পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল প্রিলি 2018 সমস্ত গণিত সমাধান
পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল প্রিলি 2018 সমস্ত গণিত সমাধান
*****************************
1. প্রশ্ন : কোনো ঘড়িতে 4 টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8 টার ঘন্টা বাজতে কত সময় লাগবে ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------[a] 9 1/3 সেকেন্ড
[b] 9 2/3 সেকেন্ড
[c] 12 সেকেন্ড
[d] 6 সেকেন্ড
----------------------------------------------------------------------
2. প্রশ্ন : 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুন করলে গুনফল 1 হবে ? (WBP Constable Preli 2018)
[a] 55/39
[b] 39/45
[c] 45/29
[d] 2025/841
3. প্রশ্ন : একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2 : 3 : 5 হলে তাদের মূল্যের অনুপাত কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 8 : 5 : 3
[b] 7 : 3 : 2
[c] 8 : 6 : 5
[d] 7 : 5 : 4
4. প্রশ্ন : ভগ্নাংশগুলিকে উর্ধক্রমে সাজাও : 5/7, 9/13, 2/3, 8/11 (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 2/3, 8/11, 5/7, 9/13
[b] 5/7, 8/11, 2/3, 9/13
[c] 2/3, 9/13, 5/7, 8/11
[d] 9/13, 2/3, 8/11, 5/7
5. প্রশ্ন : 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 99875
[b] 99855
[c] 99985
[d] 99835
6. প্রশ্ন : মান নির্নয় করো : (1/2 ÷ 1/2 এর 1/2)/(1/2 + 1/2 এর 1/2) = ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 1 2/3
[b] 1/3
[c] 2 2/3
[d] 2/3
7. প্রশ্ন : একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 2 : 9
[b] অনির্ণেয়
[c] 1 : 12
[d] 5 : 24
8. প্রশ্ন : কিছু পরিমান টাকা সরল সুদে ঋণ নিলে দুবছরের জন্য 720 টাকা এবং তারপরে আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদাসল হলে, শতকরা বার্ষিক সুদের হার কত ? (WBP Constable Preli 2018)
[a] 10%
[b] 20%
[c] 15%
[d] 5%
----------------------------------------------------------------------
11. প্রশ্ন : 28 টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4 টি জিনিসের বিক্রয়মূল্যের সমান লাভ করে। লাভের শতকরা হার কত ? (WBP Constable Preli 2018)
9. প্রশ্ন : 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক ? (WBP Constable Preli 2018)
---------------------------------------------------------------------[a] 20
[b] 21
[c] 10
[d] 7
10. প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 2 : 3 । যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3 : 4, সংখ্যা দুটি হলো ? (WBP Constable Preli 2018)
--------------------------------------------------------------------[a] 40, 56
[b] 30, 40
[c] 16, 24
[d] 15, 20
11. প্রশ্ন : 28 টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4 টি জিনিসের বিক্রয়মূল্যের সমান লাভ করে। লাভের শতকরা হার কত ? (WBP Constable Preli 2018)
[a] 16 2/3%
[b] 16 1/3%
[c] অনির্ণেয়
[d] 16%
----------------------------------------------------------------------
12. প্রশ্ন : 2 টি লোক ও 7 টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4 টি লোক ও 4 টি বালক ওই কাজ 3 দিন সম্পন্ন করে । 1 টি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে ? (WBP Constable Preli 2018)
[a] 6 দিন
[b] 51 দিন
[c] 15 দিন
[d] 60 দিন
13. প্রশ্ন : 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 1/2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল মূল্য কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 16 টাকা
[b] 18 টাকা
[c] 15 টাকা
[d] 12 টাকা
14. প্রশ্ন : সকাল দশটার সময় R এবং S যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 1:30 PM
[b] 12:30 PM
[c] 11:30 PM
[d] 2:30 PM
15. প্রশ্ন : ছাপাখানার খুলে একটি পূর্ণ সংখ্যা 150062'ক' ছাপা হল। 'ক' এর মান কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 4
[b] 6
[c] 9
[d] 5
16. প্রশ্ন : একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয় । কিন্তু চৌবাচ্চটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 30 ঘন্টা
[b] 15 ঘন্টা
[c] 5 ঘন্টা
[d] 6 ঘন্টা
