আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 07

 

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 07   


****************************** 

                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-



1.প্রশ্ন :  একটি অফিসে 72% কর্মচারী চা এবং 44% কর্মচারী কফি খান। যদি 40 জন কর্মচারী চা ও কফি দুটিই খান তাহলে ঐ অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত ?
(a) 200
(b) 225
(c) 250
(d) 275


----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষ 21 দিনে একটি কাজ শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক, 2 জন পুরুষ সমান কর্মক্ষম হলে, 21 জন স্ত্রীলোক প্রত্যহ 6 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি শেষ করতে পারবে ? 
(a) 18 দিন
(b) 20 দিন
(c) 25 দিন 
(d) 30 দিন

----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 4% কমে চাল বিক্রিয় করে এবং ওজনে প্রতারণা করে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম চাল দেয়, তার লাভের হার কত ?
(a) 4 1/6%
(b) 6 1/4%
(c) 6 2/3%
(d) 7 1/2%


----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  কিছু টাকা সরল সুদে জমা রাখার পর 7 বছর পর সুদ-আসল দ্বিগুন হয় । একই সুদের হারে কত বছরে সুদ আসলে 4 গুন হবে ? 
(a) 14 বছর
(b) 21 বছর
(c) 28 বছর
(d) 35 বছর 

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  কলকাতা থেকে জঙ্গিপুরের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4 : 5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বাড়ালে নতুন ভাড়ার অনুপাত কত হবে ?
(a) 11 : 13
(b) 13 : 17
(c) 11 : 12
(d) 11 : 15

----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  1/(1×2×3) + 1/(2×3×4) + 1/(3×4×5) + 1/(4×5×6) = ?
(a) 7/10
(b) 11/30
(c) 13/30
(d) 7/30

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2 : 3 : 5 হলে, মূল্যের অনুপাত কত ?
(a) 4 : 3 : 2
(b) 8 : 6 : 5
(c) 6 : 5 : 2
(d) 3 : 2 : 1

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : 5000 টাকার উপর একই হারে 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 72 , সুদের হার কত ?
(a) 6%
(b) 8%
(c) 10%
(d) 12%

 
  --------------------------------------------------------------------
9.প্রশ্ন :  কোন শহরে মোট জনসংখ্যা 10,000 । এর মধ্যে পুরুষদের বৃদ্ধির হার 5% এবং মহিলাদের বৃদ্ধির হার 6% হলে, বছর শেষে জনসংখ্যা হয় 10540। পুরুষের সংখ্যা নির্নয় করো -
(a) 4000
(b) 6000
(c) 6500
(d) 3500

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় সমানুপাতি দুটি 18 ও 32 হলে, মধ্যসমানুপাতি কত হবে ?
(a) 16
(b) 18
(c) 20
(d) 24

--------------------------------------------------------------------