
11.প্রশ্ন : প্রতিবছর একটি গ্রামের জনসংখ্যা 4% করে বৃদ্ধি পায় । যদি বর্তমান জনসংখ্যা 50,000 হয় তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
[a] 53,900
[b] 54,000
[c] 54,080
[d] 54,900
12.প্রশ্ন : নূন্যতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 10, 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে ?
---------------------------------------------------------------------[a] 240
[b] 245
[c] 265
[d] 235
13.প্রশ্ন : একটি ধনাত্মক সংখ্যার বর্গ, সংখ্যাটির থেকে 2000% বেশি হলে, তবে সংখ্যাটির বর্গ কত ?
---------------------------------------------------------------------[a] 1762
[b] 1635
[c] 441
[d] 139
14.প্রশ্ন : 340 টাকা দামের একটি ঘড়ির উপর 27.20 সেলস ট্যাক্স দেওয়া হলে, ট্যাক্সের পরিমান কত ?
---------------------------------------------------------------------[a] 8%
[b] 9%
[c] 10%
[d] 12%
15.প্রশ্ন : একটি বক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সার 210 টি কয়েন আছে । তাদের মূল্যের অনুপাত 13 : 11 হলে, এক টাকার কয়েনের সংখ্যা কত ?
[a] 65
[b] 66
[c] 77
[d] 78