17. প্রশ্ন : একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান । স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 100 মিটার/ঘন্টা
[b] 200 মিটার/ঘন্টা
[c] 300 মিটার/ঘন্টা
[d] 150 মিটার/ঘন্টা
18. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের 2 টি বাহুর অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে, প্রতি মিটার 2.50 টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে ? (WBP Constable Preli 2018)
[a] 855 টাকা
[b] 1830 টাকা
[c] 1875 টাকা
[d] 875 টাকা
----------------------------------------------------------------------
21. প্রশ্ন : মান নির্নয় : (√0.000064)^1/3 = ? (WBP Constable Preli 2018)
19. প্রশ্ন : কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 হলে সমস্ত সম্পত্তির মূল্য কত ? (WBP Constable Preli 2018)
---------------------------------------------------------------------[a] অনির্ণেয়
[b] 48000 টাকা
[c] 40000 টাকা
[d] 28000 টাকা
20. প্রশ্ন : 12 টি পেন্সিলের ক্রয়মূল্য যদি 10 টি পেন্সিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত ? (WBP Constable Preli 2018)
--------------------------------------------------------------------[a] 20%
[b] 25%
[c] 18%
[d] 16 2/3%
21. প্রশ্ন : মান নির্নয় : (√0.000064)^1/3 = ? (WBP Constable Preli 2018)
[a] 0.4
[b] 0.04
[c] 0.2
[d] 0.02
----------------------------------------------------------------------
22. প্রশ্ন : 45 লিটার মিশ্রনে দুধ ও জলের অনুপাত 3 : 2 । ওই মিশ্রনে কত পরিমান জল মেশালে দুধ ও জলের অনুপাত 9 : 11 হবে ? (WBP Constable Preli 2018)
[a] 17 লিটার
[b] 20 লিটার
[c] 15 লিটার
[d] 10 লিটার
23. প্রশ্ন : একটি 8 জনের কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় 2 বছর বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 48 বছর
[b] 44 বছর
[c] 56 বছর
[d] 52 বছর
24. প্রশ্ন : পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিনগুন । 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 35
[b] 45
[c] 40
[d] 30
25. প্রশ্ন : 2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 3438
[b] 3385
[c] 3358
[d] 3058
26. প্রশ্ন : সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো । মোট 63535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো । সামনের সারিতে কতজন সৈন্য ছিল ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 265
[b] 228
[c] 256
[d] 252
27. প্রশ্ন : একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো । ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে ? (WBP Constable Preli 2018)
----------------------------------------------------------------------[a] 17.5%
[b] 22.5%
[c] 25%
[d] 20%
28. প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 6 : 13 এবং তাদের লসাগু 312 হলে, সংখ্যাদুটির যোগফল কত ? (WBP Constable Preli 2018)
[a] 76
[b] 67
[c] 57
[d] 75
----------------------------------------------------------------------
31. প্রশ্ন : এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন । তারপরেও তার কাছে যদি 33 টি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতা কত গুলি কমলালেবু ক্রয় করেছিলেন ? (WBP Constable Preli 2018)
29. প্রশ্ন : দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 6 কিমি/ঘন্টা বেগে হাঁটছিলেন । একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির বেগ কত ? (WBP Constable Preli 2018)
---------------------------------------------------------------------[a] 33 কিমি/ঘন্টা
[b] 35 কিমি/ঘন্টা
[c] 40 কিমি/ঘন্টা
[d] 22 কিমি/ঘন্টা
30. প্রশ্ন : কয়েকজন ভিখারীকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে । ভিখারির সংখ্যা কত ? (WBP Constable Preli 2018)
--------------------------------------------------------------------[a] 6
[b] 7
[c] 5
[d] 8
31. প্রশ্ন : এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন । তারপরেও তার কাছে যদি 33 টি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতা কত গুলি কমলালেবু ক্রয় করেছিলেন ? (WBP Constable Preli 2018)
[a] 18
[b] 20
[c] 15
[d] 12






























