আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 01

 আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 01 


******************************


                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো। 



1.প্রশ্ন :  একটি সংখ্যাকে প্রথমে 10% কমানো হলো এবং তারপর তাকে 10% বাড়ানো হলো ,এখন সংখ্যাটি আগের সংখ্যার থেকে 50 কম হলে,প্রকৃত সংখ্যাটি কত ? 
[a] 5900 
[b] 5000 
[c] 5500 
[d] 5050


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 : 5 । বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল তৃতীয় সংখ্যা এবং 52 এর যোগফলের সমান । ক্ষুদ্রতম সংখ্যাটি কি ? 
[a] 20 
[b] 27 
[c] 39 
[d] 52

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি সংখ্যা দুটির প্রত্যেকটি কে 10 বাড়ানো হয় তবে তাদের মধ্যে অনুপাত হয় 5:7, তবে সংখ্যা গুলি কি কি ? 
[a] 3,5 
[b] 7,9 
[c] 13,22 
[d] 15,25

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  কমলা 6 বছর আগে বিয়ে করেছিল। বর্তমানে তার বিয়ের বিয়ের সময়ের বয়সের 1 1/4 গুন, তার ছেলের বয়স তার বয়সের 1/10 হলে, তার ছেলের বর্তমান বয়স কত ? 
[a] 2 বছর 
[b] 3 বছর 
[c] 4 বছর 
[d] 5 বছর

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, পাঁচ বছর আগে তাদের বয়সের গুনফল পিতার বয়সের 4 গুন ছিল। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত ? 
[a] 25 বছর, 10 বছর 
[b] 36 বছর, 9 বছর 
[c] 39 বছর, 6 বছর 
[d] 45 বছর, 15 বছর

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  10 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিনগুন ছিলো। 10 বছর পরে ওই ব্যক্তির বয়স তার পুত্রের দ্বিগুন হবে। তাদের বর্তমান বয়সের অনুপাত কত ? 
[a] 13:4
[b] 9:2
[c] 7:3
[d] 5:2

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে,একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% পায়। 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটার সংখ্যা 7500 হলে, অন্য প্রার্থী বৈধ ভোট কত পেয়েছিল ? [a] 2700 
[b] 2900 
[c] 3000 
[d] 3100

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : এক ব্যবসায়ী 13.50 টাকা প্রতি কেজি দরে 80 কেজি চাল এবং 16 টাকা কেজি দরে 120 কেজি চাল কিনে মিশিয়ে বিক্রি করেন। এখন নতুন মিশ্রণটিকে কত টাকা কেজি দরে বিক্রি করলে তার মোট 10% লাভ হবে ? 
[a] 20 
[b] 22 
[c] 18 
[d] 16 

 
----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  100 টি পেনে বিক্রিয় করে লাভ হয় 20 টি পেনের বিক্রয়মূল্যের সমান,তার লাভের শতকরা পরিমান কত ? 
[a] 20% 
[b] 30% 
[c] 15% 
[d] 25%

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  যদি 4a=5b এবং 8b=9c হয় তবে a:b:c = ? 
[a] 40:35:36 
[b] 45:32:36 
[c] 35:45:36 
[d] 45:36:32

--------------------------------------------------------------------