আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 14

 

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 14  


****************************** 

                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-



1.প্রশ্ন :  এক ব্যক্তি 550 টাকা ঋণ নিলেন,ওই ঋণ দুটি সমান কিস্তিতে শোধ করতে হবে, যদি চক্রবৃদ্ধি সুদের হার 20% হয়, তবে প্রতিটি কিস্তি কত করে হবে ?
[a] 360 টাকা
[b] 350 টাকা
[c] 500 টাকা
[d] 420 টাকা 


----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  30% মূল্য বাড়ানো হলো এবং পরে 10% কমানো হলে, মূল্যের কি পরিবর্তন হবে ?
[a] 25% লাভ
[b] 25% ক্ষতি
[c] 16% লাভ
[d] 17% লাভ

----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় ও প্রস্থ 20% কমানো হয়, তবে তার ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে ?
[a] 20% বাড়বে
[b] 4% কমবে
[c] 20% কমবে
[d] একই থাকবে

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  তিনটি গাড়ির অতিক্রান্ত দূরত্বের অনুপাত 1 : 2 : 3 ও এই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়ের অনুপাত 3 : 2 : 1 হলে, গাড়ি তিনটির গতিবেগের অনুপাত কত ?
[a] 1 : 2 : 3
[b] 5 : 3 : 2
[c] 3 : 9 : 1
[d] 1 : 3 : 9

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে ও 10% উভয় বিষয়ে ফেল করে। 144 জন উভয় বিষয়ে পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ?
[a] 240
[b] 375
[c] 300
[d] 225

----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  একটি ব্যক্তি ট্রেনে ঘন্টায় 55 কিমি বেগে কোনো স্থানে গিয়ে প্রতি ঘন্টায় 66 কিমি বেগে ফিরে আসে, ট্রেনটির গড় গতিবেগ কত ? 
[a] 55 কিমি/ঘন্টা
[b] 72 কিমি/ঘন্টা
[c] 60 কিমি/ঘন্টা
[d] 68 কিমি/ঘন্টা

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে। সংখ্যা টি কত ?
[a] 65
[b] 56
[c] 54
[d] 92

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : দুটি ধনাত্মক সংখ্যার লসাগু ও গসাগু-র গুনফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে, বড় সংখ্যা টি কত ?
[a] 16
[b] 18
[c] 14
[d] 8

 
  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  একটি সংখ্যা কে 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে ?
[a] 6
[b] 2
[c] 3
[d] 7

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  কোনো ভগ্নাংশের হরের সঙ্গে 1 যোগ করলে তা 1/2 হয় ও ওই ভগ্নাংশের লবের থেকে 2 বিয়োগ করলে 1/3 হলে, ভগ্নাংশটি কত ?
[a] 7/12
[b] 1/2
[c] 3/7
[d] 5/9

--------------------------------------------------------------------
11.প্রশ্ন :  যদি c/d + d/c = -1 তবে 2(c^3 - d^3) = ?
[a] 0 
[b] 1
[c] -1
[d] 2

 
  ---------------------------------------------------------------------
12.প্রশ্ন :  সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে, তবে এটির অন্ত:বৃত্তের ব্যাসার্ধের তিনগুন কত ?
[a] 15 cm 
[b] 10 cm
[c] 20 cm
[d] 5 cm

 
---------------------------------------------------------------------
13.প্রশ্ন :  একটি সমকোনী প্রিজমের ভূমি সমবাহু ত্রিভুজ প্রকৃতির যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি । প্রিজমটির আয়তন 108√3 cc, তবে এটির উচ্চতার দ্বিগুন কত ?
[a] 9 cm
[b] 12 cm
[c] 11 cm
[d] 24 cm 

 
---------------------------------------------------------------------
14.প্রশ্ন :  একটি 300 মিটার দীর্ঘ ট্রেন 900 মিটার প্লাটফর্ম কে অতিক্রম করে 1 মিনিট 12 সেকেন্ডে । ট্রেনটির গতিবেগ কত ?
[a] 40 km/h
[b] 60 km/h 
[c] 72 km/h
[d] 81 km/h

---------------------------------------------------------------------
15.প্রশ্ন :  স্থির জলে নৌকার বেগ 6 কিমি/ঘ: । স্রোতের দিকে যাওয়ার সময়ের চার গুন বেশি সময় লাগে স্রোতের বিপরীতে যেতে তবে স্রোতের বেগ কত ?
[a] 2.5 কিমি/ঘ:
[b] 5 কিমি/ঘ:
[c] 4.2 কিমি/ঘ:
[d] 3.6 কিমি/ঘ: 

---------------------------------------------------------------------