আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 05
আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 05
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : এক ব্যক্তি 13.50 টাকা প্রতি কেজি দরের এক প্রকার 80 কেজি চালের সাথে 16 টাকা প্রতি কেজি দরের আর এক প্রকার 120 কেজি চালের সাথে মিশিয়ে, কত কেজি দরে নতুন চালটি বিক্রি করতে হবে যাতে মোটের উপর 20% লাভ হয় ?
(a) 20
(b) 18
(c) 16
(d) 24
----------------------------------------------------------------------
2.প্রশ্ন : 64 সেমি উচ্চতার একটি লম্ব-বৃত্তাকার চোঙ গলিয়ে এর সমান ব্যাসার্ধের 12 টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত ?
(a) 3
(b) 5
(c) 4
(d) 2
3.প্রশ্ন : একটি বৃত্তের পরিলিখিত ও অন্তলিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত ?
----------------------------------------------------------------------(a) 2 : 1
(b) 1 : 2
(c) 2 : √2
(d) √2 : 2
4.প্রশ্ন : খাঁটি দুধের দাম 15.50 টাকা প্রতি লিটার। এরকম 56 লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা প্রতি লিটার হবে ?
----------------------------------------------------------------------(a) 6
(b) 5
(c) 4
(d) 7
5. প্রশ্ন : একজন পুরুষ,একজন মহিলা ও একজন বালক একটি কাজ 3, 4 ও 12 দিনে করতে পারে। 1 জন পুরুষ ও 1 জন মহিলার সঙ্গে কতজন বালক ওই কাজটি 1/4 দিনে করতে পারবে ?
----------------------------------------------------------------------(a) 4
(b) 19
(c) 41
(d) 1
6.প্রশ্ন : A এর আয় B এর থেকে 10% বেশি হলে, B এর আয় A এর থেকে শতকরা কত কম ?
----------------------------------------------------------------------(a) 9 1/11 %
(b) 11 1/9 %
(c) 10%
(d) 5%
7. প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে, তার ক্ষেত্রফল কত ?
----------------------------------------------------------------------(a) 20
(b) 22
(c) 24
(d) 44
8.প্রশ্ন : সরল সুদে একটি মূলধন 4 বছরে দ্বিগুন হলে, কত বছরে 8 গুন হবে ?
(a) 28
(b) 32
(c) 16
(d) 24
----------------------------------------------------------------------
9.প্রশ্ন : দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7 । সংখ্যা টি থেকে 27 বিয়োগ করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে । সংখ্যা টি কত ?
---------------------------------------------------------------------(a) 43
(b) 61
(c) 52
(d) কোনটি নয়
10.প্রশ্ন : পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে ?
--------------------------------------------------------------------(a) 99956
(b) 97930
(c) 99370
(d) 98665









