আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 04
আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 04
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : চারটি ঘন্টা 6,8,12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে । তারা এক সাথে 12 টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে ?
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------(a) 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড
(b) দুপুর 1 টা
(c) 1 টা বেজে 1 মিনিটে
(d) 12 টা বেজে 5 মিনিটে
----------------------------------------------------------------------
2.প্রশ্ন : দুটি সংখ্যার গুনফল 12960 এবং তাদের গসাগু 36। এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে ?
(a) 3
(b) 4
(c) 5
(d) 2
3.প্রশ্ন : একটি ইনিংসে সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9 অংশ এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর হল অবশিষ্ট এর 2/9 অংশের । এই দুই স্কোরের পার্থক্য হল 8 রান । ইনিংসের মোট স্কোর কত ?
----------------------------------------------------------------------(a) 150
(b) 160
(c) 161
(d) 162
4.প্রশ্ন : 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
----------------------------------------------------------------------(a) 9899
(b) 8999
(c) 9989
(d) 9889
5. প্রশ্ন : নিম্নের মধ্যে কোনটি 9 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য ?
----------------------------------------------------------------------(a) 7532458
(b) 6812348
(c) 6234588
(d) 4701828
6.প্রশ্ন : একটি পণ্যদ্রব্যের ওপর করের পরিমান 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেল। এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল ?
----------------------------------------------------------------------(a) 2%
(b) 2.5%
(c) 2.25%
(d) 2.75%
7. প্রশ্ন : দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল সে 15000 ভোটে পরাজিত হল । বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?
----------------------------------------------------------------------(a) 6000
(b) 10000
(c) 22500
(d) 45000
8.প্রশ্ন : 9 টি জিনিসের ক্রয়মূল্য 11 টি জিনিসের বিক্রয়মূল্যের সাথে সমান। ক্ষতির শতকরা হার নির্নয় করো ।
(a) 18 2/11%
(b) 2 9/11%
(c) 15 1/2%
(d) 16 1/2%
----------------------------------------------------------------------
9.প্রশ্ন : সুনন্দ বিক্রয়মূল্যের ওপর 25% লাভ করল, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো ?
---------------------------------------------------------------------(a) 100/3%
(b) 20%
(c) 25%
(d) 30%
10.প্রশ্ন : একটি শ্রেণীর বালক এবং বালিকাদের বয়সের গড় 15.8 বছর, বালকদের বয়সের গড় 16.4 বছর যেখানে বালিকাদের বয়সের গড় 15.4 বছর । ওই শ্রেণীতে বালক এবং বালিকাদের অনুপাত কত ?
--------------------------------------------------------------------(a) 1:2
(b) 3:4
(c) 3:5
(d) কোনটি নয়









